নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

সনেট -১- বক্ষ মাঝে বাধি

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৫




তুমি যদি আমায় হে ভালবাস বালা,
ভালবেসে খোঁপায় বাধ আম্র মুকুল,
তবে গলে দিতে রাজি ঐ কন্টকমালা,
বাজিবে বাশি বনে; নাচিবে বকুল!
শাখাতে বসে পাখি গাহিছে মধু-গান,
কেমনে সহিব ব্যাথা; বিরহে কাতর,
সিনাতে বিধুর টংক্কা; মারিছে টান,
বুক মাঝে গেঁথে গেল নৈঃশব্দ্য পাথর!

প্রেমানলে জ্বলে হিয়া; তপ্ত তরুবর,
ঘুরিয়া চকিতে দেখি; নন্দন-কানন,
ধন্য আমি গৌর-কান্তা; বাহারি রতন!
রচিলে ভ্রমর ডানায়; প্রেম-স্বাক্ষর!
পুড়িয়া প্রেমানলে; হেরিলাম যে তারে,
বক্ষ মাঝে বাধি; প্রিয় লাবন্যপ্রভারে!

উৎসর্গঃ লাবন্যপ্রভাকে!
ছবিঃ গুগল।

সর্বস্বত্ব সংরক্ষিত
রাত্রি ১১ টা ৪৫ মিনিট
১৫ সেপ্টেম্বর, ২০১৬

মন্তব্য ৬০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

মাকার মাহিতা বলেছেন: চমৎকার সনেট। তবে মাইকেল মধুসুধনের সনেটের মতো হয়েছে কিনা তা বলতে পারবনা...! ধন্যবাদ...!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৮

ভ্রমরের ডানা বলেছেন: তবে মাইকেল মধুসুধনের সনেটের মতো হয়েছে কিনা তা বলতে পারবনা!

প্লিজ আপনাকে আর বলতে হবে না =p~

আমি আপনাকে হেল্প করছি-

ওরে কিসের সাথে কি
পান্তা ভাতে ঘি!

আপু এই ক্ষুদ্র লেখককে এত লজ্জা কেন দিচ্ছেন!!


কবিতা পাঠে ও প্রথম কমেন্টে অশেষ শুভকামনা ও ধন্যবাদ!

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১১

নীলপরি বলেছেন: বাহ খুব ভালো লাগলো ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

নীলপরি,

একদিন পরীদের নিয়ে লেখব!!! আচ্ছা!!!

=p~

কবিতা পাঠে ও মন্তব্যে উৎসাহিত করে গেলেন।ধন্যবাদ!!!

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৮

সুমন কর বলেছেন: ৮ এবং ৬ লাইনের মাঝে একটা গ্যাপ দিতে পারেন।

ভালো হয়েছে। +।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:

জ্বী প্রিয় সুমনভাই, ঠিক করে দিলাম! কবিতা পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ!

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২০

মোঃ ইউনুস আলী বলেছেন: অসাধারণ হয়েছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ!

শুভকামনা সতত!!

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৪

অভি চৌধুরী বলেছেন: ভালোতো

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ অভি ভাই! শুভকামনা রইল!

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৭

অনর্থদর্শী বলেছেন: সুন্দর প্রচেষ্টা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫২

ভ্রমরের ডানা বলেছেন: কবিতাটি পাঠে ও কমেন্টে আপনাকে অনেক অনেক ধন্যবাদ!

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৫

প্রামানিক বলেছেন: এতো অনেক মেধা খাটানো চৌদ্দ অক্ষর চৌদ্দ লাইনের কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে অনেক ধন্যবাদ প্রামানিক ভাই! সব কবিতা, ছড়া, গল্প, রম্য, ভ্রমন কাহিনী লেখতে সবাই মাথা খাটায়!

আপনার ছড়াতে আপনি যে বুদ্ধি খাটান সেটা কে বলবে শুনি!

=p~


পাঠে ও কমেন্টে ধন্যবাদ!

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৩

মুচি বলেছেন: বড়ই সৌন্দর্য পাইলাম, বড়ই সৌন্দর্য! সনেট !! ক্যামনে সম্ভব!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:
ম্যান, বি কুল! আপনি বগলের চিপায় যে ম্যালফাংশন দেখিতে পান (তাও আবার বাংলা সিনেমায়) তার কাছে এমন হাজারটা সনেট নস্যি হইয়া যায়!!

=p~ =p~ =p~ =p~

স্বয়ং মাইকেল বাবু সাগরদাঁড়ি গ্রামে বসে আপনার সেই পোষ্ট টুইটারে শেয়ার করছে। এখনো সেই পোষ্টখানা রি টুইট হইতেই আছে!


এবার বুঝেন তাইলে??

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৩

পথহারা মানব বলেছেন: ধুত্তুরি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমি কতদিন ধরে একটা প্রেমের কবিতা লিখতে চেষ্টা করতেছি কিন্তু কিছুতেই হচ্ছে না!!!!!
আর ভ্রমরের ডানা কি সুন্দর কবিতা লেখতেছে...তো।...লেখতেছে.....!!!!!!!!!

বাপে কি এমনে কইছে আমারে দিয়া কিচ্ছু হইব না!!!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০২

ভ্রমরের ডানা বলেছেন:

প্রিয় পথহারা ভাই,
আপনারে আগে তো দেখি নাই!
কই ছিলেন আগে বলেন তাই,
আর শোনেন, কবিতায় নজর দিতে নাই,
আমি না, বলেছেন কুদ্দুস বয়াতি ভাই!
যাই হোক, কবিতা লেখতে গেলে, আগে প্রেমিকা থাকা চাই,
তারপর ছ্যাকা খাইতে হবে ভাই!
এরপর কবিতার না আইসা উপায় নাই!
প্রেমিকা ভেগে গেলে আপনি হিট,
তার নাম্বার আমায় দিলে, গুটি আরো ফিট!!

:P :P :P :P

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫০

অরুনি মায়া অনু বলেছেন: খুব খুব খুব ভাল লেগেছে সনেট। আরও এমন লেখা পড়তে চাই।অপেক্ষায় রইলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৬

ভ্রমরের ডানা বলেছেন: আপনার কমেন্ট আমাকে অনুপ্রাণিত করেছে! খুব খুব খুব চেষ্টা করব যেন লেখা আরো দিতে পারি!


কবিতা পাঠে ও স্নিগ্ধকর মন্ত্যব্যে একরাশ শুভেচ্ছা!!!

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৮

মুচি বলেছেন: মাইকেল বাবু তো ভিনদেশি কণ্যেতে মজেছিলেন..... বাঙালি ললনার বগল তো আর সেই আমলে দেখার সৌভাগ্য হয় নি তাঁর। তাই ঐ ছবিখানা দেখে একটু ওভার এক্সাইটেড হয়ে গিয়েছেন আরকি :P

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৯

ভ্রমরের ডানা বলেছেন:
এই যে ভাই আস্তে!!

বাবু কিন্তু খ্যাপে যাবে! উনার বংগ ললনাদের খুবই পছন্দ ছিল!

উনি বলেছেন-

সেই আমি ডুবি পূর্ব ভারত সাগরে,
তুলিল যে তিলোত্তমা-মুকুতা যৌবনে!


বোঝেন এবার! :P

আর হ্যা উনি এক্সাইটেড হন নি, বলেন উনাকে করা হয়েছে! আর কে করেছে সেটা আপনি আর আপনার পোষ্টের ওই নায়িকা জানে! :P

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৭

মুচি বলেছেন: কবিতায় তো কত কিছুই লেখা হয়, এটা ঠিক তেমনই....। এগুলো বিপক্ষের অপপ্রচার, কর্ণপাত না করাই শ্রেয়।

আর এমন আন্ডারআর্ম হোয়াইটেনিং ক্রিম মাখা বগল বাবু এর পূর্বে দেখবেন কি করে? =p~ B:-/

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪০

ভ্রমরের ডানা বলেছেন: দেখুন এ নিয়ে কিন্তু রবী বাবুর চ্যালা দুটি ছত্র বলেছেন-

কে বলে রে ম্যালফাংশন হইছে,
কোন কামার কুমোর মুচি,
নায়িকা আমার সফেদা ফুল
বগল পরম সূচি!!

এর বিরোধিতা করে মাইকেল জীবনানন্দ বলেছেন কি জানেন?

বলেছেন-

কেওবা তাহার চিকুর দেখে কেওবা তাহার গাল!
আমি দেখি শহর নগর আর তোরা বেশামাল! (বাবু সামলাইয়া লইছে)।

কিন্তু আপনি সামলাইতে পারেন নাইক্কা!। :P

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৩

মুচি বলেছেন: মুচির আবার জাত পাত.... সবেতেই মুচি কাত !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:


*গল দিলে কি শ্যাম ত্রিলোক ভুলাতে?
কে দিল বনমালী বনমালা গলাতে?

সুকুমার বাবু আমাকে তাই যথার্থ বলিয়াছেন-
আর যেখানে যাও নারে ভাই
সপ্তসাগর পার,
মুচমুচিয়ে বুড়োর ব্লগে
যেওনা খবরদার!!


আফসোস!! এখন বুঝতাছি!! ঠেলা কারে কয়!

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫৭

অভি চৌধুরী বলেছেন: ডানা এগুলা কি সব মিছা কতা নাকি হাচা কতা? পারবা এসব করতে? খালি খালি মিচা কতা কেন লিখোগো তোমরা?

তয় অন্তর ঠান্ডা অইয়া যাইবো যারে নিয়া লিকসো

ভালা থাউকগা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০১

ভ্রমরের ডানা বলেছেন: ভালা না লাগলে লাইক ব্যাক নেন!

হাচা না মিছা নিয়ে কথা না কথা হইল ভালা লাগছে নি হেইডা কন?

অন্তর ঠান্ডা করাই আপাতত কাজ হিসাবে নিছি!

কবিতা আবার পাঠে ধন্যবাদ!

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৫

অভি চৌধুরী বলেছেন:
তয় অন্তর ঠান্ডা অইয়া যাইবো যারে নিয়া লিকসো

ধুর মিয়া তুমি রাত কানা নাকি? চোক্কে দেহনা কি লিকসি?

রাইতের বেলায় ঢোল বাজায়া কমু নাকি?

যাও যারে নিয়া লেকসো হেয় প্রেমে পইরা মইরা ভুত অয়া গেসেগা, ইমানে :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১১

ভ্রমরের ডানা বলেছেন: ভাই,

আপনি আছেন কই? কবিতা দেখলে হইবে, কাউয়া দেখিতে হইবেক আই মিন কবি! আইজ কাল কোকিলারা কবিতার থেকে পাত্তি চিনে বেশি।


লাভ নাইক্কা!!! তয় আপনার কথা মানলাম!! এক ট্রাক ধইন্নাপাতা!

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩২

এম এ কাশেম বলেছেন: সনেট লিখার প্রচেষ্টা ভালো লেগেছে।
সনেটের নিয়ম কানুন ও মাত্রা কি - দেখে নিলে ভালো করবেন।

শুভ কামনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি পাঠে ধন্যবাদ। সনেট লেখার নিয়ম ফলো করেই এটি লেখা! মাত্রার বিষয়টি ইগনোর করেছি স্বইচ্ছায়! কারন এভাবেই লেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি! এত নিয়ম কানুনের মধ্যে কবিতাকে বন্দি করা ভাল মনে হয় নি!

আবারো ধন্যবাদ!

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:০৩

এম এ কাশেম বলেছেন: জেনে শুনে ইগনোর করলে আর কি কিছু বলার থাকে?
প্রথমে ইগনোর করলেও পরে আস্তে আস্তে আয়ত্ত করতে পারবেন বলে আশা রাখি

ভাল থাকুন।

( আমার একটা সনেট রি-পোস্ট করলাম)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১১

ভ্রমরের ডানা বলেছেন: ওয়াও! অনেক কিছু শেখা যাবে তাহলে। ইশ কি যে আনন্দ লাগছে!

ভায়া! সনেটের অনেক গুলি স্টাইল আছে। সেটা একটু জেনে নিয়েন। পেত্রার্কীয় আর সেক্সপেয়ারের মধ্যেই অনেক অনেক পাথর্ক্য দেখি! আচ্ছা, আপনি কি শেখাতে চাইছেন বলুন তো!

বিষয়টা দারুন ইন্টারেস্টিং!

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগের নারীরা শেষে অবধি নাম বদলায়ে লাবন্যপ্রভা হয়ে যায় কিনা!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

ভ্রমরের ডানা বলেছেন:

খাইছে!!
এক্কে বারে বুঝাইয়া দিলেন আইক্কা বাশুলী কারে কয়!
তয় আশাহত হই নাই! হইতেও তো পারে! :D

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২২

এম এ কাশেম বলেছেন: ভূল বুঝেন ক্যান?
শেখাবো তো দূরের কথা, নিজে এখন ও শিখছি।

শুনেছি - শেখার নাকি শেষ নাই......

ধন্যবাদ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯

ভ্রমরের ডানা বলেছেন: দারুন! শেখা শেষ হলে কথা হবে! ভাল থাকুন।

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ছবিটা অস্থির; লেখাটাও ভাল্লাগছে!

সনেট সম্পর্কে আরও ধারণা পেতে নিম্নলিখিত অংশটা পড়তে পারেনঃ
অমিত্রাক্ষর ছন্দের একটি রূপ সনেট। বাংলা ভাষায় সনেটের উদ্গতা কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি মূলতঃ ইতালিয় কবি 'পের্ত্রাকা'র কাব্য রীতি অনুসরণ করে নিরীক্ষামুখী কবিতা রচনা করতে গিয়ে সনেট লিখেন।
চৌদ্দ অক্ষরের চৌদ্দ চরণের কবিতা হলো সনেট। কেউ কেউ আঠারো অক্ষরেও লিখে থাকেন।

উদাহরণ-
হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন; -
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।
কাটাইনু বহু দিন সুখ পরিহরি।
অনিদ্রায়, নিরাহারে সঁপি কায়, মনঃ,
মজিনু বিফল তপে অবরেণ্যে বরি; -
কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন!

স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে -
"ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী-দশা তবে কেন তোর আজি?
যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!"
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে।

বঙ্গভাষা/ মাইকেল মধুসূদন দত্ত

সনেটে দু'টি ভাগে তার আবেগকে প্রকাশ করে। অষ্টকে ভাবের আবর্তন এবং ষষ্টকে (কেউ কেউ 'ষটক'ও বলে থাকেন) ভাবের নিবর্তন বিধৃত হয়ে থাকে। অর্থাৎ, অষ্টকে যে বক্তব্যের পরিবেশনা ঘটে; ষষ্টকে তার পরিপূরক আবেগের উপসংহার করা হয়।

সমুদ্রতরঙ্গের উচ্ছ্বাস ও পতন যেমন তাল-লয় নিরবচ্ছিন্ন, সনেটের ভাবতরঙ্গের উচ্ছ্বাস ও পতনও সেরূপ তাল-লয় নিরবচ্ছিন্ন। ফেনিলোচ্ছল সাগরতরঙ্গ যেমন ক্রমশ স্ফীত ও বর্ধিত হয়ে বেলাভূমির উপর আছড়ে পড়ে এবং নিমেষমাত্র স্থির থেকে আবার উজান বেগে সাগরগর্ভের দিকে ধাবমান হয়, সেরূপ ভাবের তরঙ্গ ছন্দোময়ী শব্দধারায় অষ্টকে উচ্ছলিত হয়ে বিপরীত নিবর্তনে ষষ্টকে অবসানপ্রাপ্ত হয়।

সনেটে বিবিধ অন্তমিল বিন্যাস পরিলক্ষিত হয়। যেমন,

ABAB : ABAB :: CDECDE
ABAB : ABAB :: CDCDEE
ABBA : ABBA :: CDCDCD
ABBA : ABBA :: CDDCEE

ইত্যাদি ( আরো অনেক অন্তমিল বিন্যাস আছে)।

তবে, ১৪ পঙ্‌ক্তিযুক্ত এবং সনেটীয় অন্ত্যমিল সম্পন্ন কবিতামাত্রই সনেট নয়। একটি কবিতাকে আদর্শ সনেট বলা যাবে তখনই, যখন এর ভাব-প্রবাহ সনেটীয় রীতিতে প্রবহমান থাকবে, এবং এর অন্ত্যমিলও সনেটীয় রীতি দ্বারা বিরচিত হবে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১

ভ্রমরের ডানা বলেছেন: সাধু ভাই,


আমি কবি মাইকেলের কমলে কামিনী কবিতার অনূরুপে এ সনেট লেখেছি! সাথে গুগল রিসার্চ করেই লেখাটি লেখা!

কবিতার অষ্টক ও সষ্টকে ভাব ও সনেটের গাঁথুনি হিসেব করেই দেওয়া।

তবুও আপনার কমেন্টে অনেক কিছু ভাল লেগেছে! সনেট লেখার আগে গুগলে গিয়ে দেখি সনেটের ও ক্লাসিফিকেশন আছে! হা হা ্!

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: সনেট টাফ। চেষ্টায় ভালো লাগল। কিপ ইট আপ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ! অনুপ্রাণিত করে গেলেন!

২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।


অনেক অনেক ভালোলাগা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! শুভকামনা!

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: পুরনো পুরনো গন্ধের কাব্য

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২

ভ্রমরের ডানা বলেছেন: গীতিকবিতাও পুরাতন ছিল। রবীন্দ্র বাবুর হাতে সেটা নবরূপ লাভ করে।

পুরোনো জিনিস লেখতে বিশেষ আনন্দ তাই লেখা!

কবিতা পাঠে অনেক ধন্যবাদ প্রিয় আরণ্যক রাখাল ভাই!

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫

পবন সরকার বলেছেন: বর্তমানে এরকম কবিতা চোখেই পড়ে না। অনেক ভলো লাগল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

ভ্রমরের ডানা বলেছেন: এই তো পবন ভাই, দিল খুশ করে দিলেন! কমেন্ট পড়ে মাথায় হিম হিম লাগছে!


সময় থাকলে উপরে একজনের জ্ঞানগর্ভ কমেন্ট দেখে নিয়েন!

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৩

গেম চেঞ্জার বলেছেন: বাহঃ চমৎকার! উচ্চমানের লেখা! সম্ভাষণ রইল ভ্রাতা! :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: গেমু ভাই,

কবিতায় আপনাকে পাইয়া বহুত আনন্দ লাগতাছে!
যদিওবা সনেট লেখক মনে হয় অন্যায় হইছে!

তবুও আপনার উদার মন্তব্য পেয়ে উৎসাহিত হইলাম!


আপনার প্রতি রইল অশেষ শুভেচ্ছা!!


২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

মাকার মাহিতা বলেছেন: আপনার মতো একজন মেধাবী লেখকের কবিতা পড়ে সত্যিই ধন্য হলাম। আপনার লেখা সনেট প্রশংসা যোগ্য। চালিয়ে যান...!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
মাকার মাহিতা,

আপনির এত সুন্দর কমেন্টের জবাবে কি দেব বা বলব বুঝতে পারছি না। কবিতায় মেধার ছাপ আছে কিনা সেটার বিচার আপনি করুন তবে কবিতাটি লিখতে আমার মাথার উপড়ে যে কি গেছে সেটা আমি জানি! যদি কৃষকের ঘামের বিন্দুতে ফসল ফলে তবে এই কবিতাও কবির ঘামে গড়া এতটুকু বলতে পারি!

তারপরও অনেকজন আছে কমেন্টে এসে যা ইচ্ছে তাই লেখে গেল। সনেট দেখে গায়ে নুন পড়েছে আরকি!


তবে আপনার কমেন্টটা আসলেই এই কবিতার সবচেয়ে বড় প্রাপ্তি!


এভাবে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা!

সাথে থাকুন!!!

২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৭

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



দারুন ছন্দময় বিশেষ করে প্রথমাংশ ।
তবে আমার মনে হয়েছে ---- যে ষ্টাইলে লিখেছেন তাতে শেষ স্তবকের ইতালিক করে দেয়া শব্দ দু'টো
জ্বালিলে ভ্রমর ডানায়; প্রেম-স্বাক্ষর!
পুড়িয়া প্রেমানলে; হেরিলাম সে তারে,
বক্ষ মাঝে বাধি; প্রিয় লাবন্যপ্রভারে!
পাল্টে যথাক্রমে রচিলেযে হলে অর্থবহ হতো বেশি ।

শুভেচ্ছান্তে ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৩

ভ্রমরের ডানা বলেছেন: সুপ্রিয় জী এস ভাই,

আপনি বিচক্ষণ পাঠক! আপনার মত পাঠক হতে পারলে সত্যি অনেক গর্ববোধ করতাম!

জ্বী, এক্ষুনি এডিট করে নিচ্ছি! যেকোনো লেখায় ভুলত্রুটি পেলে অনুরোধ রইল শুধরে দিয়েন! আমার অনেক অনেক উপকার হবে!

আপনাকে কবিতায় পেয়ে আমি সত্যি অনেক ভাগ্যবান! শুভকামনা প্রিয় কবি!

২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৫

হাসান মাহবুব বলেছেন: ঠাসবুনোটের লেখা। সর্বাঙ্গ সুন্দর।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:
শব্দবলী চয়নে আরো মনোযোগী হওয়া দরকার ছিল। কিন্তু পারি নাই!

সুপ্রিয় হাসান ভাই, আপনার কমেন্টে উজ্জীবিত হলাম! অনেক অনেক ধন্যবাদ!

২৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত সুন্দর হচ্ছে আপনার সনেট। মধুসূদনীয় ছোঁয়া পাওয়া যায়। অষ্টকটা বেশী সুন্দর।
যাকে উৎসর্গ করেছেন, তিনি হয়তো সনেটটা এখনো পড়েন নি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯

ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় লেখক,
আপনার মন্তব্যে কিঞ্চিত লজ্জা পাচ্ছি বটে! আপনি বলেছেন-

মধুসূদনীয় ছোঁয়া পাওয়া যায়।

আসলে এই বাক্যটি কবিতা লেখার উপহার স্বরূপ! মাইকেলের সামান্য গন্ধও যদি কবিতায় আনতে পারি তবে ভাবব আমার লেখা স্বার্থক হয়েছে! আপনার মন্তব্য সত্যি আমাকে অনেক অনুপ্রানিত করে গেল। কবিতা পাঠে ও উদার মন্তব্যে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন।

ও হ্যা, যাওয়ার আগে বলে নিই, যাকে উদ্দেশ্য করে লেখা সে কবিতাটা পড়ে নি, হয়ত কোনদিন পড়বেও না। এটা কালের গহব্বরে একটা খোলা স্বপ্নময় চিঠি হিসেবে পড়ে থাকবে!

৩০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

খায়রুল আহসান বলেছেন: এটা কালের গহব্বরে একটা খোলা স্বপ্নময় চিঠি হিসেবে পড়ে থাকবে! - অভিব্যক্তিটা অনুপম, আমার নিজের উপলব্ধি আর অনুভূতির সাথে অনেকটা মিলে যায়।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪২

ভ্রমরের ডানা বলেছেন:
হা :D হা :D হা :D

তাই এটা লেখা সুপ্রিয় লেখক। হয়ত এমনও হতে পারে আরো অনেকের এমন মনে হচ্ছে কিন্তু বলছে না। আপনি বা আমি যেভাবে অকপটে কনফেস করলাম সেভাবে করতেও কিন্তু সাহস লাগে! আর এটা লুকিয়ে রাখার জিনিস নয়! অনুভূতির পবিত্রতাকে প্রকাশ করাও একধরনের পবিত্রতা মনে করি!

আপনার সাথে এই বিষয়ে মিল দেখে বিস্ময় ও একইসাথে কৌতূহলী হলাম। আপনার "আমার কথা" সিরিজটা পড়ে দেখতে হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.