নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ -২- রজনী বাঁধ

৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৩



কিছু হৃদয় গোলার বারুদে পোড়া গন্ধ-
ইতিহাসগ্রাফের ধারায় বসতি সভ্যতা উনুন,
ঋদ্ধিমান যোদ্ধার ঘোড়ার খুরে উড়ে উড়ে
বিলুপ্তপ্রায় জীবন্ত ফসিল খোলস জুনুন।
এই সস্তাদর প্রেমবাজারে পুঁজিপতি মন,
রুপোলি সিলিকন হাতে রজনী যৌবন।
অবয়বে লেপ্টে থাকা বখতিয়ার সুজন,
লুটেছে নির্জন ভাণ্ডার আধুনা বদন।
ইতিহাস তবে ভুলে গেছে প্রেম কারে কয়,
দেহ কি পাঠশালা, ভক্তি তাকেই করা হয়?
যদি তাই হয় প্রেম তবে কেন তাজমহল?
প্রেম কি সিলিকন ভ্যালি, মদিরার জল?
ডাকফেস কিউটনেস, সেল্ফির বাহার,
আধুনিক সভ্যতায় প্রেতাত্মার আহার।
আইফোন প্রেম আর খিলখিল হাসি,
আধুনা প্রেম এ কোন সুর, কোন বাঁশি?
আধুনিক হতে গিয়ে জীবন্ত ফসিল,
হৃদয়ের নাচ থেমে বদনের মিছিল।

ফুলে ফুলে অলিদের গেরুয়া গান
বখতিয়ার মানে নাতো আলোর সন্মান,
দুহাতে গুঁজে নিয়ে সুন্দরী ললনা,
প্রেম হল আদিখ্যেতা এত এত বাহানা!
বদনের দাবি বুঝি মননের নয়,
বদনকে ভালবেসে প্রেম করিতে হয়!
বদনে বদন জ্বলে, বদনই সুধা,
প্রেমের সময় নাই, বদনে ক্ষুধা।

জংগল শাবকের থাবা মেলা ধার,
দেখা মেলে অহরহ হইলে আঁধার
আসল বনের বাঘ দেখবে যদি,
মনের ভূগোলে আঁক খরস্রোতা নদী।
বদনের ঘ্রাণজ ভুলে তৃপ্ত মনন,
বনের মাঝে চাষ প্রেমের বুনন।
বদনের দাবি সে তো হরিণের স্বাদ,
সিন্ধুর মাঝে তবে কে দেবে বাঁধ?
অবাধ জলের তোড় রুখে দাও ক্ষণ ,
সমুদ্র ভেনাস নয় আধুনার যৌবন!

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
দেহ কি পাঠশালা, ভক্তি তাকেই করা হয়?

শরীর জাগে শরীরের নিয়মে.....
অধুনিক সত্যতার প্রেমে তা কয়!!!

কবিতায় ++++

৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৪

ভ্রমরের ডানা বলেছেন:
আধুনিক সভ্যতা যদি বলে শরীর জাগে শরীরের নিয়মে তবে আর কি বলব ভাই। তবে তো সবশেষ। আর তাই বুঝি রাজহাঁস দেখি না তবে সারমেয়ী ভালবাসা দেখি!

যে আধুনিকতা হৃদয়ে দোলা দেয় না, আধুনার লুণ্ঠন শেষে পলায়ন করে সেই খাইবার গিরিপথে সেই
আধুনিকতার মুখে থুঃ!

এই আধুনিকতা বহু সংসারে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছে। অসংখ্য বড়পরিবার ভেঙে এখন গ্রাস করছে ছোট গুলাকে। আর এর মূলেই রয়েছে দেহত্বাত্তিক নোংরামি!!


কবিতা পাঠে ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার ভাই। ভাল থাকুন। শুভকামনা!

২| ৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৭

নীলপরি বলেছেন: বাশি < বাঁশি হবে কি ?

কবিতা খুব ভালো লাগলো । ++

৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

ভ্রমরের ডানা বলেছেন:
জ্বী তাই হবে ঠিক করে নিলাম। সাথে কবিতা পাঠের জন্য একগুচ্ছ শুভেচ্ছা। ভালবাসা জানবেন!

৩| ৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৪

সাহসী সন্তান বলেছেন: আপনার ব্যবচ্ছেদ কবিতা গুলো খুব সুন্দর হচ্ছে ডানা ভাই! পড়তেও যেমন ভাল লাগছে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটার অর্থও খুব সুন্দর! তবে আজকের কবিতায় কিছু শব্দের বানান গুলো একটু দেখে নিয়েন-

(খুড়ে < খুরে, বাশি < বাঁশি)

চমৎকার কবিতায় ভাললাগা! শুভ কামনা জানবেন!

৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

বিচিত্রতা পাবেন সাস ভাই। এগুলোর উৎপত্তি বিচিত্র সব চিন্তা থেকে। আশেপাশের অন্ধগলি থেকে যাই পাব তুলে আনব। কবিতাও লেখা হবে নৈতিক দ্বায়িত্ব পালনও হবে। সমাজের নৈতিকতা ফিরিয়ে আনা না গেলে আমরা খুব শীঘ্রই এক হিংস্র জাতিতে পরিনত হব। ব্যবচ্ছেদ তাই যুক্তিসংগত ও সময় উপযোগী বলে মনে করছি।

বানান ঠিক করে নিলাম। আপনিও কিছু লিখুন না প্লিজ।

পাঠে ও সুন্দর কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার! শুভকামনা!!

৪| ৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

সুমন কর বলেছেন: কঠিনভাবে ব্যবচ্ছেদ হয়েছে..... ;)

ভালো লাগল।

৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:
আরো কঠিনভাবে চেয়েছিলাম কিন্তু কবিতার নিজের একটা অভ্রু আছে। তাই মাফ করে দিছি......
তবে এই ভাবে আপনি যে নিয়মিত আমাকে অনুপ্রাণিত করেন তার জন্য কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার। ভাল থাকুন, সুস্থ থাকুন সেই কামনা করি!

৫| ৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!!

কাব্যিক চপেটাঘাতে কি জাগবে হুশ
বদর পাগলদের??
লিটনের ফ্লাটে না গেলে ষ্ট্যাটাস থাকেনা প্রেমের!
হায়!
প্রেম আর কাম, লাভ আর সেস্কের ব্যবধান মুছিয়ে দেয় লোভী মন!

ধর্মতো সেকেলে! মুক্ত মনে চলছে মুক্ত জীবনের স্বেচ্ছাচারী যাপন!!!!!!

কাব্যের ভাললাগা যেন খুলে দিল কথার বাঁধ ;)

++++

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০২

ভ্রমরের ডানা বলেছেন:
বিদ্রোহী ভাই,

মুক্ত বদ্ধ যেই জানালায় যান এ সমস্যা ঘরে ঘরে। বাতাস যেমন ফাকফোকর পেলে গলে ঢুকে আপাতত এটা সেভাবেই ঢুকছে। লিটন, ঝোঁটন যে যেভাবে পারছে নেমে পড়ছে।

অনেক প্রেম দেহের ক্ষুধাবোধ মেটাতে গিয়ে মনের গহনা হারিয়ে ফেলে। ব্যর্থ হয়। সংসার জীবনে তার পরিণতি কি? সুখপাখির মন কুড়ে কুড়ে খায় ঘুণে ভরা দেহ!

হায়!

এ এক করুণ মানবজীবন।

যাইহোক, কাব্যের ভাল লাগায় আপনার কথার বাঁধ খুলে আমার মনেও অনেক জোয়ার তুলে গেল!

পাঠে ও কমেন্টে কবিতার বলয় অনুভবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ!! শুভকামনা সুপ্রিয় ব্লগার!!

৬| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


চোখ মুখই হৃয়ের আয়না

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: মানলাম আপনার কথা গাজিভাই। কিন্তু আসলে কি তাই। দেখুন তো,



ইনার সাথে নিচের কাল ব্যক্তির মনের পার্থক্য।



চেহারা মনের অভিব্যক্তি তুলতে ব্যর্থ। বুশ মানবতাকে ইরাক আফগানিস্তানে দাফন করেছেন আর মদিবা সেটা জাগ্রত করতে আজীবন লড়ে গেছেন। এবার আপনি বিচার করুন।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৬

আহা রুবন বলেছেন: চমৎকার! একরাশ মুগ্ধতা...

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও অনুভবে অনেক অনেক ধন্যবাদ রুবন ভাই।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
যে আধুনিকতা হৃদয়ে দোলা দেয় না, আধুনার লুণ্ঠন শেষে পলায়ন করে সেই খাইবার গিরিপথে সেই
আধুনিকতার মুখে থুঃ!


কত জনের মুখে দিবেন থুঃ ?

ওরা কি পারবে, যারা আধুনিকতার নামে নষ্টামি করে,তারা সত্যিকারের মানুষ হতে?

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২৬

ভ্রমরের ডানা বলেছেন:


পলাতক বদন পিয়াসুর বদনামি তাকে থুঃ দিবে, আর আমি দেব সেই বিকৃত আধুনিকতায় যার রাহুগ্রহ আমার সমাজের উপর।

ওরা কি পারবে, যারা আধুনিকতার নামে নষ্টামি করে,তারা সত্যিকারের মানুষ হতে?

অনেক মনের কাছে প্রশ্ন রেখে গেলেন। এর উত্তর আমার সত্যি জানা নেই। কেউ জানালে আমিও উপকৃত হতাম।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:



আপনি ২ জন ব্যতিক্রম ব্যক্তিকে ইউনিভার্সেল সত্যের উদাহরণ হিসেবে দাঁড়া করানোর চেস্টা করেছেন, যা সঠিক নয়

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৪

ভ্রমরের ডানা বলেছেন:


আমি কিছুই করিনি। ভাল করে দেখুন, বুশের হাসির কি মিষ্টিছটা। কে বলবে এই লোকটা একরাতে বাগদাদকে মাটিতে মিশিয়ে দিয়েছিল। কিন্তু কি অমায়িক হাসি। মুখে ভেরেন্ডা ভাজি হাসি।

আহাঃ

কুইন এলিজাবেথ বলেছেন-
"অ্যা বিউটিফুল ফেস ইস দ্যা ফার্স্ট লেটার অব এডমিরেশন। "

আমার মতে উনি ভুল বলেছেন। "ফাস্ট" এর জায়গায় "ফার্ট" শব্দটি বসিয়ে দেওয়া দরকার। চেহেরা দেখে কিছুই বোঝা যায় না!

১০| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কি পরিমাণ ভালোলেগেছে তা’ পরিমাপ করতে পারছিনা। এক আকাশ মুগ্ধতা।

৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার ভাল লাগা দেখে নিজেকে স্বার্থক মনে হচ্ছে। এই কবিতাটিতে আপনাকে পাব বলে ধরেই রেখেছিলাম। আপনার কমেন্টে পেয়ে সে আশা পূর্ণতা পেল। কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার!

১১| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: কঠিন থেকে কঠিনতর।

৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

হা :D হা :D হা :D
কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ রাজপুত্র ভাই! শুভকামনা!

১২| ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৫

আলোরিকা বলেছেন: ' আইফোন প্রেম আর খিলখিল হাসি,
আধুনা প্রেম এ কোন সুর, কোন বাঁশি?' ------চমৎকার ব্যবচ্ছেদ !!

------ অধুনা প্রেমে এ কোন সুর , বাঁশি ?? আধিখ্যেতা < আদিখ্যেতা , ভান্ডার < ভাণ্ডার , আধার <আঁধার , হরিনের < হরিণের ------ব্যবচ্ছেদ করছি না , মন ভাল নেই তাই মনযোগ দিয়ে কিছু করতে পারছি না । খুঁজে খুঁজে কিছু টাইপো উদ্ধার করলাম :)

৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৮

ভ্রমরের ডানা বলেছেন:
বানান ভুলের জন্য আন্তরিক দুঃখিত। কষ্ট করে বানানের ব্যবচ্ছেদ করে আমার যথেষ্ট উপকার করেছেন। এমনটাই হওয়া উচিত। সহ ব্লগারদের এমন সহযোগিতা আমাকে বানানে নির্ভুল হতে সাহায্য করবে।

ভাল থাকুন! ব্যবচ্ছেদ পাঠে ও কমেন্টে অসংখ্য ধন্যবাদ!!

১৩| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৫০

ডঃ এম এ আলী বলেছেন: বড়ই কঠীন এ কবিতার ভাষা । কিছু হৃদয় গোলার বারুদে পোড়া গন্ধ তাতে মনে হয় রয়েছে মাখা । ইতিহাসগ্রাফের ধারায় বসতি সভ্যতার উনুন, ঋদ্ধিমান যোদ্ধার ঘোড়ার খুরে উড়ে উড়ে বিলুপ্তপ্রায় জীনের চাকা । সিন্ধুর মাঝে তবে কে দেবে বাঁধ?
অবাধ জলের তোড় রুখে দাও ক্ষণ ,সমুদ্র ভেনাস নয় আধুনার যৌবন! । বাধ দিলেও রোধিবে কে তা অআজ ; ব্লগে পাওয়া যায় বাধ ভাঙ্গার আওয়াজ :)
ভাল লাগল কবিতা । শুভেচ্বছা রইল ।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩

ভ্রমরের ডানা বলেছেন:


সুপ্রিয় ব্লগার, বলেছেন কঠিন কবিতার ভাষা!

আসলে কবিতায় ব্যঙ্গ ব্যবচ্ছেদ হয়েছে অতিআধুনিকতার প্রতি! আধুনিকতার নগ্ন অংশ যেটি সমাজের চোখে পচনধরিয়ে দিচ্ছে সেটিতে বাধ দেওয়ার কথা বলেছি!

দেহভিত্তিক ভালবাসায় প্রতারিত হৃদয় গুলো, ফুটন্ত কলি গুলো ঝরে যাচ্ছে! অহরহ! সেই অবাধ্য নেশার তীব্র নিন্দায় এই ব্যঙ্গ ব্যবচ্ছেদ, এই অবাধ জলের তোড় রুখে দেওয়ার আহব্বান। সামু বাধ ভাঙার আওয়াজ মিনিং কি সেটা তারাই ভাল জানে। আমার মতে তারা অনিয়ম কিংবা দুর্নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধের বাধ ভেঙে দিতে বলেছেন।



আর আমি যে বাধ দিতে বলেছি সেটি হল দেহভিত্তিক যে প্রেম, আকর্ষণ অবশেষরূপে কিছু দানবিক অঘটন, মন পোড়ানোর বাইচ খেলার বাধ!


কবিতা পাঠে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার! শুভকামনা!

১৪| ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৩

অরুনি মায়া অনু বলেছেন: তিনবার পড়লাম।
চমৎকার লিখেছেন।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

ভ্রমরের ডানা বলেছেন:
তিনবার কবিতা পাঠ করেছেন সাথে কবিতার বলয়কে অনুভব করেছেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ! শুভকামনা!

১৫| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৪

মেহেদী রবিন বলেছেন: নান্দনিক শিল্পে সত্যের প্রকাশ। সমসাময়িক প্রেমের রূপ ফুটে উঠেছে।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

ভ্রমরের ডানা বলেছেন:

নান্দনিকতার মাপে হয়েছে কিনা জানি নে ভ্রাতা তবে সমসাময়িক প্রেমের সাথে করণীয় সমাধান দেওয়া হয়েছে। কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ মেহেদি রবিন!

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ২:১৬

চঞ্চল হরিণী বলেছেন: প্রথম আপনার লিখা পড়লাম। বিষয় বস্তু ভালো লাগলো। এই বাক্যটা “আসল বনের বাঘ দেখবে যদি,
মনের ভূগোলে আঁক খরস্রোতা নদী ”। এই বাক্যটা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। সহ ব্লগার হিসেবে অন্যদের মন্তব্য দেখে একটা কথা বলার সাহস করছি, আশা করি আন্তরিকভাবে নেবেন। ঋদ্ধি শব্দের অর্থ সমৃদ্ধি বা সৌভাগ্য। এটা বিশেষ্য পদ। এর বিশেষণ হোল ঋদ্ধ মানে সমৃদ্ধ বা বৃদ্ধিপ্রাপ্ত। আপনি কি ঋদ্ধিমান যোদ্ধা দ্বারা সমৃদ্ধ যোদ্ধা বোঝাতে চেয়েছেন, তাহলে সেটার জন্য ঋদ্ধ শব্দটি রয়েছেই। ব্যকরণগত ভাবে ঋদ্ধিমান হয়না। ধন্যবাদ।

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:২৭

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পড়েছেন ও অনুভব করেছেন দেখে খুব ভাল লেগেছে। কবিতার বলয়ে আসলেই বিষয়বস্তু ধরে ফেলা যায়! আর আপনি সেটা পেরেছেন দেখে স্বার্থক হলাম!

এই ঋদ্ধিমান শব্দটি আপনার কাছে কবিতায় বেশ ভজকট মনে হলেও তার স্থানে সে স্বসন্মানেই আছে। এর অর্থ হল সমৃদ্ধ; সৌভাগ্যশালী; শ্রীবৃদ্ধিযুক্ত! ঋদ্ধি অবশ্যই বিশেষ্য এর বিশেষণটা কবিতায় ব্যবহার করেছি এবং এই বিশেষণটি যথাজ্ঞানে শতভাগ নিশ্চিতরুপে ব্যাকরণগত সকল ব্যঞ্জক মাত্রার শুদ্ধতায়।

আশা করি ব্যাকরণগত শিল্পকলা ও তামাম অভিধানদির লিংক কিংবা বাংলা বানানের নিয়ম কিংবা বাংলা শব্দকোষ কিংবা বাংলা একাডেমীর ডিকশনারি অথবা কোন ভারতীয় উইকেটকিপারের নামের রেফারেন্স চাহিয়া লজ্জা দিবেন না। আমার কবিতায় এই প্রথম কমেন্টে এমন ব্যাকরণ কিংবা অভিধানগত অথবা পদগত ব্যঞ্জন বিস্তার্য বিশ্লেষণে ধন্য করিলেন!

কবিতা পাঠে ও ব্যাকরণগত বিশ্লেষণে ধন্যবাদ!

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:৪৮

সায়েদা সোহেলী বলেছেন: ব্যবচ্ছেদ ভালো হয়েছে +++ :)

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতাটি আপনি পড়েছেন দেখেই খুব ভাল লাগছে! এভাবে এসে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ! ভাল থাকুন তুষারধবল শুভ্রতায়!

১৮| ০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

চঞ্চল হরিণী বলেছেন: মেনে নিলাম আমার সীমাবদ্ধতা। তবে শব্দটা স্বসন্মানে নয় সসম্মানেই থাকুক।

০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

"স"ও "স্ব" অর্থ নিজ! স্বনির্ভর, স্বাধীন, স্বাধিকার, স্বর্ত, স্বীয়, স্ববিরোধ, স্বহস্ত, স্বগৃহ, স্বধর্ম, স্বমত, স্বগ্রা,, স্বঘোষিত, স্বামী স্বচক্ষে, স্বচালিত, স্বমর্পন, স্বকীয়, স্বচ্ছন্দ, স্বভাব, স্বভাষা স্বভূমি সব কিন্তু নিজেকে বোঝায় বা নিজ জাতীয় বুঝায়! আমি ব্যাকরণ বুঝে চলিনা। কবিতার ভাব ও ভাষার উপমায় চলি! আশা করি আশাহত হবেন না! শুভকামনা!

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:২০

চঞ্চল হরিণী বলেছেন: “স” মানে সাথে আর “স্ব” মানে নিজ। একমাত্র নিজ সত্তার সাথে যুক্ত ছাড়া আর কোনকিছুতে স্ব বসেনা। স্ব দিয়ে যেসব শব্দ লিখেছেন প্রত্যেকটা নিজ সত্তার সাথে জড়িত। সসম্মানে বলতে বোঝায়, সম্মানের সাথে। আমি মোটেই আশাহত হইনি। আমিও খুব একটা ব্যাকরণ বুঝিনা, তাই আগের সীমাবদ্ধতাটা মেনে নিয়েছিলাম। কিন্তু এটা নিশ্চিত হয়েই বলছি ভাই। আমিও কবিতায় ব্যকরণের চেয়ে ভাব আর পছন্দের সাথে মিশে থাকতেই ভালোবাসি।

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:১৮

ভ্রমরের ডানা বলেছেন:
হতেও পারে। আমি ব্যাকরণবিদ নই। বাংলার দৌড় ক অক্ষর গো মাংস। তাই ব্যাকরণগত অর্থ আর মাত্রাদির ব্যঞ্জনা মুছে ভাব নিয়েই আছি। তার মানে এই নয় যে আমি এটা এড়িয়ে চলছি। বলতে পারেন এ ভুবনের কিছু শিখছি! শব্দগত ভাবের খেলায় ভুলচুক এড়িয়ে বাংলা কবিতা লেখা সম্ভব নয়। আপনার কমেন্ট কিছু প্রশ্ন তুলে গেল। বিষয়টি নিয়ে সময় দিতে হবে।


কবিতা পাঠে ও পুনরায় কমেন্টে ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.