নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

সনেট-৬- ছুঁয়ে দাও পরশপাথর

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩০



নিকষ কালোর মাঝে অন্ধঘন বিন্দু-
বিষধরের নাগপাশে গ্রাসিত আলো,
কি ঘোর অমানিশায় ফুলে ওঠে সিন্ধু-
কেমন আঁধার মাঝে ক্ষুধাতুর কালো।
আপন বালুবেলায় ঝিনুক কুড়িয়ে-
সঞ্চিত রাজকোষ মুক্তোকড়ির দানা,
মুক্ত হও ডানা মেলে বিহঙ্গ উড়িয়ে-
আলোর ছটায় জ্বালো সুদূর অজানা।

ক্ষুধিতের পেটে ভাসা ঘনকাল মেঘ-
রুদ্রতালে নেচে আসা ভয়ানক ঝড়,
মুছে সব মায়ামোহ আপ কি'বা পর,
পাষাণের ক্ষুধাবোধ আজন্ম আবেগ।
যদি পার মুছে দিতে ঘন সেই ক্ষণ,
ভুবন মাঝেই পাবে অমৃত জীবন।

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


মানবতাকে জাগ্রত করার আবেদন

১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: আসলেই তাই। কিছুটা অন্ন যদি গরীবের পেটে যায় তাতেই শান্তি।

২| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: পাষাণের ক্ষুধাবোধ আজন্ম আবেগ।

ভালো লিখেছেন।

১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫০

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ধন্যবাদ। ভাল থাকুন এই কামনায়!

৩| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। শুভ রাত্রি।

১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:

থ্যাংকস সুমন ভাই। শুভ দুপুর। :D

৪| ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫১

নীলপরি বলেছেন: বরাবরের মতো কবিতা ভালো লেগেছে ।

মুছেসব < মুছে সব হবে কি ?

শব্দ মেলানোর জন্য কি না লিখে আপনপর একসাথে লেখা যায় কি ? আমার মনে হোলো তাই বললাম ।
কিছু মনে করবেন না ! আপনার যেটা ভালো মনে হয় সেটাই করুন ।

শুভকামনা । :)

১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০০

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কথা গুলো আমলে নিয়েছি। কবিতার যথাযথ ব্যবচ্ছেদ করে ভুলগুলো খুঁটিয়ে দেখেছেন, উপস্থাপন করেছেন। আপনার জন্য অশেষ ভালবাসা নীলপরি। শুভকামনা!

৫| ১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৮

মেহেদী রবিন বলেছেন: সনেট ভালো লিখেছেন

১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ মেহেদি রবিন।

৬| ১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫২

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল।

১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৫

আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ লেখনী। :)

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫২

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ আলভী শোভন।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০২

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি!:)

কবিতায় ++

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ বিলি ভাই। শুভকামনা আপনার জন্যে!

৯| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব ভালো লাগলো, তবে সনেটের এই নিয়মটির বর্ণনা দিলে খুশি হতাম।

১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

সনেটটি এই ছাচে লেখা। মাইকেলীয় ধারায় অষ্টক ও ষষ্টক রচিত। প্রথম আট লাইনের ভাবের সমন্বয় ও শেষ ছয় লাইনে ভাবের পরিনতি নিজস্বতা বজায় রেখেই রচিত। কবিতায় ভুলত্রুটি থাকতে পারে। তবে আমি সেরাটা দিয়েই লেখেছি।

কখকখকখকখ গঘঘগঘঘ

অমিত্রাক্ষর ছন্দে লেখা ও ভাব ফুটিয়ে তোলা খুবই মুস্কিল কাজ। সেটি মাথায় রেখেই এই সনেট।


কবিতাটি পাঠে ও মন্তব্যে ধন্যবাদ। শুভকামনা!!

১০| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যাক দু’জন এক গোয়ালের গরু। কি আর বলব, এক কথায় বলি খুব ভালো লেগেছে।

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:

সনেট আরো লিখুন। আমি তো ভেবেছি ৫০০+ লেখব। দুজন হলে লেখে স্বাচ্ছন্দ্যবোধ করি । কবিতা পাঠে শুভকামনা সুপ্রিয় ব্লগার!

১১| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৭

অরুনি মায়া অনু বলেছেন: সনেটে মানবতার গান। খুব সুন্দর +++

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১৬

ভ্রমরের ডানা বলেছেন:

মানবতা ছড়িয়ে পড়ুক জগৎময়! ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.