নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন-৫ঃ আহব্বান

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮




চারদেওয়ালে ঘেরা এই আলোর বনে,
প্রেমগুলো ভেসে যায় গোপনে নির্জনে।

এলিটা,
তুমি ফিরে এসো আবার-
শাপলা শালুকের মালায় গেঁথেছি
তোমার লাল-নীল স্বপ্ন-হার।
ঝড়ের প্রবল নৃত্যে তাই ঘরে থেকো না আর!

দুয়ার খোল,
দেখ বাইরে কেমন মত্ত হাওয়া বয়,
দেখ উড়ছে পাখি কী নির্ভীক নির্ভয়।
গাছের পাতায় পাতায় সশব্দ চুম্বন
কেমন উদাসী বনে মাতাল সমীরণ!

তবুও তুমি বাতাসের সাড়ায় আজো
বেলকনি বসে উদাস জানি,
কবিতার পাতায় মন নেই
সজল অশ্রু ভরা নয়নখানি!

বৃষ্টির প্রথম স্পর্শে চমকে ওঠা
মাটির ডাক শুন,
ওরা আমায় বলে,
মিছেমিছি ছলে
কবি, প্রেম কাকে বলে!
আমি বলি, কবিতার আখর ফেটে রক্ত আসে যা,
তাই প্রেম, তাই কবিতা!
তোমার নয়ন জোড়া বোঝেনি
তখনও কবিতার ছবিটা!

তাই বলেছি কিছুক্ষন,
একবার, শুধু একবার ফিরে এসো,
বুকের অলিন্দে গিয়ে শোন
ধমনির কিছু কথা, দেখ স্নায়ুর অনুরণন!

নবপল্লবিনী,
এই মধুক্ষনে,
একবার তোল ওই সবুজের আঙুল,
একবার গেঁথে নাও শালুকের ফুল,
একবার দেখে নাও জোড়াপাতার ভুল,
ভাসিয়ে দাও বাতাসে ওই রেশমি চুল!
ফোটায় ফোটায় ফুটক বৃষ্টির গুল!

প্রিয় এলিটা,
কবিতার আহব্বানে,
ঝড়ের প্রবল নৃত্যে নেচে ওঠ সংগোপনে!

ছবিঃ গুগল
সর্বস্বত্ব সংরক্ষিত
দুপুর ১২ টা ৩৮ মিনিট
১৩ সেপ্টেম্বর, ২০১৬

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০২

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার আহ্বান। এমন আহ্বানে সাড়া না দিয়ে উপায় নেই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

ভ্রমরের ডানা বলেছেন: সাড়া দিলে তো ভালই! খুব ভাল হয়!


একা একা কেন ভাল লাগে না,
কোন কাজে মন কেন বসে না,
আমার কি হতে কি হয়ে গেল-
আমি নিজেই তো কিছু বুঝি না!


কাহিনী খুব জটিলরে ভাই!

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

মেহেদী রবিন বলেছেন: ওরা আমায় বলে,
মিছেমিছি ছলে
কবি, প্রেম কাকে বলে!
আমি বলি, কবিতার আখর ফেটে রক্ত আসে যা,
তাই প্রেম, তাই কবিতা

ভাল লাগা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

ভ্রমরের ডানা বলেছেন: কবিতাটি পাঠে ও পছন্দসই স্তবক চয়নে অনেক অনেক ধন্যবাদ ভাই!

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪

জেন রসি বলেছেন: বহুদিন পর আপনার কবিতায় এলিটা ফিরে এসেছে। কবিতা ভালো লেগেছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: কি আর বলব জেন রসি ভাই,


তার তো আর কাজ নেই তাই শুধু শুধু নিউরনে জায়গা দখল করে!

কবিতার নাম দেওয়া উচিত ছিল একটি হার্ডডিস্ক এরর =p~

যাই হোক, আপনি এলিটারে মনে রাখছেন এই জন্য সে আপনারে থ্যাংকস জানাইছে!

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০

বিজন রয় বলেছেন: উৎসর্গঃ নিত্যরত দুটি পল্লবকে!... সম্ভবত নৃত্যরত হবে।

শেষের দিকে তেমন জমেনি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: ভায়া আরো কিছু চেঞ্জ করছি। আসলে কবিতার শেষটা আমারো খুব বেশি পছন্দ হয়নি। সামনে চেষ্টা থাকবে আরো ভাল লেখার!

পাঠে ও গঠনমূলক মন্তব্যে অনেক ধন্যবাদ! শুভকামনা!

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি প্রেমের কবিতা- চমৎকার এক প্রেমের আবেশ রেখে গেল। শুরু থেকে শেষ পর্যন্ত কবির উদাত্ত আহ্বান পাঠককে যেন মোহাচ্ছন্ন করে রাখলো। কবিতায় + +

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

ভ্রমরের ডানা বলেছেন: প্রেমের কবিতা ছাড়া আরো অনেক কিছুই মাথায় আসছে কিন্তু এখন নয়! সিরিজটি শেষ করেই অন্য কিছু নিয়ে লেখব!

প্রিয় লেখক, কবিতায় বরাবরের মত আপনার উদাত্ত মন্তব্য পেয়ে উচ্ছাসিত হলাম। ইদ মোবারক!

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চমৎকার কবিতা। দারুণ কিছু লাইন আছে। দাগগ কেটে যায়। আহ্বান নিরন্তরতা পাক।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫০

ভ্রমরের ডানা বলেছেন:
দেখে এমন মন্তব্যের টংকার
দিলে উঠে আনন্দের ঝংকার!!!


আহ! রাজপুত্র ভাইয়ের কমেন্ট পেয়েছি গো!!

একটু ড্যান্স দিয়ে নেই!




পরিবিবি তুমি কই, কই রে
এ প্রানও বুঝি ঝায় ঝায় রে???

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫২

আহা রুবন বলেছেন: পড়ার সময় মনে হল নিজেরই কথা সব, আবৃতি করে পড়ি। চমৎকার! শুভকামনা রইল।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: বেশ বেশ!!!

তবে আমি কিন্তু আপনার মন পড়ে লিখিনি! কপি আমি করি না =p~

কবিতার সাথে আপনার মনের কথা মিলে গেলে লেখক দায়ী নহে! :P

কবিতা পাঠে ও সুন্দর কমেন্টে ধন্যবাদ রুবন ভাই!

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০২

বিলিয়ার রহমান বলেছেন: তাই বলেছি কিছুক্ষন,
একবার, শুধু একবার ফিরে এসো,
বুকের অলিন্দে গিয়ে শোন
ধমনির কিছু কথা, দেখ স্নায়ুর অনুরণন!


সুন্দর লেখনি।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ বিলিয়ার ভাই!!!



শুভকামনা!

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার আহবান এলিটার জন্যে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

সুপ্রিয় হামা ভাই,
কবিতা পাঠে ও খুব সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ!

শুভকামনা আপনার জন্যে!!!

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৫

প্রথমকথা বলেছেন: প্রিয় এলিটা,
কবিতার আহব্বানে,
ঝড়ের প্রবল নৃত্যে নেচে ওঠ সংগোপনে!

খুব সুন্দর আহ্বান।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার কমেন্ট পড়ে খুব খুশি লাগছে! কবিতা পাঠে ও মন্তব্যে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার আহ্বান! আচ্ছা, এলিটা কি বাস্তব চরিত্র?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৮

ভ্রমরের ডানা বলেছেন: জ্বী না, কাল্পনিক চরিত্র! বাস্তবের এলিটারা এ আহব্বানে সাড়া দিবে না! তবে বাটুয়ারা গরম হলে ভিন্ন বিষয়!

তবে কিছু কিছু আছে ভিন্নজাতের এলিটা! এরা বর্তমানে ফসিল হয়ে আছে! কিছু আছে জীবিত, কিছু রুপান্তরিত পির্যায়ে!
=p~

লেখকের অভিজ্ঞতার সাথে নাও মিলতে পারে তবে বাস্তবতা বড়ই নিষ্ঠুর! তবুও আহব্বান করা!


কবিতা পাঠে ধন্যবাদ রুপক ভাই! সতত শুভকামনা!

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

মাকার মাহিতা বলেছেন: ভাল লেখা সত্যিই অনেক কঠিন। অনেক মাথা খাটাতে হয়।আপনার কবিতা পড়লেই বোঝা যায়। কলম চলুক নিরন্তন।
চমৎকার রোমান্টিক লেখনী @ অর্ফিয়াসের বাঁশরী...!!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

ভ্রমরের ডানা বলেছেন: এই কবিতায় আপনাকে পেয়ে খুব ভাল লাগল!

কর্পোরেট সিনেমায়, গানে, নাটকে, গল্পের বাজারে যেভাবে প্রেম কে সরিয়ে দেওয়া হচ্ছে তাতে আমি আশংকিত! প্রজন্মকে ভুল শিক্ষা দিচ্ছে এগুলো।

তাই, রোমান্টিক কবিতায় হাত দিয়েছি। এ যুগে প্রেম নিয়ে কবিতা খুব কম লেখা হচ্ছে! যে গুলো হচ্ছে বেশিরভাগ চাটুলতায় ভরা!

কবিতা পাঠে ও সুন্দর কমেন্টে অনুপ্রাণিত করে গেলেন!

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৮

জলপাতা বলেছেন: বাহ খুব সুন্দর।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩০

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ!

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬

মেহরাব হাসান খান বলেছেন: আমি কবিতা ঠিক বুঝতে পারি না,,,তবে এখানে মনে হয় একাকীত্ব ঘোচানোর আহবান করা হয়েছে?!এলিটা কি ছদ্মনাম,না বাস্তব?!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:


কিছুটা তাই, চরিত্র কাল্পনিক!

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

মুচি বলেছেন: প্রিয় এলিটা, এলিট ভ্রমরের গুঞ্জন শুনুন..... 8-|

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪১

ভ্রমরের ডানা বলেছেন:

শুনলে তো ভালই হয় =p~

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

মুচি বলেছেন: Try hard.... she'll listen to your buzz.

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

ভ্রমরের ডানা বলেছেন: I will buzz with three hundred and thirty flickering per second as the actual bee does. Lets see who carry the day.

:D

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

মুচি বলেছেন: That surely will fall short... try harder, and give some honey as well. You know, শুধু মুখের কথায় চিড়ে ভিজে না.... Good luck bro.

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:

You are absolutely right. Poet John Donne that's why said -

For God's sake hold your tongue, and let me love

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

মুচি বলেছেন: If you love someone, ler them sleep. :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

ভ্রমরের ডানা বলেছেন:
My answer is again john donne-

When did my colds a forward spring remove?
When did the heats which my veins fill
Add one more to the plaguy bill?
Soldiers find wars, and lawyers find out still
Litigious men, which quarrels move?

sleep tight, life all right!

:P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.