নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য-১১- বহুমাত্রিক সমুদ্রবিম্ব

২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২



বিরহ
সমুদ্র কখনো এক বিরহী মেয়ে,
চঞ্চল ঢেউয়ে মাইলের পর মাইল ছেয়ে
সুদীর্ঘ নিঃশ্বাস, বাতাস হাপরে ফুলে ওঠা বুক,
খোঁজে প্রেমিকের আলিঙ্গন উচ্ছাস!
অজস্র সুসজ্জিত ঝাউগাছ নীড়ে জোছনার স্নানে রুপোলি রাতের সৈকত ফেলে
সমুদ্র কখনোবা শুধুই নিশি আর ভোর,
কখনো শব্দঋণে নির্বাক কবির কবিতার বুনন,
কখনোবা এঁকে যাওয়া বিশালতার ব্যাথা।
কখনো আকণ্ঠ পিয়াসে ছুটে চলা নদীর গর্ভে,
ছুড়ে দেওয়া জল, অশ্রুর নোনাজল,
বাষ্পসলিল তরল।

আর আমরা তাকে জেনেছি প্রেম মোহনায়,
সুখের ফল্গুধারায় এঁকেছি বিশালতার বিম্বে,
যার প্রতিফলিত রশ্মিপাত বোঝেনি আগন্তুক হৃদয়,
মাপেনি তার উষ্ণতা, গভীরতর স্পন্দন,
শুধুই ফুটেছে বিপরীত আপাতন এঙ্গেল।
আয়নার ওপারে সমুদ্র শুধু জড় বৃন্দাবন,
যে দেখেও দেখেনি
দুঃখবিলাসী এক কিশোরী রাধার মন,
দেখেনি কৃষ্ণ বিরহে থমকে যাওয়া বিধুরতর ক্ষণ।

রুদ্রতা
পসাইডন কখনোবা সমুদ্র সাজিয়েছে
উপকূলীয় বাতিঘরে,
গেঁথেছে বুকের মাঝে নগরীর নিয়ন বাহার,
ভুলেছে ইতিহাসবেত্তার হেলেন, আর্ফিয়াস, প্যারিস, আলেকজান্দ্রার মিশর, ট্রোজান হেক্টর, বৃদ্ধ প্রিয়াম। সমুদ্র তখন শুধুই বাণিজ্যিক জাহাজের স্রোত,
গ্লাসগো টু নিউইয়র্ক,
কিংবা লাসভেগাসের উম্মাদ পবন।
পসাইডন কেড়েছে তার নিরবতা, প্রেমের ভেনাস, জল্লাদপনায় খুলে সমস্ত আব্রু,
এঁকেছে আধুনিক প্রোসাইডন।

তাইতো সমুদ্র কখনো ভিসুভিয়াস হয়ে ওঠে,
নেশাগ্রস্থ মোহনীয় ভঙ্গিতে ডানে বামে দোলে,
প্রেমিকার খোঁজে অতৃপ্ত লাল জোড়া ঠোট,
সুদীর্ঘ লাভা নিশ্বাসে ফুঁসে ওঠা ঢেউ,
আছড়ে পড়ে নটবর, প্রলয়নাচনে,
অনাবৃত সমতল বুকের পাঁজর চাষে,
ফুলে ওঠা সাইক্লোন, খুঁজে ফিরে সমুদ্র শিকার,
খোঁজে ভূমির পসাইডন।
তছনছ করে বুকের এ গলি ও গলি,
কিলবিল করা সাপের মত ফণা তুলে,
সমুদ্র নদীতে, সমুদ্র বনে, সমুদ্র মাঠে, কখনো বা
দশমাথা দশানন, অজস্র পাপের প্রেম,
আর নিরীহ প্রজার চোখে সুনামিদুর্গত অঞ্চল।

প্রেমময়
সমুদ্র কখনোবা ভারী শান্ত বুকে গজলডোবা প্রেম,
নীল জমিনে বেণী গেঁথে দেয়,
গ্রামের ঢেমনা মরদের অন্তরের মত,
বুকের জলরাশি সাজায় অন্তরীক্ষের আরশিনগর,
চাঁদের কেশে গুঁজে দেয় বাহারি তারার ফুল,
সযত্নে ভালবেসে বুকের পাঁজরে, ফুঁলে ওঠে নিয়ম করে কামারের হাপরের মত।

কখনোবা,
সমুদ্র কিশোরীর সমুদ্র চঞ্চল প্রেম,
উতলা হাওয়ায় উড়ে যাওয়া ওড়না,
উত্তাল বক্ষের ভীরু ভীরু নিঃশ্বাস,
ফুলে ওঠা ঢেউ গুনে রাখালের চোরা চোখ,
কিশোরীর ঠোটটেপা হাসি,
কখনোবা তার কানাইয়ের বাঁশি।

বাস্তবতা
কখনোবা সমুদ্র ভেসে ওঠা বুদবুদ,
অজস্র তারার ভীড়ে দিগন্ত ধ্রুবতারা,
কখনোবা সমুদ্র শুধুই একভাগ
তোমার কখনোবা তিনভাগ আমার,
অন্তহীন যুদ্ধজাহাজের মাইন টর্পেডো,
কখনোবা পীত, কখনোবা ভূমধ্যসাগর,
কখনো আয়লান কখনোবা নাফ,
আর অন্ত নীলের টংকার,
কখনোবা, যৌথ উদ্দ্যোগে সমুদ্র দেহ প্রসারে জাতিসংঘ নিয়মাদি, মানবতায় নামা ইউ বোট,
গুন্টার পাউলির সমুদ্র অর্থনীতি আর কনকোফলিস বাস্তবতায় বেঙ্গল বেসিনের অফুরান গ্যাস হাইড্রেট।

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৫৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

বাংলাদেশি বাঙালি বলেছেন: সুন্দর কবিতা!!

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪১

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ।

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০১

সাহসী সন্তান বলেছেন: সুমুদ্রময় কবিতা পড়ে আমার তো এই শীতরাতেও সুমুদ্রে গোসল করতে মন চাইতেছে! ;) জীবনে কাউকে ভাল বাসলে সুমুদ্রের মত উদার কাউকে ভালবাসতে হবে, তাহলে আর কষ্ট পাওয়ার কোন সম্ভাবনা থাকবে না! :)

তবে আজকের কবিতায় যেন সুমুদ্রের সাথে সাথে ইতিহাসটাও মাথাচাড়া দিয়ে উঠেছে? পুরো সারমর্মটা করলে বিতৃষ্ণা ছাড়া যেন আর কিছুই নয়! ভালবাসার সাথে সাথে সুমুদ্র যেন ঘৃনারও জন্ম দিয়েছে!

পোস্টে কিছু টাইপো আছে ঠিক করে নিয়েন! সর্বশেষ আপনার মন ভাল করার জন্য একটা চেষ্টা নামক ব্যর্থ অপচেষ্টা করলাম-

শুভ কামনা ডানা ভাই!

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:
ঠিক আছে সাহসী ভাই। ঠিক করে নিচ্ছি। আমার মন ভাল আছে। কবিতা লেখে ফুর্তিতে আছি বেশ। সমুদ্র আঁকা বেশ শান্তিময় আবেশ।

কবিতা পাঠে অনেক ধন্যবাদ ও শুভকামনা!!

৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪১

সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর। যদিও আজ একটু কঠিন লাগল................হাহাহাহা

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:
এভাবে লেখতে আজ ভাল লাগল সুমন দা। তাই আরকি। কবিতা পাঠে ধন্যবাদ।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৯

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



বুকের এ গলি ও গলি দিয়ে তছনছ করে বিরহ হেটে গেছে প্রেমময় পথ ধরে । প্রেমের অমন রুদ্রতা যেন বাস্তবতার কথাই বলে গেছে ।

কবিতায় কঠিন শব্দের ব্যবহার কিছুটা রুক্ষতা এনে দিয়েছে সমুদ্রের জলে । কামারের হাপরের মত ওঠানামা শুধু , সমুদ্র ভেসে ওঠা বুদবুদ হয়ে ওঠেনি ।

কবিতাগুচ্ছ আগের মতো মিষ্টি হয়নি । কেন ? তাড়াহুড়ো ছিল কি ?

শুভেচ্ছান্তে ।

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

জী এস ভাই,
নোনাজল মিষ্টি হবে কেন? সময় নিয়েই লেখেছি। আর আত্নতৃপ্তি নিয়েই। এটি বাস্তবতার সাথে বিভিন্ন সমুদ্ররূপের বিম্ব। বেশির ভাগই বাস্তবতা। আর বাস্তবতা নোনা জলের মতই কর্কশ। ট্রুথ নেভার ডাইজ।

কাব্যিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা!!

৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে মনে হল,কবিগুরু ও এতো বড় রিস্ক নেয় নাই। সাগর,নদী পাড়ি দেওয়ার।
এই মানের পাঠক আমি না। মাপ চাই,সাথে একটু দোয়া দিলে আরো ভালো হয়।

র্নিবোধ বলিয়া দূরে দিলে ঠেলিয়া ওরে আমার জরিনা।
এই মানের লেখক, পাঠক।

কবিতায় ++++

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার এমন মন্তব্যে যারপরনাই ভীষণ খুশি লাগছে। আপনার কবিতা আমি নিয়মিত পড়ি। আশা করি বঞ্চিত হব না। ভাল থাকুন। মন খুলেই লিখুন। কষ্টবাধা পেড়িয়েই জীবনের আলো সে আলোয় উদ্ভাসিত হোক মনের গহীন কোণ। শুভকামনা।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১২

মার্কো পোলো বলেছেন:
বাহ!

বিরহ, রুদ্রতা, প্রেমময়, বাস্তবতা। এককথায় চমৎকার।

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ধন্যবাদ। শুভকামনা নিরন্তর!

৭| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২৭

চঞ্চল হরিণী বলেছেন: সমুদ্র নিয়ে একদমই ব্যাতিক্রম লেখা। যারা দীর্ঘদিন সমুদ্রের পাড়ে থেকেছে বা সমুদ্রেই থেকেছে তারা জানে প্রতিটা স্তবক কত সুন্দরভাবে মিলে যায়। খুব ভালো লাগলো আমার। বিশেষ কয়েকটি লাইন বিশেষ ভালো লাগার জন্য তুলে দিলাম

"অজস্র সুসজ্জিত ঝাউগাছ নীড়ে জোছনার স্নানে রুপোলি রাতের সৈকত ফেলে
সমুদ্র কখনোবা শুধুই নিশি আর ভোর,

আয়নার ওপারে সমুদ্র শুধু জড় বৃন্দাবন,

প্রোসাইডন কখনোবা সমুদ্র সাজিয়েছে
উপকূলীয় বাতিঘরে,

সুদীর্ঘ লাভা নিশ্বাসে ফুঁসে ওঠা ঢেউ,
আছড়ে পড়ে সুতীব্র মিলনের আকাঙ্ক্ষায়

সমুদ্র কখনোবা ভারী শান্ত বুকে গজলডোবা প্রেম

বুকের জলরাশি সাজায় অন্তরীক্ষের আরশিনগর,
চাঁদের কেশে গুঁজে দেয় বাহারি তারার ফুল,"

এই লাইনগুলো অসাধারণ। তবে শেষ স্তবকের শেষ দুটো লাইন যদি আরেকটু কবিতা ঘনিষ্ঠ করা যায় তবে মনে হয় খুবই ভালো হতো।

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: খুব ভালো লাগলো আমার। কথাটা বিশ্বাস হচ্ছে না।

আর স্তবক ঠিক আছে শেষ দু-লাইন তো আরো বাস্তবিক। বলা যায় ভয়ংকর বাস্তবিক।


ছেড়া ছেড়া কবিতার লাইন তুলে এনে আমার সামনে ধরার জন্য ধন্যবাদ। আর কবিতা পাঠ করার জন্য ধন্যবাদ। এ কবিতা বুঝতে মগজেরচাষ দরকার। শুধু শুধু মধু বিলানো বাদ দিয়েছি।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:০০

চঞ্চল হরিণী বলেছেন: বিশ্বাস একটা সমস্যাযুক্ত শব্দ। আমার ভালো লাগা বিশ্বাস না করলে কি আপনার ভালো লাগবে? মনে হয় না। " এ কবিতা বুঝতে মগজেরচাষ দরকার। শুধু শুধু মধু বিলানো বাদ দিয়েছি।" একথা কেন বললেন জানিনা। আমি মগজের চাষ করিনা, মগজ দিয়ে অনুভব করি। আর আমার অনুভুতিতে তুলে আনা বাক্যগুলো আমাকে অনেক আনন্দ দিয়েছে। আরেকটা কথা প্রসঙ্গত বলতেই হচ্ছে, শুধু শুধু মধু মন্তব্য আমিও বিলাই না। শুভকামনা করি আপনার জন্য।

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৩১

ভ্রমরের ডানা বলেছেন:
আমার কিছু নিরবচারী পাঠক দরকার।

আমি দুঃখিত। আপনাকে অনেক ধন্যবাদ।ভাল থাকবেন। কবিতাটি লেখে এরপর তিন চারবার পড়ার পর থেকেই ... মনটা খুব খারাপ।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:০৭

চঞ্চল হরিণী বলেছেন: আরেকটা কথা লিখতে ভুলে গিয়েছিলাম। আপনার কবিতাটির শেষ দুটি বাক্য অবাস্তব তা তো বলিনি। অবশ্যই ভয়ংকর বাস্তব। তবে যে ধারাবাহিকতায় পুরো কবিতাটি লিখেছেন শেষ দুটি লাইন সে ধারা থেকে বের হয়ে গিয়ে শুধু বাক্য হয়ে গেছে। আমি কবিতার সাথে আরেকটু ঘনিষ্ঠতার কথা বলেছি। অবশ্যই বিবেচনা কবির নিজের।

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:১৮

ভ্রমরের ডানা বলেছেন:

সমুদ্র নিয়ে জাতিসংঘের নিয়ম, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সমুদ্র চোষা ইউবোট, পাউলির ভবিষ্যৎ সমুদ্র অর্থনীতি, গ্যাস হাইড্রেট এসব সমুদ্রের অতীত বর্তমান ভবিষ্যৎ বাস্তবতা। এটাই ফুটিয়েছে শেষ দুলাইন।

১০| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:১২

চঞ্চল হরিণী বলেছেন: আপনার মন খারাপ জেনে আমারও এখন একটু মন খারাপ লাগছে। আমি দীর্ঘদিন সমুদ্রের পাড়ে একা ছিলাম। আমার সেই সময়ের অনুভূতিগুলো আজ আপনার কবিতায় পেয়েছি যা আমাকেও মন খারাপের দিকে টেনে নিয়ে গেছে। ভালো থাকুন কামনা করি।

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:২২

ভ্রমরের ডানা বলেছেন:
আপনি মন খারাপ করবেন না। কবিতা বা গল্প লেখে লেখকরা যে কষ্ট পেতেন আমিও সে কষ্ট আজ পেলাম। একদিক দিয়ে এটা ভাল। আমি ভাল লিখছি।


আপনার এত কাছে যেতে পেরেছি সেটাই বিশ্বাস হচ্ছিল না। আমার কোন কবিতা আপনি ছাড়েন নি শুধু এর আগেরটা ছাড়া। ধুয়ে দিছেন।

তাই বিশ্বাস করতে পারছিলামনা। আর সাথে মন খারাপ লাগা তো ছিলই। কিছু মনে করবেন না। ভাল থাকুন। নিজের যত্ন নিন।

১১| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: সমুদ্র কাব্য পড়ে ভাবছি সমুদ্র স্নানে যাবো!

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

ভ্রমরের ডানা বলেছেন:
তাড়াতাড়ি করে যান!! আসতে করে গেলেও চলবে। ১০০ বছর পর সমুদ্র নিজে হেটে চলে আসবে চাঁদপুর মৎসআড়ত পর্যন্ত। তখন বেশি দূর যাওয়া লাগবে না আর। সমুদ্র বাড়ছে। গ্রীন হাউস ইফেক্ট কাজ করছে খুব কঠিন বাস্তবতায়।

১২| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯

বিজন রয় বলেছেন: সহস্র কথার ফুলঝুরি। কবিতার অবিরাম ধেয়ে চলা।
এটাই কবিতার বাঁধ ভাঙার আওয়াজ।

সুপার!

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

ভ্রমরের ডানা বলেছেন:
মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভাল থাকুন নিরবধি!

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩

নীলপরি বলেছেন: আপনার জলকাব্যে সমুদ্রের বিভিন্ন রূপ ভালো লাগলো । বাস্তবতাটাকেও সুন্দর করে একটা কাব্যিক রূপ দিয়েছেন ।

কবিতায় +++++++++++

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে ধন্যবাদ। ভালবাসা জানবেন!

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

মোস্তফা সোহেল বলেছেন: বড় কবিতা দেখলে মনে হয় এত লেখে কেমনে। এভাবেই লিখতে থাকুন আর এমন ভাল ভাল কবিতা আমাদের উপহার দিন

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
চেষ্টা করব। সামনের গুলো ভাল নাও লাগতে পারে। বাস্তবিক, ভৌতিক হতে পারে। নিজের মতই লেখব। পছন্দ হলে পারবেন, না হলে নয়, আপনার ইচ্ছে।

ধন্যবাদ।

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৬

মনিরা সুলতানা বলেছেন: সমুদ্র বন্দনা নাকি সমুদ্র বিলাস ?

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭

ভ্রমরের ডানা বলেছেন:


আপু দুটোর একটিও নয়। বরং চারটি রশ্মি পেয়েছি। বিরহ, রুদ্রতা, প্রেমময়, বাস্তবতা। আরো হতে পারে। আপাতত এটুকুই!

ভাল থাকুন সর্বদা শান্ত দিঘী জলের মত। আর আমাদের উপহার দিন পৃথিবীর নির্মলতা।

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

শরতের ছবি বলেছেন: সমুদ্রকে আপনি এত রূপে জানলেন কি করে ? সমুদ্র আপনার কি হয় ? একটু বলবেন ,প্লিজ

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯

ভ্রমরের ডানা বলেছেন:

সমুদ্র আমার জীবন। আপনারও আছে। তলিয়ে দেখুন। সবারি থাকে একটা করে।

ধন্যবাদ।

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭

শরতের ছবি বলেছেন: ঠিক বলেছেন আপনি ।উত্তর পেয়ে ভাল লাগছে । সমুদ্রই জীবন ।

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১১

ভ্রমরের ডানা বলেছেন:
সমুদ্রে সাতার কাটা সহজ- এই কথার সাথে কি আপনি একমত!

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮

আলোরিকা বলেছেন: চঞ্চল ঢেউে মাইলের পর মাইল ছেয়ে < ঢেউয়ে

প্রোসাইডন < পসাইডন - সমুদ্রদেবতা --এ দুটোসহ আরও অনেক টাইপো রয়েছে ।

'অন্তহীন যুদ্ধজাহাজের মাইন টর্পেডো,
কখনোবা পীত, কখনোবা ভূমধ্যসাগর,
কখনো আয়লান কখনোবা নাফ,
আর অন্ত নীলের টংকার,
কখনোবা, যৌথ উদ্দ্যোগে সমুদ্র দেহ প্রসারে জাতিসংঘ নিয়মাদি, মানবতায় নামা ইউ বোট,
গুন্টার পাউলির সমুদ্র অর্থনীতি আর কনকোফলিস বাস্তবতায় বেঙ্গল বেসিনের অফুরান গ্যাস হাইড্রেট। ' -------জলকাব্যের রোমান্টিকতায় বিষাদের ছায়া !

এত্তসব মন খারাপের মাঝে থাক না একটু নিরেট রোমান্টিকতা । জলকাব্য আগের আদলেই থাক :)

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৮

ভ্রমরের ডানা বলেছেন:
জলের শুধু প্রেম আছে বিধুরতা নেই, আনন্দ আছে বিরহ নেই, কল্পনা আছে বাস্তবতা নেই এমনটা হবে না। জলকাব্যে সব আসবে। জ্ঞানবোধির যতটি উপলব্ধি শেকড় সব নিংড়ে আনতে চাই।

রবী বাবু এমনি বলেননি- শিক্ষা শেকড় তেতো হলেও ফল মধুর।


বানান ভুলের জন্য দুঃখিত। ঠিক করে নিলাম। রোমান্টিক কবিতার ট্যাগ খাবার আগেই কিছু বিরহী বাস্তব রুদ্র কবিতা লেখতে চাই। আরো কিছু টাইপো পেলে জানিয়েন। সেই পর্যন্ত শুভকামনা ও শুভেচ্ছা! আলোড়িত করার জন্য ধন্যবাদ!

১৯| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

ঋতো আহমেদ বলেছেন: বিরহে রুদ্রতায় প্রেমে আর বাস্তবতায় সমুদ্রের রূপ দারূণভাবে ফুটিয়ে তুলেছেন কবিতায়। ভাল লাগল খুব। শুভ কামনা।

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১০

ভ্রমরের ডানা বলেছেন:
যাক কেউ বুঝেছে আমাকে। ধন্যবাদ ঋতো! ভাল থাকুন অবিরাম!!

২০| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সমুদ্র নিয়ে লেখাটা ভালো লেগেছে। সত্যিই সমুদ্রের অনেক রূপ।

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ। শুভকামনা রইল।

২১| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪

অরুনি মায়া অনু বলেছেন: একটাই সমুদ্রের কত রূপ। কি সুন্দর করে একের পর এক বিশেষণে অলংকৃত করে দিলেন। খুব সুন্দর। কিছু কিছু প্যারা মন কাড়া। আমি আপনার কবিতার ভক্ত হয়ে যাচ্ছি দিন দিন।

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩১

ভ্রমরের ডানা বলেছেন:



এমন কবিতায় আপনার এই একটা কমেন্ট আমার এমন একশ লেখার অনুপ্রেরণা হয়ে থাকবে। কবিতাটি নিজের জন্যই লেখেছিলাম। জানতাম ব্লগে এই কবিতা কেউ বেইল দিবে না। এক ছত্র দুই ছত্র পড়েই ডুবে যাবে। ভাবের ব্যস্তানুপাতিকতায় কমে যাবে লাইক আর কমেন্ট এলগরিদম।


কিন্তু দিনের শেষদিকে আপনার মন্তব্য আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। একজন লেখকের জন্য এর থেকে বেশি আর কি'বা হতে পারে। আপনাকে ধন্যবাদ। এভাবে সাথে থাকার জন্য। জানি না এভাবে আর লেখতে পারব কিনা তবে যদি আপনার মন ছুঁয়ে যেতে পারি সে চেষ্টা করব। ছুঁয়ে যেতে না পারলে নিজ গুনে ক্ষমা করে দিয়েন। শুভকামনা!

২২| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭

কানিজ ফাতেমা বলেছেন: সমুদ্র বিম্ব- সব মিলে সংকলনটি সমৃদ্ধ । উপমাগুলোয় পাঠাভ্যাসের আভাস । শুভ কামনা রইল ।

২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৬

ভ্রমরের ডানা বলেছেন:
পাঠ্যাভাসের আভাস তো থাকবেই। পড়তে ভালবাসি। আপনি তো সব ধরেফেলছেন দেখছি। বাহ!



কবিতা পাঠে ও মন্তব্যে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

২৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
সুন্দর হয়েছে।

টাইপিং একটু সমস্যা.......

২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

তাই নাকি, ওকে চেকিং এগেইন। অ্যানি ওয়ে হোয়ার ইজ টাইপো?

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০০

হাসান মাহবুব বলেছেন: সমুদ্রের কাছে গেলে আমরা সবাই সুন্দর হয়ে উঠি।

নিবিড় অনুভবে সুখ স্মৃতি হয়ে থাকবে সমুদ্রনামা।

শুভেচ্ছা।

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩২

ভ্রমরের ডানা বলেছেন:

নিবিড় অনুভবে সুখ স্মৃতি হয়ে থাকবে সমুদ্রনামা। সমুদ্র প্রেমের বুকে আপনার কথাটি ধ্রুবতারার মত সমুদ্র জলে ধ্রুপদী সন্ধ্যাদীপ হয়ে জ্বলবে সুপ্রিয় লেখক।

সমুদ্রের কাছে গেলে আমরা সবাই সুন্দর হয়ে উঠি। আসলেই তাই। খাটি কথাটিই বলেছেন।


কবিতার পাঠে ও নিবিড় অনুভবে আপনার প্রতি রইল শুভেচ্ছা অফুরান! শুভকামনা জানবেন!

২৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩৯

জেন রসি বলেছেন: পারসোনিফিকেশন। আপনার অনেক কবিতাতেই প্রকৃতি মানুষ হয়ে যায়। আবার মানুষ প্রকৃতি হয়ে যায়। স্ট্রিম অব কনসাসনেস ওর সাবকনসাস ক্রিয়েশন?

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

স্ট্রিম অব কনসাসনেস ওর সাবকনসাস ক্রিয়েশন?
স্টিম অব কন্সাসনেস। পারসনিফিকেশন হা হা। গ্রেট ক্যাচ। এভাবে অনেকেই উপমা ব্যবহার করেছে। আর আমার এভাবেই করতে ভাল লাগে।। আপনি তো দেখছি কাব্যবিশারদ! মাই গড।


সাবধান হতে হবে দেখছি!! :P

২৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০৩

জেন রসি বলেছেন: আমি সবচেয়ে কম বুঝি কবিতা। তবে ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে হইছিল। কানের গোড়া দিয়ে পাশ করতে হলেও কিছু পড়তে হয়। পরীক্ষায় দুই একটা টার্ম ইউজ না করলেত আর ইজ্জত থাকেনা!

সেসব দিয়ে সুযোগ পেলেই ভাব মারি। :P আসলে আমি কবিতা কম বুঝি। তার একটা কারন হচ্ছে ভাষার উপর দখল আমার কম।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০৯

ভ্রমরের ডানা বলেছেন:
ইংলিশ মিডিয়াম নাকি? ইংরেজি সাহিত্য অনেক মজার। আমার খুব ভাল লাগে। শেলী, ওয়ার্ডসওয়ার্থ, কিটস, স্কট, মার্লো, টেনিসন, হ্যারিক, বুনিয়ান, কনোরাড, মিল্টন, ইয়েটস, ব্ল্যাক, ডিকেন্স আরো অনেকেই দুর্দান্ত লেখেছেন। সবার সব পড়িনি। এলোমেলো করে কিছু কিছু পড়ার সৌভাগ্য হয়েছিল।


আর আপনি মোটেই ভাব মারেন নি। উত্তর ঠিক আছে কি?

২৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৫৭

জেন রসি বলেছেন: ইংলিশ মিডিয়াম না। ইংরেজি সাহিত্য নিয়ে অনার্স মাস্টার্স নামক প্রহসন আরকি!

কবিতার ভাষা কেমন হওয়া উচিৎ বলে মনে করেন? মুক্তগদ্য কেমন লাগে?

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:০৪

ভ্রমরের ডানা বলেছেন:
কবির ইচ্ছে মত হওয়া উচিত। লেখক পাঠক দুনিয়া ভুলে লেখা উচিত। মানে খাটি মনের ভাষায় আর কি। সহজ দুর্বোধ্য যাই হোক গভীর সত্য, বাস্তব, মাঝেমধ্যে একটু মোহনীয় এই তো এমনি।


মুক্ত ভালই লাগে। আমি দুটোতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। মৌলিকতা বজায় রেখে আরকি। প্রচ্ছন্ন প্রকট সকল প্রভাব দূরে রেখে।

প্রহসনের গল্পটাতে প্রায় সবার অনুভূতি একই।

আপনার কি গদ্যকাব্য প্রিয়? আমার ছন্দ একটু বেশি ভাল লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.