নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ক্রীতদাস-৪ঃ কে বলেছে এখানে কেও নেই

২৭ শে মে, ২০১৫ রাত ২:৪৩



কে বলেছে এখানে কেও নেই
এখানে পড়ে রয়েছে কত শত লাল গোলাপ, শুকনো শিউলি, ভোরের ঝরা বকুল
স্বপ্নের শতদলেরা বিলায় রূপের বাহার।

কে বলেছে এখানে কেও নেই
এখানে ঝাঁকে ঝাঁকে শীত পাখিদের দল ধানক্ষেত বসায় মৌসুমি জলসা
ফড়িঙের মত মন নাচানাচি করে বাগানে বাগানে।

কে বলেছে এখানে কেও নেই
এখানে শতশত প্রেমিক প্রেমিকা হাত ধরে ছুটাছুটি করছে
ভ্রমরের নিস্পাপ চুমুতে আলোকিত হচ্ছে প্রতিটি ফুলের পাপড়ি।

কে বলেছে এখানে কেও নেই
এখানে দাড়িয়ে আছে উদ্ধত গোঁয়ার প্রেমিক কঙ্কাল মন,
ঠোঁটে জলন্ত সিগারেট হাতে হাতকড়া।

কে বলেছে এখানে কেও নেই
এখানে উত্তাল পদ্মার বুকে জেগেছে একাকী চর, বুকে বেদনার কাশফুল
ঠিক যেন এক ক্রীতদাস কবির পাংশু হাহাকার মনের চত্বর।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৫ দুপুর ১২:৫০

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।

২৭ শে মে, ২০১৫ দুপুর ১:০৩

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে কৃতজ্ঞ করে গেলেন কলমের কালি শেষ। অশেষ শুভেচ্ছা।

২| ২৮ শে মে, ২০১৫ রাত ১:৪৭

উর্বি বলেছেন: এখানে ঝাঁকে ঝাঁকে শীত পাখিদের দল ধানক্ষেত বসায় মৌসুমি জলসা
ফড়িঙের মত মন নাচানাচি করে বাগানে বাগানে।
অসাধারন. হয়েছে ।
তবে ডুব দেয়াটা মোটেও ভালো নয়

২৮ শে মে, ২০১৫ রাত ২:১৬

ভ্রমরের ডানা বলেছেন: হাজার ও কাজ থাকে। অনেক কাজের ভিড়ে নিজেকে ক্যামনে সময় দেব সেটাই বুঝতে পারি না চিত্রকর। কেমন আছেন আপনি?

৩| ২৮ শে মে, ২০১৫ রাত ২:৩৩

উর্বি বলেছেন: জেনে আর কি হবে যে কেমন আছি??? বেচে আছি এটাই বড় খবর

২৮ শে মে, ২০১৫ রাত ২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: ভাল থাকুন । ভাল না থাকলে যে উপায় নেই চিত্রকর।

৪| ২৮ শে মে, ২০১৫ দুপুর ২:৪১

শতদ্রু একটি নদী... বলেছেন: বেশ ভালো হইছে ডানা ভাই। সিরিজের মধ্যে এইটা সবচেয়ে ভালো।

২৮ শে মে, ২০১৫ রাত ৮:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: শতদ্রু ব্রো, আবারো ও অনুপ্রাণিত করলেন। একই কবিতা লেখে মাত্র ২১ মিনিট সময় নিছি। আর আগের গুলা লেখতে ৩-৫ ঘণ্টা লেগেছে। ;) ;)

৫| ২৮ শে মে, ২০১৫ রাত ৯:১৬

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাইরে ভাই, আপনে মানুষ না কবি? ১০-১৫ মিনিটের বেশি লাগলে সেই বস্তু ডাইরেক্ট বাতিল হয়।

২৮ শে মে, ২০১৫ রাত ৯:২৩

ভ্রমরের ডানা বলেছেন: অনুভূতির ডিম ভাজা খেতে আমার দারুণ ভাল লাগে ভাই :D তাই একটু সময় নিয়েই স্বাদ নিতে থাকি। মাঝে মাঝে জ্বলতে মজা লাগে। অনেকটা তার চুলের গন্ধে মাতাল হয়ে নেশা নেবার মত ;)

৬| ২৮ শে মে, ২০১৫ রাত ৯:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন: আহ, সেই এলিটা, না? তার চুলের গন্ধের নেশা কি এলএসডি ফেল?

২৯ শে মে, ২০১৫ রাত ২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: স্বপ্নে জিনিসটা কল্পনা করেছি মশাই! বাস্তবে এটার সুযোগ ও সাহস হয়নি!! এলএসডি কি ভাইয়ু?

৭| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১১:০৯

মিঠু জাকীর বলেছেন: শুকনো শিউলি, ভোরের ঝরা বকুল ,বপ্নের শতদলের্‌,প্রেমিক কঙ্কাল ম্‌ন ,একাকী চর, বুকে বেদনার কাশফুল - এর সাথে "লাল গোলাপ " ঠিক মেলা্তে পারছি না। তবূ, ভালো লেগেছে অনেক ।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০১

ভ্রমরের ডানা বলেছেন: লাল গোলাপ টা এখানে আশার আলো ধরে নিতে পারেন। কিছু এক টা অবলম্বন করে বাচতে ত হবে। এই লাল গোলাপ টি সেই পাংশু কবির অবলম্বন।

পাঠে ও অসাধারণ ক্রিটিক কমেন্টে ক্রিতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.