নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

খেয়ালী প্রেমিক-৭ঃ ফিরে আসব

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০



না ফোটা এমন অনেক দুঃখী ফুল দেখেছি আমি,
দেখেছি তাদের রক্তকমল লাল টকটকে পুষ্পবৃন্ত।
দেখেছি তাদের অনাথনিবাস,
পুকুরপাড়ে আনমনে বসে,
ডালিম গাছের তলে,
বড় অভিমানী, বেণীগাঁথুনী ফুটেছে হেলেদুলে।
মাঝেমাঝে ওরা নেমে আসে অথই দিঘির জলে,
কিশোরীবালার কেশের শোভা পাপড়ি ডানা মেলে।

দেখেছি আমি শতেক ফুলকে লুটায়ে পড়েছে বনে,
পুষ্পকোমল ধুলি মেখে তবু দাগ দিয়ে গেল মনে।

হোক না সে ফুল ধুলিমাখা পথে,
তবু সন্ধ্যারাগের টান,
বারবার আমি ফিরে ফিরে যাব
জুড়াইতে মনপ্রান।

ছবিঃ গুগল।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

বনমহুয়া বলেছেন: শিউলী ফুলের দুঃখ।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

ভ্রমরের ডানা বলেছেন: তার দুঃখের ভাগিদারী হতে চেয়েছিলাম, আফসোস সে সুযোগ মেলে নি।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: হোক না সে ফুল ধুলিমাখা পথে,
তবু সন্ধ্যারাগের টান,
বারবার আমি ফিরে ফিরে যাব
জুড়াইতে মনপ্রান।


চমৎকার কাব্য কথামালা।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে অশেষ ধন্যবাদ প্রামাণিক ভাই।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: ভালোই তো লিখেন, ,,,,

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

ভ্রমরের ডানা বলেছেন: চেষ্টা করি মাঝে মাঝে আরকি! প্রশংসায় আপ্লুত করে গেলেন।

ধন্যবাদ সুপ্ত আগ্নেয়গিরি মাহি। ব্লগে সুস্বাগতম।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: ভালোই তো লিখেন, ,,,,

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

ভ্রমরের ডানা বলেছেন: চেষ্টা করি মাঝে মাঝে আরকি! প্রশংসায় আপ্লুত করে গেলেন।

ধন্যবাদ সুপ্ত আগ্নেয়গিরি মাহি। ব্লগে সুস্বাগতম।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আচ্ছা এটা পুষ্প নাকি পুস্প? মনে তো হয় পুষ্প হবে।

সে যা হোক কবিতায় পর্যাপ্ত পরিমাণ ভালো লাগা। :)

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

ভ্রমরের ডানা বলেছেন: রাজপুত্র ভাই,

পুষ্প হবে। ভুল হয়েছিল, ঠিক করে দিলাম। বাংলা বানানের বিষয়ে আপনার সচেতনতা আমাকে মুগ্ধ করেছে।

কবিতায় ভাল লেগেছে জেনে আবারো খুশি হলুম। :D

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

অন্ধবিন্দু বলেছেন:
পুকুরপাড়, দিঘির জল, বন, মন ঘুরে ধুলিমাখা পথে এসে থামলুম। এ ভ্রমণটাতে মনপ্রান বেশ জুড়াল। কবিতাকে আরো সময় দিন, ভ্রমরের ডানা। তাকে বিকশিত হবার আগেই যদি ছিঁড়ে নেন। তবে কবিতা-প্রেমিরা অনেক ভাল কিছু থেকে বঞ্চিত হবে। যদি বলেন অণু-কবিতা লিখছেন, তবে অবশ্য কিছু বলার নেই।

ভাল লাগা রইলো। এবং ওই কথাই কবিতাটাকে ডানা মেলতে দিন...

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৬

ভ্রমরের ডানা বলেছেন:

আমি মাঝে মাঝে আশাবাদী আবার কখনো নৈরাশ্যবাদী লেখক। কবিতায় প্রেম, দ্রোহ, ভাল লাগা, মন্দ লাগা ক্ষোভ, ভালবাসা, উদারতা, সংকীর্ণতা সমান করে ফুটিয়ে তুলতে চেষ্টা করি। বাস্তবিক কবিতা, রুপক কবিতা মূলকথা মনের ভাব প্রকাশক কবিতা লেখি।

কবিতাকে ডানা মেলতে দিতে বলেছেন। আসলে সত্যি বলতে এতদিনে বুঝলাম আসলেই কেউ আমার কবিতা পড়েছে। খুব খুশি লাগছে আপনার অতি মুল্যবান মন্তব্যটি পেয়ে। ডানা মেলা কবিতা ইচ্ছে করেই লেখা হয় না। মাঝে মাঝে নৈরাশাকে প্রাধান্য দিয়ে লেখি। কবিতায় শুধু পজেটিভ পয়ার থাকবে অথবা সুর তোলা লিরিক থাকবে তার মধ্যে আমার কবিতা কে বন্দি করতে চাই নি। আবার ডানা মেলে আকাশ দেবতাও হতে দিতে চাই নি। আমি চেয়েছি, আমার কবিতা গুলি আমার মত হোক। আমার প্রতিচ্ছবি হোক।

আপনার মন্তব্য আমাকে অনেক উপকৃত করেছে ধন্যবাদ।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার কবিতা পড়লাম। ভালো লাগল।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩০

ভ্রমরের ডানা বলেছেন: সুমন ভাই, গতমাসে ঝড় গেছে। তাই কবিতা লেখা হয় নি। লাইফ ইজ এ প্যাড়া। খালি দৌড় আর দৌড়। দিনে ১০ কিমি কমসে কম হবে। কেমতে লেখব বলেন।


আপনার উপস্থিতি কবিতাকে সার্থক করেছে।

পাঠে

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৩

রুদ্র জাহেদ বলেছেন:
কবিতা দারুণ ভালো লাগল।অনেক সুন্দর কাব্যমালা
+++

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

জাহেদ ভাই,

অশেষ শুভকামনা। আপনার কবিতা গুলা পড়ে দেখেছি। অসাধারণ লেখেন আপনি। একটা বই চাই সামনে।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

অন্ধবিন্দু বলেছেন:
অবশ্যই আপনার কবিতা গুলি আপনার মত হোক। আপনার প্রতিচ্ছবি হোক। পজেটিভ পয়ার কিংবা সুর তোলা লিরিকে আপনার কবিতা বন্দি হবে, এটি অমূলক ধারনা। আপনার কবিতা বন্দি হয় যখন, মূলকথা/ মনের ভাব প্রকাশক যথার্থ শব্দটি খুঁজে পেতে আপনি ব্যর্থ হোন। আর এ জন্যই কবিদের ভাষার সাথে সখ্যতা গড়ে তুলতে হয়, তার ভাষা-জ্ঞান আরো দক্ষ ও তীক্ষ্ণ করে তুলতে হয়।

আপনি নিজেকে যতোটা মুক্ত করতে পারবেন সাধনা-অধ্যবসায় আর শ্রম দিয়ে, আপনার প্রতিচ্ছবি/কবিতা তো ততটাই মুক্ত হবে , তাই না ? এভাবেই বন্দি হওয়ার হাত থেকে আপনার কবিতাকে বরং বাঁচাতে পারেন। :)

লিখুন আপনি, পাঠকের অনেক শুভ কামনা রইলো।

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার সুচিন্তিত মতামতের জন্য অশেষ কৃতজ্ঞতা। গুণীজনের কথা অমৃতসম।

কবিতা লেখা হয় শখ করে। কবিতার মুক্তি পেতে সময় লাগবে মনে হয়। আরো অনেক কিছু শেখার বাকি, অনেক কিছু বোঝার বাকি। বলতে পারেন আমি শুরুর পর্যায়ে আছি। নিজেকে বুঝছি এখনো। এখনো মাপছি অনেক কিছুই।

কবে শেষ হবে জানি না। যে দিন হবে সেদিন কবিতা ডানা মেলে উড়লে উড়তেও পারে।

আপাতত সেই প্রচেষ্টায়।

অশেষ ধন্যবাদ।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

আবু শাকিল বলেছেন: কবিতা পড়ে আমি মন্তব্য লিখতে পারি না।
ভাল লিখেছেন ।
পড়তে ভাল লাগল ।
"বারবার আমি ফিরে ফিরে যাব
জুড়াইতে মনপ্রান।"

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১

ভ্রমরের ডানা বলেছেন: শাকিল ভাই, ব্লগে সুস্বাগতম। পাঠে ও কমেন্টে আন্তরিক শুভকামনা।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪

উর্বি বলেছেন: ++++

১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: বাহ! বেড়েছে।

;)

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

হাসান মাহবুব বলেছেন: ভালৈচে।

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

ভ্রমরের ডানা বলেছেন: ধইন্যবাদ মাহাবুব ভাই :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.