নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন-৩ঃ ভালবাসার নন্দীপাতা

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪১



ভালবাসার নন্দীপাতায় টুপটাপ ঝরে যাওয়া
ভালোবাসা তোর,
সমুদ্র হয়েছে কখন,
কাটেনি ঘোর!

তাই, বুঝিনি এই শ্রাবণমাসেই কেমন
সমুদ্র এল হায়!
কোথায় নিজেকে হারিয়ে খুঁজি
অবাক অসহায়!

আমিতো ছিলাম মাঝিমাল্লা হয়ে
বর্ষাতি বানের জল!
বন্দর বন্দর ঘুরে ঘুরে দেখি
ডুবন্ত পানকৌড়ির দল।

ঘোলা জলে ভাসা দুরন্ত
ঘুর্নির দোল খেয়ে খেয়ে,
সমুদ্রে অবগাহন করব
শতেক আঘাত বেয়ে বেয়ে!

কতবার ডুবেছি গহীন জলের তলে
মুক্তো দানা সেচে আনব বলে
অন্তরে প্রদীপ শিখা জ্বেলে!!
আমিত্বকে ছুড়ে ফেলে!

এরপরই হয়েছিল ইতিহাসকথন
নদীগর্ভের তলে,
পদ্মা মেঘনা যমুনার জলে!
ওরা বলে এভাবে কি মুক্তোদানা মেলে!

মেঘেদের বল,
কতটা পথের ঘুর্নি খেলে,
একবিন্দু জল তবে মেলে!

আমি নদীর গর্ভ কেমনে আজ
জানে ওই হিমালয় চূড়ার প্রতিটি ভাজ!
ঝরে আসি নদীর গর্ভ হব বলে,
হাজারটা মাইল পদে দলে দলে দলে!

তাই তোর ভালবাসার
সমুদ্রজল দেখে,
নন্দীপাতা হল লজ্জা রাঙা মুখে,
বলে ওঠে আজ,
ভালবাসি ভালবাসি
এই শাওন বিধুর মাস!

ঘনকাল মেঘে ঢাকা অপরুপ সাজ,
সমুদ্দুর নীলিমায় খুঁজি তোর সীমানার ভাজ!
ফেনিল সে জলে ভেসে ওঠে তাজ,
মুক্তোর হাসি সেচে সিন্ধুর লাজ,
শাজাহানের চোখের তারায়; অনন্ত মমতাজ!
নন্দীপাতায় আঁকা সবি জল-কারুকাজ!

ছবিঃ গুগল
সর্বস্বত্ব সংরক্ষিত
রাত্রি ১২ টা ৩১ মিনিট
৩০ আগষ্ট, ২০১৬

মন্তব্য ৪০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:১৩

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতার কথামালা
শুভেচ্ছা রইল।

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৬

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও প্রথম কমেন্টে অনেক অনেক শুভকামনা!

২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ।

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৪

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অনেক অনেক ধন্যবাদ জানবেন!

৩| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪০

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে। শুভ সকাল।
+।

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৩

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অনেক ধন্যবাদ প্রিয় সুমন ভাই!


শুভকামনা!!!

৪| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১০

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১২

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই!


শুভকামনা!

৫| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৮

বিজন রয় বলেছেন: বন্দর বন্দর ঘুড়ে ঘুড়ে দেখি..... ঘুরে ঘুরে হবে।

বিশুদ্ধ ভালবাসার কবিতা।
অনেক কথার সমারোহ।

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১১

ভ্রমরের ডানা বলেছেন: হতচ্ছাড়া টাইপো গুলো পিছু ছাড়ছে না। বিরক্তিকর!



কবিতা পাঠে অনেক ধন্যবাদ বিজন ভাই!

৬| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর। +++

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৯

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অনেক ধন্যবাদ রাজপুত্র ভায়া!

৭| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

মহা সমন্বয় বলেছেন: আমি নদীর গর্ভ কেমনে আজ
জানে ওই হিমালয় চূড়ার প্রতিটি ভাজ!
ঝরে আসি নদীর গর্ভ হব বলে,
হাজারটা মাইল পদে দলে দলে দলে!


ভাল লাগল ++

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৯

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে নিরন্তর শুভকামনা! ভালবাসা দীর্ঘজীবী হোক!

৮| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন পদাবলি:)

মুগ্ধতা রেখে গেলুম :)

++++++++++++++++++

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৮

ভ্রমরের ডানা বলেছেন: এত সুন্দর কমেন্ট করে দিল খুশ করে দিলেন! অনেক অনেক শুভেচ্ছা ভিগু ভাই!

৯| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৬

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে আপনাকেও ধন্যবাদ ভাই!

১০| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৩

মুহাম্মদ তমাল বলেছেন: মূল্যবান কিছু অনুভুতির বহিঃ প্রকাশ । অনেক ভাল লাগলো।

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৪

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে নিরন্তর শুভেচ্ছা!

১১| ৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দারুণ!!! মুগ্ধতা রইল +++

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৩

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও চমৎকার মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ বোকা ভাই!

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪০

এফ.কে আশিক বলেছেন: অসাধারন, অনেক অনেক ভালো লাগা রইলো......।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২১

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও সুন্দর মন্ত্যব্যে অনেক ধন্যবাদ সহব্লগার!

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: খুউব ভাল লেগেছে কবিতার কথামালা !!!
অনেক অনেক শুভেচ্ছা রইল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২০

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে আপনাকে অসংখ্য ধন্যবাদ!

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৯

ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ আপু! :D

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮

সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ভালোলাগা

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে আপনাকেও অনেক ধন্যবাদ!

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১

গেম চেঞ্জার বলেছেন: দারুণ হয়েছে!! :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৬

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ গেমু ভাই :D

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ক্যায়া বাত! চমৎকার হয়েছে!

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৫

ভ্রমরের ডানা বলেছেন: ধইন্নাপাতা সাধু ভাই :D

খুব ছুরত হুয়া কিয়া?

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৩

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



মেঘেদের বল,
কতটা পথের ঘুর্নি খেলে,
একবিন্দু জল তবে মেলে!

বেশ সুন্দর এই পঙক্তিগুলো । নন্দীপাতায় লেখা শ্রাবনজলের কারুকাজ ভালো লাগলো ।

ভালো থাকুন ।
ঈদ শুভেচ্ছা ।


১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: সুপ্রিয় জী এস ভাই,


কবিতায় আপনাকে পেয়ে খুব ভাল লাগছে! আপনার মুল্যবান মন্তব্য আমার অনুপ্রেরণার রসদ!!


কবিতা পাঠে ও উদার মন্তব্যে অনেক অনেক ভাল লাগা!

শুভকামনা ও ইদের শুভেচ্ছা জানবেন!

ঈদ মোবারক!!!

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩

খায়রুল আহসান বলেছেন: কতবার ডুবেছি গহীন জলের তলে
মুক্তো দানা সেচে আনব বলে
অন্তরে প্রদীপ শিখা জ্বেলে!!
আমিত্বকে ছুড়ে ফেলে!
- ভাবের কতটা গভীরে ঢুকে এসব কথামালাকে সেচে আনতে হয়, তা বেশ অনুধাবন করতে পারছি।

মেঘেদের বল,
কতটা পথের ঘুর্নি খেলে,
একবিন্দু জল তবে মেলে!
- চমৎকার বলেছেন এ কথাগুলো!
কবিতায় + +

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

ভ্রমরের ডানা বলেছেন: কবিতাটি মনযোগ দিয়ে পাঠে কৃতজ্ঞ করলেন। আমি মনে করি, এই ভাবগুলো প্রতিটি কবি মানসে ভেসে আছে। আমি শুধু লেখে দিয়েছি!

সুপ্রিয় লেখক কবিতা পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল!

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

ভালোলাগা ++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বিলিয়ার ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.