নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

খেয়ালী প্রেমিক ৬ঃ নেগেটিভ

১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯



গুরু, অলস বিকেলে চা খেতে যাই প্রতিদিন
সমবায় বাজারের মোড়ে, ঘুণ্টিঘরে।

আদা চা, রঙ চা, লেবু চা।
এই হিম হিম শীতে বেশ জমেছে গুরু। চল চল, আড্ডায় বসি।

বুঝলে গুরু, আট বছরের ভাঙা প্রেম, মেরিনার
নতুন হ্যাজবেন্ড সব জমে দই গুরু।

কলেজ ফেরত অপরিনত প্রেমীযুগল দেখে আফসোস হয়, শালা এই কি ভালবাসা? থুঃ থুঃ থুঃ চারিদিকের নগ্নতায় আমার চোখ বন্ধ হয়ে আসে।
প্রেমিক খুঁজে প্রেমিকার হৃদয়ের গভীরতা,
কোমর কিংবা বুকের নিচে, এই ফ্ল্যাটে সেই ফ্ল্যাটে।

আফসোস গুরু, একটাও রোমিও নেই এই আজব শহরে। তাজা ফুল দেখিনা কোন অবিবাহিত কিংবা বিবাহিত পুরুষের হাতে। ভালবাসার ঘরে তালা মেরেছে, আধুনিক রুপসী রাজশ্রী।

পাগলের মত ছুটে চলছে সবাই,
একবারও ভাবে না প্রেম কত মধুময়।
কত নিবিড় তার উষ্ণ লাজুক ঠোটের স্পর্শ।
ছুয়ে দেখবে নাকি গুরু?

যদি ছুঁয়ে দেখ তবে বাজি ধরে বলতে পারি, ওই রুপসীর ঠোটের ওম হার মানবেই।

নেগেটিভ লাল ঠোটের উষ্ণ আহবান,
হা হা হা গুরু, নেগেটিভ ছবির মতন।

গুরু জ্ঞান দিয়ে দিলাম, কিছু মনে করো না। হা হা হা!

কিছুক্ষন আমি অবাক চোখে তাকিয়ে রই ক্ষেপাটে এই প্রেমিকের চোখে। টকটকে লাল অদ্ভুত বাস্তব এক মায়া সেখানে। সে চোখের ঘন কাল মেঘের তাকিয়ে সেদিন আর আমি আকাশ দেখার প্রয়োজন মনে করিনি। বৃষ্টির মত ঝরঝরে ধারায় নেমে আসা অশ্রু আমাকে সে সুযোগ দেয় নি।

ছবিঃ গুগল।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

তার আর পর নেই… বলেছেন: ঘবঘুরে? , উষ্ণ আহবান
ভাবনাটা চমৎকার!+

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও মুল্যবান কমেন্টে ধন্যবাদ। আর ব্লগ ভ্রমনে সুস্বাগতম।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

প্রামানিক বলেছেন: গুরু জ্ঞান দিয়ে দিলাম, কিছু মনে করো না। হা হা হা!

চমৎকার গুরু শিষ্য কাব্য কথন।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

ভ্রমরের ডানা বলেছেন: শিষ্যগোষ্ঠী বাদর বিশেষ। মাঝে মাঝে গুরুজনকে জ্ঞান দিতে ছাড়ে না |-)

পাঠে ও কমেন্টে ধন্যবাদ প্রিয় ছড়াকার।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রেম তো অনেক আগেই রাস্তায় নেমে এসেছিল। আপনি একেবারে দিগম্বরী করে দিলেন।

সে যাই হোক থিমটা কিন্তু হেব্বি হইছে। +

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

ভ্রমরের ডানা বলেছেন: বাস্তব কবিতার থেকে আরো দিগম্বর নয় কি? বাস্তবিক বিষয় কবিতার বাইরে থাকবে কেন রাজপুত্র ভাই। কবিতা কি শুধুই কল্পনা আর উপমা।

আমি মনে করি, বর্তমানে এই বিষয়টা অনেক বেশি ভয়াবহতা ধারন করেছে। তাই লেখলাম আর কি।


পাঠে ও আপনার সুচিন্তিত মন্তব্যে ধন্যবাদ।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

আরণ্যক রাখাল বলেছেন: গুরু, পোস্ট ভাল্লাগছে

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

ভ্রমরের ডানা বলেছেন: রাখাল ভাই,

কবিতা ভাল্লাগছে জেনে খুশিতে ডগমগ হয়ে গেলাম।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৭

রুদ্র জাহেদ বলেছেন: পদ্য ভালো লেগেছে গুরু :)

১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২

ভ্রমরের ডানা বলেছেন: গুরু সেই ইস্কুল থেকে শুরু :P

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

তানজির খান বলেছেন: কাব্য ভাল লেগেছে গুরু। দারুণ ছিল সবকিছু।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: কিছু নিঠুর বাস্তবতা তুলে আনার চেষ্টা করেছি মাত্র। অপচেষ্টাও বলতে পারেন। তবে বাস্তবিক বিষয় কাব্যে প্রাধান্য পাবে।

সাথে থাকার জন্যে ধন্যবাদ তানজির ভাই।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

উর্বি বলেছেন: +

১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

ভ্রমরের ডানা বলেছেন: মাত্র একটা প্লাস।
:||

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

হাসান মাহবুব বলেছেন: লাল ঠোঁট আর কালো চোখের উপত্যকায় কত বেভুলো অশ্রূপ্রবাহ মোহনার খোঁজে অবিচল যাত্রায়...

শুভ সাঁঝ।

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: এভাবেই চলে যাবে আমাদের আয়োময় দিনরাত্রির কাব্য। হয়ত ছোঁওয়া হবে কিংবা হবে না সেই রূপালী রুপকথার নীলকন্ঠ। কিন্তু তাতে কি। পথ চলতে তো আর দোষ নেই।

শুন্যস্থান পূরন করে দিলুম মাহাবুব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.