নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন-২ঃ ছুটে চল!!!

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩৯



তুই আসবি, খোলাবুকের ঘাসে থুতনী গেড়ে বাসা বাঁধবি, অনন্তর সে জরুরী নয়।

জরুরী এখন নিশ্বাস!
হ্যা হ্যা নিশ্বাস!
দমবন্ধ হয়ে গেছে কবেই সে খেয়াল নেই, বেখায়ালি কবিতা আমার।

জীবনের অবয়বে দেখি তোর ছবি, তবুও বলব না,
এবুকের ঘাসে মাথাটা একটু রাখ!

গোলাপের বাগানে ফুল ফুটেছে নতুন হালখাতা হতে পারে তবে বনভোজ নয়!

আদিখ্যেতা বহুত হল, আর জরুরী নয়।

তিল তিল করে গড়ে তোলা পথে হেটে যেতে বাকি আর কয়েকটি কদম মাত্র।
তাই পিছু ফেরা জরুরী নয়!

মহারথীদের খুঁজে নিতে আজ আকাশে আকাশে নক্ষত্রদেবতার সম্মেলন!

তাই, মিছিল জরুরী নয়!

আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখেই বলছি, এই কটি দিনে কষ্ট জরুরী, সুখ নয়!

হয়ত তুই
বলবি, আমি উম্মাদ হয়ে গেছি!
কিন্তু জেনে রাখ, কুরুক্ষেত্রে রণে আমরা আর যাই হোক, কৃষ্ণরাধা নই!

আমরা বরং কর্ণের রথে জোড়া তুরঙ্গম!
গতিতে ছিন্ন করি প্রতিটি শত্রুসেনা বুহ্য!
আমরা কর্ণের রথ, হাটি কর্নের কণ্টক বিছানো পথ!

টগবগিয়ে,
ছুটে চল দুরন্ত পায়ে ধুলো উড়িয়ে!

ছুটে চল, ছুটে চল, ছুটে চল!

ছবিঃ গুগল
সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: হয়ত তুই
বলবি, আমি উম্মাদ হয়ে গেছি!
কিন্তু জেনে রাখ, কুরুক্ষেত্রে রণে আমরা আর যাই হোক, কৃষ্ণরাধা নই!
-----------

ভাললাগা রেখে গেলাম!!!!

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩১

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে অসংখ্য ধন্যবাদ আপু।

২| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৭

নীলপরি বলেছেন: আমরা বরং কর্ণের রথে জোড়া তুরঙ্গম!
গতিতে ছিন্ন করি প্রতিটি শত্রুসেনা বুহ্য!
আমরা কর্ণের রথ, কর্নের কনক বিছানো পথ!


বাহ অপূর্ব লাগলো । দারুন শব্দচয়ন ।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩২

ভ্রমরের ডানা বলেছেন: বাহ! কি সুন্দর করে বললেন! মন ভাল হয়ে গেল! শুভকামনা!!

৩| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৬

জুন বলেছেন: উৎসর্গকে লক্ষ্য করে ছূটে চলার জন্য আহবান খুবই ভালোলাগলো ভ্রমরের ডানা।
+

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: জুন আপু,

কবিতা পাঠে ধন্য হলাম। ভাল লেগেছে জেনে খুব খুশি লাগছে!

৪| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এটা দুর্দান্ত ছিল। +

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: ভায়া,

কোনটা দুর্দান্ত ছিল না! :D

৫| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৩

সুমন কর বলেছেন: এমন কবিতা আগে পড়িনি। দারুণ হয়েছে।
+।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: সুমন ভাই,

এমন কবিতা আপনার ভাল লেগে থাকলে আরো লিখব!

ধন্যবাদ জানবেন!

৬| ০৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২৭

খায়রুল আহসান বলেছেন: জীবনের অবয়বে দেখি তোর ছবি, তবুও বলব না,
এবুকের ঘাসে মাথাটা একটু রাখ!
-- বাহ! চমৎকার বর্ণনা। ভাল লেগেছে।

লক্ষ্যকে উৎসর্গ করা এ কবিতার অন্তর্নিহিত শক্তি আমাকে মুগ্ধ করেছে, প্রেরণা দিয়েছে।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: আপনার লেখা পড়ে আমিও অনেক অনুপ্রাণিত হই, শক্তি পাই!

অদ্ভুত মিল!

সাধারন কবিতার অন্তনিহিত শক্তিকে অসাধারণ ভাবে গ্রহণ করতে তেমন পাঠক লাগে!

কবিতায় আপনাকে পেয়ে ধন্য হলাম!

৭| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখেই বলছি, এই কটি দিনে কষ্ট জরুরী, সুখ নয়! চমৎকার শব্দমালা...

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪০

ভ্রমরের ডানা বলেছেন: এভাবে কমেন্ট করে আপ্লুত জরুরী নয়!
শেষ বিকেলের এককাপ চা জরুরী!

৮| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। টাইপো আছে কিছু। ঠিক করে নিয়েন।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪২

ভ্রমরের ডানা বলেছেন: ঠিক আছে হামা ভাই, ঠিক করে নিব। ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে।

শুভকামনা!

৯| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪১

শায়মা বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর!!!!!!! :)

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: সে কি গো!


গরীবের ঘরে এ যে হাতির পা গো!

শায়মা আপু!!!

সুন্দর কমেন্টে একে বারে দিলে ঝিরঝির বৃষ্টি নামিয়ে দিলেন গো!!


অনেক অনেক ধন্যবাদ আপু :D :D

১০| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ২:৫২

ডঃ এম এ আলী বলেছেন: ছবির সাথে কবিতার অপুর্ব মিল
টগবগিয়ে,
ছুটে চল দুরন্ত পায়ে ধুলো উড়িয়ে!

ছুটে চল, ছুটে চল, ছুটে চল!


ছুটে চলেন লক্ষ্য পানে
বিজয় সুনিশ্চিত ।

শুভেচ্ছা রইল ।

১০ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৩

ভ্রমরের ডানা বলেছেন:

ছুটে চলাই জীবন! বিজয়ের বিধাতা চোখ তুলুক আর নাই তুলুক, চলা থামবে না।

শেষ নিশ্বাস টুকু নেওয়ার সময় পিছনে ফিরে তৃপ্তিটুকু পেলেই চলবে।

তাই টগবগিয়ে ছুটে চলা!

কবিতা পাঠে ও অনুপ্রাণিত করা মন্তব্যে ধন্যবাদ জানবেন!

১১| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:১৭

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা,




কোনও কিছুই জরুরী নয় শুধু জরুরী একটু নিঃশ্বাস ,
আর কয়েকটি কদম মাত্র . তারপরে অন্তিম শ্বাস
টেনে টেনে যাওয়া । তাই ছুটে চলা বারো মাস ........

২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৫

ভ্রমরের ডানা বলেছেন: ছন্দময় প্রতি উত্তরে ধন্যবাদ জী এস ভাই!

অন্তিম শ্বাসে যেন আক্ষেপ না থাকে সেই প্রচেষ্টায় ছুটে চলা!

১২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩১

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: আমরা বরং কর্ণের রথে জোড়া তুরঙ্গম!
গতিতে ছিন্ন করি প্রতিটি শত্রুসেনা বুহ্য!
আমরা কর্ণের রথ, কর্নের কণ্টক বিছানো পথ!

শুভেচ্ছা

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩২

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে প্রীত হলাম!


ব্লগে স্বাগতম ভাই!

১৩| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: অভিমানী প্রিয়ার মত লক্ষ ও একান্ত, পূর্ণ মনযোগ চায়। চমৎকার সব উপমায় মুগ্ধ পাঠ!

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: এই কবিতাটিও মনিরা আপু পড়বেন আর এমন মন ভুলানো মন্তব্য করবেন ভাবতেই পারিনি!

অনেক অনেক কৃতজ্ঞতা আপু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.