নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ভাল থেকো এলিটা

১১ ই মে, ২০১৫ বিকাল ৫:০৯



প্রিয় এলিটা, চাঁপাবনের ফুলগুলি কি মনে আছে
দুপুরের রোদে জ্বলে উঠেছিল
তাদের হলদে সাদা আভা, সূর্যের মত
তুমিও কি আলো ছড়াও নি।

তোমার চোখের নদীতে বালুচরিরা
খেলেছিল অপূর্ব জলকেলি, ডানায় ডানায়
অদ্ভুত ছন্দমিল ঠিক যেন তোমার ইশারায়
ঝিকমিক করা জলের ঢেউ ঝলসে
দিয়েছিল প্রেমিকের সর্বাঙ্গ শিহরণে।

লজ্জাবতীরা লজ্জায় লুকিয়েছিল
ঘাশফড়িংটাও আসেনি বনে
শুধু তুমি আর আমার পোড়া চোখ
আর মাতাল বুনো জলকেলি।


প্রজাপতির পাখায় উড়ে গেছ তুমি
আজ তাই নিঃসঙ্গ ডানা
বহুদিন ধরে আগুনে
জ্বলেছে ভ্রমরের পোড়ামন।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৫ বিকাল ৫:২৮

নুর ইসলাম রফিক বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

ভ্রমরের ডানা বলেছেন: আমার ব্লগে স্বাগতম নুর ইসলাম রফিক ভাই । আপনার শুভ কামনা করছি। ভাল থাকবেন।

২| ১১ ই মে, ২০১৫ বিকাল ৫:৩৫

সুমন কর বলেছেন: ভাল লাগল।

১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: অনেক অনেক সাধুবাদ জানবেন সুমন কর দাদা। কবিতা পাঠে ধন্যবাদ জানবেন।

৩| ১১ ই মে, ২০১৫ বিকাল ৫:৪১

উর্বি বলেছেন: দারূন

১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: অনুপ্রাণিত হলুম :) । কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ। আপনার আঁকা ছবি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ আঁকেন আপনি।

৪| ১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

শতদ্রু একটি নদী... বলেছেন:
সুন্দর হইছে ডানা ভাই। :)

১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: কি যে বলেন না নদী ভাই B-) আপনার কবিতার তুলনায় কিছুই না ভাইয়ু :D

৫| ১২ ই মে, ২০১৫ রাত ১২:১৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

১২ ই মে, ২০১৫ রাত ২:১৬

ভ্রমরের ডানা বলেছেন: আপনার প্রশংসায় আপ্লূত হলাম। ধন্যবাদ কলমের শেষ কালি ভাই ।

৬| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯

খায়রুল আহসান বলেছেন: প্রিয়জনেরা ভাল থাকুক, এ শুভকামনা মানবহৃদয়ে নিত্য ধ্বনিত হয়। প্রায় দু'সপ্তাহ আগে আমিও "ভাল থেকো" নামে একটি কবিতা এখানে প্রকাশ করেছি।
কবিতায় তৃতীয় ভাল লাগা রেখে গেলাম। + +

২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

ভ্রমরের ডানা বলেছেন:

পুরনো কবিতার পাতায় কবির বিচরণে ধন্য হলাম! আপনার লেখাটি অবশ্যই পাঠ করব। কবিতায় ভাল লাগা প্রকাশে ও উচ্ছাসিত মন্তব্যে খুব ভাল লাগা। শুভেচ্ছা সুপ্রিয় লেখক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.