নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

আমি এসেছি

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬



আজ আমি কোন ক্ষয়ে যাওয়া তারকার মত নিভে যেতে আসিনি।

আমি এসেছি,
বুকের পাজরে মশাল জ্বালিয়ে
দিগন্ত খুঁজে ছুটব বলে।

আমি এসেছি,
ওই গৌরবিত সূর্যের বিজয় মালা কেড়ে
নিজ গলে পরব বলে।

আমি এসেছি,
বর্ষার কাদার মত গলে
নমনীয় পেলব হব বলে।


আমি এসেছি,
প্রতিটি পেশিকলায় বারুদ জ্বালাব বলে।
ব্যাথাকে ভালবাসব বলে।

আমি এসেছি,
আমি হাসব বলে, আমি কাঁদব বলে
নিজেকে প্রমান করব বলে।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কাব্য ভাইয়া! অনেক ভাল লাগলো......!!



আই কি পেত্তম হইলাম?

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন: জি সাহসী ভাই, আপনি নিঃসন্দেহে প্রথম হয়েছেন। আপনার ভাল লাগায় ধন্য হলাম।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

ভ্রমরের ডানা বলেছেন: প্রামানিক ভাই,


কবিতা পাঠে কৃতজ্ঞতা। শুভকামনা রইল।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

তানজির খান বলেছেন: বাহ বেশ লিখেছেন। ভাল লাগা রেখে গেলাম। শুভ কামনা রইল।

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

ভ্রমরের ডানা বলেছেন: তানজির ভাই,

কবিতা পাঠে ও কমেন্টে অনুপ্রাণিত হলাম। শুভকামনা জানবেন।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৯

উর্বি বলেছেন: আমি ভেগেছি X(( ++++++++++

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

ভ্রমরের ডানা বলেছেন: কত দিন দেখিনি তোমায় গানটি মনে পড়ে গেল। কমেন্টের জবাব গুলো দিয়েন।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪

জুন বলেছেন: আমি এসেছি,
আমি হাসব বলে, আমি কাঁদব বলে
নিজেকে প্রমান করব বলে।


ভালো করেছেন ভ্রমরের ডানা। অনেকদিন নিরুদ্দেশ ছিলেন। ভালোলাগলো কবিতা।
+

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: কিছু দিন নিরুদ্দেশ থাকা ভাল মনে হয় আপু।হা হা হা।
যারা মিস করে তাদের চেনা যায়।

আপনার স্নেহময় কমেন্টে খুব খুশি খুশি লাগল।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিজেকে ভেঙে গড়ার কবিতায় ভালো লাগল। প্রথম +++...

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: দিশেহারা ভাই,

ভাঙে গড়তে অনেক কষ্ট ভাই। দোয়া করবেন।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

ভ্রমরের ডানা বলেছেন: শুভকামনা মাহাবুব ভাই।

কবিতা পাঠে কৃতজ্ঞতা।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



ডানা ঝাঁপটিয়েই এসেছেন ।

মান্না দে'র এই গানটি মনে পড়লো -
এসেছি আমি এসেছি
দূর থেকে বহু দূরে
পথে পথে ঘুরে ঘুরে
এসেছি ...আমি এসেছি ................

২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

ভ্রমরের ডানা বলেছেন: অনুপ্রেরণা জুগানো কমেন্টে কৃতজ্ঞতা জি এস ভাই। ভাল থাকবেন।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে অশেষ ধন্যবাদ সুমন ভাই।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

অগ্নি সারথি বলেছেন: সুন্দর হয়েছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে অজস্র ধন্যবাদ।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতাটা আরেকটু ব্যাপ্তি পেলে ভাল হত, কবিতাটা ভাল লেগেছে। ফিরে আসা সবসময়ই আনন্দের হয়, আনন্দময় হোক আপনার প্রতিদিন প্রতিক্ষণ।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: লেখার মত আরো কয়েকটি লাইন মাথায় এসেছিল। কিন্তু এর বেশি কেন জানি লেখতে পারলাম না ভাই। আপনার সুন্দর কমেন্টের জন্য অশেষ ধন্যবাদ।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

নেক্সাস বলেছেন: সুন্দর লিখেছেন।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে অশেষ শুভকামনা ভাই। ভাল থাকুন সবসময়।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

রিকি বলেছেন: এতদিন ভ্রমরের ডানা কোথায় বনবাসে গিয়েছিলেন???? :||

২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: রিকি ভাই, আর বলিয়েন না। কর্মজীবনের সন্ধানে আছি। তাই ইচ্ছে থাকলেও ব্লগে আসা হল না এই কদিন। বনবাসী হয়ে যাব সামনে মনে হয়।এই অধম কে স্মরনে রাখার জন্য অশেষ কৃতজ্ঞতা।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

বনমহুয়া বলেছেন: দারুন এবং দারুন.....

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

ভ্রমরের ডানা বলেছেন: সাধারণ কথা লেখতে ভালই লাগে। এভাবেই লেখব ভাবছি। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৪

কিরমানী লিটন বলেছেন: আমি এসেছি,
প্রতিটি পেশিকলায় বারুদ জ্বালাব বলে।
ব্যাথাকে ভালবাসব বলে।
নান্দনিক চাওয়ার কাব্যিকতার মতোই ছড়িয়ে পড়ুক জীবনের অনুবাদে প্রতিটি পদক্ষেপ। শুভ নববর্ষ ...

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

ভ্রমরের ডানা বলেছেন: শুভকামনা কিরমানী ভাই। অনুপ্রাণিত হলুম।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: সাহসি উচ্চারণ। বেশ!

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: ব্লগে স্বাগতম প্রফেসর ভাই। শুভ কামনা রইল।

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৫

রাফা বলেছেন: হুম...নিজেকে ভালোই প্রামাণ করেছেন-আমি এসেছি,
আমি হাসব বলে, আমি কাঁদব বলে
নিজেকে প্রমান করব বলে।

ধন্যবাদ,ভ্রমরের ডানা।

১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: আপনাকে আমার ব্লগে পেয়ে ধন্য হলাম। কবিতা পাঠে ও কমেন্ট করার জন্য ধন্যবাদ রাফা ভাই। আমার ব্লগবাড়িতে সুস্বাগতম।

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪১

রুদ্র জাহেদ বলেছেন:
কবিতার ভেতর দিয়ে নির্মল প্রাণের নান্দনিক উচ্চারণ। দারুণ লাগল
+++

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: মর্মকথা অনুধাবনে অশেষ ধন্যবাদ। আপনি ভাল পাঠক জাহেদ ভাই, লেখেন ও ভাল।

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম।

এসেই যখন পড়েছি তখন আবার পড়লাম। :)
প্রমাণ

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

ভ্রমরের ডানা বলেছেন: ভ্রমণপথে শুভকামনা রইল। আপনার কিবোর্ড গুঁতায় আমার ব্লগ খানা ধন্য হল।

প্রমান পেয়ে যারপরনাই খুশি হয়েছি :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.