নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য -১ঃ- বালুকণার চিঠি

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১১



কবি,
জানো কি? সাগরের বালুকাবেলায়
পড়ে থাকা মন্দ্রিত বালুকার মত,
এ বুকেও কিছু ইতিহাস আছে-
আছে কিছু ভৌগোলিক মানচিত্র ব্যথা,
কিছু পোড়খাওয়া সমুদ্র-নদী মোহনায়
উপমহাদেশীয় সমুদ্র অবগাহন গাঁথা।

এই যে জলের আখরে লেখা কবিতা,
তারও আছে কিছু কথা, গোপনে!

কালের গর্ভে লেখা পবিত্র
শীকরের বলিষ্ঠ কণ্ঠ ছেয়ে,
এই অক্ষর নক্ষত্রাদির ছায়াপথ দূর,
এই যে কাগজে ঝড়ছে কলমের কান্না,
কান পেতে শোন, তারও আছে
কিছু বোধগম্য গান, কবিতা, সুর!

প্রসন্ন বিকেলের আলো-ছায়া ভীড়ে-
সূদুরিয়ার প্রাচীন রাজ্যের রাজেশ্বরী,
বিশুদ্ধতম ভালবাসার ঘ্রান নিতে গিয়ে
ধেয়ে চলা ঝর্ণাধারার কুলুকুলু উচ্ছ্বাস,
এই বুকের মানচিত্র বেয়ে
তারও শুনেছি কিছু পাতাঝড়া নিঃশ্বাস!

এমনি,আরও কিছু কথা কবি,
এমনি হয়, যা বলা হয় না,
সে কথা সাগরের ঢেউতোলা বাতাসের
অব্যক্ত হাহাকার, কাঁদে বরুণানীর নির্জনতায়!
দিগন্তজয়ী গাঙচিলের ডানায় সোনাদিয়া
রৌদ্রতেজ, কস্তূরীর ভুরভুরে গন্ধ ভরা
সুরম্য নগরে, সে কথা বলা হয় না।

তবে বালুবেলার সমস্ত দিগন্তবৃত্ত খুঁজে,
নুনে মাখা বেনামি বালুকার বুকে
এঁকে দেওয়া যায় জাতিস্মর রাতের
ভুল কবিতায় আবছায়া ছবি।
এমনি আরও কিছু কথা কবি,
এমনি হয়, যা বলা হয় না!

তুমি যদি পার মেখে দিও সে সবি,
তোমার মায়াবী কবিতার চাদরে,
গাঢ় লাল কিংবা প্রখর সোনালি আখরে।


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৫৯ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো লাগলো। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতা পাঠে ও প্রথম কমেন্টে অশেষ ধন্যবাদ ফয়েজ ভাই। এবার কবিতা কেমন হয়েছে? সহজ না কঠিন? ম:P

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪২

নোমান প্রধান বলেছেন: ভালো :) সুন্দর

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও কমেন্টে অনেক ধন্যবাদ নোমান প্রধান! শুভকামনা!

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমি সবসময় বলে আসছি,কবিতা আমি বুঝিই না।সহজ কঠিন তো দূরের কথা।কিন্তু আপনার লেখার ধরণ ও ছন্দ ভালো লেগেছে,। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:


কন কি? হায় হায়! আমি তো ভেবেছি এই কবিতা আপনার খুব সহজ মনে হবে। আমার জায়গায় কবি আব্দুল হাকিম ব্লগ চালাইলে কইত জানেন? কইত-

এতো সোজা কবিতা যার মনে ন জুয়ায়,
মাখা মুখে কালি যাতে এদিকে না ধায়!


হা =p~ হা। মাইন্ড খাইবেন না। মজা করে বলেছি।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৫

আরিয়ান রাইটিং বলেছেন: লেখার গভীরতা ভাল লেগেছে।
ছন্দে ছিল অবাধ নির্লিপ্ততা। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও ভালোলাগা কমেন্টে অনেক ধন্যবাদ আরিয়ান রাইটিং ! শুভকামনা!

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৮

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: শুভেচ্ছা প্রামাণিক ভাই!

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০২

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগা এবং একখানা লাইক রেখে গেলাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:


শাহারিয়ার ভাই, কবিতা আপনার ভাল লেগেছে জেনে বেশ ভাল লাগছে। লাইকে অনুপ্রাণিত করে গেলেন!

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০০

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর জল আর বালুর মাখামাখি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


মনের সৈকতরেখায় বালুকণা আর জল সব বের করে দিয়েছি :P

কবিতা পাঠে ও কমেন্টে অনুপ্রাণিত হলাম। শুভকামনা অরুণিমা!

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৫

চাঁদগাজী বলেছেন:



একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে কবিতায়

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫২

ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় ব্লগার আপনার এমন মন্তব্য সত্যি আমাকে উজ্জীবিত করেছে। শুভকামনা জানবেন!

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৪

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। শুভ সকাল।

শীকরের বলিষ্ঠ কন্ঠ ছেয়ে < শিকড়ের এবং কণ্ঠ হবে কি?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় বরাবরের মত উৎসাহব্যঞ্জক মন্তব্যে অনুপ্রাণিত করেছেন সুপ্রিয় কবি! শুভ সকাল!

শীকর = জলকনা, আর কন্ঠ < কণ্ঠ হবে! ঠিক করে নিলাম। :D

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর লিখেছেন। +

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০০

ভ্রমরের ডানা বলেছেন: অশেষ ভালবাসা রইল! শুভকামনা!

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: হৃদয় ছুঁয়ে গেলো!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১০

ভ্রমরের ডানা বলেছেন:


সাধু ভাই,
কবিতা পাঠে ও হৃদয় ছোঁয়া মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবি
এত ভাবনারা কোথায় থাকে
হৃদয় অলিন্দে এত ভাবনার ভারে
ঋজু হয়ে থাকা - মন
ভারমুক্ত হয়েছে- তাতেই আনন্দ :)

+++++++++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৬

ভ্রমরের ডানা বলেছেন:


কবি
এত ভাবনারা কোথায় থাকে
হৃদয় অলিন্দে এত ভাবনার ভারে
ঋজু হয়ে থাকা - মন
ভারমুক্ত হয়েছে- তাতেই আনন্দ



বিদ্রোহী ভিগু ভাই, শেষ হইয়াও হয়নাতো শেষ! শুভকামনা জানবেন :P!

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

সাহসী সন্তান বলেছেন: জলকাব্যে জলায়িত হইতে বেশ ভাল্লাগছে প্রতিভাবান কবি ভ্রমরের ডানা ভাই! তবে জলের সাথে বালুর মাখামাখিতে দাঁতে কেমন জানি কিচকিচ করতাছে! খাড়ান একটু কুলি করে আসি..... ;)

খুব সুন্দর কবিতা! শুভ কামনা ডানা ভাই!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

প্রতিভাবান কবি ভ্রমরের ডানা এইসব কি সাহসী ভাই? কবিতা ভাল লাগেনাই জানি তাই বলে এই ভাবে অপমান :P


তবে জলের সাথে বালুর মাখামাখিতে দাঁতে কেমন জানি কিচকিচ করতাছে! খাড়ান একটু কুলি করে আসি..... ;)

আহ! এবার মনে হয় সত্যিকার কবি হইছি! :D :D যাক ভালই হল আর টুথপেস্ট লাগবে না। হা হা হা!


আপনার দিলের উদার দরজায় একরাশ শরৎ ফুল। শুভকামনা সুপ্রিয়!

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯

জেন রসি বলেছেন: আসলেই। সব কিন্তু আমাদের মগজের খেলা। আকাশ, বাতাস, সমুদ্র,কবিতার থিম সবই আমাদের মগজের রাসায়নিক বিক্রিয়ার ফল! ;)

কবিতা ভালো লেগেছে ডানা ভাই। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:


জেন রসি ভাই,
আপনি ঠিক বলেছেন!

বিষয়টা কিছুটা এমন-

তারায় তারায় সুর্যনগর,
প্রেম খুঁজে ওই রসিক ভ্রমর!


গ্রহ তারাদের প্রেম নিয়ে আপনার কি মতামত জেন ভাই? আদৌ কি এসব আছে নাকি সব ভুলে ভরা গল্প!


যাক, আপনাকে কবিতায় পেয়েছি সেটাই বড় কথা! আবার বলেছেন, কবিতা ভাল লেগেছে। খুব খুশি লাগছে জেন ভাই।

পুরোনো সেই দিনের কথা যায় কি ভোলা যায় -

নস্টালজিক করে দিলেন!

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৫

জনৈক অচম ভুত বলেছেন: জলকাব্য জলের মতোই হয়েছে। মাথা দিয়ে ঢুকে ( ;) ) হৃদয়ে গিয়ে আবেগের সুনামী ঘটাচ্ছিল আরেকটু হলেই।
ভাললাগা জানিয়ে গেলাম। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:

অচম ভাই, অচম কমেন্ট! :P

দিনের বেলা কমেন্ট করে উপকার করলেন। রাতে হইলে উত্তর দিতাম না। রাতে আপনার নাম পইড়া মিচকা ভূতের কথা মনে পড়ে! :P

হৃদয়ের সুনামিদুর্গত এলাকায় ত্রাণ-সামগ্রী নিয়ে কিছু বালিকা এইমাত্র আপনার বাড়ির দিকে গেল। চায়ে দেখেন!


কবিতায় আপনার অচানক মিষ্টি উপস্থিতিতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা!

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯

সাহসী সন্তান বলেছেন: কবিতা ভাল না লাগলে কি কেউ ঐধরনের কোন কম্পিলিমেন্ট আদৌ দেয়? আজকালকার দিনে দেখছি মানুষকে ভাল বলারও উপায় নাই! প্রতিভা জিনিসটা আসলে যারা প্রকৃত প্রতিভাবান তারা বুঝতেই পারে না..... ;)

তবে দিলের উদর দরজায় শরতের ফুল দিলে 'শিউলি' ফুল দেওয়ার বিনীত অনুরোধ রইলো! তাইলে ঐটা আবার আমি একটু অন্য কাজে ব্যবহার করতে পারতাম আরকি (ফাও দিয়া যদি কাজ চালানো যায়, তাইলে পয়সা খরচা করার দরকার কি?) :P

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতা ভাল না লাগলে কি কেউ ঐধরনের কোন কম্পিলিমেন্ট আদৌ দেয়? আজকালকার দিনে দেখছি মানুষকে ভাল বলারও উপায় নাই!

সাহসী ভাই আমি দুঃখিত! আপনার কম্পলিমেন্টে আমি আপ্লুত।

প্রতিভা জিনিসটা আসলে যারা প্রকৃত প্রতিভাবান তারা বুঝতেই পারে না..... ;)


প্রতিভা কি জিনিস সাহসী ভাই? ( ফ্যালফ্যাল করে চাইয়ে থাকা ইমো হইবে)

তবে দিলের উদর দরজায় শরতের ফুল দিলে 'শিউলি' ফুল দেওয়ার বিনীত অনুরোধ রইলো!

আচ্ছা দিতাছি এক্ষুনি!

তাইলে ঐটা আবার আমি একটু অন্য কাজে ব্যবহার করতে পারতাম আরকি (ফাও দিয়া যদি কাজ চালানো যায়, তাইলে পয়সা খরচা করার দরকার কি?) :P

আপনার নিয়ত তো দেখি নিয়ত মন্তাজের মত :P

ঠিক আছে ফুলে জাদু টোনা করে দিব!

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬

নীলপরি বলেছেন: বাহ , খুব ভালো লাগলো ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ নীলপরি!

শুভকামনা :D

১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

তামান্না তাবাসসুম বলেছেন: খুব সুন্দর :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

ভ্রমরের ডানা বলেছেন: ভালবাসা রইল।এভাবেই সাথে থাকুন! শুভকামনা!!

১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

নেক্সাস বলেছেন: পুরো কবিতা অনিন্দ্য সুন্দর। কুল্ককুল তটিনী ধারা।


প্রসন্ন বিকেলের আলো-ছায়া ভীড়ে-
সূদুরিয়ার প্রাচীন রাজ্যের রাজেশ্বরী
বিশুদ্ধতম ভালবাসার ঘ্রান নিতে গিয়ে
ধেয়ে চলা ঝর্ণাধারার কুলুকুলু উচ্ছ্বাস,
এই বুকের মানচিত্র বেয়ে
তারও শুনেছি কিছু পাতাঝড়া নিঃশ্বাস!

বেশ ভাল লাগলো

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

ভ্রমরের ডানা বলেছেন:


সুপ্রিয় ব্লগার, কবিতায়,আপনাকে পেয়ে খুব খুশি লাগছে। এমন সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা! প্রীতি ও শুভেচ্ছা রইল!

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৩

এডওয়ার্ড মায়া বলেছেন: বেশ টান টান ভাবের কবিতা ।
আবৃতি করার মত।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

এই প্রথম আমার
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ এডওয়ার্ড ভাই!


শুভকামনা!

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮

ইমরান আল হাদী বলেছেন: সাবলিল লেখা,এমন কবিতা পড়তে দারুন সুখানুভূতি হয়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।

২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩১

গেম চেঞ্জার বলেছেন: দিনে দিনে আপনার কবিতার হাত পাকছে! খুব ভাল হচ্ছে!! :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৬

ভ্রমরের ডানা বলেছেন:

ব্রো সব আপনাদের আর সামুর অবদান! লুল বাট্টা জিরো থেকে হাল্কা পাতলা উন্নতিলাভ করেছি বলে মনে হয়। তয় আরো ভাল করা উচিত!


গেমু ভাই, আপনারে পাঠে কমেন্টে ধন্যবাদ দিমু না, আপনি বুকে আসেন!

জানেন, শতদ্রু ভাই রে খুব মিস করি! B:-)

লোকটা শুরুর দিকে খুব উৎসাহ দিছে আমারে!

২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৬

জুন বলেছেন: আমাদের ব্লগের মাইকেল :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

ভ্রমরের ডানা বলেছেন: আপু,

আমি কিন্তু ব্লাস্ট হয়ে যাব। :P :P প্লিজ আমার যত পারুন ভুল গুলো ধরিয়ে দিন। আমি কিছু শিখতে চাই!

২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও মন্তব্যে উৎসাহিত করে গেলেন সুপ্রিয় লেখক! অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন।

২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭

সামিয়া বলেছেন: পূর্ণতা অপূর্ণতার হাতছানি। খুব ভাললেগেছে। + ++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

পূর্ণতা অপূর্ণতা নিয়েই মানবজীবন। সেই জীবনের বীণা সকল কবিরা বাজিয়েছে। আমি সে চেষ্টা করেছি সাধ্যমত। এখন আপনার কমেন্ট পড়ে তৃপ্ত হলাম। শুভকামনা জানবেন!

২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




ঝিরঝির বয়ে যাওয়া জলের ছন্দ নিয়ে মৃদু ঠুংঠাং শব্দ তুলে যাওয়া কাব্য ।
এই কবিতারও আছে কিছু কথা গোপনে, কবিতার চরণ সোপানে ।

সুন্দর ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩১

ভ্রমরের ডানা বলেছেন:

সুপ্রিয় কবি,
কবিতায় আপনার আগমনের ঘন্টা, আপনার রেখে যাওয়া কমেন্টটি পড়ে বেশ আনন্দে বেজে উঠল।

এই অনিন্দ্য উপমায় শুধু জী এস ভাই গাইতে পারেন!

ঝিরঝির বয়ে যাওয়া জলের ছন্দ নিয়ে মৃদু ঠুংঠাং শব্দ তুলে যাওয়া কাব্য ।

আর সেটিই লেখকের অনেক বড় অনুপ্রেরণা অনেক বড় উপহার হয়ে যায়!


এমন উপহারের জন্য অনেক অনেক প্রীতি ও ভালবাসা শ্রদ্ধেয়! ভাল থাকুন, সুস্থ থাকুন সেই কামনা করি! শুভরাত্রি!

২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো প্রিয় কবি বন্ধু। এগিয়ে যান, শুভকামনা রইল।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ রইল! শুভকামনা সতত! এভাবেই সাথে থাকুন সুপ্রিয় কবি!

২৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩

বিলিয়ার রহমান বলেছেন: অসাদারণ লেখনি। :)

ভালোলাগা+

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১২:০০

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে অশেষ ধন্যবাদ বিলি ভাই! এভাবেই সাথে থাকুন।

২৯| ০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

খায়রুল আহসান বলেছেন: এই যে কাগজে ঝড়ছে কলমের কান্না,
কান পেতে শোন, তারও আছে
কিছু বোধগম্য গান, কবিতা, সুর/si] -- অসামান্য এক অভিব্যক্তি!
তুমি যদি পার মেখে দিও সে সবি,
তোমার মায়াবী কবিতার চাদরে,
গাঢ় লাল কিংবা প্রখর সোনালি আখরে
-- সমাপ্তিটা বেশ সুন্দর হয়েছে।
টাইপোঃ ব্যাথা<ব্যথা,

০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৬

ভ্রমরের ডানা বলেছেন: প্রথমেই টাইপো ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ সুপ্রিয় লেখক। শুধরে নিলাম। এতদিন আমি বানানে ভুল ধরেছি। নিজের লেখায় সে ভুল ধরা পরেনি। যদিওবা কবিতাটির সবচেয়ে বেশি পাঠ আমিই করেছি। সত্যি আমি দুঃখিত।

কবিতার ব্যবচ্ছেদে আপনার প্রতি কৃতজ্ঞতা রইল। ও হে এই কবিতায় সূদুরিয়া শব্দটি আপনার কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে ব্যবহার করা। শুভকামনা!

৩০| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:০৮

খায়রুল আহসান বলেছেন: আমার "চাদের আলোয়" কবিতায় আপনার মন্তব্যটা বেশ ভাল লেগেছে। ধন্যবাদ।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার চাদের আলো কবিতাটি অসামান্য একটি কবিতা। চাদের আলো আধারি খেলায় মানবকুলের সৃজনশীল ভাবনা, অপরূপ বর্ননা, উদাত্ত আহব্বান যেমনি আছে তেমনে নেগেটিভ চরিত্রের একজন সিঁধেল চোরের কথাও আছে। এটি একটি পূর্ণদৈর্ঘ্য বলিষ্ঠ কবিতা। কবিতাটি অনেক আগেই পড়েছি কিন্তু এখনো তার রেশ কাটেনি। এটি এ কবিতার অনন্য বৈশিষ্ট্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.