নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

পিরামিড কাব্য-৫ঃ ধিক্কার হে মন

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:১১



সে
ছিল
বিপ্লবী
কবিতার
মত জ্বলন্ত
শব্দধারা অনল,
ছিল চপলা চঞ্চল।
ছিল ফাগুনের কৃষ্ণচূড়া,
রক্তিম অরণ্যানী বাঁধনহারা!
ছিল সবুজে ঢাকা অনন্ত প্রান্তর,
ছিল বুকে জেগে স্বপ্নিল জাদুমন্তর!
সেদিন মাঠেঘাটে, ভরদুপুর অগ্নিতাপ,
সে ছিল দক্ষিণা হাওয়া, হায় একি পরিতাপ!
ফাগুন মাসে কবিতার পাতায় খেলিত জলকেলি
ধিক্কার হে মন, কেমনে আজি সেই ফুল গেছ ভুলি!


বিঃ দ্রঃ এটি একটি কাল্পনিক কবিতা! কারো বাস্তব জীবনের সাথে মিলে গেলে লেখক দায়ী নহে!

উৎসর্গঃ বিবাগী মন (যে ফুলে ফুলে ওড়ে....)

মন্তব্য ৬৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৩

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++++

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

ভ্রমরের ডানা বলেছেন:

পাঠে ও কমেন্টে ধন্যবাদ বিজন ভাই! আপনি প্রথম হয়েছেন তাই না চাইতেও পাচ্ছেন এই টকটকে লাল গুলাব

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪

বিজন রয় বলেছেন: রাধাচূড়া

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

ভ্রমরের ডানা বলেছেন: ওটা পরিবর্তন করে কৃষ্ণচূড়া করে দিয়েছি! রাধাচূড়া থেকে এটা বেশ মানিয়ে গেছে!

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫

বিজন রয় বলেছেন: আপনার এই স্টাইল দৃষ্টিকাড়া।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ বিজন ভাই, স্টাইলে কি যায় আসে, কাব্য পংতি সুন্দর ডানা মেলে দিলেই দিল খুশ!

আমার কিছু কিছু কবিতায় ডানা ঊড়ে না, ভেঙে পড়ে!

=p~

তাও লেখি! মনের খোরাক আর কি!

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: বরাবরের মত অনুপ্রাণিত করে গেলেন প্রিয় কবি!

ধন্যবাদ, প্লাসে কৃতজ্ঞতা!

৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮

উদাস কিশোর বলেছেন: দারুন..........
পিরামিড কাব...... ধারাটা দারুন

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ ভাই,

লেখে ভালই লাগে আরকি! বিশেষ কিছু নয়!

৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯

কাবিল বলেছেন:




+
++
+++
++++
+++++
++++++

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

ভ্রমরের ডানা বলেছেন:

একি!
পিরামিড
প্লাসে ভরা
কমেন্ট! ওয়াও!!
ইয়েস! আই লাইক ইট!!
অনেক অনেক ধন্যবাদ কাবিল ভাই!

৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:০০

কল্লোল পথিক বলেছেন:











চমৎকার কবিতা।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ কল্লোল ভাই! শুভকামনা রইল!

৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:০৪

শায়মা বলেছেন: কবিতাটা ফুলের চেয়েও সুন্দর হয়েছে ভাইয়া। আর কেউ এটা ফেলতে পারবে না।:)

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:
আপু, আজকাল কবিতা লেখতে ভয় হয়! আপনাদের দেখে শিখছি আরকি!

কবিতাটা ফুলের চেয়েও সুন্দর হয়েছে ভাইয়া। আর কেউ এটা ফেলতে পারবে না।

এত সুন্দর করে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ আপু! এমন অনুপ্রেরণা পেলে কারো কবিতা কেউ ফেলতে পারবে না!

৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
ব্রাভো!

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ মুন ভাই! শুভকামনা!

১০| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৩০

ডা: শরীফুল ইসলাম বলেছেন: চালিয়ে যান, চরমভাবে +++++++++

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত করে গেলেন শরীফুল ভাই! অশেষ ধন্যবাদ!

১১| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬

এস নবীন (সম্রাট) বলেছেন: মুগ্ধ

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৪০

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ সম্রাট ভাই!

ব্লগে স্বাগতম!

১২| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:০১

প্রামানিক বলেছেন: বিজয় স্মৃতিস্তম্ভ আকারে দারুণ কবিতা। ধন্যবাদ

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৪৪

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ প্রামানিক ভাই।

অনুপ্রাণিত হলাম!

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সুন্দর কবিতা ডানাভাই।
আর ধরণটা ধারণ করছেন শক্তপোক্তভাবেই। ভালোলাগা। +

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৪

ভ্রমরের ডানা বলেছেন:
সত্যি নাকি, স্যাটানিক ভার্স কমেন্ট!

:D :D


যাই হোক আপাতত ধ ইন্ন বাদ গ্রহন করুন জনাব!


আর নেক্সট কবিতা চাই আগামি ২-৩ দিনের মধ্যে!


আর হ্যা, কবিতার মান কিন্তু আমার থেকে ভাল হইলে লাইক পাবেন না :P

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯

আরাফআহনাফ বলেছেন: "ধিক্কার হে মন, কেমনে আজি সেই ফুল দিলে ফেলি!"

ফুল ফেলার প্রশ্নই আসেনা।
ভালো থাকুক ফুলেরা - ভালো থাকুক কবিতারা।

ধন্যবাদ।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৮

ভ্রমরের ডানা বলেছেন: আসলেই তাই, ফুল ফেলার প্রশ্ন আসে না, তবুও কিছু কিছু মানুষ আছে ফুল ফেলে দেয়!


জানি না কেন! তবে অনেকের গল্প শুনে তাই মনে হয়েছে। কবিতাটি সে কারনেই লেখা!

পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ সহব্লগার!

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

দীপংকর চন্দ বলেছেন: মুগ্ধতা!!!

অনিঃশেষ শুভকামনা কবি।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৫

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অনেক অনেক ধন্যবাদ কবি! শুভকামনা রইল!

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

আমিই মিসির আলী বলেছেন: কবিতার চেহারা অনেক ভালো লাগছে।
:)

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:
মন্তব্যে ধন্যবাদ মিসির আলী ভাই, আপনার নামটা কিন্তু জোশ! কিছুটা হিমুহিমু গন্ধবহ! তবে ভালই লেগেছে আমার!

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:২৯

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা।একদম প্রকৃত কাব্যের মতোই কাব্য সৃষ্টি বলা যায়।অনেকগুলো পিরামিড কাব্য খেয়ে নিলাম :) মেজাজ-অনুভূতি বেশ স্বচ্ছ...
+

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

ভ্রমরের ডানা বলেছেন: প্রশংসায় ভাসিয়ে নিলেন প্রিয় সহব্লগার! এ তেমন আর কি! ব্লগে অনেক ব্লগার আছেন যাদের লেখা পড়ে সত্যি শিহরিত হই! অসাধারণ কিছু কবিতা, ছড়া, রম্য ইত্যাদি! এই লিস্টে কিন্তু আপনিও আছেন!

১৮| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কবি লিখেছেন বেশ ।কবিতা বিন্যাসও অসাম হয়েছে । কবিতা উৎসর্গ চমৎকার হয়েছে ।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০০

ভ্রমরের ডানা বলেছেন:
প্রিয় কবি,

সেলিম আনোয়ার ভাই,
আপনার মতামতে অজস্র অনুপ্রেরণার রেণুকা খুঁজে পেলাম!

কবিতা পাঠে ও অনুপ্রেরণা জাগানিয়া কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ! কবিতায় আপনাকে পেয়ে বিশেষ আপ্লুত হলাম! আপনার এই কমেন্ট আমার জন্য অনেক কিছু!

১৯| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৭

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ আরন্যক রাখাল ভাই!

২০| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

হা হা।
কবিতা হাজির। তবে লাইক পাচ্ছি। :)

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

ভ্রমরের ডানা বলেছেন: অলরেডি পড়া শেষ! লাইক দিতে বাধ্য হলাম! কিচ্ছু করার নাই! :D


থিম টা অসাধারণ হয়েছে!

২১| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৭

এম এইচ নাজমুল বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগলো।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৯

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ সহব্লগার!

২২| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩১

এম এইচ নাজমুল বলেছেন: ভাল থাকবেন।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮

ভ্রমরের ডানা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই! আপনিও খুব ভাল থাকবেন!

২৩| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

সাহসী সন্তান বলেছেন: পিরামিড বাইয়া দুই তিনবার উঠা নামা করলাম কিন্তু হাঁফিয়ে উঠা ছাড়া বুঝলাম কম! ;)
তবে পড়তে ভাল্লাগছে! শুভ কামনা জানবেন!

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৬

ভ্রমরের ডানা বলেছেন: আহারে কত কষ্ট হইছে ভাইজানের পিরামিড বাইতে রে!!

নেন ভাই, গুলাব নেন!

তাজা গুলাব!

২৪| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৭

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ হামা ভাই,


গুলাবি শুভকামনা!

২৫| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কবিতায় ভাল লাগা।
+++++

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৮

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্লাসে আপ্লুত হয়ে আছি!

তাই গুলাব না দিয়ে পারলাম না!

২৬| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ব্লগে প্রথম কেউ কিছু দিল!

অত্যন্ত সুন্দর গুলাবটি পেয়ে আমিও খুব আপ্লুত হলাম।
অনেক ধন্যবাদ।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০২

ভ্রমরের ডানা বলেছেন: আরে বাহ! আমি তো প্রথম হয়ে গেলাম দেখা যায়!!


আমাকেও কিছু দিন না!!!


=p~

২৭| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হুম, কিছু একটা তো দেয়াই উচিৎ,এই নিন

০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১

ভ্রমরের ডানা বলেছেন: ওয়াও!!


বিউটিফুল!!

বনসাই দেখছি!! কিন্তু এর নাম কি? কোথায় পাওয়া যায়!

ধন্যবাদ ফুলের জন্য!

২৮| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: নাম জানি না,
তবে দেশে পাবেন বলে মনে হয় না।
আনকমন কিছু একটা দিতে গিয়েই তো এটা মাথায় আসলো।

আপনাকেও ধন্যবাদ।

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: এমন আনকমন গিফট পেয়ে খুব ভাল লাগছে!


শুভকামনা রইল! ভাল থাকবেন!

২৯| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর শব্দমালা । ভাল লেগেছে ।

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন আপু।

শুভকামনা রইল!

৩০| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে ।

০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ সাধু ভাই, আমিও লেখে ভালই মজা পেয়েছি!

৩১| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

জুন বলেছেন: সব্বাইকে ফুল দিচ্ছেন দেখে আমিও পিরামিড বাইতে আসলাম :||
তবে কবিতা ভালোলেগেছে।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:১০

ভ্রমরের ডানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুন আপু! আপনার কমেন্টে অনুপ্রাণিত হলাম!

আপনাকেও ফুল দিচ্ছি! নিন!!


৩২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৯

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: বেশ ভাল ।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ! শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.