নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য -২ঃ - নাবিকের চিঠি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২




আহবান
সাগরিকা,
তুই শুনিস কি এই অলিন্দ নিলয়ে
ছন্দিত হৃদয় ডংকা সুদূর সমুদ্রতট ধারায়,
ভাবিস কি এই নাবিকের কথা গোলার্ধ ধ্রুবতারায়!
দেখিস কি ওই মেঘের ঘটায় টুপটাপ বৃষ্টি ফোঁটার
মত ঝড়ে যাওয়া কিছু গান,
চোখের তারার ঝলকে
জোছনা ভরা সুনীল দিগন্ত আহব্বান!

জীবন যুদ্ধ
সাগরিকা,
তুই কি দেখেছিস আমার দিগভ্রান্ত নাবিকের মত
আলেয়ার পিছুপিছু কুহেলিকাময় রাত্রিযাপন,
জাহাজের মাস্তুল বেয়ে অমানিশা ঘোর,
বাতাসের প্রবল তোড়ে ছিঁড়ে যাওয়া পালের মত
সাঁইসাঁই করে উড়ে চলা গাংচিল ডানায়
সমুদ্র ছিঁড়েখুঁড়ে প্রবলবেগের জোর!

আমি নাবিক, সমুদ্রের নাভিকূপে জেগে থাকি অনন্ত বালুকাবেলায়,
আমি সহস্র পাহাড় ঢেউ ভেঙে ভেঙে হাসি, একেলা বিরান ভেলায়।
আমি, বিন্দু বাসরশয্যা সাজাই, এই বিক্ষুব্ধ উত্তাল বক্ষে,
আমি সহসা হাসি খুলে মনপ্রান, দূর ধ্রুবতারার ঐ অক্ষে!

আমি দেখি, রাবণেরা দংশিল আমার নীল, দিয়ে ডগার ওই খঞ্জরী,
দেখে, দেই হাক পাড়ি, হিমালয় ছাড়ি, ভূগোলে প্রলয় সঞ্চারী,
সমুদ্র শাসনে একেলা ভীগু, ভাসি আঘাতে ফুটিয়ে মঞ্জরী!

বিরহ বিলাপ
সাগরিকা,
শুনেছিস কি এই সমুদ্র নিলয় গর্জন?
দেখিস কি বিদ্যুৎছটায়, তুলে আনা কত অর্জন!
ঝড় ঝঞ্ঝার এই প্রানের খেলা খেলেছি বহু আগে,
জীবন মরণ খেলছি আমি, তুই একি অনুরাগে?
ফিরে আয় এই বাহুডোরে আজ
শীতল চাবুক ফেলে,
আয় প্রবল জোয়ারে আত্মঅভিমান গলে,
দেখ কেমন জাগিয়েছে তিথিডোর,
দেখ কেমন ফেনিল পারাবারে
হাসে আমাদের ছিপ সমুদ্রবাসর!

যদি ঘরে নাই আসিস আজ,
আনিব নীলাম্বু মাঝে লহু ঝড়
চপলা বিজলি বাজ!
যদি নাইবা আসিস ফিরে,
সুমেরু কুমেরু ভাগ হয়ে যাবে
এই সমুদ্র বক্ষ চিড়ে।

সাগরিকা, আয় ফিরে,
নিঃসীম এই পাথার বুকে,
দেখ কেমনে মরছে রাঘব ধুকেধুকে,
দেখ, তুই বিনা একেলা এক নির্ধন,
কেমনে থাকে বিরান নীলে,
সয় আরেক সীতার বিসর্জন!

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৪২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

নীলপরি বলেছেন: অপূর্ব বর্ণনা । খুব ভালো লাগলো । ++

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ভ্রমরের ডানা বলেছেন:



প্রথম পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ নীলপরি!
এমন কবিতায় আপনাকে পেয়ে খুব ভাল লাগল। ভালবাসা জানবেন!

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো হয়নি ;)
আগামীতে আরও ভালো চাই B-)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:


আমার কবিতার পাতায় আপনার নবাগত কমেন্টটি পড়ে বেশ ভাল লাগল। নিজেকে ধন্য মনে হচ্ছে।এভাবেই সাথে থাকুন হাসু B-)) B-)) B-)) B-)) মামা।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

সাহসী সন্তান বলেছেন: ভুল করে ঢু মাইরালচি! তবে ফুট নোটে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন বুঝিনি! বানান ভুলের বিষয়টিকেই কি মূখ্য হিসাবে ধরবো, নাকি অন্যকিছু?

যাহোক, এডিটিং শেষ হোক! তারপর দেখি আসলে কি ক্যালমা দেখাইতে চাইছিলেন..... ;)

এনি ওয়ে, কবিতা কিন্তু চমৎকার!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:
সাহসী ভাই, কিছু ভুল ছিল বানানে আর উপমায়। আরো কিছু রয়েই গেছে মনে হয়। আসিলে কবিতা এডিট করতে গিয়ে আনমনে পোষ্ট করে দিছি। যখন দেখলাম পোষ্ট হয়েছে তখন কিছু ভুল চোখে আসল। এরপর কিছুটা কারেকশন করে নিলাম।আরো করতে হবে। ক্যালেমা দেখানোর কিছুই নাই! পর্ব তিনটা করা লাগত। আহব্বান, জীবনপ্রবাহ আর যবনিকা।

কবিতা বড় হয়ে গেছে। কিন্তু কবিতা ভাব নিয়ে আমি সেটিসফাইড। আপনি আসে যেহেতু মন্তব্য করছেন তখন সেটিসফেকশনটা বেশ লম্বা হয়ে যাচ্ছে =p~

থ্যাংকস।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

জনৈক অচম ভুত বলেছেন: যদি ঘরে নাই আসিস আজ,
আনিব নীলাম্বু মাঝে লহু ঝড়
চপলা বিজলি বাজ!
যদি নাইবা আসিস ফিরে,
সুমেরু কুমেরু ভাগ হয়ে যাবে
এই সমুদ্র বক্ষ চিড়ে।


এইভাবে থ্রেট দিলে তো... :#)
কবিতা বরাবরের মতোই দারুণ হয়েছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

ভ্রমরের ডানা বলেছেন:
থ্রেট নাও হইতে তো পারে অচম ভাই।
এই ধরে নিলাম্বু যদি আপনার মাথা আর সমুদ্র যদি হয় আপনার বুক তাইলে এই উপরের ছত্রটি কি মিন করে

:-B :-B ভাইরে কিছু ক্যারামতি আছে। বুইঝা নিয়েন :P

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১০

ইমরান আল হাদী বলেছেন: কবিতায় তিনটি পর্ব রেখেছেন ভাবনা টা ভাল লেগেছে।
তেমনি কবিতাও ভাল হয়েছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪২

ভ্রমরের ডানা বলেছেন: হাদি ভাই, কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ। শুভকামনা রইল।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুবই ভালো লাগল। ধন্যবাদ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০১

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ছড়াকার!

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৭

ডঃ এম এ আলী বলেছেন: সাগরিকা,
তুই শুনিস কি এই অলিন্দ নিলয়ে
ছন্দিত হৃদয় ডংকা সুদূর সমুদ্রতট ধারায়,
ভাবিস কি এই নাবিকের কথা গোলার্ধ ধ্রুবতারায়!
দেখিস কি ওই মেঘের ঘটায় টুপটাপ বৃষ্টি ফোঁটার
মত ঝড়ে যাওয়া কিছু গান,
চোখের তারার ঝলকে
জোছনা ভরা সুনীল দিগন্ত আহব্বান!


ভাল লাগল কবিতা
বাতায়ন থেকে
দেখছি সুণীল সাগর
শুনছি তার ডেও এর গর্জন
সুনীল দিগন্ত থেকে মনে হয় যেন
ভেসে আসছে তার আহব্বান ।

শুভেচ্ছা রইল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কমেন্ট পড়ে খুব ভাল লাগছে। প্রকৃতির সাথে জীবনের এই মিল ছুঁয়ে যাক সকল প্রানে। সুনীলে ভেসে যাক সকল গ্লানি!

কবিতা পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার!

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো প্রিয় কবি বন্ধু। এগিয়ে যান, শুভকামনা রইল।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩২

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় কবি হাফিজ ভাই! শুভকামনা সতত! এভাবেই সাথে থাকুন!

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০০

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনার কবিতাই কমেন্ট করার মতো যোগ্যতা হয়নি অাজও। তবে অনেক ভালোলেগেছে।

প্রিয় মানুষ, একেবারে কাছের মানুষকে কি তুই বলা যায়??? অামি একবার অাপন ভেবে তুই বলে বিরাট ধরা খেয়েছি। যাহোক নিজের কষ্ট নিজেরই থাক।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:

এভাবে বলে লজ্জা দিবেন না ভাই! আমি এখনো শিখছি! ব্লগে আমার পুরোনো কবিতা দেখলে বুঝবেন আমি খুবই সাধারণ মানের লেখক। বলতে পারেন শখ করে লেখি আরকি! তবুও কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে অত্যন্ত পুলকিত বোধ করছি! শুভকামনা!


এই গানটা আপনার প্রিয় মানুষটি শোনাতে পারেন তাহলে তুই আর তুমির পার্থক্য ঘুচে যাবে আশা করি!

তুই কি জানিস না তোর জন্য কান্না ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে জোটে
জানিসনা কি তুই ঠিক যখনি ছুঁই তোর চোখের পাতা, চুল; অমনি ফোটে ফুল
তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা
তুই নেই বলে মনে শুধু করে খাঁ খাঁ
তুই নেই বলে একলা শালিখ ডাকে
তুই নেই বলে মধু নেই মৌচাকে
তুই নেই তাই মেঘ কাঁদে হয় জল
তুই আসবি আসবিটা কবে বল।
তুই কাছে নেই তাই বিচ্ছিরি লাগে রাত
বিচ্ছিরি লাগে দিন, বিচ্ছিরি লাগে রাত, বিচ্ছিরি লাগে তিন
তবু তুই রয়েছিস বলে ঘাস ফুলে জল দোলে
তবু তুই রয়েছিস তাই, তারাদের রোশনাই
তুই রয়েছিস জানি, স্বপ্নের হাতছানি
সুরে দূর থেকে ডাকে, মধ্যে রাস্তার বাঁকে
তুই রয়েছিস তাই ওদের সাথে যাই

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু মন্তব্য আর কবিতা গুলিয়ে খেলাম নাকি?

সুন্দর হয়েছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪২

ভ্রমরের ডানা বলেছেন:
রাজপুত্র ভাই, কবিতা কি খুব দুর্বোধ্য হয়ে গেছে? আই এম ছড়ি! কিন্তু মন্তব্য গুলা অনেকটাই বুঝিনি। এই যেমন আপনার কমেন্টটা মাথার উপ্রে দিয়ে গেল! হি হি হি!

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু মন্তব্য আর কবিতা গুলিয়ে খেলাম নাকি?

সুন্দর হয়েছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:


আমিও কিচ্ছু বুঝতে পারচ্ছি না। মাথার উপ্রে দিয়ে গেল!

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০২

নূপুর চৌধুরি বলেছেন: আমি, বিন্দু বাসরশয্যা সাজাই, এই বিক্ষুব্ধ উত্তাল বক্ষে,
আমি সহসা হাসি খুলে মনপ্রান, দূর ধ্রুবতারার ঐ অক্ষে!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ রইল! শুভকামনা!

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর এককথায় অনেক ভাল লিখেছেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ রইল! শুভকামনা সতত!

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৭

মেহেদী রবিন বলেছেন: চমৎকার

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫২

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ রইল! শুভকামনা!

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৫

সুমন কর বলেছেন: সুন্দর তবে কঠিন।

+।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫২

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ রইল সুপ্রিয় কবি! শুভকামনা!

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।

ভালোলাগা +

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ রইল! অনেক শুভকামনা!

১৭| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিউত্তরের জন্য ।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয় লেখক।

১৮| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ রইল! শুভকামনা!

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার ভরকেন্দ্রঃ
আহ্বান-- ভাবিস কি এই নাবিকের কথা গোলার্ধ ধ্রুবতারায়
জীবন যুদ্ধ-- আমি সহস্র পাহাড় ঢেউ ভেঙে ভেঙে হাসি, একেলা বিরান ভেলায়
বিরহ বিলাপ-- যদি নাইবা আসিস ফিরে,
সুমেরু কুমেরু ভাগ হয়ে যাবে
এই সমুদ্র বক্ষ চিড়ে

০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:
যথার্থ ধরেছেন। কবিতার শেকড়মূলে এগুলোই আছে। এক দিগভ্রান্ত মানব মনের বিচিত্র কথা প্রকাশ বলতে পারেন। যে জ্বলছে সমুদ্র বুকে একাকী, ফেরারি হয়ে ঘুড়ছে বিষম ঘুর্নিপাকে।


কবিতা পাঠে ও কবিতার মূল খুঁজে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।

২০| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২৯

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



সমুদ্র যেমন তার বিপুল একাকীত্ব নিয়ে ঢেউ তুলে যায় , তেমনি দিগভ্রান্ত নাবিক তোলে তার শ্রান্তির পাল বিরান ভেলায় । সে পালে লাগে বিষাদী হাওয়া । জাহাজের মাস্তুল বেয়ে সে বিষাদী হাওয়া ছড়িয়ে যায় অন্তরীক্ষে । কোনও এক সাগরিকাকে ডেকে ডেকে যায় বুঝি ! পাঠায় বারতা । সহস্র পাহাড় ঢেউ ভাঙা সে নাবিকের এমন অতল জলের আহ্বান সাগরিকা শুনবে কি !

কবিতায় এমন মেঘমল্লার রাগ যক্ষের বিলাপের মতোই উঠে এসেছে কবির কলমের কান্নায় ।


১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:



কিছু কান্না থাকে, যারা শিশুর চোখের জলের মত। তাদের গভীরতা সিন্ধুকেও হার মানায়। সে কান্না বড়ই লবণাক্ত, ভীষণ বিষাদময়। তার সুর বড়ই করুণ।। সে সুরে কেউ গাইতে চায় না। তেমনি কিছু সিন্ধুও থাকে, যেগুলো অজেয়। সেগুলোকে বিষাদ সিন্ধু বলা হয়। সে খবর নবীন নাবিকেরা রাখেনা। নবীশ রাঘবের সীতা বিসর্জনের এটা একটা বড় কারণ। আর সে কান্নার পরিনামে নাবিকের চিঠি সাগরিকার প্রতি। সাগরিকা সে আহব্বানে সাড়া দিবে কিনা নাবিক তা জানে না। তাই এই বিরহ বিলাপ, ধ্রুবতারার অক্ষে, সমুদ্রের বক্ষে।

কবিতার মেঘমেদুরে যে বৃষ্টির কান্না তাতে মিশে পবিত্র হোক যাবতীয় ভালবাসা সকল।

কবিতা পাঠে ও পূর্ণ কাব্য ব্যবচ্ছেদে আপনাকে অশেষ ধন্যবাদ জী এস ভাই।

২১| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২৯

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



সমুদ্র যেমন তার বিপুল একাকীত্ব নিয়ে ঢেউ তুলে যায় , তেমনি দিগভ্রান্ত নাবিক তোলে তার শ্রান্তির পাল বিরান ভেলায় । সে পালে লাগে বিষাদী হাওয়া । জাহাজের মাস্তুল বেয়ে সে বিষাদী হাওয়া ছড়িয়ে যায় অন্তরীক্ষে । কোনও এক সাগরিকাকে ডেকে ডেকে যায় বুঝি ! পাঠায় বারতা । সহস্র পাহাড় ঢেউ ভাঙা সে নাবিকের এমন অতল জলের আহ্বান সাগরিকা শুনবে কি !

কবিতায় এমন মেঘমল্লার রাগ যক্ষের বিলাপের মতোই উঠে এসেছে কবির কলমের কান্নায় ।


১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: কিছু কান্না থাকে, যারা শিশুর চোখের জলের মত। তাদের গভীরতা সিন্ধুকেও হার মানায়। সে কান্না বড়ই লবণাক্ত, ভীষণ বিষাদময়। তার সুর বড়ই করুণ।। সে সুরে কেউ গাইতে চায় না। তেমনি কিছু সিন্ধুও থাকে, যেগুলো অজেয়। সেগুলোকে বিষাদ সিন্ধু বলা হয়। সে খবর নবীন নাবিকেরা রাখেনা। নবীশ রাঘবের সীতা বিসর্জনের এটা একটা বড় কারণ। আর সে কান্নার পরিনামে নাবিকের চিঠি সাগরিকার প্রতি। সাগরিকা সে আহব্বানে সাড়া দিবে কিনা নাবিক তা জানে না। তাই এই বিরহ বিলাপ, ধ্রুবতারার অক্ষে, সমুদ্রের বক্ষে।

কবিতার মেঘমেদুরে যে বৃষ্টির কান্না তাতে মিশে পবিত্র হোক যাবতীয় ভালবাসা সকল।

কবিতা পাঠে ও পূর্ণ কাব্য ব্যবচ্ছেদে আপনাকে অশেষ ধন্যবাদ জী এস ভাই।

২২| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

লাবণ্য ২ বলেছেন: সাধারণত গল্পই আমাকে বেশি টানে।কিন্তু আপনার কবিতা পড়ে না আবার শেষে কবিতাপ্রেমি হয়ে যাই।ভাবছি আপনার কবিতা পড়ার মাঝে ব্লগে কিছুদিন অন্যদের কবিতা পড়বো না।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:০০

ভ্রমরের ডানা বলেছেন:




আমার কবিতা পড়ে কবিতাপ্রেমী হলে সত্যিই দারুণ খুশি হব! আসলে আমার সব কবিতা আপনার ভাল লাগবে কি না জানি না! তবে আপনার প্রতিক্রিয়ার অপেক্ষায় রইলাম! সত্যি খুব ভাল লাগছে! পুরোনো একটা লেখায় এতো সুন্দর একটা মন্তব্য পাব ভাবিনি! জলকাব্য ১ কিন্তু আমার বেশি ভাল লেগেছে! দুই খারাপ না। এখন মনে হচ্ছে এটা আরো ভাল করা যেত!


আপনি প্লিজ এমন করবেন না। শুধু আমার কবিতা পড়লে হবে। বাকিদের কবিতাও পড়তে পারেন। আমার কবিতা ব্লগের অনেক কবির তুলনায় নস্যি!




শুভেচ্ছা লাবণ্য ২! জলকাব্যে আপনার আগমন লেখাকে প্রাণবন্ত করে তুলেছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.