নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

সনেট-৫- শরৎ ব্যঞ্জনা

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫৬



ছেঁড়া তুলোর চিঠিতে লেখা মেঘরাশি-
প্রেয়সী কন্যার অধর বাহার লালে,
রাগিণীর রঙ্গময় সুর সর্বনাশী-
মধুকর- কি ব্যঞ্জনা মধু-কুঞ্জ ডালে?
নীলিমার হাসিতে চঞ্চল কাশবনে-
পাপিয়ার গুঞ্জরিয়া প্রেম বরিষণ,
প্রিয়তমে; শিহরিত মনের ভুবনে-
জ্বলিলে নীলে শত দীপ শিখা মতন!

মত্ত পবনে নাচ ধোঁয়া জমা নীহার-
ঘাসের আঁচলে ঐ জল-কাব্য শিশির,
শিউলি তলায় রচে ঊষার বিহার-
অজানা পরশে হাসি মিলন-তিথীর!
প্রস্ফুট ফুলকলি ঐ তৃষিত জগৎ,
মন্দ্রিত পেয়ালা সুধা মাহিনা শরৎ!


সর্বস্বত্ব সংরক্ষিত
রাত্রি ৩ টা ৫৬ মিনিট
২২ সেপ্টেম্বর, ২০১৬

মন্তব্য ৪৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি ভালোই লাগছে; তবে, ১৪ লাইনে শেষ করতে হবে কেন?

"যমুনায় ভেসে বারুণ জগৎ, " এখানে কি বলা হয়েছে?

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:
মাইকেলীয় সনেট গুলো ১৪ লাইন ১৪ অক্ষরে লেখা। আর বড় করে অমিত্রাক্ষর ছন্দে লেখলে মহাকাব্য হয়ে যায়। আপাতত সেদিকে যাচ্ছিনে।

যমুনায় ভেসে বারুণ জগৎ

লাইনটি রূপক!
বলতে যমুনার পানির, বিচিত্র চরে জাগা কাশফুল, পাখি, নদীর ঘুর্নিকে বোঝানো হয়েছে।

কবিতা পাঠে ও প্রথম কমেন্টে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

ভ্রমরের ডানা বলেছেন: গাজী ভাই,

ভাল লাগছে না লাইনটা তাই চেঞ্জ করে নিলাম।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: খুব ভালো হয়েছে ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও ভাল লাগা মন্তব্যে ধন্যবাদ সুপ্রিয় সাধু ভাই।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫০

বিলিয়ার রহমান বলেছেন: ভালো হয়েছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ বিলি ভাই!

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩১

ইমরান আল হাদী বলেছেন: বেশ ভাল হয়েছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে আপনাকে অনেক অনেক ধন্যবাদ!

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার!

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: অচম ভূত ভাই,

কবিতা পাঠে অনেক ধন্যবাদ! :P

আমি জানি আপনার মাথার উপ্রে দিয়ে গেছে!

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪

সুমন কর বলেছেন: এখন সনেট লিখছেন, খুব। ;)

এবারও ভালো হয়েছে। +।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২২

ভ্রমরের ডানা বলেছেন:

সুপ্রিয় সুমন ভাই,
একটু ট্রাই করছি আরকি! :P
পাশে আছেন তাই লেখছি! এভাবে অনুপ্রাণিত করলে যে কেউ এভাবে লেখতে পারবে! শুভকামনা প্রিয় লেখক!

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতা ভালো হয়েছে। ভালো।
আমি আপনার কাছ থেকে এক্সপেরিমেন্টাল কিছু চাইছিলাম। ছকেবাঁধা হচ্ছে। সেটা নিঃসন্দেহে ভালো হচ্ছে যদিও। এটা সনেট না হলে আমি কিন্তু মন্তব্যে লিখতাম আদ্যিকালের শব্দচয়ন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৯

ভ্রমরের ডানা বলেছেন:
আদ্যিকালের শব্দ আমি ইউজ করিনা :P আর শব্দকে ছকে বাধা এঞ্জয় করছি রাজপুত্র ভাই, মজা আছে! বলতে পারেন মাথা খাটিয়ে কবিতাচয়ন আরকি! তবে সিরিজ শেষ। এখন হাতখুলে লেখব। আরো কিছু পিরামিড আর সনেট দিয়ে সিরিজ লেখব ভাবছি তবে তার আগে মুক্ত ভাবে ডানা মেলা একটা লম্বা সিরিজ লেখব। পাশাপাশিও চলতে পারে। সাথে কিছু রম্য গল্প নিয়েও হাজির হব বলে আশা করছি। ও হ্যা আগের গল্প সিরিজের সমাপ্তি আসবে শীঘ্রই।

আমি ভাল লেখতে জানি না। ট্রাই করছি বলতে পারেন। এগুলো একদিক দিয়ে এক্সপেরিমেন্ট বলতে পারেন। নিজেকে খুঁজে ফিরি। বিন্দুর মাঝে সিন্ধু!!!

কবিতা পাঠে ও দিলখোলা মন্তব্যে ধন্যবাদ। এভাবেই সাথে থাকবেন এই কামনায়!

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫

নীলপরি বলেছেন: মধুর কথামালা । খুব ভালো লাগলো ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:
মধুর কবিতার স্বাদ নিতে তেমন মন থাকা জরুরী। আপনার সেটা আছে দেখে ভীষণ আনন্দ লাগছে। তার থেকে বেশী আনন্দ অবশ্য কবিতাটি দিচ্ছে। কারণ সেটি আপনার ভাল লেগেছে। এভাবে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নীলপরী!

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

সাহসী সন্তান বলেছেন: হুট কইরা আপনি ছনেট লেখায় এত ক্ষেইপ্পা উঠলেন ক্যান কন্তো? ছনেটের বই বের করার ইচ্ছা আছে নাকি ডানা ভাই? থাকলে একখান সৌজন্য কপির জোর দাবি জানাইয়া গেলাম আগে ভাগেই! ;)

কবিতা খুব সুন্দর হইছে! শুভ কামনা জানবেন!

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
ভাই, আমার কোন দোষ নাই। সব দোষ মধু বাবুর। উনার কবিতাদি খেয়ে এই অবস্থা। বুঝতেছিনা কি করব। কাল থেকে রবীন্দ্রচর্চা শুরু করছি তাও কাজে আসছে না।

বইটই আমাকে দিয়ে =p~ =p~

ভাই, আপনার কি মনে হয় বই লেখার মত লেখক আমি। :D হা :D হা:D হা :D


:D হা :D হা:D হা :D :D হা :D হা:D হা :D সৌজন্য কপি :D হা :D হা:D হা :D :D হা :D হা:D হা :D :D হা :D হা:D হা :D


সবার সামনে কেন লজ্জা দিতেছেন সা্হসী ভাই! ইজ্জত ফালুদা হই গেল :D হা :D হা:D হা :D

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৩

গেম চেঞ্জার বলেছেন: বেশ কঠিন!!

(+)

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:
কঠিন কি ভাই কষ্টার্থে ব্যবহার করিলেন না প্রশংসার্থে
:D হা :D হা:D হা :D

যাউক গা প্লাস দিছেন হেতেই আমি খুশি :D হা :D হা:D হা :D

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: প্রস্ফুট ফুলকলি ঐ তৃষিত জগৎ,
মন্দ্রিত পেয়ালা ঢালি মাহিনা শরৎ!

সুন্দর +

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় কবি,

কবিতা পাঠে ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা! ভাল থাকুন নিরন্তর!!

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৮

জেন রসি বলেছেন: সনেট ভালো হইছে। আমার পক্ষে জীবনেও সম্ভব না!

তবে আধুনিক শব্দ দিয়ে সনেট লিখলে কেমন হয়?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:
আধুনিক শব্দ দিয়ে সনেট, এটা খুবই সম্ভব! এই কবিতাটি বাংলা সনেট জনক মধুসূদনকে উৎসর্গ করে লেখা জিনি ভাই তাই এভাবেই লেখলাম।

আর আপনি যা লেখেন, তার ধারে কাছেও আমি নাই।

:D হা :D হা:D হা :D

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ওয়াও,ভাউ ওয়াও।কি করে পারেন এত সুন্দর করে লিখতে???চালিয়ে যান ভাউ।আপনি যেভাবে লিখছেন্ সেভাবে লিখতে থাকলে জাতি আগামী দশ বছরে একটা ব্র‍্যন্ড নিউ রবীঠাকুর পেয়ে যাবে।চালিয়ে যা,কেউ আপনাকে নুপেলল না দিলেও আমি আপনাকে নুপেল দিব।;) ;) ;)

কবিতা সম্পর্কে বরাবরি কম বুঝি,তাই মাথার উপ্রে দিয়া গেছে।আর সনেট।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ধন্যবাদ। আপনার জন্য আমার একটা প্রেস্ক্রিপশন দিতে ইচ্ছে করছে কিন্তু থাক।

আসলে যেভাবে নোবেলের কথা বলে গেলেন তাতে আপনার একটা কমেন্টারি নোবেল পাওয়া অবশ্যই উচিত।

কোন জিনিস কম হজম হলে সেটা না খাওয়াই ভাল।

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৫

আমি মাধবীলতা বলেছেন: দারুণ লেখা ডানা !!! অনেক অনেক শুভকামনা !!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০১

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও কমেন্টে আপনাকে জানাই ধন্যবাদ শুভেচ্ছা সুপ্রিয় মাধবীলতা!

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৭

রক্তিম দিগন্ত বলেছেন:
কবিতা বুঝতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। মাথায় গিট্টু লাগে কেমন করে যেন। তাই কবিদের পাড়ায় আমার উপস্থিতি একদম নেই বললেই চলে।
মাঝে মাঝে বুঝলে মন্তব্য করি।

তবে, আপনার কবিতা বুঝে এই মন্তব্য করিনি।
ব্লগ দাপিয়ে বেড়ানো এক ব্লগারের পোস্টে মন্তব্য না করলে কি চলে। তাই উঁকি দিয়ে গেলাম শুধু।

গল্প লিখেন। ইনশাল্লাহ্‌, তখন আমি আছি আগেভাগেই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১০

ভ্রমরের ডানা বলেছেন:
রক্তিম দিগন্ত আপনাকে ধন্যবাদ জানাই কবিতায় উপস্থিত পেয়ে। ব্লগ দাপানোর কথা মোটেও ভাবি না। নিজের চাহিদায় লেখা আর আপনাদের উৎসাহের দাম মেটানো এই আরকি!

আমি লেখালেখিতে এখনো হাটিহাটি পা পা অবস্থায় ব্লগ দাপানো তো দূরের কথা নিজে পোষ্ট করার আগে হাজার বার ভাবি।

সে যাকগে, আপনাকে নিয়মিত পেতে কিছু গল্প তো লেখতেই হয় তাইলে! তবে আপনার লেখা শেষ গল্পটা একটু হলে উপন্যাস হয়ে গেছিল আরকি!

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪১

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর সুন্দর অর্থবোধক শব্দ নিয়ে গঠন করা
সনেট পাঠে মুগ্ধ ।
শুভেচ্ছা রইল

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২২

ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় লেখক,

কবিতা পাঠে ও চমৎকার মন্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩২

খায়রুল আহসান বলেছেন: ঘাসের আঁচলে ঐ জল-কাব্য শিশির,
শিউলি তলায় রচে ঊষার বিহার-
অজানা পরশে হাসি মিলন-তিথীর!
-- সহজ কথা, চেনা দৃশ্য, আবেগ, অনুভূতি।
কবিতা ভাল লেগেছে, কবিতায় প্লাস + +

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:





সুপ্রিয় লেখক ও কবি,
কবিতার ব্যাঞ্জনা আপনার ভাল লেগেছে জেনে তৃপ্ত হলাম! সেই সাথে কবিতা পাঠে ও মন ভুলানো কমেন্টে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে গেলাম। ভাল থাকুন, সুস্থ থাকুন সেই কামনা করি!

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: জেন রসি,
আমি ভাবছিলাম। আধুনিক শব্দে। মনের কথা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:

আপনাদের কথা আমি বুঝেছি, সে প্রয়াস থাকবে সামনে। তার আগে ক্লাসিক দিয়ে নিয়ে বাজিয়ে নিলাম।

:P

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭

সাহসী সন্তান বলেছেন: আপনার হাসি দেখে আমি প্রথমে ভাবছিলাম আপনি বুঝি নাইট্রাস অক্সাইড/লাফিং গ্যাসের মধ্যে বসবাস করছেন! :P কত আবুল হাবুল বই বের করতেছে আর আপনি করলে সমস্যা কি? না ঐ সৌজন্য কপি চেয়েছি বলে, এমন কইরা কইলেন.....?? :(

আচ্ছা দাম দস্তর লাগলে না হয় দিয়ে দেবোক্ষন! তয় ওভাবে হাসিবেন না, পিলিজ লাগে......!! ;)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২

ভ্রমরের ডানা বলেছেন:


আপনারে আমি হাজার কপি দিবানি, কিন্তু ব্রো বিশ্বাস করেন বই লেখার মত এখনো হই নাই তো তাই বইয়ের কথা শুনে হাসি দিছি।

যেদিন মনে হবে লেখার মত সেদিন আপনার হেল্প লাগবে। ভাই এভাবে হাসব না কেন বলুন, পকেটে ফুটো কড়ি নেই, নীলক্ষেত কাকে বলে চিনি নে, একজন প্রকাশকের নাম বলতে বললে আমি ফেল মারব ভাল মন্দতো দুরের কথা :D হা :P হা :D হা :D


আপনাদের মত লেখলে এতদিন বই বাইর করতাম নিশ্চয়, এক্কে বারে গ্যারান্টি!

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩

জনৈক অচম ভুত বলেছেন: একদম ঠিক। ;)
তয় মাথার উপ্রে দিয়া গেলেও পড়তে কিন্তু খ্রাপ লাগেনাই কইলাম। B-))

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

ভ্রমরের ডানা বলেছেন:
একটু ওভাবেই লেখা ব্রো। দু তিন বার শব্দগুলোর অর্থ বুঝে পড়ুন। ভাল লাগবে। এখানে প্রতিটি শব্দর অর্থ আপনি জানেন। ট্রাই করুন। আপনি পারবেন।

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫০

হাসান মাহবুব বলেছেন: শরৎ কখন আসে কখন যায় টেরই পাই না। বিদগ্ধ কবি মনই তা অনুভব করবেন। ভালো লাগা রইলো।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

ভ্রমরের ডানা বলেছেন:

আপনি ঠিকই বলেছেন বটে। শরৎশশী একটু মুখচোরা বটে! ভাল করে না দেখলে দেখা দিতে চায় না। আর তার এই স্বভাবগত সৌন্দর্যময় রূপ একবার দেখলে ভোলা যায় না। হঠাৎ তেমনি কিছু দেখেই এই অনুভূতি সুপ্রিয় লেখক!

কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লেগেছে কবি।

০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ধন্যবাদ কবি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.