নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ - ৩- কল্প আশ্রম

০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:৩০



এলিটা,
আজ সহজ করেই কিছু কথা বলতে পারি,
চায়ের চুমুকে হাসি, কমলার ঘ্রাণ -
প্রেমের নিবিড় ছায়ায় বনেদি বাগান,
তোমার মেহেদি হাতে আঁকা
আমার কবিতা শ্মশান,
স্বীকার করতে দোষ কি বল,
হৃদয়ের লেনাদেনা -
সেতো কবিতার প্রাণ।
ফিরিয়ে নিয়েছিলে কোন একদিনে
বিরহ-কাজরী হেসে আলাপন ক্ষণে।
এরপর..
দিগন্তের..
বাহুডোর খুলে..
আধোআধো পূর্ণিমারাত ..
ডাহুকের বড় একা বালুচরে ...
অভিশপ্ত মাঝির খেয়াকড়ি ঘাট...
আর এভাবেই আলোছায়া মিছিল..
তোমার অপেক্ষার প্রহর গুনে...
দিনের প্রথম শ্বাসবায়ু পথে....
যে নিবিড় আনাগোনা..
সেই কি প্রেমবতী ...
কবিতার বিল..

যদি তাই তুমি বল,
দুয়ার খোলাই আছে...
কবিতার সিঁড়িপথে আলপনা অাঁক,
ময়ুরাক্ষীর ছিন্নবদন ব্যবচ্ছেদে,
এই হলুদের রাজতরু বেয়ে,
শৈলজ সমভূমি তলে, কল্পনায় থাক..

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:৪৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: দরুন লেখনি। খুব ভালো লাগলো ।

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও প্রথম কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় কবি হাফিজ আহমেদ ভাই! শুভেচ্ছা রইল!

২| ০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
তিনবার পড়লাম বটে কিন্তু
কেন জানি, কি যেন এক রহস্য,রহস্য গন্ধ পেলাম....

থাক, রহস্য অনুসন্ধান না করে,
পড়ে ভালো লাগা রেখে গেলাম।

++++




০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:১২

ভ্রমরের ডানা বলেছেন:
রহস্যঘন এই কুশায়ার টোপে
আমি ছুটেছি শত মাইল-
ভাসিয়েছি পৃথিবীর সমস্ত নীরবতা
এলিটার সমুদ্রতলে।
কুহেলিকাময় পথে-
শত নাবিকের কম্পাসে
বুঝেছি তার সীমানার গতিপথ,
মায়াজালে বাধা হৃদয়ের বলয়।
প্রেমময় তটে আদিকবিদের কথায়
সে প্রেম আমার নয়।
আলোআঁধারির খেলায় সে এক নিদারুণ গুপ্তচর,
খঞ্জরের ফলায় শব্দময় ব্যবচ্ছেদ,
নিঃসীম প্রেমময় ক্ষরিত শব্দগুচ্ছে
এঁকে দেয় রহস্যঘন ঢেউ!!!


কবিতা পাঠে ও রহস্য অনুভবে লেখার স্বার্থকতা! প্লাসে উজ্জীবিত হলাম! ভাল থাকুন সেই শুভকামনায় নিরন্তর!!

৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:১৬

ডঃ এম এ আলী বলেছেন: যদি তাই তুমি বল,
দুয়ার খোলাই আছে...
কবিতার সিঁড়িপথে আলপনা অাঁক,
ময়ুরাক্ষীর ছিন্নবদন ব্যবচ্ছেদে,
এই হলুদের রাজতরু বেয়ে,
শৈলজ সমভূমি তলে, কল্পনায় থাক.

কবিতা ভাল লাগল , তবে শুধু কল্পনায়
থাকলে হবেনা আমাদেরকে দেখাতে
হবে কবিতায় কবিতায় :)
শুভেচ্ছা রইল ।

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

সুপ্রিয় ব্লগার তাকে কবিতায় দেখতে হলে আমার

জলকাব্য - ৬ - কেড়ে নিলে মনের কেওড়াবন পড়ে দেখতে পারেন! আশা করি নিরাশ হবেন না! এক লাইনের কবিতা! তবে ভাল লাগবে নিশ্চিত!

কবিতা পাঠে ও অনুভবে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন! শুভকামনা!

৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: দিন গেলো তোমার পথ চাহিয়া...

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:
মন পোড়ে সখি গো কার লাগিয়া
সহে না যাতনা তোমারো আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও …ও …ও …
দিন গেল তোমার পথ চাহিয়া।।
যার লাগি তরী বেয়ে যায়
জীবন গতি সেই জনা কি রেখেছে খবর
কার তরে গান গেয়ে যাই অচেনা সুরে
বুঝি না কেবা আপন কে বা পর
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
ও …যারে হায় এই মনে চায়
জীবনে পাব কি তার দেখা
সহে না যাতনা তোমারো আশায় বসিয়া


কবিতা পাঠে ও অনুভূত কলির জন্য ধন্যবাদ সাধু ভাই!

৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪৪

মেহেদী রবিন বলেছেন: অভিমান, তৃষ্ণা, অপেক্ষা। সব কিছুরই আমেজ পেলাম

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
আমেজ পেয়েছেন দেখে তৃপ্ত হলাম। এই ব্লগের মন্দাকালে এই আমেজ দিতে পেরে আমার খুব ভাল লাগছে! কবিতার পাঠে ও তার বলয় অনুভবে ধন্যবাদ মেহেদী ভাই!

৬| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, লাইনগুলো ভাবুক মানুষদের মনের সাথে কিছুটা মিল খুঁজে পাবে

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

এই শান্তিময় নীবিবন্ধ অনুভবে,
সকলের পানেরবরজ ছায়ার
সুশীতল জাংলার গুবাক শারি,
শুভ্র মেঘেরঘটায় হিমেল হাওয়া,
সে কবিতা নয়!

ভাবুকের মনেউঠা ফেনিল জোয়ার!
তাতে মিল নয়, শুধু ভেসে যেতে হয়!
কবিতার বলয়ে সুস্বাগতম!

আপনাকে কবিতায় পেয়ে ভালই লাগে! আর এমন কমেন্ট পেলে পাঠকের প্রতি লেখকের কষ্টার্জিত ফসলের দামটাও মেলে! তবে আমি কিন্তু প্রতিটি কথাই আমলে নিই! বলতে পারেন, পাঠক গুণীজনের প্রতি তুচ্ছ লেখকের ট্রাইবিউট!


কবিতার বলয় অনুভবে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

৭| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:
এক শব্দেই আলোড়িত করে গেলেন সুপ্রিয় হামা ভাই!

কবিতার অনুভবে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানবেন! শুভদুপুর!

৮| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০০

সাহসী সন্তান বলেছেন: এক কথায় অসাধারণ! প্রত্যেকটা শব্দই যেন ঝংকারিত হচ্ছে কানে নয়, একদম বুকের মধ্যিখানে! অসম্ভব ভাল লাগাময় একটা কবিতা! আমি কিন্তু কবিতা নয়, একটা গল্প পড়েছি! জীবনের গল্প! খুব ভাল লাগলো ডানা ভাই!

এনি ওয়ে 'কাজরী' মানে কি? একটা টাইপো চোখে পড়লো- অভিসপ্ত < অভিশপ্ত!

শুভ কামনা জানবেন!

০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১০

ভ্রমরের ডানা বলেছেন:

প্রথমে বানানটা ঠিক করে নিলাম। কবিতার প্লট, কাঠামো আর বিল্ডিং একদিনেই করলে যা হয় তাই হল!


যাকগে, কাজরী হল কালোচিত কিছু এই আরকি! ওটা যেন শুনতে বা পড়তে ভাল লাগে তাই দেওয়ার আরকি। মানে তরকারীতে তেজপাতার মত। কিছুই লাগে না আবার ভালও লাগে!


জীবনের গল্পই তো লিখলাম সবখানে, সব কবিতায়। নিজের, পরের, দেখা অদেখার। আপনি সেটা ধরে ফেলেছেন দেখছি! ভাল লাগল!

আসলে কবিতাই আমার আত্নকথন, আত্নপ্রকাশ অবস্থান! আর সেই আগুনের ছাইপাঁশে আপনাদের এমন মন্তব্য আমার চেতনার চুনিয়ায় টকটকে লালরঙ ঢেলে যায়!


আর এভাবে পাশে পাশে থাকার জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ! শুভকামনা সুপ্রিয় লেখক ও কবি!

৯| ০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম

০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ!

১০| ০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

শরতের ছবি বলেছেন:


আমি এখন ব্যস্ত ।মেয়ের জে এস সি পরীক্ষা চলছে ।
তাই অল্প কথায় বলতে পারি ---কবিতাটি ভাল লেগেছে ।

০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

ভ্রমরের ডানা বলেছেন:
এত ব্যস্ততার মধ্যে এলেন! কবিতাও পড়ে গেলেন! এর থেকে আর কিবা বড় কিছু হতে পারে। সেজন্য অসংখ্য শুভকামনা ও ভালবাসা জানবেন! আপনার মেয়ের জন্য দুয়া রইল! ভাল থাকুন!

১১| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:২৪

নীলপরি বলেছেন: হৃদয়ের লেনাদেনা -
সেতো কবিতার প্রাণ


কবিতার ছন্দে ছত্রে মুগ্ধতা রইলো ।++

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:২২

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ নীলপরি! প্লাসে অনুপ্রাণিত হলাম। ভালবাসা জানবেন!

১২| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৯

চঞ্চল হরিণী বলেছেন: কবিতাটা খুব ভালো লাগলো। আসলেই যেন একটা গল্প। কবিতার চেয়ে ৩নং মন্তব্যে করা কবিতাটা আরও বেশি ভালো লাগলো।

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:৩০

ভ্রমরের ডানা বলেছেন:


কই দেখলাম নাতো আপনাকে সে কবিতা পড়তে। সে কবিতার সর্বশেষ পাঠক হলাম আমি! হা হা হা!

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

চঞ্চল হরিণী বলেছেন: কাজরী মানে বর্ষার গান।

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:৪২

ভ্রমরের ডানা বলেছেন:
হতে পারে আমি শিউর না। সব শব্দের অর্থ জেনেও আমি প্রয়োগ করি না। মাথায় যেমনে যা গেঁথে আছে লেখে দেই। এটা ভাবনার বিষয়! হয়ত কিছুদিন আগে পড়া এই ছত্র থেকেই গেঁথেছে-

তন্দুর গনগন জ্বেলেছে আজীবন
সঙ্ঘমিত্রার ও তন্-মন
বন্ধুর বোন যার কাজরি কালো চুল,
বিস্মৃতির ভুল প্রতিক্ষণ
আঙ্গুল কামড়ায়, ভিতরে কুরে খায়
দিল্লাগীর পয়লা চুম্বন
একদিন নিশ্চয় ভিড়েতে দেখে চিনবেই
আমার এই সমর্পণ।


শব্দচোরা বললে বলতেও পারেন! তবে শব্দ তো সার্বজনীন তাই না!

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:১৭

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



যাক, এক কবিতার উছিলায় আরো কিছু কবিতার দেখা মিললো ।
ভ্রমরের ফুলে ফুলে উড়ে বেড়ানোর মতো কবিতারা ও উড়ে উড়ে গেছে ....

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: জী এস ভাই,




তা নাও হতে পারে আবার হতেও তো পারে! এ এক বিরাট ইতিহাস ঘনরহস্য! একদিন সাক্ষাতে বলব! ততদিন কবিতাদির জয় হোক! পাঠে ও কমেন্টে প্রীতি ও শুভেচ্ছা!

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:২৫

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ সুমন ভাই! শুভকামনা জানবেন!

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: আপনার কবিতায় জীবনানন্দের ঘ্রাণ পেলাম। সুন্দর হয়েছে। চালিয়ে যান।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:
আমার সারা জীবনে আমি জীবনানন্দ দাশের ৬-৭ টি কবিতা পড়েছি। হিসাবে মিলছে না!

একটু কষা লাগবে! এনি ওয়ে হতেও পারে ট্যালিপ্যাথি।

কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ।

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:০৭

চঞ্চল হরিণী বলেছেন: কাজরী বা কাজরি হোল ভারতীয় পল্লিগীতির সুর বিশেষ, আবার বর্ষা কেন্দ্রিক সুর বলে সরাসরি বর্ষার গান বলা হচ্ছে। এখানে কাজরি কালো চুল মানে মেঘের মত কালো চুল। আপনারটাও মেলানো যায়, বিরহ কাজরী হেসে = বিরহের মেঘ কালো মুখে হেসে। প্রচলিত শব্দ অবশ্যই সার্বজনীন, নাহলে তো সবাই অভিযুক্ত হবে।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:১০

ভ্রমরের ডানা বলেছেন:
সেটা না হয় বুঝলাম কিন্তু এটাও সম্ভব দেখুন তো-

পৃথিবীর কত প্রেম শেষ হল তবু
এ সমুদ্র আকাঙ্ক্ষা গানে-
বাধা নেই, ভয় নেই, ক্লান্তি নেই,
কান্না নেই, মালাবার ঢেউএর ভিতরে
চারিদিক নীল নারকেল বন!


এটা কি ঠিক আছে উপমায় কিংবা আপনার ভঙ্গীমায়!

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:৪৭

রক্তিম দিগন্ত বলেছেন:
বাহ চমৎকার।

ভাল ভাল কমেন্ট সবাই আগেই করে দিয়েছে - তাই কিছু বললাম না আমি নতুন করে।

মন্তব্য থেকে প্রাপ্ত - কাজরী শব্দের অর্থ বর্ষার গান বিশেষ। আপনার কবিতার ভাব অনুযায়ী ওখানে অর্থটা ঠিক মত মানানসই না। অর্থগত দিক থেকে শব্দটা হবে কাজর।

শব্দগুলোকে সার্বজনীন ভেবে ভাব হয়তো ঠিকই প্রকাশিত হচ্ছে - কিন্তু শব্দের অর্থটা যাদের ভাল করে জানা আছে, তাদের ক্ষেত্রে এটাকে ভাল নাও লাগতে পারে।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:
ঠিক তাই। শব্দের অর্থ বুঝে যারা কবিতার ব্যবচ্ছেদ করবে কিংবা উপমার ভুলবপ্রয়োগ খুঁজে যারা কবিতা পড়বে তাদের জন্য এটা কঠিন বৈকি।

জীবনানন্দ তার কবিতায় বলেছেন-

মালাবার ঢেউ এর ভিতরে
চারিদিক নীল নারকেল বন!
খটকা লাগাতে ভাবের গভীরে যেতে হবে। কবি নীল নারকেল বন বলতে সমুদ্র সম্পদ বুঝিয়েছেন বলেই আমার বিশ্বাস!


আর আমি বিরহ কাজরী হেসে বলতে ঘন কাল মুখে হেসে বুঝিয়েছি!

সমস্যাটা হয়েছে এখানেই! উপমার গভীরতায় যেতে ভাবের বলয়ে আসতে হয়। ঢুবে যেতে হয়। লেখকের বলয়ে আসতে না পারলে পাঠকের হৃদপিন্ড বাউন্স করবে না কোন কবিতায়। রবী বাবুর কবিতার ভাব বুঝা সহজ। তবুও আমার অনেক কবিতার বলয়ে যেতে বেগ পেতে হয়েছে বহুবার! অনেক কবিতার ভিতরে এখনো প্রবেশ হয়নি! কবিতা পাঠ নয় আমি মনে করি অনুভবে নিতে হয়।


কবিতা প্রেমীদের জন্য সহজ কবিতা কঠিন কবিতা সবই লিখতে প্রয়াস করেছি। সে প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনার বলয়ে কবিতা গেলে গ্রহন করবেন নয়ত ছুড়ে ফেলে দিবেন।


আমি পাঠকের নয়, নিজের দাবিতে কবিতা লেখি। ভুলত্রুটি মার্জনীয়!! ধন্যবাদ!

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৭:০০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে +

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছুঁয়ে গেল হালকা আবেশে।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪২

ভ্রমরের ডানা বলেছেন:
কবির যে মন তাতে এলিটার ছোঁয়া না লেগে কি পারে! আর নীলাদ্রিতায় নীল শুভ্রকবির এমন কথাই কবিদের নতুন কবিতার প্রেরণা!

ভাল থাকুন রাজপুত্র!!

২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

প্রথমকথা বলেছেন: এক কথায় চমৎকার কবিতা, বিষয়বস্তু খুব ভাল। ভাল লেগেছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ প্রথমকথা! পাশেপাশে থাকার জন্য ধন্যবাদ! ভাল থাকুন শুভকামনা!

২২| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৩

আহা রুবন বলেছেন: মুগ্ধ!!

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ!

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৮

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর। ভরে গেল মন।

০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও অনুভবে অনেক অনেক ধন্যবাদ অরুনি মায়া! শুভেচ্ছা ও শুভকামনা রইল!

২৪| ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

আনিসা নাসরীন বলেছেন: যেনো কারো অপেক্ষা।

খুব সুন্দর।

২১ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:

অপেক্ষারত ডাহুকের বনে স্বাগতম :P

কবিতার প্রশংসাপত্রে আপ্লুত হলাম। শুভেচ্ছা রইল!

২৫| ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

আনিসা নাসরীন বলেছেন: এত সুন্দর যার লেখা , না পড়ে আর কমেন্ট না করে উপায় আছে।

২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৩

ভ্রমরের ডানা বলেছেন:

হয়েছে আর উলু বনে মুক্তো ছড়াবেন না। কবিতা লেখতে গিয়ে শিব গড়তে বাদর গড়েছি কিনা তাই ভাবছি!

তবে মনের আকুপাকু মেটাতে এই আয়োজন! আলেয়ার আলো সেতো দুয়ারে এলো না। তাই আক্কেল সেলামি দিচ্ছি মশাই!

তা ভাল থাকুন বেশ! কবিতাদি পাঠে কৃতজ্ঞতা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.