নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ক্রীতদাস-৫ঃ গন্ধরাজের গন্ধ চাই

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:০৮



উত্তরের প্রান্ত ঘুরে দক্ষিণে এলাম,
কাল মেঘে আবছা বর্ষার আগমনী সুর।
বিস্মৃত অতীত মনের পাড়ায় পাড়ায়,
আছড়ে পড়ছে টুপটুপ বৃষ্টি হয়ে।

এলোমেলো পড়ে থাকা মার্বেলের মত গোল গোল
স্মৃতি গোলকের টুন টুন আর শ্রাবণের রিনঝিন,
তোমার নুপুরের নিক্বণের মতই।
সুর তুলে ডেকে নিয়ে যায় দূরের নির্জনে।

ঝরঝরে বাদল দিনে আম কুড়তে গিয়ে,
গাছের ডালে বৃষ্টি ভেজা থরথরে চুরুই পাখির মত,
তোমার নিস্পাপ চাহুনির ঢেউ,
মনের বাঁধ ছাপিয়ে আজ থইথই ভালবাসা সমুদ্র।

উঠোনের বর্ষনসিক্ত প্রস্ফুটিত তোমার গন্ধরাজের ঘ্রান,
থেকে থেকে ভেসে আসে সময়ে অসময়ে।
ক্রমাগত বাতাসের দোলনা বেয়ে,
উত্তরের দূর হিমালয় থেকে।

বিশ্বাস করো এলিটা,
সেই নিঃশ্বাস বুকে নিয়েই বেঁচে আছি।
আমার অক্সিজেন চাইনা,
তোমার গন্ধরাজের গন্ধ চাই, একটু খানি নয়,
অনেকখানি!





মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:১১

শতদ্রু একটি নদী... বলেছেন: ছিমছাম পরিনত লেখা হইছে। ভাল্লাগছে। :)

গন্ধরাজের অবস্থানটা ঠিক কোনখানে?

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:১৭

ভ্রমরের ডানা বলেছেন: শতদ্রু ভাই, গন্ধরাজের অবস্থান অস্তিত্তের সাথে জড়িত। গন্ধরাজ ছাড়া সম্ভব নয়। ওটা যে বেঁচে থাকার একমাত্র অবলম্বন।

আপনার প্রশংসায় অনুপ্রাণিত হলাম। পাঠে ও কমেন্টে অশেষ কৃতজ্ঞতা রইল বদ্দা। :)

২| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:২৬

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ জানবেন কলমের কালি শেষ

৩| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:১৩

উর্বি বলেছেন: বিশ্বাস করো এলিটা
সেই নিঃশ্বাস বুকে নিয়েই বেঁচে আছি
আমার অক্সিজেন চাইনা
তোমার গন্ধরাজের গন্ধ চাই একটু খানি নয়
অনেকখানি!
----------
আসেন গলাটা চেপে ধরি X((

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:২৩

ভ্রমরের ডানা বলেছেন: গলা চাপে দিলেন চিত্রকর। মারা জাইবাম তো

৪| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:২৪

উর্বি বলেছেন: U deserve a গলা চিপা X(( X( X(

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:২৮

ভ্রমরের ডানা বলেছেন: নেট না থাকলে আমার কি দোষ। কাইন্দা দিবাম চিত্রকর কইলাম কিন্তু :|| :||

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: দেন চাইপা দেন। তবুও কিছু রাগ যদি কমে মশাই

৫| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৩৩

উর্বি বলেছেন: huh... মিছা কথা :(

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৪২

ভ্রমরের ডানা বলেছেন: এক সত্যি, দুই সত্যি তিন সত্যি রে
এবার বিশ্বাস না করলে গলা চিপা দে X(( X((

৬| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৪৩

উর্বি বলেছেন: X( X(
ওড়না পেচায়ে দিমু টান

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: কিছুই হইব না। আপনার ওড়না খানখান হইতে পারে। আমি ৮০ কেজি B-) B-)

৭| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৪৭

উর্বি বলেছেন: দেখা যাবে ।। হুহ X((

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: সেলেনডার বস !!

৮| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

৯| ২৭ শে জুন, ২০১৫ রাত ১:০১

শতদ্রু একটি নদী... বলেছেন: ডানা ভাই কি মাইমেনসিং? গফরগাও হইলে আরো ভালো হয়। ডাহাইতের জায়গা। ;)

২৭ শে জুন, ২০১৫ রাত ১:০৫

ভ্রমরের ডানা বলেছেন: আমাদের সব চুরি ডাকাতি হয়ে গেল আর আপনি আমাদের ডাকাতের দলে ফেলাই দিলেন ভাই। মাইমেন্সিং ছিলাম ৩ মাস এক খানি ছোট ট্রেনিং এ। তখন কিছু ভাষা সিখা ফেলাইছি :D :D

১০| ২৭ শে জুন, ২০১৫ রাত ১:০৫

জেন রসি বলেছেন: গন্ধরাজের গন্ধ চাই আদায় কইরা নেন।

কবিতা ভালো হইছে। :)

২৭ শে জুন, ২০১৫ রাত ১:১১

ভ্রমরের ডানা বলেছেন: জেন রসি, আদায় করতে পারলে তো কবেই করে নিতাম। আমি যে অভাগা! যখনি গন্ধরাজের গাছের নিচে যাই ফুলটা গাছে থাকেনা। :( :(

১১| ২৭ শে জুন, ২০১৫ রাত ১:১০

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালোই শিখছেন। মা ওইখানের হওয়ার পরেও সেইভাবে শিখতে পারিনাই। মানে কইরে পারিনা। আমি ঢাকাইয়াই

২৭ শে জুন, ২০১৫ রাত ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন: আমি হালকা পাতলা টান পারি। ময়মনসিঙ্গের ভাষা মানে ক্রিয়ার সাথে শুধু বাম লাগাইলেই হল। আপনি ঢাকায় থাকলে ক্যামনে পারবেন ভাই। আমি আমার উত্তরের ভাষা মাঝে মাঝে ভুলে যাই। স্বাভাবিক।

১২| ২৭ শে জুন, ২০১৫ ভোর ৪:০৪

উর্বি বলেছেন: আমারে কফি খাওয়ানোর ভয়ে ভাগসে।হুহ :'-(

২৭ শে জুন, ২০১৫ সকাল ৯:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: কফি খাওয়ানোর কথা আপনার, আমার না :| #:-S ইয়া আল্লাহ!! কফিটা ও কি তবে খাওয়া হবে না।

১৩| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪৪

মিঠু জাকীর বলেছেন: ভাল লেগেছে । সত্যিই "বর্ষায় " "গন্ধরাজের" যোগটা আর কি স্পষ্ট করা যেতো ?

২৭ শে জুন, ২০১৫ রাত ৯:৩২

ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ মিঠু জাকির ভাই, আসলে বর্ষায় তো গন্ধরাজ ফুটে। আমার বাসায় প্রতি বর্ষায় ওকে দেখি। তাই বর্ষায় গন্ধরাজের যোগ।

১৪| ২৭ শে জুন, ২০১৫ রাত ৮:৪৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৭ শে জুন, ২০১৫ রাত ৯:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই :) কমেন্টে ও পাঠে কৃতজ্ঞতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.