নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

~শুভ নববর্ষ~

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫২

তুমি এসেছ বলে হে বৈশাখ,
জোড়া শালিকেরা বন ছেড়ে নাগরিক কোলাহল
অরণ্যের প্রতিটি কাননে মুখরিত ভালোবাসার রচনায়
কবিরা ছুটি নিয়েছে কবিতার কাছ থেকে
অভিমানী কবিতারাও খোঁপা বেধে বটতলায়।

তুমি এসেছ বলে,
আমের প্রতিটি মুকুলে সাজ সাজ রব
ভ্রমরেরা নতুন গুঞ্জনে ছুটছে দিকবিদিক
পাতায় পাতায় নতুন বধূর কানাকানি
বাতাসে ফিন তোলে শুভ্র শিমুল তুলো।

তুমি এসেছ বলে,
ফেনিল সাগরে উত্তাল ঢেউ
নোনা হাওয়ার মেঘে মেঘে দুর্নিবার লড়াই
বজ্রের হুংকারে প্রকম্পিত দিগন্ত বিম্বিসার
তপ্ত রাজপথে প্রশান্তির ঝর্নার ফোয়ারা ।

তুমি এসেছ বলে,
রমণীদের লাল সাদা শাড়ি খোঁপায় শিমুল
চঞ্চল মনের বীণায় আনন্দ রাগিণী
মনকাড়া রঙের বাহারি পাঞ্জাবি
হাটের হালখাতায় পাতে পান্তা ভাত।

তুমি এসেছ বলে,
আমার মনের গহিনে
বিষাদের সুর বহু স্মৃতির ঢেউ
আনন্দ অনাবিল নতুন কেতনের
ডানায় উদীয়মান যুব তূর্য।



মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫০

মনিরা সুলতানা বলেছেন: :) জোড়া শালিকেরা বন ছেড়ে নাগরিক কোলাহল
অরণ্যের প্রতিটি কাননে মুখরিত ভালোবাসার রচনায়
কবিরাও ছুটি নিয়েছে কবিতার কাছ থেকে
অভিমানী কবিতারাও খোঁপা বেধে বটতলায়।

ভালো লাগছে :)

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ২:০৮

ভ্রমরের ডানা বলেছেন: আপনার ভাল লাগাই এই অধমের সার্থকতা। পাঠ করার জন্য ও মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপুনি। :D

২| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:০৩

শতদ্রু একটি নদী... বলেছেন: শুভ নববর্ষ ভাই। :)

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০২

ভ্রমরের ডানা বলেছেন: শতদ্রু নদী ভাই, নববর্ষের অফুরন্ত শুভেচ্ছা। শুভ নববর্ষ। ভাল থাকবেন।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৮

ভিটামিন সি বলেছেন: হে বৈশাখ -
লাইনটা প্রথমে যোগ করলে কেমন হয় দাদা?

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৩

ভ্রমরের ডানা বলেছেন: দারুন হয় দারুন। অনেক ধন্যবাদ ভিটামিন সি দাদা। শুভ নববর্ষ।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫১

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩১

ভ্রমরের ডানা বলেছেন: শুভ নববর্ষ সুমন দাদা :D

৫| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । শুভ নববর্ষের শুভেচ্ছা ।

১৪ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০১

ভ্রমরের ডানা বলেছেন: পাঠ করার জন্য ধন্যবাদ। শুভ নববর্ষ কলমের কালি শেষ। :D

৬| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২০

আরণ্যক রাখাল বলেছেন: ভালো লাগল কবিতা
শুভ নববর্ষ

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০১

ভ্রমরের ডানা বলেছেন: আপনার ভাল লাগা কবিতার সৌভাগ্য। কবির ধন্যবাদ জানবেন। শুভ নববর্ষ

৭| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৪

রোদেলা বলেছেন: ঝকঝকে কবিতা পড়লাম।

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৪

ভ্রমরের ডানা বলেছেন: পড়ে দেখার জন্য ধন্যবাদ জানবেন। আসলে অনুসারিতদের মন্তব্য পেলে আনন্দে মন নেচে উঠে। দারুন লাগলো আপনার মন্তব্য পেয়ে। ভাল থাকবেন। ফিলিং ব্লেসড !:#P

৮| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৭

ফ্রস্ট বাইট বলেছেন:
শুভ বাঙলা নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: শুভ নববর্ষ ফ্রস্ট বাইট ভাই :D

৯| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৮

তাপস কুমার দে বলেছেন: ভালো লাগছে

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪০

ভ্রমরের ডানা বলেছেন: আমার ব্লগে স্বাগতম তাপস ভাই :) পাঠ করার জন্য ধন্যবাদ।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা। বিশেষ করে চমৎকার লাগলো এ অংশটুকুঃ
তুমি এসেছ বলে,
রমণীদের লাল সাদা শাড়ি খোঁপায় শিমুল
চঞ্চল মনের বীণায় আনন্দ রাগিণী
মনকাড়া রঙের বাহারি পাঞ্জাবি
হাটের হালখাতায় পাতে পান্তা ভাত
...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪১

ভ্রমরের ডানা বলেছেন: আপনি দেখছি এ কবিতাটিও পড়ে দেখলেন। খুব ভাল লাগছে! অনুপ্রানিত করার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.