নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

খেয়ালী প্রেমিক- ১০ঃ কল্পকথার চন্দ্রবিন্দু

১২ ই জুলাই, ২০১৬ রাত ১:১০



ভোরের শিশিরের মত সূর্যের আলোতে মিলিয়ে যায় সকল কবিতা বিন্দু!

বুকে যত জমা ভয়ানক সব অব্যক্ত বিষাদসিন্ধু,
থাক,
আমারি থাক, সবি
কল্পকথার চন্দ্রবিন্দু।

হয়ত, ভোরের কোন রাতে
যখন কাননে কুসুম জাগে,
তখনি,
বলে দেব, বলে দেব সব গাথা।
এখন থাক, আমারি থাক,
সকল দুঃখ বিধুরতা!

সোনালি ফুলের স্বপ্ন হরিৎ
ফুটেছিল ওই শাখে।
দোয়েল কোয়েল ময়না শ্যামার চঞ্চূ যুগল বাঁকে।

হয়নি হলুদ সোনালু
কিংবা গাদা বনের ফুল,
তবু বাসর সাজে মধুবন আজ
ভ্রমরের পেয়ালায় গুল।

গুঞ্জরিত গুনগুনানি, সিঞ্চিত মধুপ মৌ,
মশুগুলেতে বিটপী পাড়া
আসছে নতুন বৌ।

ধুম্রজালের কুয়াশা ভেদিয়া
আনিয়াছি ফাগুন মাস,
এবার তুমি কেমনে হাসিবে
ওহে পৌষের সর্বনাশ।

ঘরে তুমি তালা দিয়েছিলে ওহে খুনিয়া বনের হিম।
তুলতুলে ফাগুন লাগিয়েছি সে ঘরে উষ্ণতা অগ্রীম।

আজ তবে জয়ী আমরা তবু কবিতার পাতায় জল!
যেন কালের আখর সঞ্চিবে সুধা
দিঘী টলমল টলমল!

উৎসর্গঃ টবের নীলকন্ঠকে!
ছবিঃ গুগল
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৬

সুমন কর বলেছেন: কবিতা পড়তে ভালো লাগল।

১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৯

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ সুমন দা!

২| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৯

নাবিক সিনবাদ বলেছেন: Kobita khob valo laglo

১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১২

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ সিন্দাবাদ ভাই!

৩| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ কিছু অনভ্যস্ত শব্দ দেখলাম।
তবে ভালো লেগেছে।

উৎসর্গে ++

১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
রাজপুত্র,

পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ!

৪| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৪

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ হাসান মাহাবুব ভাই!

৫| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৬

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




তেমন কবিতা হলো ঠিক যেন অপার একটি সিন্ধু
সূর্যের আলোতে মিলিয়ে যায়না সে কবিতার একটিও বিন্দু !

তেমন একটি কবিতাই হয়েছে বটে ,
যা উৎসর্গিত নীলকন্ঠকে !

১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

ভ্রমরের ডানা বলেছেন: জী এস ভাইয়া,

প্রতিবারের মত এবারো অনুপ্রাণিত করে গেলেন। প্রশংসা প্রাপ্য কিনা জানি নে, তবে তার মূল্যটির কথা ভেবে বড়ই শংকিতবোধ করছি।


কবিতা পাঠে ও সুন্দর কমেন্টে ধন্য করে গেলেন।

৬| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৩

প্রামানিক বলেছেন: ভালো লাগল

১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৮

ভ্রমরের ডানা বলেছেন: প্রামাণিক ভাই,

কবিতা পাঠে অনেক ধন্যবাদ! আপনার অসুস্থতায় অতিচিন্তিত ছিলাম। আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

৭| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৩৪

জুন বলেছেন: সোনালি ফুলের স্বপ্ন হরিৎ
ফুটেছিল ওই শাখে।
দোয়েল কোয়েল ময়না শ্যামার চঞ্চূ যুগল বাঁকে।

বহু আগের এক মেহগনি কাঠের আলমারি খুলে কেমন এক সুদুরের সুবাস পেলুম কবিতায় ভ্রমরের ডানা। অনেক ভালোলাগা রইলো।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:২০

ভ্রমরের ডানা বলেছেন: জুন আপু,


সুদুরের মেহগনি কাঠের আলমারি খুললেন তারপর আবার সুবাতাসও পেলেন! দারুন খুশি লাগছে!

যাক কবিতায় তবে কিছু আনতে পেরেছি!


আপনার এমন মন্তব্য পেয়ে ধন্য হলাম!


অনেক অনেক শুভকামনা আপু!

৮| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

মনিরা সুলতানা বলেছেন: হয়ত, ভোরের কোন রাতে
যখন কাননে কুসুম জাগে,
তখনি,
বলে দেব, বলে দেব সব গাথা।
এখন থাক, আমারি থাক,
সকল দুঃখ বিধুরতা!

বলে দাও বলে দাও ডানা ভাইয়া এক্ষুনী......

দারুন এক সহজিয়া ভালোলাগায় প্লাবিত হলাম কবিতা পড়ে!!

শুভ কামনা কবি :)

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২০

ভ্রমরের ডানা বলেছেন: আপনার লেখায় "কবি" সম্বোধন পেয়ে কিঞ্চিত লজ্জা পেয়েছি। কবিতা হয়েছে কিনা, কবিতা লেখতে পেরেছি কিনা জানি না তবে মনের ভাবের ষোলআনা লিখেছি প্রাণখোলা শব্দমালায়।

আপনি আমার কবিতা পড়ে ধন্য করেছেন আপু। কবিতায় আপনার উপস্থিতি ও মনজুড়ানো কমেন্টে অনেক অনেক ধন্যবাদ জানবেন!


শুভকামনা!!!

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২০

হাসান ইমরান বলেছেন: অসাধারণ ।
অনেক শুভকামনা রইলো ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪০

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অনেক অনেক শুভেচ্ছা!

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

বেচারা বলেছেন: গোছানো সাজানো কমেন্ট করতে পারব না। ভাল লেগেছে। কবিতাই হয়েছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬

ভ্রমরের ডানা বলেছেন: বেচারা ভাই,


অনেক ধন্যবাদ! :P

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা ও ছবি। কবিতা পাঠ করলাম, আর মনে হলো যেন শান্ত কোন তটিনী কুলুকুলু রবে পাশ দিয়ে বয়ে গেল!
দুটো স্তবক একটু বেশীই ভাল লেগেছেঃ
হয়ত, ভোরের কোন রাতে
যখন কাননে কুসুম জাগে,
তখনি,
বলে দেব, বলে দেব সব গাথা।
এখন থাক, আমারি থাক,
সকল দুঃখ বিধুরতা!
-- আর, .....
সোনালি ফুলের স্বপ্ন হরিৎ
ফুটেছিল ওই শাখে।
দোয়েল কোয়েল ময়না শ্যামার চঞ্চূ যুগল বাঁকে
---
আবারো বলছি, চমৎকার!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১০

ভ্রমরের ডানা বলেছেন: আপনার কমেন্ট পড়ে ভীষণ ভাল লাগছে। সৌভাগ্য এই যে কবিতাটি আপনার ভাল লেগেছে। মনে করছি এটাই কবিতাটি লেখার শ্রেষ্ঠ পুরস্কার!

এতসুন্দর মন ভাল করা কমেন্টে আপনাকে নিরন্তর শুভেচ্ছা সুপ্রিয় লেখক!

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: ভাল কবিতা পড়লে পাঠকেরও মন ভাল হয়ে যায়। সুতরাং সৌভাগ্য বোধকরি উভয় পক্ষেরই।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৮

ভ্রমরের ডানা বলেছেন: আমি নিজের লেখা নিয়ে যথেষ্ট দ্বিধান্বিত থাকি! যেকোনো লেখার মান নিয়ে সবসময় সেরাটা বের করে আনার চেষ্টা করি। পরিশ্রমী লেখায় তাই প্রশংসা পেলে সত্যিই অনেক ভাল লাগা কাজ করে! চেষ্টা থাকবে আরো ভাল লেখা লেখার!

তবে আপনি যাই বলুন কবিতায় আপনার উপস্থিতি ও এমন মূল্যবান মন্তব্য সত্যি অশেষ অনুপ্রেরণার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.