নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

খেয়ালী প্রেমিক-৮ঃ হাতে দেব তুলে

১৪ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৪২



কিছুই নেই আজ আর তোকে দেবার,
যা ছিল সবই তো দিয়েছি একে একে।

কবিতার পাতা, রংপেন্সিল, ঘুড়ি
সব ভরে দিয়েছি তোর রঙিন ডালিতে।
চৈতালি বনের বুনো ঘাসফুল গুলো
সেও বুনে দিয়েছি তোর খোঁপার ফালিতে।

টোনাটুনির ছানাপোনা, দিলখোলা অট্টহাসি,
ক্যাডবেরি চকলেট আর সদ্য কেনা বাশি,
একে একে সবই দিলাম তুলে।

যদি আরো কিছু চাস, তবে দেখা করিস,
আকাবাকা পথ বেয়ে নীলাচলে।
তখন তাজা গোলাপের ডালি
হাটু গেড়ে তোর হাতে দেব তুলে।

যদি চাস,
ভালবাসার তিন ম্যাজিক শব্দ
তখন আমায় কানে কানে দিস বলে।

ছবিঃ গুগল

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৮

রুদ্র জাহেদ বলেছেন:
সকাল সকাল দারুণ সুন্দর কবিতা পাঠ করলাম
+++

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০

ভ্রমরের ডানা বলেছেন: ভাই উত্তর দিতে দেরি হয়ে গেল। সরি। কিছু মনে করবেন না। কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ জানবেন। শুভরাত্রি।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২

রাফা বলেছেন: একেবারে গোলাপের ডালি...
মন্দ নয়-

ধন্যবাদ,ভ্রমরের ডানা।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২

ভ্রমরের ডানা বলেছেন:
রাফা ভাই,

গোলাপ যখন দিবই তবে একটা কেন, ডালি ভরেই দেই। উনাদের আবার সব কিছুই বেশি চাই। হা হা হা।


শুভকামনা জানবেন।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৬

Juned Ahmed বলেছেন: দারুণ চমৎকার হয়েছে।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

ভ্রমরের ডানা বলেছেন: ব্লগে সুস্বাগতম আহমেদ ভাই। কবিতা পাঠে অশেষ ধন্যবাদ।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৩

মনিরা সুলতানা বলেছেন: দারুন :)

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৬

ভ্রমরের ডানা বলেছেন: মনিরা আপু, আমার ব্লগে আপনার কমেন্ট পেয়ে ধন্য হলাম। আপনার কবিতাগুলো অসাধারণ। খুব ভাল লাগে আমার। প্রকৃতির মায়ায় ভরে আছে কবিতা গুলো।


আপনার জন্য একডালি তাজা গোলাপের শুভেচ্ছা। ভাল থাকবেন এই কামনায় শুভ রাত্রি।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭

কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে। শুভকামনা।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

ভ্রমরের ডানা বলেছেন: ব্লগে সুস্বাগতম কল্লোল ভাই, আপনার প্রশংসায় আপ্লুত হলাম। শুভকামনা রইল।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: বেশ রোমান্টিক কবিতা । ভাল লেগেছে ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

ভ্রমরের ডানা বলেছেন: এই ধরনের কবিতা আমার খুব ভাল লাগে। তবে বনমহুওয়ার রোমান্টিক কবিতা গুলো ব্লগে অন্যতম। আমি মাঝে মাঝে লেখে আবার নৈরাশ্যবাদে ডুবে যাই। হা হা হা।

পাঠে ও কমেন্টে অশেষ ধন্যবাদ কথাকথিকেথিকথন।

অনুপ্রাণিত করে গেলেন।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

তানজির খান বলেছেন: বাহ খুব ভাল লাগলো। আপনার লেখা বরাবরই ভাল ্লাগে। শুভ কামনা রইল।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

তানজির ভাই,

আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল।

আপনার প্রতি রইল অনিঃশেষ ভালবাসা।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আঁকাবাঁকা || বাঁশি
বানান গুলো সম্ভবত এই হবে।

কবিতা সুন্দর হয়েছে। শুভকামনা সতত।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: ভাই,

বানান গুলা যে ভুল হইছে লেখার সময় বুঝছি। কিন্তু কি করব বলুন। অভ্র দিয়ে লেখার সময় চন্দ্রবিন্দু খুজে পাইনা #:-S

সামনে খুঁজাখুঁজি করতে হইবে। যাউক গা ভাইডি, আপ্লুত করে গেলেন আবারো।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

আরণ্যক রাখাল বলেছেন: গোলাপের ডালি! তারচেয়ে গাছ দিন, যতদিন গাছটা বাঁচবে, ফুল দেবে| আরো ভাল হয় যদি একটা বাগান করে দিতে পারেন| লাইফলং গ্যারান্টি গোলাপের!
কবিতা ভাল লেগেছে

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

ভ্রমরের ডানা বলেছেন:

"মাছ দিব, জাল দিব না।"
আমার এক বুড়ো দাদু তার গালফেন্ড মানে আমার দাদিকে পটানোর জন্য এই নীতি অবলম্বন করতেন। মেয়েদের নাকি একবারে সব দিতে নেই। তাই সরি ব্রাদার, গাছ তো দিমুই না, আবার বাগান। মালি বানায় দিবে তো! :-B

পাঠে ও সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন রাখাল ভাই।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। অনেক ভাল লাগল। ধন্যবাদ

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:
প্রামানিক ভাই,
আপনার মন্তব্য পেয়ে খুব খুশী হলাম। আপনার ছড়া খুব ভাল লাগে। ছড়া লেখার রেকর্ড চাই।

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

মনিরা সুলতানা বলেছেন: দেখ কি বিনয়
আমি তো আপনার কবিতা পড়ি এবং ভাল লাগে মাঝে অবশ্য ব্লগ থেকে দূরে ছিলাম ।
শুভ কামনা ডানা :)

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

না না আপু,
বিনয় নয়, সত্যি বলছি। আপনার কবিতা খুব ভাল লাগে আমার। আপনি ব্যস্ত থাকেন তা আমি বুঝেছি। কিন্তু আপু আপনার কবিতা গুলো খুব মিস করি। আরো লিখুন আপু। উই ওয়ান্ট মোর!

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: ভালো লাগল ।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

উর্বি বলেছেন: ++++++++

১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: ওরে বাপ্পস!! এত্ত গুলা।

:-B :-B

আহা কি আনন্দ আকাশে বাতাসে।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার পাতা, রংপেন্সিল, ঘুড়ি
সব ভরে দিয়েছি তোর রঙিন ডালিতে।
চৈতালি বনের বুনো ঘাসফুল গুলো
সেও বুনে দিয়েছি তোর খোঁপায় ফালিতে।

১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে কৃতজ্ঞতা জানবেন কবি ভাই।

১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:
সুমন ভাই,
সাথে থাকার জন্য ধন্যবাদ।

১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮

হাসান মাহবুব বলেছেন: সুখপাঠ্য।

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: অশেষ ধন্যবাদ প্রিয় ব্লগার।

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



খেয়ালী আর অভিমানী প্রেমিকের মতোই যা ছিল সবই উজার করে দিয়েছেন কবিতায় ।
সুন্দর । +

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: প্রিয় আহমেদ জী এস ভাই, আপনার অনুপ্রেরণা জাগানিয়া মন্তব্য আমাকে সামনে পথচলার শক্তি যোগাবে।


ভাল থাকবেন নিরবধি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.