নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জেগেছে বাংলাদেশ

০১ লা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

কতশত ইনিংসের দিকে তাকিয়ে ছিলাম
এক যুগ ডাহুক পাখির মত নিস্পলক
কত যন্ত্রণা কত হাহাকার দেখেছি
অলিগলি রাস্তার মোড়ে একটি প্রতিরোধ দেখবে বলে।

এরপর একদিন তপ্ত দুপুর
অনল বর্ষিত মাঠ
তবুও সেদিন পুস্পিত ব্যাটের
ঝলকে ঝাপসা হল আখি।

জোড়া শালিকের সেঞ্চুরিতে
টেকনাফ থেকে তেতুলিয়া
বিনিদ্র প্রতিটি ব্যাঘ্রের গর্জনে
কম্পিত বরাহশাবক কুল।

জেগেছে বাংলাদেশ!

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: হ্যা ভাই, সেইদিন বেশি দূর না হয়তো, যেইদিন আপনের ওয়াট্টোও কইবো, সাব্বির আমার ফেভারিট প্লেয়ার। :)

০১ লা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

ভ্রমরের ডানা বলেছেন: শতদ্রু ভাই আমার মনের কথা বলেছেন। বাংলাদেশের যে জাগরণ দেখছি সেটা অসম্ভব কিছুই না। ওয়াট্টো যদি বাংলাদেশ কে নিয়ে কিছু বলে আশা করতেই পারি আমাদের সাব্বির কে নিয়েই বলবে। কারন আমাদের সাব্বির মানসিক শারীরিক দিক দিয়ে পরিপূর্ণ খেলোয়ার। সে বলেছে, " আমি বল দেখি, বোলার নয়"। ২০ বছরের এক তরুনের দুর্দান্ত উত্থান দেখব বলে আশা রাখছি।

২| ০১ লা মে, ২০১৫ সন্ধ্যা ৭:২১

কাওসার সুজন বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ B-)

০১ লা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: পাঠ করার জন্য ধন্যবাদ ভাই। খেলাটা দেখার পরে না লেখে পারলাম না। :D

৩| ০১ লা মে, ২০১৫ রাত ১০:৪৬

অবনি মণি বলেছেন: জোড়া শালিকের সেঞ্চুরিতে
টেকনাফ থেকে তেতুলিয়া
বিনিদ্র প্রতিটি ব্যাঘ্রের গর্জনে
কম্পিত বরাহশাবক কুল

০২ রা মে, ২০১৫ রাত ১০:৫১

ভ্রমরের ডানা বলেছেন: আমার ব্লগে স্বাগতম অবনি মনি :D

৪| ০১ লা মে, ২০১৫ রাত ১১:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ খেলেছে তামিম - কায়েস। কোন প্রশংসা কোন স্তুতিই তাদের জন্য যথেষ্ট নয়।


কবিতা ভালো লেগেছে।

০২ রা মে, ২০১৫ রাত ১০:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: বাংলাদেশের পক্ষে যে কোন জুটিতে সর্বোচ্চ রান , বিশ্ব ক্রিকেটে ১২ তম সেরা জুটি। গর্বে বুকটা ভরে যাচ্ছে ভাই।:D

৫| ১৩ ই মে, ২০১৫ ভোর ৫:০৬

উর্বি বলেছেন: অস্থির

১৩ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৬

ভ্রমরের ডানা বলেছেন: পাঠ ও কমেন্টে ধন্যবাদ :) :)

৬| ১৪ ই মে, ২০১৫ রাত ১২:২১

উর্বি বলেছেন: প্রীত হইলাম :)

১৪ ই মে, ২০১৫ বিকাল ৩:০১

ভ্রমরের ডানা বলেছেন: ক্রিকেট কি আপনার ভীষণ প্রিয় নাকি? :P

৭| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৭

উর্বি বলেছেন: ক্যামনে বুঝলুইন। আন্নেরে ১০ খানা নুপেল দিমু :)

১৪ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: আই নবুল দিয়া খি ক্ষইতাম। এর বদলে ২-৪ তা ক্রিকেট বল দেন :P খেলি।

৮| ১৬ ই মে, ২০১৫ রাত ৮:১৫

উর্বি বলেছেন: আইচ্ছা! তাই দিয়াম নে :) :P

১৬ ই মে, ২০১৫ রাত ১০:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: শুধু বল দিলে কি খেলা হয়, দুই চারটা খেলার জার্সি ও তো লাগবে নাকি !! :-B :-B খেলার সেট দিতে হবে :P :P

৯| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৩৬

উর্বি বলেছেন: হিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহি

১৭ ই মে, ২০১৫ রাত ৯:১৮

ভ্রমরের ডানা বলেছেন: :P :P :P :P

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

খায়রুল আহসান বলেছেন: জোড়া শালিকের সেঞ্চুরিতে
টেকনাফ থেকে তেতুলিয়া
বিনিদ্র প্রতিটি ব্যাঘ্রের গর্জনে
কম্পিত বরাহশাবক কুল।
- চমৎকার কাব্যিক প্রশস্তি। ভাল লিখেছেন। মনের আনন্দ কবিতায় অভিব্যক্তি পেয়েছে।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০

ভ্রমরের ডানা বলেছেন:

পুরোনো কবিতা পাঠে ও অনুভবে অশেষ কৃতজ্ঞতা। এত আগের লেখাও যে কেউ পড়বে তা কোনদিন ভাবি নি। সত্যি আপনার মন্তব্যটি পেয়ে দারুণ অনুপ্রাণিত হয়েছি! ভাল থাকুন সুপ্রিয় লেখক। আপনার নতুন কবিতাটি বেশ রোমান্টিক হয়েছে!

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

খায়রুল আহসান বলেছেন: আমার অণু কবিতাঃ সর্ষে ক্ষেত এ আপনার লেখা মন্তব্যটা পড়েছি, ভাল লেগেছে।
ধন্যবাদ ও শুভেচ্ছা।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৯

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার চার লাইনের কবিতাটি দিয়ে চারশ লাইনের বিশাল ভাব সম্প্রসারণ লেখা সম্ভব! কবিতার চরণগুলো সাবলীল ও সহজ করে অলংকৃত করেছেন। তাই মনে বেজেছে বেশ!


ভাল থাকুন সুপ্রিয় কবি!

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রই্লো...

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় লেখক! দোয়া করবেন! আর আরো অনেক অনেক এমন প্রাণবন্ত কবিতা আপনার কাছে আশা করছি! যতদিন পারি কবিতার সাথেই আছি! আপনার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.