নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য - ৮ - কবির চিঠি

০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১



ভাটিগাঙ ভেঙে, মাস্তুল টেনে, পথে চল ধুকে ধুকে-
খুঁজেছ যা তুমি, খুঁজেছি আমিও,নিরন্তর হাসি মুখে-
মাঝি, একটু দাঁড়াও এই ঢেউগোনা পাথার বুকে!
দেখ সুনিবিড় খেলায় মেতেছে যে জল,
আরো গভীর, আরো গহীনে অতল,
সাগরের সীমানা ভুলে আরো
ফেনিল সে সমুদ্র দূর,
নির্বাক নীল বুকে
যেখানে কেউ নেই,
পথ ফেলে বহুদূর সমুদ্দুর।
খেলাঘরের শুনসান ডাহুকে সাথে,
নীরবচারীর দ্বীপে কেওড়াপাতা হাটে,
আলো আঁধারির শতাব্দী লুকোচুরি আখ্যান
শুনি আজ কিছু ভোরের রাতজাগা পাখি গান।
প্রেম রাঙিয়েছে যেথায় সব সুর, সব গান ঐকতান!
বাজাও মনে নিশিদিন মাঝি, নাচি মন্দ্রিত কবি প্রাণ!

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৩৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম ভাল :)

ভিন্ন ষ্টাইল্ও নজর কাড়া ;)

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৮

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ বিদ্রোহী ভিগু ভাই! প্রথম কমেন্টে অনুপ্রাণিত করে গেলেন। শুভকামনা!!

২| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১৫

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৫

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা অনুভবে ও কমেন্টে ধন্যবাদ সুমন ভাই। শুভকামনা!

৩| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৬

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ প্রামানিক ভাই! শুভকামনা! ভাল থাকুন!

৪| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্। নতুন স্টাইল নাকি?

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

স্টাইলিশ কবিতাই আমার পছন্দ! বলতে পারেন ভাবে ও সৌন্দর্য গুণে! ধন্যবাদ রাজপুত্র!

৫| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
আলো আঁধারির শতাব্দী লুকোচুরি আখ্যান
শুনি আজ কিছু ভোরের রাতজাগা পাখি গান।
!!!

আলোকিত-অন্ধকার কি শুধুমাত্র প্রদীপকে বলা হয়?

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৯

ভ্রমরের ডানা বলেছেন:


আলোকিত-অন্ধকার কি শুধুমাত্র প্রদীপকে বলা হয়?

সত্যি বলতে কি, আমি জানি না শাহরিয়ার কবীর। দুঃখিত! আমার কবিতায় যে কেওড়া পাতায় আলো আঁধারির কথা বলেছি তা হল দিনে রাতে পাতায় পড়া আলোর খেলা শতাব্দী জুড়ে।

মানুষের মনে কত কিছুই পজেটিভ নেগেটিভ ছাপ হাজার বছর জুড়ে কিন্তু যুগ যুগ প্রেম হয়েছে আরো খাটি বিশুদ্ধ। অবশ্য যা দেখি তা,, তা না। সব কিন্তু প্রেম না। তবে কিছু তো আছে সে প্রেম। মানুষ ভালবাসার মত বিশুদ্ধ কি বা আছে। তার গান গাইতে বলেছি!

এই তো।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রেম-পিরিতি মানব দেহের হরমনের খেলামাত্র।
কিন্তু কালে,কালে প্রেম-পিরিতি নিয়ে হয়েছে কত কবিতা,কত গান ।
এরই বেঁচে থাকুক প্রেম-পিরিতির জয়গান।


কবিতায় ++++

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩১

ভ্রমরের ডানা বলেছেন:
বায়োলজিক্যাল সাইন্স আর রসায়নে এর বিচার হয়নি। পৃথিবীর সমস্ত দর্শন, জ্ঞান, ধ্যান, মান বলে প্রেমে মরা জলে ডুবে না, কিন্তু বিজ্ঞান বলে উল্টো। বাস্তবিক বিষয়ে প্রেমের যুক্তি নেই আকার নেই সীমা নেই। তবে যা আছে পুরোটাই মনস্তাত্ত্বিক বিষয়।

প্রেম বেচে থাকুক। মানুষের মাঝে শান্তিময় ভাব আসুক। কবিদের কবিতায় নয়। বাস্তবেই তাই হোক সে কামনা সবার! আপনার সাথেই বলি, এভাবেই বেচে থাকুক প্রেম পিরিতির গান।


কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ শাহরিয়ার কবির! শুভকামনা!

৭| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা অসাধারণ যেখানে আপনার কঠিন সাধনার প্রাপ অনেক গুলো ফুলের শুভেচ্ছা । ভাল থাকবেন কবি জনম জনম।

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ২:২০

ভ্রমরের ডানা বলেছেন:
সিনিয়র কবির কাছে এমনি প্রশংসা পেয়ে খুব অনুপ্রাণিত হলাম! আপনিও নিরন্তর ভাল থাকুন কবি! কবিতা পাঠে বলয় অনুভবে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা!

৮| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪০

অরুনি মায়া অনু বলেছেন: শুধু কবিতাতো নয়, যেন শিল্পীর আঁকা ছবি। দারুণ কারুকার্য। লেখা ও স্টাইল দুটোই সুন্দর।

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ২:২৩

ভ্রমরের ডানা বলেছেন:

এভাবে কবিতার অনুভবে কৃতজ্ঞ করে গেলেন। কবিতা পাঠে ও অনুভবে শুভকামনা অরুনি মায়া! ভাল থাকুন নিরবধি!

৯| ০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩২

খায়রুল আহসান বলেছেন: খুঁজেছ যা তুমি, খুঁজেছি আমিও,নিরন্তর হাসি মুখে--- আশা করি, কবি'র চিঠি উদ্দিষ্ট পাঠকের কাছে আনন্দ বার্তা নিয়ে পৌঁছুবে।
কবিতার অবয়ব তন্বী তরুণীর মত আকর্ষণীয় হয়েছে।
প্রেম রাঙিয়েছে যেথায় সব সুর, সব গান ঐকতান!
বাজাও মনে নিশিদিন মাঝি, নাচি মন্দ্রিত কবি প্রাণ!
- বাহ!!!

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

ভ্রমরের ডানা বলেছেন:

আশা করি, কবি'র চিঠি উদ্দিষ্ট পাঠকের কাছে আনন্দ বার্তা নিয়ে পৌঁছুবে। আশাই জীবনের ভেলা, সে আশায় বুক বাধলাম।

কবিতার অবয়ব তন্বী তরুণীর মত আকর্ষণীয় হয়েছে। আপনার এককথায় কবিতার অবয়ব স্বার্থকতা পেল।

এভাবে কবিতা পাঠে ও নান্দনিক মন্তব্যে অনেক ধন্যবাদ সুপ্রিয় লেখক ও কবি।
আপনার আমার কথা -১ লেখাটিতে মন্তব্য রেখে এসেছিলাম। সময় হলে দেখে নিয়েন! শুভকামনা!

১০| ০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৬

হাসান মাহবুব বলেছেন: নতুন ডিজাইনের কবিতা! বেশ ক্রিয়েটিভ।

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
ডিজাইন নয় হামা ভাই, কবিতার ভাব ফুটাতে গিয়েই এ অবস্থা। অবশ্য স্টাইলটা আমার ভালই লেগেছে। অমিত কিন্তু বলেছিল- ফ্যাশানটা হল মুখোশ , স্টাইলটা হল মুখশ্রী। আর আমি বলি অবয়বটা কিছুই না, ভাবটাই আসল!

ক্রিয়েটিভিটির প্রশংসা পেয়ে খুব ভাল লাগছে সুপ্রিয় হামা ভাই। ধন্যবাদ!

১১| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ। শুভকামনা জানবেন!

১২| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: একটা চিঠি কেন লেখও না, ডাক পিয়নের কি ভীষণ জ্বর !

অসাধারণ লেখনি আপনার।
ভালো লাগা রেখে গেলাম।

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে।

একটা চিঠি কেন লেখও না, ডাক পিয়নের কি ভীষণ জ্বর ! কি জানি! হতে পারে! তাই তো খোলাচিঠি লেখি!


শুভকামনা স্বপ্নের ফেরিওয়ালা !

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭

নীলপরি বলেছেন: প্রেম রাঙিয়েছে যেথায় সব সুর, সব গান ঐকতান!
বাজাও মনে নিশিদিন মাঝি, নাচি মন্দ্রিত কবি প্রাণ!


কবির চিঠি চিত্র অপূর্ব লাগলো ।

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২০

ভ্রমরের ডানা বলেছেন:
কবি বলাতে কিঞ্চিৎ বিব্রত হয়েছি বটে,
হায় এই কি ছিল ঘটে!

আমি কবি নই কবি-
তোমরা যাকে প্রেম বলেছ
আকি তারই ছবি!


কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ নীলপরি! ভালবাসা জানবেন!

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

খায়রুল আহসান বলেছেন: আমার কথা -১ এ আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আগেই সেটার উত্তর দিয়েছি।

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:
প্রতিউত্তর করার জন্য ধন্যবাদ! এই মাত্র দেখে এলাম! ব্লগের স্পিড বাড়লেও নোটিফিকেশন সমস্যাটা এখনো ভোগাচ্ছে!

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৬

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনার নিজস্ব ষ্টাইল সম্ভবত (?) এমন নিখুঁত ভাবে কেমন করে সাজালেন তাছাড়া কবিতার ছন্দ, গতি এবং ভাব মোটামুটি অক্ষুণ্ণ আছে । অতুলনীয় । আমি সারণত খুব কমই কমেন্ট করি তবে আপনার কবিতা আমাকে বাধ্য করেছে । অনেক অনেক শুভকামনা ।


(আমার ছবিতে করা আপনার মন্তব্যের জবাব দেয়া হয়েছে । অনুগ্রহ করে দেখে নিবেন)

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০০

ভ্রমরের ডানা বলেছেন:
লেখতে লেখতে হয়ে গেছে বলতে পারেন। এভাবে লেখতে ভাল লাগে। ছন্দ + গঠন দুটো বুনেই এক মিশ্র মধুরতার অনুভব!

বলেছেন কম কমেন্ট করেন। তবুও আমার লেখার টানে মন্তব্য করে গেলেন এতেই কবিতা লেখার পাওনা উসুল হল। এমন সুন্দর করে কমেন্ট করার জন্য ও অনুভবে ধন্যবাদ ভাই! শুভকামনা! আপনার ছবিটি ব্লগে একটি কবিতার সাথে দেব! :D

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৯

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



মাঝি বাইয়া যাওরে...............র মতো কবিতাটিও বেয়ে গেছে ঢেউ খেলে ।
খুব ছন্দময় হয়েছে ভাটিগাঙ ভেঙে, মাস্তুল উড়িয়ে ।

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৩

ভ্রমরের ডানা বলেছেন:


নিজস্ব ছন্দে এসে কবিতার অনুভবে ধন্যবাদ জী এস ভাই! আপনার মন্তব্য আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে!
ভাল থাকুন!! শুভকামনা!!

১৭| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৩৯

চাঁদগাজী বলেছেন:




প্রকৃতি ও মানুষের জীবনের কিছু একটা আলেখ্য আছে বলে, মনে হয়; আবার মনে হয়ও না।

১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:
আধুনিক অনুভব, অর্থনীতির জাঁতাকলে কিছু কিছু সময় এমন মিশ্র অনুভব অনুভূত হতেও পারে আবার নাও হতে পারে। হিউম্যান সাইকোলজি ইজ এ আনস্টেবল থিংক!

১৮| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৯

শরতের ছবি বলেছেন:



খেলাঘরের শুনসান ডাহুকে সাথে,
নীরবচারীর দ্বীপে কেওড়াপাতা হাটে,
আলো আঁধারির শতাব্দী লুকোচুরি আখ্যান
শুনি আজ কিছু ভোরের রাতজাগা পাখি গান।
প্রেম রাঙিয়েছে যেথায় সব সুর, সব গান ঐকতান!
বাজাও মনে নিশিদিন মাঝি, নাচি মন্দ্রিত কবি প্রাণ -----আহ ! যেন আমারই মনের কথা ,আমারই মন নিয়ে খেলা ।

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:২০

ভ্রমরের ডানা বলেছেন:

এ পরম সৌভাগ্য বটে কারো মনের কথা কবিতা পটে একে ফেলা। স্বার্থকতা!

শরতের ছবি,
আপনার কমেন্টে মন ভরে গেল। কবিতার অনুভবে ও এমন সুন্দর মন্তব্য লেখককে উজ্জীবিত করেছে। আপনার জন্য অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা! অনেক অনেক ভাল থাকা হোক!

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতার গঠন শৈলী চমৎকর, ভাল লাগল পাঠে । এই জলকাব্য পাঠে মনকে নিয়ে
গেল অনেক পিছনে । বছর বিশেক আগে ছোট মাটি কাটা নদী পার হওয়ার
সময় খেয়া নৌকার ভাঙ্গা হাল দেখে যেইনা মাত্র বলেছিরে ভাই
মাগো গো মা, ঝিল ল ঝি করলাম কি রঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ।

বলতে না বলতেই হঠাৎ করে নৌকার গলুই ভেঙ্গে নদীতে গেল ডুবে,
বাচা গেছিল পানি বেশী ছিলনা, কোন মতে তীরে উঠা গেল, কিন্ত নৌকার
মাঝি হাও মাও করে কানতে লাগল তার নৌকা গেছে বলে , বউ বাচ্চা নিয়া
চলবে কি করে । সকলে মিলে মাথা পিছু চান্দা ধরে । ভাঙ্গা নৌকা নিয়ে
নিয়ে আমি গুন গুনায়ে গান ধরেছিলাম বলে আমার ভাগেই পড়ল ।
বেশী, যাহোক, অাল্লা অাল্লা করে কোন মতে ফিরে এসেছিলাম
ঘরে। কবিতাটি পাঠের আবেগে অনেক অফ দি টপিক কথা
বলে ফেলেছি দয়া করে নিবেন না তা ভিন্ন ভাবে ।
শুভেচ্ছা রইল ।

১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় এসে এত সুন্দর করে মনের কথা বলে গেলেন, অভিজ্ঞতাবাদ শেয়ার করে গেলেন সেটা দেখে বেশ ভাল লাগল। মাঝির দশায় মিশ্র অনুভূতি হল!

কবিতা পাঠে ও অনুভবে অনেক ধন্যবাদ! শুভকামনা ও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.