নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ক্রীতদাস-৭ঃ যদি ক্যাফেতে একদিন

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৩:০১



হয়ত এই তপ্ত রোদে কংক্রিট বনে আমি ফিরে আসব,
দেখব তোমার কোলাহল মাখা প্রতিটি বিকেল।
ক্যাফেতে বসে রাতের নিয়ন আলোতে ছুয়ে দিব,
তোমার হাসির অফুরন্ত ফোয়ারা!

তখন তোমার জমকেলে চাঁদের আলোর
পাশে হব কিছু খসে পড়া জোছনা,
জোড়া পেয়ালার টঙ্কারে উথলে ওঠা মদের মত,
দেখাব তোমায়, আমার প্রাচীন তৃষ্ণা দিঘি।

সেদিন পারলে তুলে নিও, দু একফোঁটা জল।
শতশতাব্দী প্রাচীন হলেও তার লবানাক্ততা কমেনি।
বরং বেড়েছে আমার চোখের জলে,
তাই স্বাদ নিতে যেওনা যেন!

তারথেকে বরং চেয়ে থেকো আমার দীঘির দিকে।
দেখবে সবুজ জলে ভেসে উঠেছে,
মেঠো পথ, রুপকথা, দারুচিনি দ্বীপের গল্প,
আর কিছু অদ্ভুত ভাঙ্গা স্মৃতির সুটকেস।

দীঘির বুদবুদে ভেসে ওঠা ছেঁড়া
ডায়েরীটা কেঁদে নালিশ জানালে,
ভুলেও তখন আমার চোখের দিকে তাকিও না।
ওতে তোমার আততায়ী ভালবাসা এখনো যে ভাসমান।

সেদিন পারলে তুলে নিও তোমার কাঙ্ক্ষিত প্রতিশোধ,
দুটি অপমানে অভিমানে।
তবুও পুরনো সুরে যেন বলে যেও না,
কবি আমাকে মাফ করে দিও!

নইলে প্রাচীন ঝড়ে দীঘির জল উথলে পড়বে,
তোমার কফির টেবিলে,
সশব্দে ভেঙ্গে পড়বে কিছু কাঁচের গ্লাস,
অথবা তোমার কাঁচের চুড়ি!!













মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৩:২৩

উর্বি বলেছেন: মিথ্যে কথা।আসবে না দেখা করবে না সে :/

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৩:৪০

ভ্রমরের ডানা বলেছেন: তাকে আসতেই হবে। এই দিঘি কড়া নাড়তে জানে। ক্যাফে তে না হোক দীঘির পাড়ে তো নিশ্চিত আসবে।

২| ০৩ রা জুলাই, ২০১৫ ভোর ৪:০২

বাড্ডা ঢাকা বলেছেন: ভাললাগলো কবিতা

০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: আমার ব্লগে স্বাগতম। শুভেচ্ছা ও সুভকামনা রইল বাড্ডা ভাই

৩| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১০:৫৮

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন হইছে। শক্তিশালী কবিতা, তীব্র আবেগ। ++

০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:১৮

ভ্রমরের ডানা বলেছেন: শতদ্রু ভাইয়ু আপনার গ্রুমিংটা কাজে দিয়েছে। ধন্যবাদ

৪| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: আমি নিজেই গ্রুমিং এ আছি, আর আমারে এ কি কইলেন? লানত আপনের উপর...

০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:২৪

ভ্রমরের ডানা বলেছেন: যাহা সত্য তাকে স্বীকার করে নিতে আমি দ্বিধা কেন করব। এই অধমের ব্লগিং শুরুর থেকে আপনি যে হেল্প খানা করেছেন তা কেমনে ভুলি ভাইয়ু।

৫| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৮:০১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৫

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ দাদা। অনুপ্রাণিত হলাম।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১২:২৪

জেন রসি বলেছেন: কবিতা চমৎকার হয়েছে। :)

ক্যাফে তে না আইসা দীঘির পাড়ে আসলে ব্যাপারটা আরেকটু রোমান্টিক হবে! :P

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৮

ভ্রমরের ডানা বলেছেন: যেহেতু তার কংক্রিটের শহরে আসব সেহেতু ক্যাফেতে বসেই কথা হবে :P । শহরে যে দীঘি পাওয়া মুশকিল। শহরে দীঘি পেলে ওখানেই নয় গেলাম :P :P । আপনার কমেন্টে দারুণ মজা পেলাম। জেন রসি ধন্যবাদ জানবেন।

৭| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৩

দর্পণ বলেছেন: দারুন দারুন।

০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ ভাই

৮| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬

কাবিল বলেছেন: সুন্দর, ভাল লাগা রইল।

০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: অশেষ শুভকামনা রইল আপনার প্রতি

৯| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:১৬

উর্বি বলেছেন: কইল আর আইল । হ্যহ

০৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: কি সোমোসসা হে কোন টো X(( X((

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১:৫১

ভ্রমরের ডানা বলেছেন: কাঁটা ঘায়ে নুনের ছিটা দিয়েন না মশাই

১০| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪৮

উর্বি বলেছেন: হ্যা! আমি যা বলি তাতেই দোষ।অক্কে আর কিসুই কমু না! আর আমুই না

০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১১

ভ্রমরের ডানা বলেছেন: কত আশার বাত্তি জ্বালাইয়া বসে আছি জানেন। ল্যাম্প পোষ্টের বাত্তি। পুরাই হলুদ। হিমুর পাঞ্জাবির মত। আপনার হিমু কে কেমন লাগে জনাবা :D আপনার মত আঁকিয়ে না এলে হিমু মাইন্ড কষবে চিত্রকর।

১১| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৭

উর্বি বলেছেন: হইসে.। হুহ । এখন আর শত চেষ্টাতেও অভিমান ভাংগানো যাবে না । হুহ হুহ X((

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: অভিমানি ---
তুমি কোথায় হারিয়ে গেলে ---
তুমি ত জাগালে -- -
আপনার অভিমানের কথা শুনিয়া গুরু আযম খানের গান মনে পড়ে গেল। থেনকু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.