নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য - ৩ঃ পিদিম জ্বলে

০১ লা অক্টোবর, ২০১৬ ভোর ৪:০১



পিলসুজে পিদিম জ্বলে মিটিমিটি,
লাবণ্যময়ী হাসি জ্বেলে!
এই যে আমাদের পারিজাত পাখিগান,
মনের সুকুমার তৃষা, অর্কিড বিলাপ,
প্রেমিকার নরমপন্থী ভালবাসা,
উদার প্রকৃতির চাদরে, বসুধার আদরে,
জ্বেলেছি পিদিম প্রলাপ!
মুছে যাবে সব।

হয়ত, একদিন মুছে যেতে পারে নরম সোদা মাটির গন্ধ, নিষিক্ত পরাগকেশর, বিনম্র হাতের চুড়ি,
কপালের লাল টিপ, ওষ্ঠপুট পুষ্পরজ,
পেলবতা শুভ্রমৌলি, কুসুমকলির ওম,
জীবনবৃন্তের জাগতিক কবিতাদি!

হয়ত একদিন,আমাদের পৃথিবী গ্রাস করে
নেবে বিষধর কৃষ্ণবিবর,
নিভে যাবে সব ফুটন্ত শালিকের তারাপদ,
চঞ্চলা হরিণের ক্ষুর,
সচকিত মাছরাঙা ঠোট,
গাঙচিল ডানা, ভ্রমরের হাসি,
ধানপাতা শিঞ্জন।

উড়ে যাবে সব ফুলেদের রঙ,
দেওয়ালিমক্ষী ডানাবর্তী
জাদুকরী পিকাসো,
হাতের স্পর্শ মাখা জলরঙা কালি,
রংতুলি জল।

তবুও দিগন্তের লাল গালিচা বেয়ে নেচে যাবে
সব পাখিদের দল,
বিদ্রোহী মরুয়া, সাহসী মধুকর।
জ্বলবে সহস্র আগুনপাখির নক্ষত্রপথে,
বাউণ্ডুলে ঝড়,
নবাগত পিদিম পিলসুজে,
মহাকালের অন্ধকুমারীর অধর
চুমে, নব দিগন্ত সূচনায়!

সর্বস্বত সংরক্ষিত

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৬ ভোর ৪:২৯

রক্তিম দিগন্ত বলেছেন:
গদ্য কবিতা?

একদিন সব শেষ হয়ে যাবে, সব কিছুরই একটা অন্ত আছে - তারপর আবার শুরু অনন্ত এক জীবন। - এটাই তো মূলভাব?
কবিতা ধরতে পেরেছি?

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:


এভাবে কি মানব সভ্যতা চলছে? না। সভ্যতার চাকা মরে না। যুগ বদলায়। নতুন যুগ আসে। মানুষ খুঁজে নেয় নতুন ঠিকানা! কবিতায়ও ঠিক তাই। কিছুটা রূপক, গদ্যময় তবে সহজিয়া কাব্যিক উপমায় রক্তিম ভাই। প্রথম কমেন্টে পাঠে একরাশ ফুটন্ত বকুল।

২| ০১ লা অক্টোবর, ২০১৬ ভোর ৪:৪৪

একটি পেন্সিল বলেছেন: ভাল লাগল+++

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৪

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ পেন্সিল। ভাল থাকা হোক।

৩| ০১ লা অক্টোবর, ২০১৬ ভোর ৫:০২

শাব্দিক শব্দ বলেছেন: চমৎকার। ভালোলাগা রেখে গেলাম।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৩

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও চমৎকার মন্তব্যে প্রীত হলাম। এভাবেই সাথে থাকুন।

৪| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।

ভালোলাগা +

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২১

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ বিলি ভাই। এভাবেই ফুটুক কিছু শরতের কাশফুল, মানুষের মনের বনে। কবিতা পাঠে ও কমেন্টে ভালবাসা জানবেন!

৫| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে কিন্তু,

কবিতায় আপনি ভীড় ঠেলে পেছনের দিকে হাঁটছেন।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৮

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও বিশ্লেষণে আন্তরিক ভালবাসা রইল।

৬| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে কিন্তু,

কবিতায় আপনি ভীড় ঠেলে পেছনের দিকে হাঁটছেন।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৬

ভ্রমরের ডানা বলেছেন:

রাজপুত্র ভাই,
প্রথমেই জানিয়ে নেই কবিতাটি রূপক। সময়কে অতিক্রম করা মানুষের পক্ষে সম্ভব নয়। টাইম মেশিনে ভবিষ্যৎ ভ্রমণ অসম্ভব তবে অতীতে যাওয়া যায়। কিন্তু বর্তমানের এই যে মানবযাত্রা ভীড় তা কি করে সামনে এগিয়ে যাবে। কবিতাটির তাই জন্ম হয়েছে সে চিন্তায়। এই বিচিত্রারাগ মহাবিশ্বে মানুষ জংগল সাফ করে বসতি, এরপর নগরী এরপর কলকারখানা, এরপর নিজেই হত্যা করল নিজের বাসস্থান। বিকল্পায়নের খোঁজে একদিন অবশ্যই সকল বাধার ভীড় ঠেলে এগিয়ে যাবে লাল গালিচায়। কবিতায় তারই কথা বলেছি। পিছনে ফেরার ধর্ম এই ফেরারির নেই। ওটা একটা সায়ানাইড গহব্বর!

৭| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৯

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ভাল লাগা।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৭

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতাকথা আপনার ভাল লাগায় খুব ভাল লাগছে। ধন্যবাদ! ধূসরিত এই বিরানপ্রান্তরে উড়ে যাক সব শব্দযোগ মিছিল! শুভকামনা!

৮| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৫

লেখা পাগলা বলেছেন: কবিতা ভালো লেগেছে ।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:


আমার লেখায় আপনার আগমনী বার্তাটি দেখে খুব ভাল লাগছে। কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ।

৯| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৮

নেক্সাস বলেছেন: উড়ে যাবে সব ফুলেদের রঙ,
দেওয়ালিমক্ষী ডানাবর্তী
জাদুকরী পিকাসো,
হাতের স্পর্শ মাখা জলরঙা কালি,
রংতুলি জল


বেশ মুগ্ধ

০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৬

ভ্রমরের ডানা বলেছেন:

মানুষের জীবনের রঙ গুলো রঙিন থাকুক চিরকাল। বারবার ফুটুক শাখাপ্রশাখা!

কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ নেক্সাস ভাই।

১০| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:



সবাই মনে আশা ও ভালোবাসা নিয়ে জ্বাল বুনে, কখন সেটার শেষ হয় কেহ খেয়াল রাখে না

০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৯

ভ্রমরের ডানা বলেছেন:


সে আশার শেষ হয় শেষনিঃশ্বাস কালে। কিন্তু তার কর্মগুলোর শেষনেই। মহাকালের অধর চুমে তা রয়ে যাবে দূর তারার ও বিরান ভূমিতে!

১১| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:২২

হাসান মাহবুব বলেছেন: সমৃদ্ধ শব্দে বিদগ্ধ আশাবাদ। অনেক ভালো লাগলো।

০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৩

ভ্রমরের ডানা বলেছেন:

আশাই জীবনের ভেলা, তাইতো সবাই খেলাঘর বাধি। কিন্তু এর শেষাংশ বড় কঠিন, নির্মম। তবুও কর্মের শেষ নেই। এ যেন নতুন দিগন্তরেখা।


কবিতা পাঠে ও চমৎকার মন্তব্যে ধন্যবাদ সুপ্রিয় লেখক।

১২| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৯

নীলপরি বলেছেন: কবিতা নিজগুণে ঋদ্ধ । ভালো লাগলো ।

০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:
এভাবে সাথে থাকার জন্য কৃতজ্ঞ নীলপরি। কবিতায় ভাল লেগেছে জেনে আপ্লুত হলাম।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৮

জুন বলেছেন: আপনি প্রতিদিন যত সুন্দর করে একটি কবিতা লিখেন ভ্রমরের ডানা তাতে ততোধিক সুন্দর একটি মন্তব্য করার ভাষা আমার জানা নেই। তাই পুরানো বুলিটাই কপচাতে হলো :)
অনেক ভালোলাগা রইলো।
+

০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

সুপ্রিয় জুন আপু,

প্রথমেই বলে নেই আমি কবিতা লেখা শিখছি। হাটিহাটি পা পা বলতে পারেন। তাই কোন ভুলভ্রান্তি হলে দুঃখিত।

আপনি যেভাবে কমেন্ট করেছেন তাতে আমি কবিতাটি আরো ৩-৪ বার পড়লাম, এরপর প্রথম দিকের কবিতা গুলো পড়লাম। আমার খুব ভাল লাগছে। বলতে পারেন নিজের প্রতি নিজের আত্নবিশ্বাস বহুগুণ বেড়ে গেল।


আপনি শুধু ভাল লেখক নন আপু আপনি বেশ ভাল একজন মেন্টরও বটে। তবে প্লীজ কবিতায় কোন ভুল পেলে মাফ করবেন। ভাল থাকুন। আপনার পুরোনো বুলিটাই আমার প্রিয়। :D

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৬

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




৬ নং মন্তব্য ও প্রতিমন্তব্যে যখন সময় (কাল ) এর কথাই উঠলো , তাহলে বলতে হয় কোন জগতে আছেন আপনি ?
- এইকালে কোন প্রেমিকা নরমপন্থী ভালবাসা দেয় ? হুমমমমমমমমমমমমম ? :(
এখনতো প্রেমিকার ভালবাসা সবই চরমপন্থী । B:-)

হয়ত, একদিন মুছে যেতে পারে নয় , অলরেডী মুছে গেছে নরম সোদা মাটির গন্ধ, নিষিক্ত পরাগকেশর, বিনম্র হাতের চুড়ি, কপালের লাল টিপ । এখন প্রেম শুধু ফেবুতে জ্বালায় লাইক এর ইলেকট্রিক বাল্ব , পিলসুজের পিদিম নয় । ;)

সুন্দর কবিতা । ভ্রমরের মতো গুনগুন করে গেয়ে গেছে অনাগত পৃথিবীর গান ।

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১০

ভ্রমরের ডানা বলেছেন:

সুপ্রিয় জীএস ভাই,

আমি দুঃখিত, আপনি ভুল বুঝেছেন। কবিতাটি রুপক।
প্রেমিকার নরমপন্থী ভালবাসা সেতো এক নিষিদ্ধ ইতিহাস। সে ইতিহাসের ব্যাখ্যা চেয়ে লজ্জা দিবেন না। চরমপন্থী প্রেমিক প্রেমিকার নরমপন্থী ভালবাসা এযুগে অহরহ। হয়ত একদিন মুছে যাবে কাদা মাটির গন্ধ হুম তাই। কিছু সোদা কাদামাটি আপনার আর আমার মনে লেপ্টে আছে। তার ভুরভুরে গন্ধ আপনার কবিতায় পাওয়া যায়, গাজী ভাইয়ের লেখায় দেখি, রাজপুত্র ভাইয়ের কবিতায় আছে। তাই সে ঘ্রাণ এতো সহজে হারাবার নয়। তবে একদিন মুছে যাবে নিশ্চিত।

এখন প্রেম শুধু ফেবুতে জ্বালায় লাইক এর ইলেকট্রিক বাল্ব , পিলসুজের পিদিম কথাটা খুব মজারু। আপনার শব্দ ব্যবহার ও বাক্য গঠনের স্টাইল আমার খুব প্রিয়। দারুণ বলেছেন। আচ্ছা জী এস ভাই, এই গুলা কি প্রেম? আমি তো মনে করি শরতের সারমেয়ী গিট্টু প্রেম কি এতই সোজা? ফেসবুকের লাইক বাটনে যে বেটির হার্টের ভাইব্রেশন হয় তার হৃদয়ের সিলিকন, আর রক্তে অক্টেন ভরা। সে কি মানবী?

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৪

মেহেদী রবিন বলেছেন: পুরানো টোনে লেখা সুন্দর কবিতা

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:২২

ভ্রমরের ডানা বলেছেন:
আধুনিক পুরোনো কিছুই বুঝিনা, মনের টোনে লেখি। আর যখন আপনারা বলেন ভাল বা তেমন কিছু তখন সেটা এঞ্জয় করি।


কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ মেহেদী রবিন।

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সত্যি বলতে কি আপনার লেখার গভীরতা আর শব্দচয়নগুলো অসাধারণ!

০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৮

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ সাধু ভাই। প্রশংসা পেয়ে আপ্লুত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.