নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

সনেট-২- ফুটিল বকুল

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮



কে তুই, কি পরিচয়- করিস আঁতাত
পর-শ্রী দেখে কেন রে গায়ে দেয় কাঁটা,
রাঢ়ে বঙ্গে সাক্ষ্য আছে; দেখে নে তফাৎ
যা ঘরে ফিরে বসে বইয়ে মাথা খাটা।
যারা আনে মুক্তোদানা সিন্ধুজল সেচে,
দেখিল কেমনে ফুটে নব-যুগরবি,
সদা সম্ভাষিত কবি নিঃসংকোচে,
রচিছে কৈফিয়ত মালা পড়ে নে সবি!

নিন্দক মুর্খরা ভেবে বলে নাতো কিছু,
শুধু শুধু গায়ে পড়ে কাদাজল ছিটে,
এমা করে তার কি মন-হিংসে মিটে!
নিজ অনলে পুড়ে ও করে মাথা নিচু!
সনেট লেখিবে কবি দেখে বনমালী,
নিন্দার-বহ্নি ভেদি ঐ বকুলের ডালি।


ছবিঃ গুগল

সর্বস্বত্ব সংরক্ষিত
বিকেল ৫ টা ৫৮ মিনিট
১৬ সেপ্টেম্বর, ২০১৬

মন্তব্য ৪৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

পবন সরকার বলেছেন: ভালো লাগল। :ধন্যবাদ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১০

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় প্রথম কমেন্টে একরাশ শুভেচ্ছা! শুভকামনা পবন ভাই!

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

বিলিয়ার রহমান বলেছেন: কি যে লিখে ছাইপাঁশ বুঝি নাতো কিছু,
নাই তার আগামাথা; পাগল ছেলে,
সনেট কি এত সোজা; সের দরে মেলে,
হাত টেনে সোজা করে ঘাড় করি নিচু! :) :) :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

ভ্রমরের ডানা বলেছেন: কোন সমস্যা???

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা কেউ ঘাড় উচা করে লেখে???

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

বিলিয়ার রহমান বলেছেন: না না কোন সমস্যা নাই নিছক মজা করবার উদেশ্যেই আপনার কবিতার লাইন কোট করা। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

ভ্রমরের ডানা বলেছেন: ও আচ্ছা, আমি ভাবছি আপনিও আসছেন জ্ঞান দিতে। কাল থেকে বড়ই অদ্ভুত সব কমেন্ট পাচ্ছি! মনে হচ্ছে সনেট লেখে যেন কারো কারো গায়ের চামড়া কেটে লবন দিছি! কমেন্টের শ্রী গুলা দেখেন খালি!


:P


একজন তো তার লেখা সনেট দেখে জ্ঞান নিতে বলল। তো তার লেখা পড়ে দেখতে গেলাম। দেখি সনেট লেখছে। প্রতি লাইনে ১৪ অক্ষর পার করা সনেট। বলে মাত্রা শিখেন!


হা হা হা! বিলিয়ার ভাই, ব্লগে আসে নানা কিসমের আদমি দেখতেছি!

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

মাকার মাহিতা বলেছেন: হুম... সনেট, বেশ বেশ...! ধন্যবাদ কবি...!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৯

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও এমন মন্তব্য পেয়ে ধন্য হলাম।

উৎসাহিতবোধ করছি! শুভকামনা!

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: আপনি ভাল লেখেন।

সমালোচনা আসবেই। আমরা এটাকে পজিটিভলি নিলেই ল্যাটা চুকে যায়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

ভ্রমরের ডানা বলেছেন: গঠনমূলক কথা বললে তো হতই! দেখি সব আজগুবিকথা বলে। যাকগে আপনাকে ধন্যবাদ বিলিয়ার ভাই!

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: কিরমানি লিটন ভাইয়ের পর কাউকে পাচ্ছিলাম না ব্যকরণ মেনে কাব্য রচনা করেন । আপনার লেখাগুলো ভালো লাগছে; শেখা যাবে । এই লেখাটাও ভালো লেগেছে । সনেট এর তো কাঠামো অনেক । আমি দু-তিনটা চেষ্টা করেছি; ভালো ঝক্কিঝামেলা ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৬

ভ্রমরের ডানা বলেছেন: ভাই, লজ্জা দিয়েন না আর! আপনার সনেট গুলার লিনক দেন। দেখি।

আমি শুধু অক্ষর বিন্যাস আর কাঠামো ঠিক রেখেছি কিন্তু ভাব নিয়ে বেশ বেগতিক অবস্থায় আছি! আরো অনেক অনেক ভাল হতে হবে!

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

জুন বলেছেন:

হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন; -
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।
কাটাইনু বহু দিন সুখ পরিহরি।
অনিদ্রায়, নিরাহারে সঁপি কায়, মনঃ,
মজিনু বিফল তপে অবরেণ্যে বরি; -
কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন!
স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে -
"ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী-দশা তবে কেন তোর আজি?
যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!"
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ভ্রমরের ডানা বলেছেন: আপু,

আমি মাইকেল বাবু নই! হতেও চাইনা। সম্ভব না! এত পারফেকশন আমার মধ্যে নাই!

এই কবিতাটি ক্ষোভে লেখা!

কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ!

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

জুন বলেছেন: এটা কি বললেন ভ্রমরের ডানা মাইকেল হতে চান না !! খুবই দু:খ পেলাম :( মাইকেল আমার অত্যন্ত প্রিয় কবি। যেমন তার লেখনী তেমনি তার বৈচিত্র্যময় জীবন। তার মেঘনাদ বধ কাব্য পড়ার পর থেকে আমি রাবন অর্থাৎ রক্ষকুলকে পছন্দ করা শুরু করেছি :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

ভ্রমরের ডানা বলেছেন: আমি সে কথা মিন করিনি আপু,


মাইকেল মধুসূদন একজনই। তার তুলনা তিনি নিজেই! তবে তার মত হওয়া অসম্ভব #:-S

দত্তকুলোদ্ভবের জাত তিনি নিজেই! তার কবিতার গঠনশৈলী, ভাষার প্রয়োগ, উপমার মাধুর্য, সবকিছুই অতুলনীয়!

তিনি আমারো অত্যন্ত প্রিয়!

আমার আরেকটি সনেট লাবন্যপ্রভায় তার কমলে কামিনী কবিতার গঠনশৈলীর ছাপ পাবেন।

আসলে বাংলা সনেট লেখায় মাইকেলের বলয় পেরিয়ে কিছু লেখা অসম্ভব! আর তাই মাইকেল হতে চাওয়া ইম্পসিবল !!

মেঘনাদ বধ পড়া হয়নি। তবে সামনে পড়ব!

ভুল বোঝবেন না আপু!

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

ধ্রুবক আলো বলেছেন: লেখনি ভালো হইছে, অভিনন্দন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৩

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ!

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: এবারও চমৎকার হয়েছে। তবে গতকালেরটি বেশি ভালো ছিল। +।

কিছু টাইপো আছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: সুমন ভাই,

এত কিছুর মাঝে আপনার মন্তব্যে উৎসাহিত হলাম!


কবিতা পাঠে ও কমেন্টে অশেষ শুভেচ্ছা ও শুভকামনা!

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: কে কী বললো সেটা নিয়ে বসে থাকলে তো চলবেনা, বস! ইট ইজ টাইম টু প্রাকটিস...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫২

ভ্রমরের ডানা বলেছেন:
ব্রো ইউ আর রাইট! আপনার কমেন্ট পড়ে মাথা ঠান্ডা হল! অনেক ধন্যবাদ ব্রো!

কাল থেকে স্নিগ্ধ সনেট লেখব!

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল লাগল কবিতাটি । ১৪টি চরণে সংগঠিত সনেটের প্রতিটি চরণে মোট ১৪টি অক্ষর নাইবা থাকল তাহলেও তো ফুটল এ সনেটে ব্কুল । সনেট বা চতুর্দশপদী কবিতায় ফরাসীতে চারটি স্তবক যথাক্রমে ৪+৪+৩+৩ অথবা ৪+৪+২+৪ চরন নিয়ে গঠিত কবিতাতেও হতে পারে ভাবের অবতারনা যেখানে ততটা দৃঢ় ব্যাকরণের ব্যবহার দেখা যায়না। ১৬তম শতাব্দিতে 'টমাস ওয়াট' এর প্রয়োগের পরের দুই শতক উইলিয়াম শেকসপিয়র, এডমন্ড স্পেন্সার, মাইকেল ড্রায়টন ইত্যাদি ব্যক্তিত্ত্বরা চতুর্দশপদী কবিতাকে নতুন নতুন ধাপে এগিয়ে নিয়ে গিয়েছে। । প্রিয় ভ্রমরের ডানায় গজানো কবিতাটাও দিতে পারে সুন্দর সনেটের ঠিকানা ।
শুভেচ্ছা রইল ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:

মন্তব্যে ধন্যবাদ প্রিয় ডাঃ এম এ আলী ভাই,
প্রথমেই বলে নেই কবিতায় ১৪ লাইন ও ১৪টি অক্ষর আছে। সাথে সষ্টক ও অষ্টকে কবিতার ভাব যতদূর সম্ভব মিলিয়ে নিতে চেষ্টা করেছি। পেত্রার্কীয় ও মাইকেলীয় সনেটের মধ্যে মাইকেলের সনেট গুলো আমার কাছে খুব ভাল লাগে! রবি বাবুর "বাংলার মাটি বাংলার জল " সনেটটি খুব ভাল লাগে।

তবে কৈশোর কালে পড়া বংগভাষা ও কপোতাক্ষ নদ কবিতার আবেদন মনে গেঁথে আছে! তাই মাইকেলীয় বলয় থেকে আলাদা করে সনেট রচনা অসম্ভব! তবে চেষ্টা থাকবে ভবিষ্যৎকালে ভাল বিষয় নিয়ে সনেট লেখার!

শুভেচ্ছা জানবেন প্রিয় লেখক!

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৫

গেম চেঞ্জার বলেছেন: সনেটের আক্ষরিক যে দাবী সেটা পূরণ মোটামুটি হয়েছে কিন্তু ভাবের ব্যাপারটা তেমন আসেনি বলেই মনে হচ্ছে!! :|

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

ভ্রমরের ডানা বলেছেন: আক্ষরিকতা মেনেই লেখেছি! ভাবের মেলবন্ধন যে বুঝার সে বুঝে গেছে ভায়া! কবিতাটি দারুন ক্ষোভে লেখা!

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬

অভি চৌধুরী বলেছেন: এই দোস্ত এগুলা কেমনে লেখো? মাথায় আসে কেম্তে? ভালা হইসে,




আমার বাসার ছাদে আসো, বিড়ির ব্যবস্থা আছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৩

ভ্রমরের ডানা বলেছেন: দোস্ত কি যে বল না,,


তোমার গল্প পড়ে যা মজা পাই তার কাছে ইহা কিছুই না!

আস! তবে হয়ে যাক!!

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: সনেট লেখা বেশ কঠিন। আমি কয়েকবার চেষ্টা করে রণে ভংগ দিয়েছি।
আপনারটা তো খুব সুন্দর হয়েছে, বিশেষ করে অষ্টকটা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:
আমারো এ লেখায় সন্তুষ্টি আসেনি। বিশেষ করে সষ্টকটা লেখে। ওটা ভেঙে নতুন করে লেখতে হবে।

আপনার কমেন্টে ও প্লাসে অনুপ্রানিত হলাম!

শুভেচ্ছা জানবেন সুপ্রিয় লেখক!

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

নীলপরি বলেছেন: সনেট লেখব আমি দেখে কবি-কুল,
হিংসা-বহ্নি ভেদি ঐ ফুটিল বকুল!


খুব সুন্দর লাগলো । ++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৬

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও স্নিগ্ধকর মন্তব্যে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা!

শুভকামনা নীলপরি!

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৬

চাঁদগাজী বলেছেন:



কবিতাকে কি শক্তি প্রদান, ভাষাকে জোরালো, প্রকাশকে কঠিন করার চেস্টা?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: আমার তো কবিতায় সহজ খাটি বাংলা ভাষায় গালাগালি করতে মন চায়, আবার আদর করে ভালবাসতেও মন চায়, বেশি খোলামেলা লেখলে তো ব্যান খাওয়ার ভয়! তাই এই পদ্ধতি!

তবে সময় গেলে দিল খুলে লেখব!

১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫

জনৈক অচম ভুত বলেছেন: ক্ষোভ থেকে যদি এমন চমৎকার সনেট আমদানি হয়, তবে মন্দ কি! :-B
সনেট লেখালেখি অবিরত থাকুক। শুভকামনা রইল।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৩

ভ্রমরের ডানা বলেছেন:
ক্ষোভ থেকে যদি এমন চমৎকার সনেট আমদানি হয়, তবে মন্দ কি!

ক্ষোভ থেকে যদি এমন চমৎকার সনেট আমদানি হয়, তবে মন্দ কি!

না মন্দ নয়, তবে ছন্দ পতন হয়!

এই আরকি! তবে কবিতায় আপনার উপস্থিতি লেখককে উৎসাহিত করেছে! পাশে থাকার জন্য ধন্যবাদ প্রিয় অচম ভূত!

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা আনে মুক্তোদানা সিন্ধুজল সেচে,
মূর্খ চায় কৈফিয়ত হিংসায় নেচে!
নজরুলের কৈফিয়ত পড়ে নে কবি,
বুঝবি কেমনে ফুটে নব-যুগরবি!


অভিনন্দন কবি :)

++++++++++++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৬

ভ্রমরের ডানা বলেছেন: ভিগু ভাই,


কবিতায় আপনাকে বহুদিন পড়ে পেলাম। ভালই লাগছে আপনার প্লাসগুলো পেয়ে!

এত্তপ্লাস পাইতে কে না চায় বলুন? =p~

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল!

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
শক্তপোক্ত।
আপনি এটা করছেন। নির্দ্বিধায় সাধুবাদ। শুভকামনা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

ভ্রমরের ডানা বলেছেন:

আমি চেষ্টা করেছি!

কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ দিশেহারা রাজপুত্র ভাই!

২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০১

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর লেখা। শিরোনামটি মন কেড়েছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭

ভ্রমরের ডানা বলেছেন:
অরুনি মায়া অনু,


কবিতাটি পাঠে ও সুন্দর মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা!

২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১৪

তোমার কবি বলেছেন: আপনার সনেট টি খুব সুন্দর হয়েছে :D

আপনার সনেটের ছন্দ হচ্ছে ABABCDCD EFFEGG
আপনি অষ্টক ও ষটক ২ অংশে ভাগ করেছেন আপনার কবিতাটি। বাংলায় অক্ষরবৃত্ত ছন্দে লিখেছেন। যার মাত্রা প্রতি পংক্তিতে ৮+৬= ১৪ বা ৪+৪+৪+২=১৪

প্রথম আট লাইন Octave বা অষ্টক ও শেষের ছয় লাইন Sestet বা ষটক স্টাইলে Petrarch সনেট লিখতেন। তার ছন্দ ছিল এইরূপঃ abbaabba ছন্দে অষ্টক এবং ষটক লিখতেন cdecde অথবা cdcdcd ছন্দে। আপনার ছন্দের সাথে Petrarch এর ছন্দের মিল নেই।

তবে আপনার সনেটের ছন্দ মিলে যাচ্ছে Shakespeare এর ABAB CDCD EFEF GG ছন্দের সাথে। Shakespeare এর সনেটে থাকে ৪ টা পার্ট। ৩ টা ৪ লাইনের quatrain যথাক্রমে ABAB, CDCD, EFEF ছন্দে এবং ১ টা ২ লাইনের couplet থাকে উপসংহারের মতো GG ছন্দে। আপনার EFFE অংশের ছন্দকে EFEF ছন্দ করে দিলে এবং ৪ লাইন করে ৩ টা অংশ এবং ২ লাইনের ১ টা অংশ এইভাবে সাজালেই পুরোপুরি Shakeapearean Sonnet হয়ে যাবে।(তবে এভাবে সাজাতেই হবে এমন কোন কথা নেই। আপনি লিখার ক্ষেত্রে স্বাধীন। মাত্রা ও পংক্তি ঠিক রেখে আপনি যেকোনো কিছু করতে পারেন।)

For an example:

"Sonnet 18"
by William Shakespeare

(1st Quatrain)
Shall I compare thee to a summer’s day? A
Thou art more lovely and more temperate. B
Rough winds do shake the darling buds of May, A
And summer’s lease hath all too short a date. B

(2nd Quatrain)
Sometime too hot the eye of heaven shines, C
And often is his gold complexion dimmed; D
And every fair from fair sometime declines, C
By chance, or nature’s changing course, untrimmed; D

(3rd Quatrain)
But thy eternal summer shall not fade, E
Nor lose possession of that fair thou ow’st, F
Nor shall death brag thou wand’rest in his shade, E
When in eternal lines to Time thou grow’st. F

(1 Couplet)
So long as men can breathe, or eyes can see, G
So long lives this, and this gives life to thee. G

আমি কিন্তু কবিতা লিখায় অভিজ্ঞ না। তবে সাহিত্যের ছাত্র বলে একটু আধটু Criticism করতে পারি।Over all আপনার লেখাটি অসাধারণ হয়েছে। চালিয়ে যান। Petrarch, Shakespear, Spenser এর পরেও আরও অনেকে মাত্রা ও পংক্তি ঠিক রেখে ছন্দের পরিবর্তন করে তাদের স্ব স্ব স্টাইলে সনেট লিখে গেছেন। আপনিও এক্ষেত্রে স্বাধীন। তবে আমার মতে সনেট লিখতে গেলে মাইকেল মধুসূদনের সনেট ফলো না করে আগে Petrarch ও Shakespeare কে ফলো করা উচিত। ধন্যবাদ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪২

ভ্রমরের ডানা বলেছেন:
প্রথমত আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। সাহিত্যচর্চা মূলত মনের টানে করা। একজন সচেতন পাঠক লেখাটির ব্যবচ্ছেদ করেছেন জেনে খুব ভাল লাগছে। আপনার সাহিত্যগত জ্ঞান প্রশংসার দাবিদার। জোনাথন সুইফট একজন বিখ্যাত ক্রিটিক ছিলেন। আপনার কমেন্টটি দেখে তার কথা মনে পড়ে গেল। আসলে সাহিত্যের ব্যবচ্ছেদ না হলে সেখানে কোন শেখার নেই।

সনেট সাহিত্যের খুবই মার্জিত ও জটিলতর ভাগ। সেটি করতে গিয়ে জানি না শিব গড়তে গিয়ে বাদর গড়লাম নাকি কিছুই বুঝতেছিনা। প্রচেষ্টা বলতে পারেন। লেখাটি ডিকোডিং করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

ও হ্যা, পেত্রার্কীয় বা সেক্সপিয়ার সনেট নয়, বাংলা সনেটে মাইকেলকেই গুরু মনে করি। তার বলয়ের বাইরে এসে সনেট রচনা করার মত এখনো লেখনী ধারণ করতে পারিনি। আপনি কি আমার বাকি ৪ টি সনেট দেখেছেন? সেগুলো কি ঠিক আছে?

এভাবে একটি নিখুঁত ও বিস্তারিত সনেট ব্যবচ্ছেদ করার জন্য প্রীতি ও শুভেচ্ছা।

২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪০

তোমার কবি বলেছেন: আপনার লেখা বিচার করার মত এত অগাধ জ্ঞান আমি এখনো অর্জন করতে পারি নি। আপনি সায়েন্স নিয়ে পড়ালেখা করেন বললেন। তবে সাহিত্যচর্চা করতে হলে কোন নির্ধারিত বিষয় নিয়ে পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনার সাহিত্য ও শব্দ জ্ঞান দেখে আমি মুগ্ধ। আপনার অন্য সনেটগুলাও খুব সুন্দর হয়েছে। সবগুলো সনেট একই স্টাইলে লিখেছেন। বাংলা সাহিত্যে সনেট রচনার ক্ষেত্রে শ্রদ্ধেয় কবি মাইকেল মধুসূদন দত্ত যদিও পেত্রার্কীয় সনেট অনুসরণ করেছেন কিন্তু বাংলা ভাষার সনেটকে কবির এক প্রকার নিজস্ব সৃষ্টিই বলা যায়। কারণ এর আগে বাংলা সাহিত্যে কেউ সনেটের আগমন ঘটানোর সাহস করেনি। Shakespeare যদি Petrarch কে অনুসরণ করে উনার ভাষায় সনেট লিখে Shakespearean Sonnet উপাধি পেতে পারেন তাহলে বাংলায় মধুসূদন দত্তের রচিত রীতির সনেটকেও মধুসূদনীয় সনেট বলেই বলা চলে।

বাংলা আর ইংরেজি সনেটের ছন্দে প্রায় মিল থাকলেও দুটির পর্ব, মাত্রা কিন্তু সম্পূর্ণ আলাদা। বাংলা সনেট রচিত হয় অক্ষরবৃত্ত ছন্দে ১৪ মাত্রায়। কিন্তু ইংরেজি সনেটের প্রতিটি পংক্তি অনুসরণ করে Iambic Pentameter। Iambic মানে হচ্ছে প্রতিটি পর্বের প্রথম সিলেবল উচ্চারিত হবে unstressed বা জোর ছাড়া এবং ২য় সিলেবল উচ্চারিত হবে stressed বা জোর দিয়ে। আর penta মানে হচ্ছে পাঁচ আর এখানে meter মানে হচ্ছে ২ টি সিলেবল। অতএব, Pentameter এর অর্থ দাঁড়াচ্ছে ৫ টি মিটার বা মোট ১০ টি সিলেবল যেখানে প্রতিটি মিটারের প্রথম সিলেবলটি উচ্চারিত হবে জোর না দিয়ে এবং দ্বিতীয়টি উচ্চারিত হবে জোর দিয়ে। উদাহরণস্বরূপঃ

"Shall I / com PARE/ thee TO / a SUM / mer's DAY? A
Thou ART / more LOVE / ly AND / more TEM / per ATE" B
-Sonnet 18 by William Shakespeare
(এখানে small লেটারের অক্ষরগুলো জোর ছাড়া এবং CAPITAL লেটারে লেখা অক্ষরগুলো জোর দিয়ে উচ্চারিত হবে।)

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এই কঠিন জিনিসটাকে বাংলায় উনার মতো করে সুন্দরভাবে রচনা করে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। মাইকেল মধুসূদন দত্তই প্রথম বিদেশি সাহিত্যের সাথে আমাদেরকে সুন্দরভাবে পরিচয় করিয়ে দেন। এইজন্যেই লেখক হুমায়ুন আজাদ তার প্রবন্ধে মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের " প্রথম বিশ্বভিখারি ও ত্রাতা" বলে সম্বোধন করেছিলেন। এইজন্য আমরা সত্যিই উনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকব।

আপনার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লাগে আর ভাবি যদি এমন লিখতে পারতাম! আপনি আরও ভালো লিখেন এই কামনাই করি। শুভেচ্ছা রইলো। ধন্যবাদ।



















১৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪১

ভ্রমরের ডানা বলেছেন:

কবি আপনি বলেছেন-

আপনার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লাগে আর ভাবি যদি এমন লিখতে পারতাম

এমন বিনয় যার অলংকার তার আর কি লাগে। এভাবে এসে সনেট সম্পর্কে অনেক কিছুই জানালেন জা আগে জানতাম না।

সেক্সপিয়ারের লিম্বিক প্লে গুলো এমনতর কিনা জানা নেই। তবে ইংলিশ লিটারেচারে প্রথমাংশে উঠা দ্বিতীয়াংশে নামা এমন কিছু ক্যারিশমা আগেও শুনেছি। আসলে সব দুর্দান্ত! আপনার বিশ্লেষণটাও। আপনার মত সাহিত্যগত জ্ঞান যদি আমার থাকত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.