নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

"প্লানেট নাইন" ওয়েলকাম টু আওয়ার সোলার সিস্টেম

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

ওই যে সূদুর নীহারিকা,
যারা করে আছে ভীড়, আকাশের নীর।
গ্রহ, তারা, দিন রাত্রির।
তুমি কি তাদের মত সত্য নও।

জী হ্যা, রবিদাদু, ইনি আপনার কালজয়ী সাহিত্যের মত,একশত ভাগ অন্য সব গ্রহ নক্ষত্রদের মত, খাটি,ধ্রুব সত্য।

বন্ধুগন, নতুন একটি গ্রহ আবিষ্কার হওয়ার পথে। গ্রহটি পৃথিবী থেকে দশগুণ বড়।



বিজ্ঞানীরা এর নিক নাম দিয়েছেন "প্লানেট নাইন"।
আমাদের সৌরজগতের এই নতুন অতিথি, সুর্য হতে নেপচুনের যে দূরত্ব তার প্রায় বিশগুন বেশি দূরে অবস্থিত।



বিজ্ঞানীদের মতে এই গ্রহটি সুর্যকে একবার অতিক্রম করতে সময় নেবে ১০০০০-২০০০০ বছর।



যদিওবা এই গ্রহে মানুষ বসবাসের উপযোগী পরিবেশ নেই তবুও আমি আশাবাদী। সৌরজগতে প্লুটো তার গ্রহ উপাধি হারিয়ে ফেলার পর কেন জানি একটু হলেও মন খারাপ হয়েছিল। কিন্তু এই নতুন দানব গ্রহ সেই কষ্টকে ভুলিয়ে দিয়েছে।

বাংলাদেশ হতে, সামুপরিবারের পক্ষ থেকে আমাদের অগ্রিম অভিবাদন গ্রহন কর "প্লানেট নাইন"। ওয়েল কাম টু আওয়ার সোলার সিস্টেম।

তথ্যসূত্রঃ গুগল মামা

মন্তব্য ৪৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

তার আর পর নেই… বলেছেন: অভিবাদন গ্রহণ করছে? করলে বইলেন, আমি ও জানাব।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: জি হ্যা করেছেন। আর বলেছেন তার আর পর নেই কে বলো জলদি অভিবাদন জানাইতে। নাইলে নাকি উল্কা বর্ষণ করবে।

=p~

২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

কল্লোল পথিক বলেছেন: চমৎকার লিখেছেন।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। শুভকামনা জানবেন।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

গেম চেঞ্জার বলেছেন: Welcome Plant Nine!!

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

ভ্রমরের ডানা বলেছেন: Welcome Plant Nine :D

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

তার আর পর নেই… বলেছেন: অভিবাদন, অভিবাদন, অভিবাদন …
আপনার বুক থেইকা যেন মাকড়সার মত কিলবিল করা বুদ্ধিমান প্রাণী বের হয়ে আসে

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

ভ্রমরের ডানা বলেছেন: খাইছে, ইহা কি কামনা করিলেন ভাই! ডর লাইগা গেল তো।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

গেম চেঞ্জার বলেছেন: Welcome Planet Nine!!

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০

আবু শাকিল বলেছেন: চমৎকার উপস্থাপনা ।
"প্লানেট নাইন" ওয়েলকাম টু আওয়ার সোলার সিস্টেম"

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই, "প্লানেট নাইনের ৩৯'' ৬৭ ডিগ্রি পুর্ব দ্রাঘিমা থেকে ৯৫''০৫ পশ্চিম ঘাট পর্যন্ত আপনার নামে বরাদ্দ রাখা হল।

ডোন্ট মাইন্ড ব্রাদার জাস্ট ফর ফান!

অশেষ ধন্যবাদ।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

আজমান আন্দালিব বলেছেন: প্ল্যানেট নাইনকে স্বাগতম! বুকিং দিলাম।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

ভ্রমরের ডানা বলেছেন: আপনাকে ৬৩'' ২৫ উত্তর অক্ষাংশ হতে ২৬'' ৩৬ দক্ষিণ দ্রাঘিমা বরাদ্দ দেওয়া হইল। কোন গর্ত বা খাদ ভাগে পড়িলে কর্তৃপক্ষ দায়ী নহে। হা হা হা।

অশেষ ধন্যবাদ।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

ইমরান আশফাক বলেছেন: অনেক ধন্যবাদ তথ্যটির জন্যে।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

নতুন বলেছেন: এটা তো এখনো অফিসিয়ালি ৯ নং গ্রহ ঘোষনা দেয়নাই।

এটা একটা আইডিয়া মাত্র... এখন এটা কে সবাই খোজা শুরু করবে।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

কাল এই ঘোষনা দিয়েছে আপু। দেখুন। আজ ডেইলি টেলিগ্রাম, আর সিএনএন এই নিউজ ফলাও করে ছাপিয়েছে।য়

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

আবু শাকিল বলেছেন: ভ্রাতা- শব্দ দিয়ে মাইর দেয়ার ক্ষমতা আপনার ভাল জানা ।
ভাল লাগল । :)
আমি বন্ধু প্রিয় মানুষ ।
ভাল থাকবেন।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

ভ্রমরের ডানা বলেছেন: রসিক জনে সম্ভাসি নমেঃ
ওহে মহাপ্রানে নমঃ
নমঃ হে রসিক ভজিয়া নমঃ

=p~

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:


এতদিন এস্ট্রোনোমাররা থালার ভাত দেখেনি, মাঠের পারের গরু দেখেছে?

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

ভ্রমরের ডানা বলেছেন: বিনুদুন আর কাকে বলে!

ধন্যবাদ গাজি ভাই

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

নতুন বলেছেন: কাল এই ঘোষনা দিয়েছে আপু। দেখুন। আজ ডেইলি টেলিগ্রাম, আর সিএনএন এই নিউজ ফলাও করে ছাপিয়েছে।য়

আমি ভাইয়া... আপু না :)

Caltech professor Mike Brown and assistant professor Konstanin Batygin ২০ জানুয়ারী টি এস্ট্রোনমিক্যাল জানালে EVIDENCE FOR A DISTANT GIANT PLANET IN THE SOLAR SYSTEM নামে তাদের লেখা প্রকাশ করেছে।

তাদের মতে তারা গানিতিক ভাবে এবং কম্পিউটার মডেলের মাধ্যমে ধারনা করছেন যে আরো একটা গ্রহ আছে। সেটা প্রমানিত হয়নি। তারা মনে করে যে এটাকে খোজার চেস্টা করলে হয়তো তাদের এই ধারনার প্রমান পেতে পারে।

জানালের লিংক<< Click This Link

নাসার বক্তব্য :<< https://www.youtube.com/watch?v=B9Fr2VoLr10

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১

ভ্রমরের ডানা বলেছেন: ইনি সেই,বিজ্ঞানী জিনি প্লুটোকে গ্রহের তালিকা থেকে বহিস্কার করেছিলেন। তার হাইপোথিসিস বেশ জোরালো। তাই এই গ্রহ খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

জার্নালটি পড়ে যা বুঝলাম এই লোক বেশ কনফিডেন্ট যে গ্রহটির অবস্থান নেপচুনের পিছনে এবং সে তার কক্ষপথটির প্রমান খুঁজে পেয়েছে। আপনার তথ্যবহুল কমেন্টের জন্য অনেক শুভকামনা ভাই।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫

নতুন বলেছেন: জানালের লেখাটির লিংক সরাসরি << Click This Link

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

ভ্রমরের ডানা বলেছেন: পিডিএফ ফাইল ডাউনলোডাইলাম। ধন্যবাদ।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: "প্লানেট নাইন"


ওয়েলকাম। :)

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: যেই বদমাইশটা প্লুটোকে বাদ দিছিল সেই এটা আবিষ্কার করার পথে। ব্যাটা জাদরেল বিজ্ঞানী ভাই জান। ওরে কি করা উচিত একটু বলে যাইয়েন।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: তা বলবানি কিন্তু আপনি আগে ঠিক করেন যে আমারে ভাই বলবেন নাকি জান? :P

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:
লেও হালুয়া

=p~

ভাই জান আর ভাইজানের মধ্যে পার্থক্যটা কি?

মিনিং তো একি। ভাই যা, জান ও তা। সব মিলে একাকার।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: যা হোক জাদরেল বিজ্ঞানীকে একটা চকলেট দেওয়া হোক।

কিপটামি করবেন না। পুরো ১ টাকা দিয়েই কিনবেন। ;)

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১০

ভ্রমরের ডানা বলেছেন: অই বিজ্ঞানীটা আর আপনার মধ্যে তেমন পার্থক্য নেই। তাই ভাবছি লজেন্সটা আপনাকেই দেব।


নেবেন তো নাকি

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৪

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০

ভ্রমরের ডানা বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ সুমন ভাই।

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই তো!

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

ভ্রমরের ডানা বলেছেন: আলবৎ ভাল সাধু ভাই
শুভকামনা রইল।

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: X(( প্লানেট হোয়াট আবিষ্কার করছি আমি?

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

ভ্রমরের ডানা বলেছেন:


এটার কথা ভুলে গেছেন =p~

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮

আরণ্যক রাখাল বলেছেন: এই গ্রহে যাওয়ার ইচ্ছা আছে| কোন জানি একটা চ্যানেলে এটা নিয়ে একটা ডুকুমেন্টারিও দেখলাম

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: নতুন গ্রহ, তার উপর আবার সবচেয়ে বড়,গ্রহরাজ বৃহস্পতি কিন্তু সেই লেভেলে মাইন্ড খাইসে। আগে ইউটিউবে সবাই গ্রহ খুজলে গ্রহরাজের কথা ভাবত,এখন খুঁজে প্লানেট নাইন। টিভিযন্ত্রটাও পিছায়ে নাই।

আপনার ইচ্ছা পূর্ণ হউক অরণ্যক ভাই। শুভকামনা।

২১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

জেন রসি বলেছেন: ডানা ভাই, আপনি গেলে আমাকেও খবর দিয়েন!!!

আপাতত আমিও অভিবাদন জানাইলাম। :)

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

ভ্রমরের ডানা বলেছেন: এমন এক গ্রহ তার নাকি শুধু গতিপথ খুজে পাওয়া গেছে। হায় হায়! বেচারা গ্রহ, কতদিন ধরে একলা একলা ঘুরতেছে। আহারে! =p~

আমি গেলে আপনাকে খবর দিয়ে যাব, জেন রসি!
ব্যাগপত্র রেডি রাখিয়েন।

শুভকামনা! :D

২২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০

হাসান মাহবুব বলেছেন: কবে যে আন্তঃগ্রহ মহাকাশযান সার্ভিস চালু হবে! /:)

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

ভ্রমরের ডানা বলেছেন: আগে তো মেট্রো ট্রেন চালু হোক, এরপর যা হবার হবে। ট্রেনে করেই যাব =p~

২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: "প্ল্যানেট নাইন" নামক মুভি দেখার আশায় রইলাম। আর যাই হোক বা না হোক, এই নামের মুভি খুব শীঘ্রই দেখা যাবে আশা করি।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

ভ্রমরের ডানা বলেছেন: প্লানেট নাইন নিয়ে ছবি হোক। সেই আশা রাখতেই পারি। ও হ্যা, ডিস্টিক্ট নাইন নামে একটা এলিয়েন বেসড মুভি ছিল দেখেছেন নিশ্চয়। ডিসগাস্টিং মুভি মশাই। অমন মুভি আর দেখতে চাই না।


শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.