নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য - ৬ - কেড়ে নিল মনের কেওড়াবন

১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২০




এলিটা, দূর নক্ষত্রপথের স্তব্ধ তারাপথ,
সমুদ্রজলের দর্পণতলে মিটিমিটি
আলোর পিদিম জ্বেলে সকল অতল-
গহীন আধারের বুকেপিঠে
ভালবাসার আলোছায়া-
অদৃশ্য চুম্বনদৃশ্য,
নয়ন দিগন্তরেখায়
প্রশান্তির নিরিবিলি ঢেউ,
গুরুয়া মেঘেরঘটায় কুঞ্চিত
পাপড়ি অভ্রখনি, পরশ বুলায়ে
অজস্র নারকেল বাগান, ঝাউগাছ,
একাকী দুপুর, ডানা মেলা গাঙচিল,
অবিরাম সমুদ্রতটে প্রেমিক-
সমুদ্র শিখার অবিরাম চুম্বন,
নীরবে বিস্তৃত বালুচরি ঝিনুক কুড়িয়ে
প্রেমিকার মোলায়েম শুভ্র হাত,
অজস্র রাতের শেষে দিন,
দিনের শেষে রাত,
ভোরের সূর্য ডানায় ভেসে,
উদ্ভাসিত প্রথম আলোর প্রেমে
জ্বলে ওঠা শিশিরসিক্ত মনে,
আধুনিকতার প্রতিটি মুখোশ খুলে,
বুনো আদিম হাসির তুলিতে,
বর্ণালীর প্রতিটি ঘন গাঢ় রং মাখিয়ে
সমুদ্র সৈকতবেলার নরম
মখমলি চাদরে অংকুরিত,
তোমার আমার একান্ত সমুদ্রক্ষণ-
হাতছানির মিষ্টি কায়দায়,
জনপ্রিয়তার বাধ ভেঙে,
রুপোলি পর্দার ফিনফিনে
জর্জেট শাড়ির মেঘে
পড়ন্ত বিকেল আদাড়ে
কেড়ে নিলে মনের কেওড়াবন।

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৫

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: আধুনিকতার প্রতিটি মুখোশ খুলে,
কোনটা মুখ আর কোনটা মুখোশ এটা বোঝা যে বড় দায়!

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৫

ভ্রমরের ডানা বলেছেন: কথাটা খাটি! আসলেই তাই। মুখ আর মুখোশের এই দুনিয়ায় মানুষকে কি করে চিনব বল?

২| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৩

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



এই কবিতার বিশেষত্ব হলো , সমস্তটা মিলে কেবল একটিই বাক্য ।
"কেড়ে নিলে" শব্দটি ( ক্রিয়াপদ ) বাকী সব বাক্যাংশকে একসূত্রে গেঁথে দিয়ে গেছে । নইলে অপূর্ণ থেকে যেতো কবিতার ভাব ।

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় জীএস ভাই রহস্যটুকু "কেড়ে নিলেন" ক্রিয়াপদ হতেও পারে, বাকি সব একসূত্রে গাথা হতেও পারে যদি এলিটার কাছে তা মনে হয় তবে সব মেনে নিতে রাজি। এলিটা মেনে নিলে সব গদ্যময় মরা পদ্যসাহিত্য হয়ে উঠতে পারে অপূর্বতা। সেই অধরাকে ছুঁয়ে দেখতে গিয়ে কবিতার এমন বদন। সে লম্বা ছত্রেছত্রে একজনমাত্র প্রবেশ করে খুলে দিয়েছে অক্ষরান্ত লহরীর গুপ্তধন সিন্দুক। একদম পারফেক্ট ব্যবচ্ছেদ !!


কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় জী এস ভাই। আপনার এই কমেন্ট পাবার আশায় কবিতাটি লেখা। ইউ আর দ্যা সুইফট মাস্টার অব পোয়েট্রি ডিকোডিং! নো ডাউট!

৩| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৬

মেহেদী রবিন বলেছেন: আদাড়ে কি জিনিস?

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: আদাড়েপাদাড়ে এই রকম মানে আরকি। স্থান, কাল এমনি বুঝিয়েছি কবিতায়। পাঠে ও কমেন্টে ধন্যবাদ রবিন ভাই!

৪| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৫

অরুনি মায়া অনু বলেছেন: জীবনের আরেক নাম প্রকৃতি |খুব সুন্দর ভাবনার প্রয়োগ | ভাল লাগায় ভরে উঠল |

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১০

ভ্রমরের ডানা বলেছেন:

যদি তাই হয়, তবে প্রকৃতির মায়াময়ী ছোঁয়াইব প্রতিটি কাব্যপল্লবে। এভাবে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ!

৫| ১৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি!:)


ভালোলাগা ++

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:

দুটো প্লাস দিয়ে আপ্লুত করে দিলেন ব্রো। এই মন্দাভাবের কবিতার কাটতি আপনার প্লাস দুখানা পুষিয়ে দিল। :P

পাঠে ও কমেন্টে ধন্যবাদ রইল বিলি ভাই!

৬| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৭

ইমরান আল হাদী বলেছেন: "আধুনিকতার প্রতিটি মুখোশ খুলে"
চমৎকার লেখনি, অভিন্দন।

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:
শুধু কি তাই আদিমতম বুনো হাসিও আছে! :D

পাঠে কমেন্টে ধন্যবাদ।

৭| ২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০১

হাসান মাহবুব বলেছেন: একই সাথে নির্মল এবং বুনো।

২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:

এই সৌন্দর্যগুলো বুনো হলেই ভাল লাগে হামা ভাই। পুরোনো কবিতা পাঠে ও এমন মিষ্টি মন্তব্য করে আমাকে আলোড়িত করার জন্য ধন্যবাদ।

৮| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২৪

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো । ++

২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ নীলপরি। ভালবাসা জানবেন।

৯| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার কবিতায় অনেক কঠিন শব্দের প্রয়োগ থাকে,আমার জন্য বুঝতে কষ্ট হয়, সমর্থক শব্দগুলো ডিকশনারী থেকে দেখে নেই তাতে শব্দগুলো শেখা হয়।
পড়ে ভালো লাগলো। ধন্যবাদ

২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪১

ভ্রমরের ডানা বলেছেন:

মায়ের ভান্ডারের শব্দগুলো কঠিন হলেও মিষ্টি। অনুভব করেই দেখুন!


কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ শাহারিয়ার কবীর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.