নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ-১- ক্লিনিক্যাল ডেথ

২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৭



এ এক বিভৎস কারবার-
প্রতিটি লাইনের রক্ত মাংস খুলে,
দস্তানা হাতে ফরসেপ ধরে
কবিতাদির নিখুঁত বাইপাস সার্জারি শেষে
উদ্ভ্রান্ত পাঠকের ভোগে,
কলমের নিবে গাথাঁ
প্রেমিকের হৃদপিন্ড।

প্রতিটি শিরায় শিরায় জমা
প্রেমিকার চিঠিপত্র,
নিউরোটক্সিন স্তরে
ভালবাসার নিকোটিন স্নায়ু,
ফুসফুস অ্যালভিলাসের মিহি তুষারদানা,
সবই মরে গেছে এ প্রহরে!

তাই গুমোট আধারে
বেচে থাকুক স্মৃতির ক্যানভাস,
বাস্তবতার ডলার পাউন্ডে ভরে যাক,
জীবন্তিকার রাজপ্রাসাদ।
মুছে যাক সব দিঘীর কালো জল,
প্রেমেজর্জর প্রেমিকের লাশকাটা ঘর,
সুউচ্চ হিমালয়, বলিষ্ঠ অভিমান।
প্রেমের ব্যবচ্ছিন্ন শবাধারে লেপ্টে থাকুক
সার্জনের ছুরি কাচির ট্রে।
বিশ্বাসঘাতকের খঞ্জরে লেপ্টে
পৃথিবীর কল্পনায় পুঁজিবাদ তাজমহল,
নব উল্লাসের মদিরায় নেচে উঠুক
আজ স্বঘোষিত ক্লিনিক্যাল ডেথ।

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১৮

সুমন কর বলেছেন: ব্যাবচ্ছেদ ভালো হয়েছে।

কবিতা মোটামুটি।

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ সুমন দা। কবিতাটি লেখে আমি নিজে সন্তুষ্ট!! ভাল লাগছে!


শুভরাত্রি!

২| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১:০৪

মেহেদী রবিন বলেছেন: সুন্দর লিখেছেন

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৬

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ধন্যবাদ মেহেদি রবিন!

৩| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১:১৪

মার্কো পোলো বলেছেন:
চমৎকার।

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৫

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ধন্যবাদ মার্কো পলো!

৪| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে ভালো লাগলো।

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় আপনাকে পেয়ে খুব ভাল লাগছে। কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ!

৫| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



ভীষন বাইয়োলোজিক্যাল টেস্টের ও রবোটিক ভাষায় লিখিত পংক্তিমালা; আগামী শতাব্দীর জন্য লিখছেন?

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৩

ভ্রমরের ডানা বলেছেন:
বায়োলজি আর রসায়ন মিলেই প্রেম, বস্তুগত সকল কনা সেখানে বড্ড বেরসিক। কবিতার ব্যাবচ্ছেদে ভিন্নতর স্বাদ নিতেই এই লেখা। আগামী শতাব্দীকালে প্রেম থাকবে। তবে সে প্রেমের ভ্রমর কবিতা নয়, বায়োলজিক্যাল প্রটোকল খুঁজতে ব্যস্ত থাকবে।


পাঠে কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৫

সুমন কর বলেছেন: নিজে সন্তুষ্টিই বড় কথা। আমি কিন্তু আপনার, প্রায় সব কবিতার পাঠক। ;)

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:

আমি জানি, দু একজন আছেন। যেমন আপনি, জীএস ভাই, হামা ভাই, দিশেহারা রাজপুত্র, আগে ছিলেন শতদ্রু এক নদী।

এতসব মহারথীজন আমার কবিতার পাঠক সেটা আমার পাওনাই বটে। তবুও এটাই সত্য যে নিজের সন্তুষ্টির জন্যই লেখি। লেখার সময় পাঠকের কথাও ভাবি না। কবিতার কথা ভাবি। গদগদবচনে আমার প্রিয় একজন কবি ও লেখক পাঠকে মিথ্যে বলার ইচ্ছে আমার নেই। যা সত্য তাই বলেছি।


তবে আপনার মন্তব্য যে আমলে নিই নি তা নয়। মাথায় রীতিমত জোরসে হিসেব কষে দুতিন ছত্র লাগিয়ে দিয়েছি। এর আগে দিশেহারার এক কথায় পুরো কবিতার অবয়ব বদলে দিয়েছে। আমি অবশ্যই আপনার কথা, পাঠকের কথা শুনি। সেটাই হওয়া উচিত। তবে আমার কবিতায় সন্তুষ্টি সেটাও মিথ্যে নয়।


বিশুদ্ধতম নই, কিছু কবিতা থাকে যেগুলো হৃদপিন্ড ছিঁড়ে লিখে পাঠকের প্লেটে দিতে হয়, সেই কষ্টগ্রাফ আঁকতে গিয়েই কবিতার এই ব্যাবচ্ছেদ।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৬

সাহসী সন্তান বলেছেন: বায়োমেট্রিক কবিতা? বেশ চমৎকার লাগলো! চিকিৎসা শাস্ত্রে বেশ জ্ঞান আছে বলে মনে হচ্ছে? স্লো পয়জনিংয়ের মাধ্যমে একজন প্রেমিক যে কিভাবে তিলে তিলে মৃত্যুর দুয়ারে পৌঁছতে পারে, কবিতাটা যেন তারই একটা জেরক্সকপি! :)

খুব ভাল লাগলো! শুভ কামনা ডানা ভাই!

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:
সাস ভাই,

ব্যাবচ্ছেদ সিরিজের কবিতা গুলোতে প্রেমিকের করুণ আর্তনাদ, প্রেমিকার গভীরতম ভালবাসা বৃন্ত, আততায়ী খঞ্জর, সমাজের রন্ধে রন্ধে পাপের গলি - গেঁথে দেওয়া হবে। কবিতাদির সারকাস্টিক ভাব পাঠকের অনুভব বলয়ে কিছু প্রশ্ন তুলে যাবে। এই কবিতা কিছুটা বায়োমেট্রিক। তবে পরের গুলো কি হবে জানি না। তবে অদ্ভুত হবে এটাই আপাতত মনে হচ্ছে। দেখা যাক কি হয়।

চিকিৎসাশাস্ত্র ভালই লাগে। তাই তো কবিতার এই ব্যাবচ্ছেদ!

পাঠে ও কমেন্টে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা!

৮| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৬

ক্লে ডল বলেছেন: কলমের নিবে গাথা
প্রেমিকের হৃদপিন্ড।


বিভৎস কবিতা!! :(

ভাল লাগল। :)

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:


ক্লে ডল, বাস্তবতা তার থেকেও মর্মান্তিক, বিভৎস। দেখা আর ভোগ করা মাঝে আলোকবর্ষ দূর। সেই অনুভবকে পাতালে ঠেলে দিতেই কবিতার ব্যাবচ্ছেদ!

পাঠে ও কমেন্টে অসংখ্য ধন্যবাদ।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৯

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৬

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ধন্যবাদ পবন সরকার। শুভকামনা!

১০| ২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৫

নীলপরি বলেছেন: ব্যাবচ্ছদের স্টাইল ভালো লেগেছে । ++

২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:

ব্যবচ্ছেদ স্টাইল ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে। কবিতার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালবাসা জানবেন। শুভকামনা!

১১| ২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৪

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ধন্যবাদ প্রামানিক ভাই।

১২| ২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: গাঁথা হবে মনে হচ্ছে।



বিশুদ্ধতম সফেদ দেওয়ালে তুমি ঘোরতর কৃষ্ণবিন্দু। দৃষ্টির অগোচরে তাই স্বপ্নাতীত। চোখ পড়বেই কবিতায়।

২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:
কৃষ্ণবিন্দু নয় আমি চন্দ্র বিন্দুস্থ ক্যাচালে পড়েছি। এত করেও চন্দ্রবিন্দুটা দেওয়া গেল না। ভাল বাংলা টাইপিং শেখতে হইবেক।

কবিতায় যেন চোখ না পড়ে। যক্ষ জানে না তক্ষ কি!!
কবিতা পাঠে ও কমেন্টে বিশুদ্ধতম সফেদ ভালবাসা!

১৩| ২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: গাঁথা হবে মনে হচ্ছে।



বিশুদ্ধতম সফেদ দেওয়ালে তুমি ঘোরতর কৃষ্ণবিন্দু। দৃষ্টির অগোচরে তাই স্বপ্নাতীত। চোখ পড়বেই কবিতায়।

২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

ভ্রমরের ডানা বলেছেন:

:D :D চশমাপরা ছেলেদের হাসিটি সুন্দর!

১৪| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১:০২

অরুনি মায়া অনু বলেছেন: ভাল লেগেছে কবিতা। বেশ সুন্দর।

২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও সুন্দর মন্তব্যে ধন্যবাদ মায়া অনু! ভালবাসা জানবেন!

১৫| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




কবিতা আর ভালোবাসা যখন দূরে দূরে সরে যায় তখন ওসবের রক্ত মাংস খুলে খুলে দেখতে হয় । সবাই -ই তো যায় । এদিক সেদিক । সে দুঃখেই তো প্রেমে জর্জর প্রেমিকের লাশকাটা ঘরে ঠাঁই মেলে । আর স্বঘোষিত মৃত্যুর সুরতহাল লিখে যেতে হয় তাকে ; হয় কবিতায়, নয় কারো হৃদপিন্ডে ।

ভালো হয়েছে ।


২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:

কিছু দেখে, কিছু অনুভবে, ভালবাসার নাভিদেশ যে পদ্মকোষ, তাই কবিতা, তাই হৃদপিন্ড। কলমের নীবে যে অক্ষরাদি, সে কবিতা নয়, কারো জীবনের পরোয়ানা। ব্যবচ্ছেদ শেষে তা ভুলে যেতে হয়। হাকিমের হুকুম শেষে ভাঙা নীবের কষ্ট, কবিতাদের মনে থাকে না। মুক্তির পাখিদের ফরাসি বিপ্লব, সেতো গিলেটিন বিলাপ। তাই কবিতার ব্যবচ্ছিন্ন ক্লিনিক্যাল ডেথ!


কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুপ্রিয় কবি!

১৬| ৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৮

হাসান মাহবুব বলেছেন: কাব্যিক মনের সৃজন রসায়ন। ভালো লাগা রইলো।

৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:
পদার্থের অপভ্রষ্ট আকরিকে, কেটে গেছে সকল ধাতুমল দানা। এখন যা দেখি সব বিশুদ্ধ দ্রবণ। পানির মতই।

রসায়ন সৃজনে ও মিষ্টি মন্তব্যে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.