নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

আজ কিছু কবিতার মৃত্যু হবে

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৮



আজ রাতে বেজে উঠবে বিউগল,
সকরুণ সুরে নদীর তীরে
অশ্রু বয়ে ছল ছল ছল,
চিকচিক করে ওঠা চোখের তারায়
ঝরে যাবে কিছু শ্রাবণধারার জল,
আজ রাতেই লেখকের খাতায়-
কিছু কবিতার কবর হয়ে যাবে।
নিস্তব্ধ শ্মশানের একাকী
অংগারে পুড়ে যাবে সব পাণ্ডুলিপি।

পাঠকে মৃত্যু হয়েছে অনেক আগেই,
প্রকাশক, কবি, কবিতা সবি মিথ্যে,
জীবনমুখোর আয়োজনহীন
বিরানভূমিতে, সুধামাখা ফাকা বুলিতে
বাস্তবতার ঘাম লুকিয়ে কিছু
কবিতার আজ কবর রচিত হবে।
আর সাথে সাথে
মিথ্যে হয়ে যাবে
কিছু নদী,বালুচর, কাশফুল,
প্রেয়সীর নাকের নোলক।
ঝড়ে যাবে সব অক্ষরজ্ঞানের
ভারী ভারী লাইন,
নিভে যাবে দীপহীন শিখা।
আর এভাবেই কিছু পৃথিবীতে চলবে
বাস্তবতার লাঙলাদি, কুঁচকির
ঘামে ভেজা থকথকে পাউন্ডশিলিং।
পথচারী ধনকুবেরের থলিতে
টুংটুং করে বেজে উঠবে
আজকের মুদ্রানীতি।
তাই আজ কিছু কবিতার,
কিছু আবেগের, কিছু অনূভুতির
নিরব মৃত্যু জরুরী।
আজ রাতে বেজে উঠুক
বিউগলে সকরুণ সুর।

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৮৩ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৯

বিষাক্ত স্বপ্ন বলেছেন: চমৎকার

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৩

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা পাঠে ও প্রথম কমেন্টে ধন্যবাদ। শুভকামনা!

২| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: এমন আত্নঘাতী কবিতা ???

কিছু কথা বুঝিয়ে দিতে হয়,মানে ক্লিয়ার করতে হয় গুরু।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:
আন্তঘাতী নয়, ধরে নিন আত্নপ্রকাশ, আত্নকথা, আত্মনিয়ন্ত্রন, আত্নউপলব্ধি। :D

কি বুঝতে চান মন খুলে বলুন!

৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আরে!! হোমে চোখে পড়তেই মনে হলো বেশ ভালো হতে পারে। পড়ার পর চমৎকার লাগলো। দারুন!

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে। এটি একটি বাস্তবিক কবিতা। কিছুটা ভাল লাগার মতই। আমার নিজের কাছেও বেশ ভাল লেগেছে।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২০

শাহরিয়ার কবীর বলেছেন: পরে অনেক কিছু শিখে নিব। আমি বাংলা শেখার জন্য ব্লগিং করি ।
আশা করি সাথে থাকবেন ।

আপনাকে আমি কি বলে ডাকবো ভাইয়া, না আপু বুঝতেছিনা ?

আপনার ব্লগ নামের কারণে বোঝা মুশকিল।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:

আচ্ছা বেশ বেশ। তাই হোক। সাথেই আছি। বাংলা মনপ্রান দিয়ে শিখুন। মায়ের ভাষা বলে কথা। ভাইয়া বলেই ডাকতে পারেন। ভ্রমরের ডানা নামের একটা বিশেষত্ব আছে বৈকি। সেটা আপনার মাধ্যমে সকল কে জানিয়ে দেই।

ছোট্ট একটি ভ্রমরের ডানা প্রতি সেকেন্ডে ৩৩২ বার ডানা ঝাপটায়। এর সাহায্য নিয়ে সে অবিরাম উড়ে বেড়ায়। বিষয় যেমন অবাক করার মত তেমনি এটা একটা রহস্যঘন ঘটনা। আমাকে সেই রহস্যাদি টেনে নেয়। আর এভাবেই ভ্রমরের ডানায় সওয়ার হয়ে কবিতা লেখি।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৩

রক্তিম দিগন্ত বলেছেন:
কবিতা বেশ ভাল লাগলো। +

কিন্তু এত মৃত্যু থাকলে কেমনে কী?? বাঁচাও তো লাগে মাঝে মাঝে।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:


দেহের কোষের বাচার জন্য যেমন অক্সিজেন লাগে, আত্নার বেচে থাকার জন্য লাগে গল্প সাহিত্য কবিতা। যে যার প্রয়োজন মত তা খুঁজে নেয়। বেচে থাকে। বাকিরা মরে যায়। এটাই দেখছি, এটাই জেনেছি আমার স্বল্প জ্ঞানে। আমিও চাই সকল কবির কবিতারা বেচে থাকুক। কিন্তু সময় বড় নিষ্ঠুর। একদিন এটাই হবে।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৪

বাউলা সন্ন্যাসী বলেছেন: অসাধারণ। +++

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪০

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতা পাঠে ও কমেন্টে অশেষ ধন্যবাদ। ভাল থাকুন সে কামনা করি। প্লাসে কৃতজ্ঞতা।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪২

চাঁদগাজী বলেছেন:


কবির মনের কথা শোনার জন্য কেহ হয়তো বসে নেই, কবির মুখে পাঠকের কথাই শুধু কবিতা; কবির আত্মকথা হারিয়ে যাবে সময়ের সাথে, সে হোক আজ রাত, না হয় কাল রাতে

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:


একদিন হারিয়ে যাবে সব কিছু। যেমন হারিয়ে গেছে কিছু অনুভূতি, বন্ধন, ছিন্ন হয়েছে কিছু স্মৃতির পাতা। এভাবেই একদিন, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কিছু স্বপ্নের, কিছু অনূভূতির, কিছু লেখার, কিছু কথার মৃত্যু ঘটবে। সে হোক আজ রাতে, নয় কাল রাতে।


কবিতা পাঠে ও চমৎকার মন্তব্যে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৪২

এম কে ইসলাম বলেছেন: সত্য বলেছেন কবি।
ভালো লাগলো।

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫২

ভ্রমরের ডানা বলেছেন:



কিছু সময়ে বাস্তবতা উপলব্ধি করা! অর্থনীতির সূচকীয় গুণ, আর মানব মনের আকাঙ্ক্ষার নিক্তি হিসাব।


কবিতা পাঠে ও কমেন্টে অনেক ধন্যবাদ ইম কে ইসলাম।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: নির্মম বাস্তবতার নিখুঁত প্রতিচ্ছবি!

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


নির্মম বাস্তবতার নিদারুণ কষাঘাতে একদিন সব মানবিকতা মুছে যেতে পারে। অনেক কিছুই এমন হচ্ছে। এমন দেখছি।

কবিতা পাঠে ধন্যবাদ সাধু ভাই।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

দারুন!

++++++

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ বিদ্রোহী ভীগু ভাই। প্লাসে অনুপ্রাণিত হলাম। শুভকামনা!

১১| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৪

বৃতি বলেছেন: কবিতায় ভালো লাগা।

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৮

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতায় ভাল লেগেছে জেনে আপ্লুত হলাম। অনেক অনেক শুভকামনা। ভাল থাকুন, সুস্থ থাকুন সেই কামনা রইল।

১২| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৩

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



এতো সুন্দর পৃথিবীতেও যে কবি , কবিতার মৃত্যু কামনায় রত ; প্রাসঙ্গকিতার কারনে তাকে দিলুম আমার অপ্রকাশিত একটি কবিতার কিছু -----

আত্মহননের স্তোত্র পাঠে যে যুবক অবিচল
তাকে তুমি ঠেকাবে কি করে !
তার চোখে সুবিশাল তুমি এবং
(আসলেই তুমি নিটোল একটি ঠুনকো কাঁচের গ্লাস)
ঐ অন্যসব কারা কারা যেন
চৌরাস্তার মোড়ে সমান্তরাল ট্রাফিক পুলিশ,
লোকাল প্যাসেঞ্জার ট্রেন ছয়’টা দশের,
লম্বমান ডেঞ্জার সিগন্যালে আটকা পড়ে যাও যদি
যতিহীন মন্ত্র বানপ্রস্থের আউড়ে যাবে সে শেষাবধি
তখন ত্রিমুখী হাতঘড়িতে মধ্যবর্তী কোনও দাগে
ঝুলে থাকবে প্রয়োজনীয় বিশদ কাটা মুখোমুখি ............
.....................................................
.....................................................
...................................................
হে, নিলীমা ;
নদী যেমন মরে যায় ইচ্ছায়
মানুষের উপেক্ষা পেতে পেতে একদিন অভিমানে,
কোনও যুবকের বুকের ভেতর তেমনি
ভালোবাসার আজন্ম লালিত ইন্দ্রিয়জ ফুল
পূর্ণতায় বিফল হলে –
আমিও এমন হননের খেলায় মেতে উঠতে পারি................


কবিতাটি দারুন অভিমানী হয়েছে ।

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৭

ভ্রমরের ডানা বলেছেন:





প্রথমেই আপনার অপ্রকাশিত কবিতাটি নিয়ে একটি অক্ষরে বলি - দুর্দান্ত । কবিতা রচনায় যে মুন্সিয়ানা, আবেগের উথালপাতাল ঢেউ, মনের গহীনে লুকিয়ে থাকা হাহাকার, ক্ষোভের বিপরীতে ভালবাসার তুলিতে কবিতার যে চিত্র তা দ্বিধান্বিত যুবকদের শুধু আশ্রয় নয়, একাদিক্রমে সাহস, ভালবাসা, মায়া মমতার জাগতিক মানবতা বোধকে জাগ্রত করবে।


এবার আসি নিজের কথায়। হ্যা কবিতাটি একটু অভিমানী। জীবনের সকল মানবিক গুণাবলী ফেলে, সকল সাধ, স্বপ্ন, খেলাঘর, রংতুলি ফেলে শুধু শুধু অর্থনৈতিক গ্রাফের ঘোড়া হতে গিয়ে পথচারী ধনকুবের টুংটুং মুদ্রানীতি, কবির কিছু কবিতার মৃত্যুর জন্য দায়ী। তাই তো এই বিউগল সকরুণ সুর।

কবিতায় আপনার অপ্রকাশিত কবিতা পেয়ে পূর্ণভাব দেখার অপেক্ষায়.........
ভাল থাকুন সুপ্রিয় লেখক।

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৮

বিজন রয় বলেছেন: কবিতার মৃত্যু হোক কিন্তু কবির যেন না হয়।

অনেক ভাল কবিতা হয়েছে এটি।
+++

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা বিহীন কবির মুল্য কি? আত্মার মৃত্যু ঘটিয়ে দেহের ইন্দ্রিয় তৃষ্ণা সে তো আফ্রিকার সাভানায় বেহুদা পশুরাজও করে। সে জগতের বাসিন্দা হলে মানব জীবনের উৎকর্ষ কোথায়? উৎকর্ষ কি আজ ইট কাঠ পাথরে, শতশত মাইল তপ্ত পীচঢালা রাজপথ, কফিহাউসের পেয়ালায়, চীজ বার্গারের সসেজে? প্রশ্নগুলো আপনার প্রতি নয়, মানবজাতির প্রতি।

আপনার মত আমিও চাই, কবিতারা, কবিরা বেচে থাকুক। তবেই মানবযাত্রা সঠিক পথে যাবে। কবিতা পাঠে ধন্যবাদ বিজন ভাই।

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৮

সুমন কর বলেছেন: আজ কিছু কবিতার,
কিছু আবেগের, কিছু অনূভুতির
নিরব মৃত্যু জরুরী।
-- ভালো লিখেছেন।

শুভ দুপুর।

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪২

ভ্রমরের ডানা বলেছেন:


শুভ দুপুর সুপ্রিয় সুমন ভাই। কবিতা পাঠে ও কমেন্টে অশেষ ধন্যবাদ। এভাবে চরণ উদ্ধৃত করে ভাল লাগা প্রকাশ করে অনুপ্রাণিত করেছেন। শুভকামনা!

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩২

বেচারা বলেছেন: অনেক মন্তব্য ইতিমধ্যেই পেয়ে গেছেন। কথা বেশি বলব না। শিরোনামের ৪ লাইন পড়ে মনে হয়েছিল দারুন হবে। তাই হল। পছন্দ করলাম।

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি পাঠ করার জন্য আপনাকে ধন্যবাদ। শিরোনাম দেখেই কবিতা পছন্দ করেছেন, চার লাইন পড়েই কবিতা দারুন হবে বুঝে নিয়েছেন এবং শেষতক তাই হল। কবিতা পছন্দ করেছেন। এজন্য ধন্যবাদ। শুভকামনা।

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৯

অন্তু নীল বলেছেন: কবিতা বোদ্ধাদের জন্য সহজ হলেও আমার জন্য মোটেও সহজ ছিল না।
কবার পড়তে হল।
+++ বেশ ভালো লাগল।

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
ব্যাপারটি ভাল মত বুঝে উঠতে কমেন্টগুলো পড়ুন। সারকথা পেয়ে যাবেন। কবিতার আত্মাকে উপলদ্ধি করতে গিয়ে চার বার কবিতাটি পড়েছেন। এই বা কম কিসে। কবিতার প্রতি আপনার অনুরাগে লেখকের অশেষ কৃতজ্ঞতা। ভাল থাকুন। শুভকামনা!

১৭| ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪০

মার্কো পোলো বলেছেন:
চমৎকার। আপনার কবিতার আলাদা বিশেষত্ব আছে। অনেক ভাল লাগলো।

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:

আসলে সবার হাতের লেখা যেমন এক নয় ঠিক তেমনি কবিতা লেখার স্টাইলও আলাদা। তবে আপনিই প্রথম বললেন এই বিশেষত্ব গুনের কথা। সে জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা মার্কো পোলো!

১৮| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

সাহসী সন্তান বলেছেন: ডানা ভাই, আজকের কবিতাটা কিন্তু সেই লেভেলের হইছে! এযেন কোন এক স্বপ্নভঙ্গ কবির অস্ফুট করুণ আর্ত্মনাদ! যার সাথে মিলে যায় শেষ বিদায় জানানো কোন এক মহাপুরুষের জন্য বাজানো বিউগলের করুণ সুরের সাথে!

চমৎকার কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৮

ভ্রমরের ডানা বলেছেন:





আপনাকে চিনতে আমি ভুল করে ছিলাম। বহুদিন ধরে গবেষনা করেছি। আজ তা প্রমানিত হল। কেমন আছেন?

এভাবে না জানিয়ে পাঠকের মৃত্যু, কবিতার মৃত্যু, কবির মৃত্যু আপনিই রচনা করেছে। পথচারী ধনকুবেরের কোন দোষ নাই।

কতদিন পর!!!!
:((

১৯| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মুগ্ধতা!! কিন্তু কবিতার মরণ হলে কি চলবে...... ?

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৬

ভ্রমরের ডানা বলেছেন:


মুগ্ধতা করার মত কোন গুণাবলি নেই। কবিতা ছাড়া। আর সেখানে আপনাকে পেয়ে, আপনার সুন্দর পেয়ে খুব ভাল লাগছে। অশেষ ধন্যবাদ।


ও হ্যা, কবিতার মরন হলে চলবে না। কবিতার মরন আমিও চাই না কিন্তু বাস্তবতা অনেক নিষ্ঠুর। অর্থনীতির জাঁতাকলে কবিতার একদিন মরণ হবে, কবিদের খুঁজে পাওয়া যাবে না। এটাই বাস্তবতা।

২০| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৭

মুসাফির নামা বলেছেন: চমৎকার লিখেছেন।

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০১

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ মুসাফিরনামা। অনেক অনেক ভাল থাকুন। কবিতার সাথেই থাকুন।

২১| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা :)

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে। কবিতার সাথেই চলুক ভাববিনিময়। ভালবাসা জানবেন। শুভকামনা ছবি!

২২| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৮

সাহসী সন্তান বলেছেন: ভুল তো হওয়ারই কথা! ঐযে কথায় বলে না, যখন কেউ খুব শীর্ষে উঠে যায় তখন নিচের সব কিছুই তার কাছে পিপড়া পিপড়া লাগে! ব্যাপার না, ভাবিরে বইলা একটা পাওয়ার ওয়ালা চশমা সেট করার দাবি জানিয়ে গেলাম! ;)

আর আলহামদুলিল্লাহ আমি ভাল আছি ভাই! আপনি কেমন আছেন?

আসলে ব্যক্তিগত ব্যস্ততা আর ব্লগটা তুলনামূলক স্লো থাকার কারণে ইদানিং একটু কম-কম আসা হচ্ছে! ভাল থাকবেন সব সময়!

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪২

ভ্রমরের ডানা বলেছেন:

ব্রাদার, আর লজ্জা দিয়েন না। আপনি উপরে ছিলেন আছেন, থাকবেন। কিন্তু একটু টাইম লাগছে। ক্লু বিহীন কেসের সমাধান করতে একটু সময় তো লাগবেই। নতুন পথের নতুন পথিক। ঝোলাটা পুরানা। ওটা দেখেই চেনা লাগল।


এই যে কবিতার হাত সে কিন্তু ব্লগে এক নদীর অনুপ্রেরণায়। সে কথা আরেকদিন বিষদ ভাবেই জানাব।

আমি ভাল আছি। আমি জানি আপনি অনেক ব্যস্ত, বোঝা যায়। তবুও ব্লগে আসেন। আমার লেখা পড়েন এটা আমার বড় প্রাপ্তি। আপনার লেখা মেগা পোষ্টের বহর দেখে ভাবি যদি পারতাম। সে তো সম্ভব নয়। সাহসী একজনই।


যাক গে আপনারে পেয়েছি এতেই আমি খুশি।

২৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৪

সাহসী সন্তান বলেছেন: ওহঃ কি একটা গবেষণার কথা বললেন সেইটা জিগাইতে ভুলে গেছি! আমারে কি ভাই আপনি গিনিপিগের মত ব্যবচ্ছেদ করণের পিলান ভাজতেছেন নাকি? জাতির কিন্তু অলরেডি ভয় শুরু হইয়া গেছে..... ;)

এভাবে ব্রাদার হইয়া আপনি তো ভয় দেখাইতে পারেন্না! :P

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০৭

ভ্রমরের ডানা বলেছেন:
ভয়ের কিছু নাই। আপনি ডায়নাসোর জগতের লোক। ভয় কথাটা খাটে না আপনার লগে। তয় এত দিনপর যেহেতু পাইছি মেলান কথা কইতে ইচ্ছে করছে। কিন্তু থাউকা পরে কমুনে। আপনি কবিতা লিখুন। আপনার কবিতার স্বাদ পাইতে ইচ্ছে করে। অথবা কিছু ক্লু দিন। খুঁজে নিমু। :D :D

২৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা আজ প্রাণ পেল ডানার অসাধারন কবিতার মাধ্যমে।:)

অনেক অনেক ভালোলাগা++++

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৬

ভ্রমরের ডানা বলেছেন:


বিলি ভাই, আমি কিন্তু কবিতার মৃত্যুর কথা বলেছি কবিতায়। যদিওবা আমি চাইনা কবিতারা মরে যাক। আমি মনে প্রানে চাই তারা বেচে থাকুক।


এখন কেউ আর বিউলফ, হাকেলবেরী ফিন, আনডার দ্যা গ্রীন উড ট্রী পড়ে না। এখন সবাই, ড্যাফোডিল, ইন মেমোরিয়াম, এলিগি ইন কান্ট্রি চার্টিয়ার্ড পড়ে। বাংলা কবিতায় চর্যাপদ বাতিল করে দিছে আধুনিক জীবন। তৎসম শব্দ দেখলে আমরা নাক সিটকাই। আফসোস, একসময় এগুলাই আমাদের পূর্বপুরুষদের প্রান ছিল। আমরা এখন জিংগেল কবিতা পড়ি। এটাই কষ্ট। আধুনিক হতে গিয়ে আমরা কি নষ্ট হয়ে যাচ্ছি না।


যাক গে কথা গুলো মনের নিদারুণ কষ্টে শেয়ার করলাম। কিছু মনে করবেন না।


কবিতায় এসে এমন মনভাল করা কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই।

২৫| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৩

নীলপরি বলেছেন: কবিতার করুন সুর মনকে ছুঁয়ে গেলো !

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২১

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার করুণ সুর মন যে মনকে ছুঁয়েছে সে মনেই কবিতা বেচে থাকবে। যে মনে কবিতা নেই সে মন, মন নয়, আফ্রিকার গহীন জংগল।

কবিতাকে এভাবে উপলদ্ধি করে কমেন্ট করার জন্য অনেক অনেক ভালবাসা ও শুভকামনা নীলপরি!

২৬| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৫

মেহেদী রবিন বলেছেন: বাহ, অসাধারণ

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৩

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ মেহেদি রবিন। কবিতার সাথে থাকুন।

২৭| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: পথচারী ধনকুবেরের থলিতে
টুংটুং করে বেজে উঠবে
আজকের মুদ্রানীতি।
তাই আজ কিছু কবিতার,
কিছু আবেগের, কিছু অনূভুতির
নিরব মৃত্যু জরুরী।
আজ রাতে বেজে উঠুক
বিউগলে সকরুণ সুর।

নির্মম বাস্তবতা ।

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৫

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় কবি। এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন সে কামনায় নিরন্তর!

২৮| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০৯

সোহাগ সকাল বলেছেন: আহ! এত সুন্দর কবিতা কিভাবে লিখলেন! কি যে ভালো লাগলো!

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩২

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও মিষ্টি অনুভবে অনেক অনেক ভাল লাগা। ভাল থাকুন নিরন্তর!

২৯| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২০

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ লিখেছেন কবিতায় ভালো লাগা রইলো......।

১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৫

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় আপনার ভাল লেগেছে জেনে তৃপ্ত হলাম। শুভকামনা!

৩০| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪০

টমাটু খান বলেছেন: পড়ে খুব ভালো লেগেছে।

১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে অনেক অনেক ধন্যবাদ টমাটু খান।ভালবাসা ও শুভেচ্ছা রইল।

৩১| ১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০২

অরুনি মায়া অনু বলেছেন: কবির মৃত্যু হবে সে নাহয় বুঝলাম, কিন্তু যে কবিতা গুলো পাঠকের হৃদয়ে গেঁথে গেছে তার মৃত্যু কি করে করে হবে বলুন দেখি কবি?

১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

ভ্রমরের ডানা বলেছেন:


এই কবিতাটি বহুমাত্রিক। একেক বার একএক রকম ভাবে অনুভব করছি । একবার পাঠকের মৃত্যু, একবার কবিতার।কবিদের মৃত্যু নেই। সেটা বলা তো দুঃসাহস। তবে কবিরা মিথ্যেও হয়ে যেতে পারে। তবে একসময় আসবে যখন আধুনিকতা মানুষকে কবিতার বলয়ে থাকতে দেবে না। সে পথ অবশ্য অনেক অনেক দূর। যে কবিতা, যে কবি পাঠকের হৃদয়ে গেঁথে সে বেচে আছে, তারা বেচে আছে। বেচে থাকুক! এক এক অদ্ভুত মিথোগ্রাফি!

১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে আপনাকে ধন্যবাদ।

৩২| ১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৬

প্রথমকথা বলেছেন: কবিতা পাঠে খুব মুগ্ধ হলাম।

পাঠকে মৃত্যু হয়েছে অনেক আগেই,
প্রকাশক, কবি, কবিতা সবি মিথ্যে,
জীবনমুখোর আয়োজনহীন
বিরানভূমিতে, সুধামাখা ফাকা বুলিতে
বাস্তবতার ঘাম লুকিয়ে কিছু
কবিতার আজ কবর রচিত হবে।

ভাল লাগল কবি।

১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় এমন অনুভবে আপনার প্রতি ভালবাসা ও শুভেচ্ছা প্রথমকথা। এভাবে কবিতার সাথে থাকার জন্য ধন্যবাদ।

৩৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৪

জুন বলেছেন: কবিতার মৃত্যু হোক সমস্যা নেই ভ্রমরের ডানা। কবির মৃত্যু না হলেই হলো। কি বলেন। কবি বেচে থাকলে কত কবিতা লেখা যাবে। সেই বিভুতিভুষনের বিখ্যাত অপুর সংসার বইটি পড়েছিলেন কি? অপুর স্ত্রীর অকাল মৃত্যুর খবর পেয়ে পড়শী মহিলা এসে সান্তনা দিয়েছিল এই ছড়াটি বলে,
" বজায় থাকুক চুড়ো বাশী,
মিলবে কত বাদী, দাসী"।

সুতরাং কবিতার মৃত্যু হোক, কবির নয়।
ভালোলাগা রইলো কবিতায়।
+

১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা ছাড়া কবিরা বেচে থাকবে কি করে আপুনি। আমিও চাই কবিতা, কবি, পাঠক বেচে থাকুক। কিন্তু আধুনিকতার চোরাবালিতে সব সৃজনশীল মনের কথা, কারুকলা হারিয়ে যেতে পারে। কবিতায় সে আশংকা করেছি।

না আপু, বিভূতিভূষণ পড়ার সময় করতে পারিনি। তবে ছোটবেলায় পথের প্যাচালী পড়েছি। অপু দুর্গা আবছা মনে আছে। "অপুর সংসার " পড়তে হবে। আচ্ছা আপু, অপু কি পড়শী মহিলার কথায় বউ মৃত্যুর দুঃখ ভুলে যায় ?? আহারে অপুটা।


কবিতা পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ আপু।

৩৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪০

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: জ্যোতিষীর মাথা কাটা যাক।

১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

এভাবে বাশুলী বাজিয়ে দিলেন ভাই ডি। কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ।

৩৫| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪০

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: জ্যোতিষীর মাথা কাটা যাক।

১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার মত আমিও বলি,

বাস্তবতা বিবর্জিত কবি পরিত্যাজ্য।

৩৬| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৫

জেন রসি বলেছেন: বাঁচতে হলে তীর বল্লমে আর কাজ হবেনা। নতুন উইপন লাগবে যা দিয়ে সারভাইব করা যায়। তাই কবিতাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের।

কবিতা ভালো লেগেছে ডানা ভাই।

১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

কথা ঠিক। য়ুই উইল সারভাইভ টিল দ্যা লাস্ট, মাই ইলাস্টিসিটি ইস মাই স্ট্রেংথ। লেট দ্যা বারবারিয়ান ইকোনমিক সুড কাম? আই উইল ঊইপ ঈট বাই মাই হুইপ আ বিলিয়ন টাইমস ঈট হিট মি।


ওয়েল কাম এবোর্ড জেনি ভাই। শুভকামনা!!

৩৭| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

শরতের ছবি বলেছেন:



আজ কিছু কবিতার মৃত্যু হবে -------------- কথাটি সত্য করে বলতে চাইলেও আরেকটি নতুন কবিতার জন্ম হয়ে গেল ! যেকোন ভাবে কবিতার জন্ম হলে তাতে কবিতার সংগ্রহশালা সমৃদ্ধ হবে । ভাল লেগেছে ভীষণ +++ ........।

১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

ভ্রমরের ডানা বলেছেন:
যাক আপনি বুঝেছেন ভাই। আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল। এই যে এভাবে এতো দিন পর এই কবিতাটি খুঁজে পড়লেন এতেই তো পাঠক, কবিতা সব বেচে গেল। কিন্তু একদিন সব হারিয়ে যাবে....... সেদিন হয়ত দূরে কিন্তু এটাই সত্যি...........

৩৮| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৯

জিহাদ ৭০০৭ বলেছেন: ওস্তাদ, স্যালুট। অামি যা কখনো ভাবতে পারব না অাপনি তা প্রকাশ করলেন। চমৎকার, কি! দুর্দান্ত চমৎকার।

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার কমেন্টের কি জবাব দেব ভেবে উঠতে বেশ সময় লাগল। আসলে আমি সাধারণ ভাবেই লেখেছি। নিজের মনের মত করেই। হয়ত আপনিও এমনটি ভেবেছিলেন কোন একসময় তাই তো দীঘিনালায় এমন টাংকর!

কবিতার প্রতি আপনার অনুরাগ, আমাকে মুগ্ধ করেছে। আপনার কমেন্ট পড়ে মনেহল এমন কিছু থাকে যা মিলে যায়, মিলিয়ে দেয়। এটাই ধরতে চেয়েছিলাম। ভাল থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক শুভকামনা!

৩৯| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪

গেম চেঞ্জার বলেছেন: দারুণ লাগলো!

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

পুরান কবিতা পাঠে ধন্যবাদ গেম্ভাই! খুব খুশি লাগতাছে!

৪০| ১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
৪০ নাম্বার মন্তব্যটা মনে দাগ কাটলো, সেই সাথে আমাকে কেন এ কবিতা পড়ার অনুরোধেও, বুঝলাম না কিছু ? যদি অন্ধকারে তীর ছুঁড়েন, তাহলে কি লক্ষবস্তুু ভেদ করবে? আপনি সবার থেকে একটু ভালো লিখেন, একারণে মাঝে মাঝে অনলাইন হোক, বা অফলাইনে হোক ব্লগ পড়ি । যদিও আমি কবি না কিন্তু কবিতা ভীষন ভালো লাগে। জানি এই ব্লগে ক্যচাল আছে কিছু কিছু নতুন নিকের কারণে, যদি ঐ দলের লোক ভাবেন তাহলে সরাসরি বলে ফেলুন ।

১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: বিষয়টা তা নয়। চল্লিশ নং মন্তব্য হিমঘরে গেছে। সে অন্য প্রসংগ। কিছু ঈর্ষান্বিত প্রলাপ আরকি।

সে জন্যে নয়। মূলত শেফালির বাষ্পায়ন কবিতায় পাউন্ডশিলিং কথাটা পেয়েছিলাম তাই কবিতার লিংকদিয়েছি। আপনার মন্তব্যের সাথে এ কবিতার কিছু যোগসূত্র স্থাপনের জন্য। বিশেষ কিছু নয়!

৪১| ১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
শেফালির বাষ্পায়ন কবিতায় কোন মন্তব্য রাখিনি, ‍একটু ক্লিয়ার করে বললে ভালো হতো ! কথার তাল-বেতাল মনে হল..

১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০২

ভ্রমরের ডানা বলেছেন: দুঃখিত! মন্তব্য সংশোধিত করা হয়েছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.