নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সেরা পাঁচটি বিপদসংকুল পথঃ ও কিছুটা সচেতনতা

২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

দুনিয়ার এমন কোন দেশ নাই যেখানে সড়ক দুর্ঘটনা হয় না। আর এসব কিছু ঘটে চলার পথে কিছু ভয়ানক ভয়ানক সুন্দর যায়গায়। এমনি কিছু ভয়াবহতম সুন্দর পথ ঘাট নিয়ের আজকের ব্লগীয় আয়োজন।


রোড টু দ্যা ডেড হাইওয়ে

নাম্বার ওয়ানঃ

প্রথমেই পরিচয় করিয়ে দেই ফ্রান্সের প্যাসেজ ডি গুইসের সাথে। আটলান্টিক সাগরের বুকে চার কিঃ মিঃ দীর্ঘ এই পথ দিনে দুবার সাগরের নিচে চলে যায়। শুধু তাই নয়, ডুবে যাবার পরে পথে যে সামুদ্রিক পিচ্ছিল শেওলা সে পথে রেখে যায় তা হয়ে উঠে এক নিষ্টুর মৃত্যুর ফাদ।



নাম্বার টুঃ
লস্কর-আল-হুরগাদা রোড, মিসরের শুষ্ক মরুবুকে সোজা সাপ্টা রোড। ভাবছেন এত নিরীহ একটা রোড ডেঞ্জারাস রোডের তালিকার দুই নাম্বারে কেন? আরে ভায়া, অবাক হবেন না। এই রোডে রাতের বেলা আপনাকে গাড়ি চালাতে হবে আলো নিভিয়ে। আলো জ্বালিয়েছেন তো মরেছেন। পথে ডাকাত আপনার সব ছিনিয়ে নিবেই সাথে পিটুনি ফ্রী। জান নিয়ে যদি বেচে ফিরেন তাইলে তো আরেক প্যাড়া। না খেয়েদেয়ে হাটুন ১০০-২০০ মাইল আর পথে ঘাটে তো আতিথেয়তা দেবার জন্য আফ্রিকান মাম্বা আর কোবরা রয়েছেই। তাই এটার নাম দেওয়া হয়েছে রোড টু হেল। কি নামের সার্থকতা আছে তো মশাই নাকি?



নাম্বার থ্রী

যাকগে আসুন তিন নম্বুরটা দেখি। এটা দেখলেই মনে হবে আহা অপরুপা, সরুপাড় রাস্তা। ইচ্ছে হবেই বাইক কিংবা কার ছুটিয়ে দিগন্ত ছুঁয়ে ফেলতে।
ফুরফুরে গলায় গান গাইছেন--

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব ----
হারিয়ে যাব আমি তোমার সাথে।

তারপর দিলেন একটু স্পীডটা বাড়িয়ে। যেই আপনি এমনটি করেছেন আপনি ভবলীলা ত্যাগ করেছেন মশাই ৩০০০ ফিট নিচের পাথুরিয়া জমিনে। প্রতিটি প্যাঁচে প্রতি বছর কয়েকশত মানুষ এভাবেই চলে যায় না ফেরার দেশে। এমনি কুহেলিকাময় চীনের এই তিয়ান মিন সান বিগ গেট রোড।



নাম্বার ফোর

এই পথ যদি না শেষ হয়---
তবে কেমন হবে তুমি বলতো--

জী হ্যা, সত্যি পথ শেষ হবে না মশাই, এ যে প্রায় ৯০ মাইল দীর্ঘ অস্ট্রেলিয়ার কিলারখ্যাত আয়ার হাইওয়ে। পথে কোন টার্ন নেই, নেই কোন স্পিডব্রেকার, আহা!! কিছুই নেই। জী হ্যা রোড ডিভাইডিং ব্লক ও নেই। পথে চলার সময় শুধু একটা জিনিস মাথায় ঘুরবে। গতি গতি আর গতি। গতি তুলে মনে হবে সামনে পথে হয়ত কয়েকটা ক্যাংগারু আসতে পারে, তাতে কি, তুল ১৪০ কিমি। ব্যাস, পপাতধরনীতল। অপজিট পাশে থেকে আসা একই গতির গাড়ির সাথে বুম!! বুম!! বুম!!



নাম্বার ফাইভ

যোযি লা, নামটা বেশ অদ্ভুতুড়ে নাম। পথটা কিন্তু তার নামের সাথে সমানে মিলে গেছে। সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় বার হাজার ফুট উপরে পশ্চিম হিমালয়ান মাউন্টেইন রেঞ্জের পাথুরে কঠিনখাড়ি কেটে ঢাল বানিয়ে এই রাস্তা তৈরী করা হয়। কাশ্মীর হতে লাদাখ যাবার গুরুত্বপূর্ণ এই রাস্তাটি এতই ভয়াবহ যে শীতকালে এটি বন্ধ করে দেওয়া হয়। খাড়া পাথুরিয়া খাঁড়ি, পিচ্ছিল ও সরু রাস্তা যেন এক নিশ্চিত মৃত্যুকূপ।



বিদেশের এই রাস্তাঘাটগুলো এতটা ঝুঁকিপূর্ন হওয়ার পরেও আমাদের দেশের মত হররোজ এত এত মানুষ মারা যায় না। পত্রিকা খুললেই দেখি, বাস দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা ইত্যাদি,ইত্যাদি। দুর্ঘটনার কারন গুলা আমরা সবাই জানি কিন্তু এড়িয়ে যাই। ফলে পথে ঘাটে অহরহ দুর্ঘটনা হয় এবং শুধু এই কারনে প্রতি বছর আমাদের জিডিপির শতকরা দুই ভাগ ক্ষতি হয়।

আসুন, পথে ঘাটে চলার পথে আমরা সাবধান হই সব সময়।

চাই নিরাপদ সড়ক, নিরাপদ জীবন।





ছবিঃ গুগল মামা


মন্তব্য ৭৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

কল্লোল পথিক বলেছেন: চাই নিরাপদ সড়ক, নিরাপদ জীবন।
ভাল লেগেছে।

২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ প্রিয় কল্লোল পথিক ভাই।

২| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

তার আর পর নেই… বলেছেন: যাই বলেন, পড়তে খুব ভাল লেগেছে।
গতি গতি গতি, তারপর যদি বুম হয় তাহলে মন্দ হয়না।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

ভ্রমরের ডানা বলেছেন: বুঝলাম আপনি আ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। ৩০০ আওয়ার মুভিটা দেখছেন। আমার প্রিয় মুভিগুলোর মধ্যে একটা।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

মনিরা সুলতানা বলেছেন: নাম্বার ওয়ান আর নাম্বার ফাইভ দেখতে না পারলে মোটামুটি ধরে নেব জীবনের আদ্ধেক বৃথা
সুন্দর ছবি আর সাথে চমৎকার বর্ণনা ++++++++++ তো অনেকগুলি ই দিতে হল ।
শুভ কামনা :)

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

ভ্রমরের ডানা বলেছেন: এত্তগুলা প্লাস পেয়ে আমি খুশিতে রীতিমত গুলু গুলু হয়ে আছি আপু। আপনার প্রেরণাদায়ক কমেন্টে ভাল লাগা রইল।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

শায়মা বলেছেন: নাম্বার ফাইভ

যোযি লা, নামটা বেশ অদ্ভুতুড়ে নাম। পথটা কিন্তু তার নামের সাথে সমানে মিলে গেছে। সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় বার হাজার ফুট উপরে পশ্চিম হিমালয়ান মাউন্টেইন রেঞ্জের পাথুরে কঠিনখাড়ি কেটে ঢাল বানিয়ে এই রাস্তা তৈরী করা হয়। কাশ্মীর হতে লাদাখ যাবার গুরুত্বপূর্ণ এই রাস্তাটি এতই ভয়াবহ যে শীতকালে এটি বন্ধ করে দেওয়া হয়। খাড়া পাথুরিয়া খাঁড়ি, পিচ্ছিল ও সরু রাস্তা যেন এক নিশ্চিত মৃত্যুকূপ!

বাপরে!!!!!!!!!!!!!

এই রাস্তা বানাবার কোনো দরকার ছিলো!!!!!!!!!!! B:-)

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: পথ পথিকের সৃস্টি করে না, পথিক পথের সৃস্টি করে। তবে আপনার সাথে আমি ১০০ ভাগ একমত যে এমন ডেঞ্জারাস পথ পথিকের তৈরী করা উচিত হয়নি। ফালতু রাস্তা আমার বাড়ীর পাশে হইলে ওভারটেক করে যেতাম :D

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১

ভ্রমরের ডানা বলেছেন: আসলে কিন্তু ওভারটেক করতাম না,, আপনাকে খুশি করার জন্য বলছি অভারটেক করব। সরি আপু, আই এম ডেস্পারেটলি লাভ টু ফেস দিস আডভ্যাঞ্চারস :P

৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

অন্ধবিন্দু বলেছেন:
দুর্ঘটনার কারন গুলা আমরা সবাই জানি কিন্তু এড়িয়ে যাই। ফলে পথে ঘাটে অহরহ দুর্ঘটনা হয় এবং শুধু এই কারনে প্রতি বছর আমাদের জিডিপির শতকরা দুই ভাগ ক্ষতি হয়।

মূল্যবান কথা বলেছেন। এড়িয়ে যাওয়াটা আমাদের রক্তে মিশে গেছে। গরিব-সাধারণ মানুষের কথা বলছি না। বলি যারা দায়িত্বে আছেন তার কিভাবে এড়িয়ে চলেন!!

যেহেতু আমাদের সম্বল আমরাই সুতরাং সাবধান হওয়া ছাড়া উপায় নাই। একটি ফিচার পোস্ট করেও সচেতনতা তৈরি করা যায়। আপনার পোস্টের এই আর্ট টি আরো জনপ্রিয় হোক :)
ধন্যবাদ আপনাকে।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

ভ্রমরের ডানা বলেছেন: কিছুদিন আগে ডেইলি স্টারে একটা পোষ্ট পেলাম। কলামিস্ট যা লেখেছেন তাতে অবাক হলাম। বংগবন্ধু সেতুতে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে ও ৭ জন নিহত হয়।

দুর্ঘটনার কারন সেতুতে আলোকসল্পতা। সেতু কতৃপক্ষ বিদ্যুৎ সঞ্চয় করার অজুহাতে নাকি সেতুর আলোক বেবস্থা বন্ধ রেখেছিল। বিশেষজ্ঞ ও প্রত্যক্ষদর্শী মানুষ বলেছেন আলোক সল্পতা এর জন্য দায়ী। অথচ শীত কালেই দেশে বিদ্যুৎ চাহিদা কম থাকে। দেখুন আমাদের অবস্থা।

আপনার কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে গেল। আপনি যে শুধুমাত্র একজন বলীষ্ঠ লেখক নন, একজন খাটি পাঠকও বটে তার প্রমান আবার পেলাম। আপনাকে আমার ব্লগে পেয়ে আমি ধন্য হলাম।

পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভয়ঙ্কর বটে! শিহরিত হলাম ।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

ভ্রমরের ডানা বলেছেন: তাইলে যারা ওই পথ দিয়ে যায় তাদের কথা একবার ভাবুন তো সাধু ভাই :-B

ওই মানুষ গুলার সাহস দেখে আমি জাস্ট মুখ হা করে থাকি। কেমনে এরা এইগুলা করে।

৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

আরণ্যক রাখাল বলেছেন: দু একদিন আগে ন্যাট জিওতে মোস্ট এক্সট্রিম রোডস দেখলাম! ভয়াবহ ব্যাপার স্যাপার|
চমৎকার পোস্ট| অস্ট্রেলিয়ার রোডটায় গাড়ি চালাতে সবচেয়ে মজা হবে| ফার্স্ট এন্ড ফিউরিয়াস এইট এমনি এমনি তৈরী হয়ে যাবে!
বাংলাদেশের রোডগুলো নিঃসন্দেহে ওদের চেয়ে কম ভয়ঙ্কর নয়!

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: কি বলেন রাখাল ভাই, বাংলাদেশের রোড ভয়ংকর, ভাই আমাদের রোড গুলা ঠিকই আছে কিন্তু বরষা বাদলে একটু বেহাল হয়ে যায়।

ওসব থাক। জাবেন নাকি-- ট্রিপ এ--

হাই ওয়ে টু হেল B-)

আফ্রিকা দেখার শখ সেই বাদর কাল থেকেই।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

জুন বলেছেন: সত্যি ভয়ংকর রাস্তাগুলো ।

কাশ্মীর হতে লাদাখ যাবার গুরুত্বপূর্ণ এই রাস্তাটর মোট এতটা ভয়াবহ না হলেও প্রায় এমনই একটি রাস্তা দিয়ে মানালী যেতে হয়।
পাহাড় কুদে বের করা রাস্তার উপরে পাহাড় এই ছবিটির মত আর একদিকে গভীর খাত যাতে বহমান বিয়াস।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: মানালী যাওয়া হয় নি তবে উটি গিয়েছি। পাহাড়ি পথে ভ্রমন মানেই গায়ে কাটা দিয়ে ওঠা। পাথুরিয়া এই পথে আবহাওয়া একটা মারাত্মক ফ্যাক্টর সাথে উচ্চতা তো আছেই। আপনার কথায় সাহস পেলাম। এ জীবন ধন্য হবে জদি এই যোযি লা ভ্রমন করতে পারি।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাগ্যিস আমার বাড়িতে যাইতে এই রোডগুলানের কোনটা বাধে না। !:#P

পোস্ট অসাধারণ হইছে ডানা। +

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০

ভ্রমরের ডানা বলেছেন: হা হা হা আপনার বিপরীত দশা আমার।


এই পথগুলা খুব টানতেছে, মাগার কিচ্ছু করার নাই সামনে ভয়ানক সব কাজ পড়ে আছে।

১০| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

আবু শাকিল বলেছেন: পোষ্ট ভাল্লাগছে ।ভয়ংকর হইলেও দেইখা মজা পাইছি ।
যাইতে মঞ্ছায় -
"আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব ----
হারিয়ে যাব আমি তোমার সাথে।"

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪

ভ্রমরের ডানা বলেছেন: শাকিল ভাই, ব্লগে স্বাগতম।

পাঠে ও কমেন্টে অশেষ শুভকামনা। ধন্যবাদ।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

শায়মা বলেছেন: ৯. ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩ ১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাগ্যিস আমার বাড়িতে যাইতে এই রোডগুলানের কোনটা বাধে না। !:#P

পোস্ট অসাধারণ হইছে ডানা। +


হাহা আমিও মনে মনে একই কথা ভাবছিলাম। :)

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ শায়মা আপু। আপনার প্রশংসা পেয়ে আপ্লুত হলাম।

কিন্তু আপ্পি, আপনি মাইন্ড করেন নি তো আবার। আমি অ্যাডভেঞ্চার পছন্দ করলেও কিন্তু শুধুশুধু এসব ঝুঁকিপূর্ন কাজ অপছন্দ করি। "যদি ইজি ওয়ে থাকে তাহলে ঝুঁকি নেব কেন" এই মতবাদে বেশী পছন্দ করি। এই বিষয়ে আপনার সাথে ১০০ বার একমত।

:P

১২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

শায়মা বলেছেন: ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১ ০
লেখক বলেছেন: আসলে কিন্তু ওভারটেক করতাম না,, আপনাকে খুশি করার জন্য বলছি অভারটেক করব। সরি আপু, আই এম ডেস্পারেটলি লাভ টু ফেস দিস আডভ্যাঞ্চারস :P


তুমি দেখছি দুঃসাহসী বীর! B:-)

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: হা হা হা বীর বইল্লেন না আপু, লজ্জা লাগে।

একটু ডানপিটে ডাকাবুকো বলতে পারেন। :D

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: শায়মাপু,
মন আর মুখের দুরত্ব বেশি হয়ে যাচ্ছে। মনের কথা মুখে আসছে না যে?

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২

ভ্রমরের ডানা বলেছেন: এই রে শুরু হবে মনে হয় পচানি। যাই ভাগি। আইছে আমার রাজপুত্র ভায়া।

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

তিথীডোর বলেছেন: ২০১৪ তে সেডোনা, আ্যরিজনায় গিয়েছিলাম, ওখনে ওক ক্রীক সুইচব্যক রোড, যেটা খাড়া পাহাড়ের গা বেয়ে নীচে নেমে গেছে--সেটাতে ড্রাইভ করছিল আমার হাজব্যান্ড, ভয় শুধু চিৎকার করছিলাম আমি আর বাচচারা!..এখনও মনে পড়লে গা শিউড়ে ওঠে!...

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

ভ্রমরের ডানা বলেছেন: ওকস ক্রীক সুইচব্যাক রোডের সাথে মিল আছে তিন নাম্বারের তিয়ান মিন সান আর আমাদের রাঙামাটি হিল ট্রেক রোডের।

আপনার অভিজ্ঞতা জেনে কিছুটা ভয় পেলাম। পরিবার নিয়ে এসব যায়গায় ভ্রমন বেশ ঝুঁকিযুক্ত বলে মনে করি।

অভিজ্ঞতা শেয়ারে অশেষ ধন্যবাদ আপু। লেখক কে আরেকটি ঝুঁকিপূর্ন জায়গার সন্ধান দিলেন। বুঝে দেখতে হবে জায়গাটা। হুম!

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আরে ডানাভাই আমি নির্ভেজাল ভালো পুলা।

আমি না। সে কয়। B-) :P

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

ভ্রমরের ডানা বলেছেন: রাজপুত্র ভাই, ভাজা মাছ কিভাবে জানি খায়?

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

ভ্রমরের ডানা বলেছেন: সে কে? কে সে? আমি কিন্তু কনফুসিয়াস লেভেলে কনফিউজড?


ভাই সে কে? সে কি চিত্রকর?? :D

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ডাইনহাত দিয়া ধইরা বামহাত দিয়া উল্টাইতে হয়। ;)

আরে ডানাভাই আপুটু কয়!!! :)

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

ভ্রমরের ডানা বলেছেন: ডাইনহাত দিয়া ধইরা বামহাত দিয়া উল্টাইতে হয়। ;)

আরে ডানাভাই আপুটু কয়!!!


কোন আপু কি বলে? মাননীয় স্পিকার হয়ে গেলুম। আবারো কনফিউজড!! |-)

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: রাজপুত্র ভাই, মনের কথাই বলছে আপু বুঝলেন। আপনার মনে শুধু সন্দেহ কাজ করে। হা হা হা। B-)


১৭| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৩

সুমন কর বলেছেন: না, না, ....আমি যেতে চাই না নিশ্চিত মৃত্যুকূপে ~~~

পোস্ট ভালো লেগেছে। +।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

ভ্রমরের ডানা বলেছেন: না সুমন ভাই, আপনাকে যেতে হবে। আপনি আমাদের হয়ে দেখে আসবেন আসলে কতটুকু ভয়ানক ওগুলো, নাকি শুধুই চিত্ররুপময় :P

অশেষ ধন্যবাদ।

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১৫

তানজির খান বলেছেন: ওরে বাবা ডরাইছি। ভাল লাগল পোস্ট ,শুভকামনা রইল।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: তানজির ভাই, আমাদের রাঙামাটি, বান্দারবন, খাগড়াছড়ি কিন্তু কম না। ওখানেও কিছু খাড়ি আছে। অই পথে কিন্তু অনেক মজা। ডরাইলে মিস করবেন। তাই ডরনা মানা হ্যা :P

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সবগুলো ছবি তো আসছে না। একটু দেখবেন কি? সমস্যা হলে ফিডব্যাকে জানান।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭

ভ্রমরের ডানা বলেছেন: মোবাইল দিয়ে আপলোড করা। আমি তো সব দেখতে পাচ্ছি। ছবি গুলোও সব ঠিকঠাক আছে। বুঝতেছি না কোথায় সমস্যা। প্লিজ হেল্প।

২০| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

গোধুলী রঙ বলেছেন: নাম্বার টুঃ এটার বিপদ সংকুলতার জন্য প্রকৃতির থেকে মানুষ দায়ী, প্রকৃতি ১% আর মানুষ ৯৯% দায়ী, তাই এটাকে স্বাভাবিক ডেঞ্জারাস রোডের ক্যাটাগোরিতে ফেলা উচিত হবে না।

গত বছর ৮০০০ বাঙালি বনী আদম ভবলীলা সাংগ করেছে আর প্রায় ১৭০০০ সল্প ও গুরুতর আহত/পঙ্গু। ২০১৬ তে এই সংখ্যা কমার কোন কারন নেই। আপন দোষে ২০-২২ টা লাশ ফেলে দেবার পর সেই ড্রাইভারকে বাচাতে পুরো ড্রাইভার সমাজ সহ বিশেষ মন্ত্রী পর্যন্ত লাইনে খাড়ান আবার ছাগল-গরু চিনতে পারলেই বাস-ট্রাকের ড্রাইভিং লাইসেন্স দেবার কথাও বলেন, তবে বলুন কিভাবে কমবে এই গনহত্যার সংখ্যা।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: আপনার মুল্যবান কথার সাথে শতভাগ একমত। যত দিন আমরা নিরাপদ সড়ক বেবস্থার উন্নতি করতে পারব না, ততদিন আমরা আমাদের কাংখিত গন্তব্যে পদচিহ্ন একেদিতে পারব না।

২১| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

আহসানের ব্লগ বলেছেন: ওরে মা রে :(

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: =p~

আহসান ভাই কি এক্সিডেন্ট করছেন নাকি? হা হা হা।

২২| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

জেন রসি বলেছেন: সবগুলো রাস্তা ভ্রমন কইরা আসতে পারলে ভালো হইতো! তবে এসব আমাদের জন্য কোন ব্যাপার হবে না ভাই। এসব প্রেডিক্টেবল ফাঁদ! আমদের দেশে আছে আনপ্রেডিক্টেবল মৃত্যুফাঁদ! আমরা কি আর ডরাই?

নিরাপদ সড়ক চাই।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

ভ্রমরের ডানা বলেছেন: সবগুলো রাস্তা ভ্রমন কইরা আসতে পারলে ভালো হইতো! তবে এসব আমাদের জন্য কোন ব্যাপার হবে না ভাই। এসব প্রেডিক্টেবল ফাঁদ! আমদের দেশে আছে আনপ্রেডিক্টেবল মৃত্যুফাঁদ! আমরা কি আর ডরাই?

নিরাপদ সড়ক চাই।

সহমত!!

আনপ্রিডেক্ট সমস্যাগুলার কারন হল বিচার নাই। বিচার থাকলে এসব আর হোত না।

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

প্রামানিক বলেছেন: পাঁচটা রাস্তার যে বর্ননা দিলেন তাতে তো আত্মহত্যা করার জন্য গলায় দড়ি না দিয়ে ঐসব রাস্তায় গাড়ি নিয়ে গেলেই হয়। পোষ্টের জন্য ধন্যবাদ

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

ভ্রমরের ডানা বলেছেন: হা হা হা, প্রিয় প্রামাণিক ভাই, কে যাবে মরতে বলুন। তারপরও যারা যায় তারা আসলে কি দিয়ে তৈরি তা জানতে মন চায়।

পাঠে ও কমেন্টে অশেষ ধন্যবাদ।

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট। তবে ছবিগুলো আসে নি কেন? এডিট করেন।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

ভ্রমরের ডানা বলেছেন: মাহাবুব ভাই,

ঠিক করার চেষ্টা করছি। বুঝা যাচ্ছে না সমস্যাটা কি? মোবাইলে আমি ঠিকি দেখতে পাচ্ছি। আজব!


পাঠে ও কমেন্টে ধন্যবাদ প্রিয় ব্লগার।

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: সত্যি ভয়ংকর রাস্তাগুলো!!
চীনের রাস্তার মতই নেপালের রাস্তাগুলোও, সাবধানেই চলাচল করে ওরা।
তবে, দুর্ঘটনা যে হয়না তাও নয়।
একদিন উঁচু পাহাড়ি রাস্তা থেকে একটা গাড়ী এসে পড়েছিল আমাদের বাসার সামনের আম বাগানে।

অনেক ভাল লেগেছে আপনার লেখা, অনেক অনেক শুভেচ্ছা!!

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: পাহাড়ি রাস্তা আমার ফেভারিট রাস্তা। আপনার মত অভিজ্ঞতা আমার হয়েছিল। রাঙামাটিতে আমার সামনে একটা বাস নিচে গিয়ে পড়েছিল। আহারে! মর্মান্তিক সেই ঘটনা।

আপনার কমেন্ট ও স্মৃতি শেয়ার করার জন্য ধন্যবাদ জানবেন আপু।

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

সুমন কর বলেছেন: কাল আমি কিন্তু আমার পিসি থেকে প্রথম ২টি ছবি ছাড়া দেখতে পারিনি। আজ অন্য ২টি পিসিতে বসেও দেখতে পাচ্ছি না !!!

একটু দেখবেন।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

ভ্রমরের ডানা বলেছেন: সুমন ভাই মোবাইলে দিব্বি দেখা যাচ্ছে। কিন্তু বুঝছি না পিসিতে কি সমস্যাটা হচ্ছে। মনেহয় ছবির ফরম্যাটিং কোন সমস্যা হয়েছে। আচ্ছা আমি দেখছি।

অনেকেই এটা বলেছেন।

২৭| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১

ভ্রমরের ডানা বলেছেন:

দেখুন। মোবাইলে দেখা যাচ্ছে।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: শেষ দুইটা

২৮| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

সুমন কর বলেছেন: কি আর বলবো !!! :( পরে সময় পেলে, পিসি থেকে আপলোড করে দেখতে পারেন।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: সিউর আমি এক্ষুনি করে দিচ্ছি।

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

ভ্রমরের ডানা বলেছেন: সুমন ভাই, এবার দেখুন তো ____ ঠিক আছে কিনা????


কম্পিউটার থেকে আপলোডাইছি :D

২৯| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

পুলহ বলেছেন: "বিদেশের এই রাস্তাঘাটগুলো এতটা ঝুঁকিপূর্ন হওয়ার পরেও আমাদের দেশের মত হররোজ এত এত মানুষ মারা যায় না। " :(
....পোস্টে ভালো লাগা জানবেন ভাই!

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

ভ্রমরের ডানা বলেছেন: এই দুর্ঘটনা গুলো আমাদের অনেক সম্ভবনাকে হত্যা করে। আমাদের পিছিয়ে দেয়। জিডিপির ২ পারসেন্ট কে দিবে আমাদের। জাপান প্রতি বছর দেয় ২২০-২৩০ মিলিয়ন মার্কিন ডলার। যা আমাদের জিডিপির ১শতাংশ নয়। চিন্তা করুন তাহলে আমাদের ক্ষতির পরিমানটা।

পাঠে ও কমেন্টে ধন্যবাদ জানবেন পুলহ ভাই

৩০| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

অর্থহীন চিন্তাবিদ বলেছেন: আহ! ভয়ানক সুন্দর!

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: ব্লগে আপনার প্রথম কমেন্টটি আমার পোস্টে করে আমাকে সন্মানিত করলেন।

অসংখ্য ধন্যবাদ জানবেন।

৩১| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

তার আর পর নেই… বলেছেন: এডভেঞ্চার আমার ভাল লাগে। কিন্তু এখন আর কোন কিছুতেই ঝুঁকি নিইনা।
মুভিটা দেখিনি। কয়দিন ধরে ইউটিউবে মুভি সরাসরি আসেনা, লিংক ধরে যাইতে বলে। আমি এগুলো তেমন বুঝিনা।

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

ভ্রমরের ডানা বলেছেন: টরেন্ট লিংকে গিয়ে নামায় নেন। ভেরি ইজি। জাস্ট টরেন্ট ওয়েবে গেলেই হবে।

৩২| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

অর্থহীন চিন্তাবিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

ভ্রমরের ডানা বলেছেন: মন খুলে লেখুন চিন্তাবিদ। শুভ কামনা রইল।

৩৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

সোহানী বলেছেন: উঁহু, এর ১ থেকে ১০০ পর্যন্ত হবে আমাদের দেশের সব রাস্তার লিস্ট তারপর অন্যকিছু কারন এতো মৃত্যু কোথাও দেখা যায় না। লিখায় +++++

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: আমাদের সড়ক গুলোতে মৃত্যু হার বেশি। তবে তার প্রধান কারন মনে হয় চালকদের বেপরোয়া মনোভাব।

তবে আপনার অনুভব ও ক্ষোভ আমি বুঝতে পারছি, আমারো অনেক হতাশা কাজ করে। আমার মনে হয় আমাদের সবার এই বিষয়ে ক্ষোভ রয়েছে।


পাঠে ও কমেন্টে আন্তরিক শুভকামনা।

৩৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

সাহসী সন্তান বলেছেন: ভাই এটা আর এমন কি বিপদ সঙ্কুল পথ? এর থেকেও বেশি বিপদ সঙ্কুল পথে আমরা যাতায়াত করি। এমন অনেক রাস্তা আছে যেখান দিয়ে গর্ভবতি মহিলারা গাড়িতে যাতায়াত করলে নিশ্চিত ডেলিভারি হয়ে যাবে!



তারপরেও চমৎকার তথ্য সমৃদ্ধ পোস্টটি আমাদের জন্য উপস্থাপন করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

ভ্রমরের ডানা বলেছেন: দারুন কথা বলেছেন। এগুলোর থেকে আমাদের পথগুলো বেশি বিপদসংকুল। তবে পথের থেকে মানুষগুলোর কর্মকাণ্ড আরো বেশি বিপদসংকুল।


পাঠে ও কমেন্টে অশেষ শুভকামনা।

৩৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ শেয়ার । রোডগুলোতে গাড়ী চালাতে ইচ্ছে করছে । তবে বেশি ভয়ংকর লেগেছে ২ নাম্বার রাস্তাটা ।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

ভ্রমরের ডানা বলেছেন: এই যে আপনার সাথে মিলে গেল আমার। আমিও ২ নং দিয়ে ছুটে যেতে চাই।

শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.