নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য - ১২ - জল ও সমুদ্র

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৪



যে জল কে ভালবেসেছি সমুদ্র বুকে,
প্রশ্ন তাকে ঘিরে, তাকে ঘিরে,
কতটুকু বিশালত্ব ধারণ করলে
বোনা যায় জল প্রেম, জল প্রেম?
কত দিন রাত জেগে ভূমিকে ছুঁয়ে দিলে,
গোনা যায়, ঢেউ কর, ঢেউ কর?

বালুদের ভীড়ে যে জল কে দিয়েছি খুঁজে
সমুদ্র নাম, সমুদ্র নাম,
তার কত গভীরে গেলে..
বুকের হাপরে তোলা যায়..
সমুদ্রপ্রেম, সমুদ্রপ্রেম।

যে জল ভালবেসে খেলেছে
পূর্ণিমা তিথির জোয়ার-ভাটায়...
সমুদ্র প্রেম, সমুদ্র প্রেম..
দেখেনি ধরিত্রী কেঁদেছে
সমুদ্র ছুঁয়ে প্রেম চাই, জল প্রেম।
যে জল কে ভালবেসেছি সমুদ্র বুকে,
প্রশ্ন তাকে ঘিরে, তাকে ঘিরে,
কতটুকু পাঁজর ফোলালে
বোনা যায় সমুদ্র প্রেম, সমুদ্র প্রেম?

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৬৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১৬

মার্কো পোলো বলেছেন:
চমৎকার।

২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ মার্কো পোলো!

২| ২৫ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:০১

ডঃ এম এ আলী বলেছেন:



জলের সাথে আছে সাগরের গভীর পরিচয়, জলের সাথে তাই সমুদ্র ঐক্যবদ্ধ হয় ,
সাগরের দিকে ধাবমান জলপুর্ণ নদীর জন্মস্থান পাহাড়টা হাজার মাইল দুরে রয়
মিঠা জলের জন্মস্থান পাহাড় হলো সারী সারী উচানীচা খানাখন্দ গর্তে ভরা
কিন্তু জলের সাথে সাগর মহাসাগর যেন একই সুরে বাঁধা। পাহাড় যখন
জলকে তুচ্ছ করে উগরে দেয়, সাগর তখন জলকে বুকে করে ধারণ ।
জল ও সমুদ্রের ঐক্যতানের প্রক্ষাপটে এ কবিতার চরণগুলি যথা
যে জল কে ভালবেসেছি সমুদ্র বুকে,
প্রশ্ন তাকে ঘিরে, তাকে ঘিরে,
কতটুকু পাঁজর ফোলালে
বোনা যায় সমুদ্র প্রেম, সমুদ্র প্রেম?


ধন্যবাদ অনেক ভাললাগার একটি
কবিতা আমাদের উপহার দেয়ার
জন্য । শুভেচ্ছা রইল ।



২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:
শ্রদ্ধেয় ড. আলী, কমেন্টে আপনার কবিতাটি বেশ বুনেছেন। বেশ সুন্দর করেই ভাবকে লিপিধারায় সাজিয়েছে। এটিও হতে পারে পূর্ণাবয়ব কবিতা।

কবিতা জল = প্রেমিকা
সমুদ্র = প্রেমিক।


প্রেম কবিতার বলয়ের বাইরে যেতেই পারছি না। তাই এটা নিয়েই চলুক। হা হা হা।



কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ। শুভকামনা!

৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫২

নীলপরি বলেছেন: বালুদের ভীড়ে যে জল কে দিয়েছি খুঁজে
সমুদ্র নাম, সমুদ্র নাম,
তার কত গভীরে গেল..
বুকের হাপরে তোলা যায়..
জলপ্রেম, জলপ্রেম।


সত্যিই জলের প্রেমে পড়ার মতো কবিতা ।

বাস্তবে আমার হাইড্রো ফোবিয়া আছে । :)

কবিতায় ++

২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার হাইড্রোফোবিয়া আছে জেনে খুব খারাপ লাগল। আমার এক বন্ধুর একই ভীতি ছিল জল নিয়ে। সমুদ্রে আমরা সবাই হুটোপুটি খেলেও সে কুঁকড়ো হয়ে থাকত। জলে পা নামাত না। আমি তাকে নিয়ে বহুবার চেষ্টা করেছি জলভীতি কাটিয়ে ওঠার। হয়নি। খুবই ভয়ংকর ভাবেই জিনিসটা তার মগজে গেঁথে ছিল। শেষে আর হয়নি জলে নামা। তবে সে এখনো প্রচেষ্টারত। হয়ত সফলও হতে পারে। তার আগ্রহ আছে এটাই বড় শক্তি।

আপনি বলেছেন - সত্যিই জলের প্রেমে পড়ার মতো কবিতা

এটি লেখকের জন্য অনুপ্রেরণার এক সমুদ্রপ্রেম। এভাবে অনুপ্রাণিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ! ভালবাসা জানবেন!

৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ভ্রমরের ডানা

যে জল কে ভালবেসেছি সমুদ্র বুকে,
প্রশ্ন তাকে ঘিরে, তাকে ঘিরে,
প্রশ্ন তাকে, কতটুকু বিশালত্ব ধারণ করলে
বোনা যায় সমুদ্র প্রেম, সমুদ্র প্রেম?
কত দিন রাত জেগে ভূমিকে ছুঁয়ে দিলে,
গোনা যায়, ঢেউ কর, ঢেউ কর?


এখানে দেখি প্রশ্ন আর প্রশ্ন, কে কাকে করে?

জ্ঞানী লোক মাত্রই বিনয়ী কিন্তু কবিতার ব্যখ্যা চাওয়া সে তো অজ্ঞানীর কাজ।একারণে আমিও ওদিকে গেলাম না।
পাঠকের স্বল্প জ্ঞান দ্বারা কবিতা বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ!

কবিতা দিয়ে গেলাম প্লাস।
+++++

২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: যে কোন প্রশ্ন ও ভিন্নমতপোষণ হতেই পারে। গনতন্ত্র, সংবিধানের ৩৯ ধারা আমাদের তা দিয়েছে। কথা হল সবটুকুর একটি মাত্রা আছে। ব্যক্তি পর্যায়ে, গোষ্ঠী পর্যায়ে। আমরা সেটিকে দেখি নৈতিকতা আর সামাজিকতার আলোকে।

এর বাইরে কিছু প্রশ্ন থাকে যা হৃদয়গত। যা খুবই নিরীহ, যাতে কেউ দোষী নয়, যা ক্ষরিত হয়ে আসে মনের পাথার বেয়ে। কবিতায় সেরকম কিছু প্রশ্ন তোলা হয়েছে।


যা জ্ঞান অজ্ঞান ছাপিয়ে শুধুই হৃদয়গত, যা ছুঁয়ে যেতে চায় জল হয়ে সমুদ্র, আবার সমুদ্র হয়ে ধারণ করতে চায় সমুদ্র প্রেম। এভাবে জলকাব্যের প্রতিটি কবিতার বিষয় একান্তই আবেগজাত! প্লট ভিন্ন তবে ভাব একই।

এভাবে প্লাস দিয়ে অনুপ্রাণিত করে গেলেন। ধন্যবাদ। শুভকামনা!

৫| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

ডার্ক ম্যান বলেছেন: কাব্য ভাল লেগেছে।
সমুদ্র বুঝিয়ে আপনার ভীষণ প্রিয় ।

২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: সমুদ্র বুঝিয়ে আপনার ভীষণ প্রিয় ।
জ্বী অনেক প্রিয়। আমি মনে করি সমুদ্র আমাদের জীবন। আর সে জীবনকে আমাদের ভালবাসতেই হয়।বড় আপন করে।

কাব্য ভাল লেগেছে সে জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা জানবেন।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৩

আখেনাটেন বলেছেন: 'বালুদের ভীড়ে যে জল কে দিয়েছি খুঁজে
সমুদ্র নাম, সমুদ্র নাম,
তার কত গভীরে গেলে..
বুকের হাপরে তোলা যায়..
সমুদ্রপ্রেম, সমুদ্রপ্রেম'
---

সমুদ্রের ডাকে সাড়া না দিয়ে কেবল থাকতে পারে গর্দভেরা যারা সমুদ্র আর বুড়িগঙ্গার পার্থক্য ধরতে পারে না। আমারও সমুদ্রপ্রেম ভীষণ। ভালোলাগা কবিতাটিতে।

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:

শিশিরের জলে মুছে যাক পৃথিবীর সব অভিমান। জন্ম নিক বুকে সমুদ্র প্রেম।



শুভেচ্ছা ও ভালবাসা রইল!

৭| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সমুদ্রপ্রেম জানে সমুদ্ অতলের মাটি!
জলপ্রেম জানে মরুভূমি

মরুর তৃষা আর অতলের গভিরতা লয়ে এসো বুঝীয়ে দেবো প্রেম ;)

হা হা হা -ভাললাগার এলোমেলো কথন ;)

+++++++++++

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:

মরুর বালুতে হাহাকার তোলে
রুক্ষ শুষ্ক ক্যাকটাস,
জল চাই, জল চাই!
তপ্ত সূর্য রথে পুড়েছি জনম,
অভিশাপের বর করেছে ভর,
পাথরের শ্বাসমূলে।
প্রেম বোঝেনি মেঘ জল কত, জল কত,
এনেছে বয়ে দিয়েছে সেই ঝরনা দ্বীপে,
রয়েছি একেলা একা এই আমি
অধরামৃত এই মরুর বুকে।

নদী বোঝেনি প্রেম, জল কত, জল কত,
ঝর্ণা দিয়েছে তার বুকেপিঠে,
ঝর্ণা বোঝেনি প্রেম জল কত, জল কত,
পাহাড় বুনেছে প্রেম, হেম সেচে।

অনিল ভুলেছে প্রেম, প্রেম কত,
সাগর দিয়েছে তার বুক থেকে,
মরু চেয়েছে প্রেম, জল শত,
আমরা ভুলেছি প্রেম, প্রেম কত।


তাই সাগর বিদ্রোহী ভিগু হতে চেয়েছিল,
চেয়েছিল সব মুছে, প্রেম দিতে।



শুভেচ্ছা!

৮| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:
এমন মন্তব্যের জন্য কৃতজ্ঞতা সুপ্রিয় লেখক। শুভকামনা! ভাল থাকুন নিরন্তর!

৯| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫

প্রামানিক বলেছেন: যে জল কে ভালবেসেছি সমুদ্র বুকে,
প্রশ্ন তাকে ঘিরে, তাকে ঘিরে,
কতটুকু পাঁজর ফোলালে
বোনা যায় সমুদ্র প্রেম, সমুদ্র প্রেম?

চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

ভ্রমরের ডানা বলেছেন:
খুব ভাল লেগেছে জেনে আপ্লুত হয়েছি। চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯

আনিসা নাসরীন বলেছেন: যে জল কে ভালবেসেছি সমুদ্র বুকে,
প্রশ্ন তাকে ঘিরে, তাকে ঘিরে,
কতটুকু পাঁজর ফোলালে
বোনা যায় সমুদ্র প্রেম, সমুদ্র প্রেম?

অনেক অনেক সুন্দর।

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি অনেক অনেক সুন্দর লেগেছে বলে যে উচ্ছাস জানিয়েছেন তার জন্য আপনার প্রতি অজস্র ধন্যবাদ ও শুভেচ্ছা। ভাল থাকুন নিরন্তর বুকে নিয়ে সমুদ্র প্রেম।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

জিসান অাহমেদ বলেছেন: 'বালুদের ভীড়ে যে জল কে দিয়েছি খুঁজে
সমুদ্র নাম, সমুদ্র নাম,
তার কত গভীরে গেলে..
বুকের হাপরে তোলা যায়..
সমুদ্রপ্রেম, সমুদ্রপ্রেম'--- দারুণ......................++++++

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৭

ভ্রমরের ডানা বলেছেন:

সমুদ্র আবগাহনে শুভেচ্ছা ও শুভকামনা। আপনার সকল প্লাস জলকাব্য ১২ সিন্দুকে তুলে রাখলাম।

১২| ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২

যবড়জং বলেছেন: যে জল ভালবেসে খেলেছে
পূর্ণিমা তিথির জোয়ার-ভাটায়..


মন্তব্য করা কঠিন এমন লেখা...।
ছবির প্রসঙ্গে বলতে চাই একটু....। খুবি দারুন ছবি দিয়েছেন । কবিতা আর ..ছবি মিলে মিশে একাকার :)

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২০

ভ্রমরের ডানা বলেছেন:

একাকার কবিতার জল মাখিয়ে আমিও আনন্দিত হলুম বেশ। এভাবেই বেচে থাকুক সমুদ্র জলের রেশ। বুকে বুকে! আপনার আমার সবার!



কবিতা পাঠে ও মন্তব্যে শুভকামনা!

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

সাহসী সন্তান বলেছেন: আপনি কি জানেন সুমুদ্রকে আমি কেন এতটা ভালবাসি? হয়তো জানেন না! যদি কখনো সুযোগ হয় তাহলে সেদিন শুনে নিয়েন সুমুদ্রকে আমি ঠিক কতটা ভালবাসি! আর সেই সুমুদ্রকে নিয়ে লেখা আপনার কবিতা কি ভাল না লেগে উপায় আছে?

খুব সুন্দর এবং চমৎকার কবিতা ডানা ভাই! সত্যিই খুব খুব ভাল লাগলো!

শুভ কামনা জানবেন!

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

জানার ইচ্ছে অবশ্যই রাখি। সেটি হতে পারে আরেকটি কাব্যের উৎস। তাই কেন নয়। খুব শীঘ্রই জানাবেন। যার বুকে সমুদ্রজল, তার বুকে সমুদ্র প্রেম, জোয়ার তো উঠবেই। আর আমরা বলব, প্রেম কত, প্রেম কত!


এমন জলকাব্যে আপনার মন ভালোকরা মন্তব্য সত্যি আমার জন্য অনুপ্রেরণার। যে উচ্ছাস প্রকাশ করেছেন তাতে সমুদ্রের গর্জন শুনেছি আর তাই আপনাকে জানাই সমুদ্রপ্রেম শুভেচ্ছা।


প্রশস্ততর হোক আপনার মন সমুদ্র বক্ষের মত। সেচে আনুক মুক্তোমনিদানা আর আলোকিত করুক প্রতিটি মনের গলি। সেই কামনায় করি নিরবধি! ভাল থাকুন সাহসী ভাই।

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

বিদ্যুৎ আকন্দ জামালপুরী বলেছেন: জলের ভীতি বড় ভয়ংকর

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:

তা তো অবশ্যই। জলে অবগাহন স্মৃতি মনে করলে ভয় কেটে যায়। ঠিক বলেছি না আকন্দ ভাই।


শুভেচ্ছা জানবেন!

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৮

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার হয়েছে।

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

খুব ভাল লেগেছে জেনে আপ্লুত হয়েছি। চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

১৬| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:



শুরুতে, কিংবা মহাকালের কোন এক মহাক্ষনে, কেঁদেছিল প্রকৃতি কে জানে কি কারণে, লোনা জলে ভাসায়ে ধরণীর বুক, তাতে আজ কবি খুঁজে মরে প্রেমসুখ

২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

খুব সুন্দর কমেন্ট করেছেন গাজী ভাই। কাব্য আপনার কমেন্টে ঝংকার তুলেছে। শুভকামনা সতত!

১৭| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৬

হাসান মাহবুব বলেছেন: আপনি এখন কোথায়?

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০১

ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় হামা, ভাই আমি এখন অবসরে। সমুদ্র দেখছি। :D

ধন্যবাদ! শুভকামনা!

১৮| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩২

সাহসী সন্তান বলেছেন: ব্লগে আসলে এগুলো কি চলতেছে! X((

নয়া নিকের উৎপত্তি এবং কমেন্টের ব্যাপারে কর্তৃপক্ষ যদি জিরো টলারেন্স না হয়, তাহলে কখনই এগুলো কমবে না! :(( :(

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৯

ভ্রমরের ডানা বলেছেন:
আশা করি সন্মানিত মডারেটরবৃন্দ এ বিষয়ে সুষ্ঠ ব্যবস্থা গ্রহন করবেন। আমি আভাষ পেয়েছিলাম ফ্লাডগেট এখানে ওপেন হবে তাই দেরি করে এলাম।


পুরোনো নিক ছাড়া নতুন নিকদের এড়িয়ে চলতে হবে। এইগুলো ব্লগে স্পার্মিং করবেই। আমার এদের এড়িয়ে চলা উচিত ছিল। এখন তাই হবে। কমপক্ষে ২০টা পোষ্ট দেখে তারপর ভাল মন্দ যাচাই করব।


সাথে থাকার জন্য ধন্যবাদ সাহসী ভাই। শুভকামনা! ভাল থাকবেন নিরন্তর!!

১৯| ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভ্রমরের ডানা জানি ছোঁয় পুষ্প দল
দলে দলে ফুটে তারা নিশি ভেজা প্রাতে
অতঃপর ঝরে, পড়ে মালিনীর হাতে
মালা হয়ে ভাবে ফুল, প্রেমীদের কথা।
ভ্রমরের ডানা নামে কবি ছোঁয় জল
জল কাব্য রচে কত প্রাত দিবা রাতে
সাগরের ঢেউ কত দোলে আঁখি পাতে
স্মৃতিময় হয়ে থাকে তারা সব তথা।
জল কল কোলাহল কল কল করে
নদী বলে সব জল সাগরেরে দেব।
মালি বলে ঝরে ফুল ঝরে ফুল ঝরে
সব ফুল নিয়ে আমি মালা গেঁথে নেব।
ভ্রমরের ডানা দোলে দু’রকম বায়
ফুল দল জল কল ভুলে মন তায়।

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৪

ভ্রমরের ডানা বলেছেন:


এমন সুন্দর একটি সনেট আপনার কাছ থেকে পেয়ে অত্যন্ত অনুপ্রাণিত হলাম। নিজেকে এত সুন্দর করে কাব্যিক ভাবে উপস্থাপিত হতে দেখে আপ্লুত হলাম। ব্লগে আপনার কাছ থেকে পাওয়া এমন স্নেহমাখা কবিতা আজীবন স্মরণ রবে।


ভাল থাকুন সুস্থ থাকুন সুপ্রিয় লেখক ও কবি। অজস্র সমুদ্র জলের প্রেমে আপনার মনে ভরে থাক সমুদ্র প্রেম, সমুদ্র জল। সেই কামনা নিরবধি!

২০| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
জল ও সুমদ্র কবিতায় ভালো লাগা।

কেমন আছেন ?

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৩

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা ভাল লেগেছে জেনে খুব ভাল লেগেছে। জ্বী আমি ভাল আছি। আপনাকে ফিরে পেয়ে ভাল লাগা দ্বিগুণ হয়ে গেল। ভারমুক্ত লাগছে। :D

আপনার জন্য অনন্ত শুভকামনা!!

২১| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, কয়েক দিন ব্যস্ততার মাঝে ছিলাম । B-)
এ কারণে ব্লগে আসতে পারিনি।এসে অনেক কিছু দেখলাম।
যে যা বলে বলুক,তাতে কান না দিয়ে । আমরা এক সাথে মিলেমিশে ব্লগিং করি ।
অপরিচিত কারো সাথে কোন তর্ক বা বিবাদে না জড়ানো ভালো।
যা হবার হয়ে গেছে সব ভুলে যান।
ভালো থাকুন।

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২১

ভ্রমরের ডানা বলেছেন:
আপনাকে ধন্যবাদ। তাই করছি। আমি এসব এসবেস্টস স্রেফ উড়িয়ে দেই। তবে আপনি খুব দামি কথাগুলো বলে গেলেন। নিরন্তর শুভকামনা!

২২| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৮

অরুনি মায়া অনু বলেছেন: অসাধারণ। বারবার পড়তে মন চাইছে।
সমুদ্র জলের ন্যায় গভীর প্রেম চাই প্রেম চাই,
কিন্তু হায়, তা কোথাও নাই কোথাও নাই।

২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১২

ভ্রমরের ডানা বলেছেন:

সমুদ্র জেগে আছে।
জল চাই।
দিগন্তরেখায় তার স্পষ্ট আভাস।
সূর্যের দীপ্তকিরণের মত সার্চলাইট জ্বালিয়ে-
সমুদ্র খুঁজেই চলছে
সমুদ্র প্রেম।
জলের বানে ভেসে যেতেই সমুদ্র হয়েছে নীল,
আরো গভীরে গাঢ়তর।

অরুনি মায়া অবগাহন করেই খুঁজে নিন সমুদ্র জল। সে পথে রইল এই ক্ষুদ্র মানবের অজস্র শুভেচ্ছা ও শুভকামনা! সমুদ্র প্রেমে ভরে উঠুক আপনার মন। সেই কামনা নিরবধি!

২৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২

নীলপরি বলেছেন: প্রতিউত্তরটা ভালো লগলো । আপনার বন্ধুর জন্য শুভকামনা । আমার তো জলে নামা দূরে থাক সমুদ্রের দিকে একটানা কয়েক মিনিট তাকিয়ে থাকলেই মাথা ঘুরছে মনে হয় !

ধন্যবাদ । :)

২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

আহারে। সমুদ্রজল বুঝলাম মাথা ঘুরিয়ে দিল কিন্তু ফোয়ারার জল দেখেও কি..... এমন হয়।


এ কোন ব্যামো রে বাবা!! যাকগে আপনার সমুদ্রজলে নামা লাগবে না। আমরা সবাই সমুদ্রই তুলে এনে দিব ক্যামন :D



শুভকামনা রইল। ভালবাসা জানবেন।

২৪| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়ে ভাল লাগা জানিয়ে গেলাম ডানা ভাই B-)

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে খুব খুশি লাগছে গিউলি ভাই। শুভেচ্ছা রইল। :D

২৫| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়ে ভাল লাগা জানিয়ে গেলাম ডানা ভাই B-)

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে খুব খুশি লাগছে গিউলি ভাই। শুভেচ্ছা রইল। :D

২৬| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৫৯

জেন রসি বলেছেন: জল এবং সমুদ্র, কে কাকে ধারন করে?

জলকাব্য চমৎকার হয়েছে। আমার হাইড্রো ফোবিয়া না থাকলেও আমি সাঁতার পারিনা। :P

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:১০

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় সমুদ্র জলকে ধারণ করছে। বস্তুত সমুদ্র হল পুরুষ আর জল হল নারী। এভাবেই বুঝে পড়ুন। এভাবেই ভাব ফুটিয়ে তোলা হয়েছে।

হাইড্রোফোবিয়া খুবই মারাত্নক ভীতি। ভয়ানক যন্ত্রণাদায়ক। সাঁতার না পারা দোষের কিছু না তবে নিজের নখ না কাটতে পারা টা দোষের কিছু। আমি পারি না! :P


কবিতায় আপনাকে পেয়ে ভাল লাগল। শুভকামনা। বুকে জেগে থাক সমুদ্র প্রেম। সেই কামনা করি!

২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭

স্বৈতী ইসলাম বলেছেন: কতটুকু পাঁজর ফোলালে
বোনা যায় সমুদ্র প্রেম, সমুদ্র প্রেম?

কতটুকু?!

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:

জানি না!! সমুদ্র জানে। আর আমি চেয়েছিলাম সমুদ্র হতে!! এখনো পারিনি! প্রচেষ্টারত!

২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কোথায় হারিয়ে গেলেন? ব্যস্ততা শেষ করে, তারাতারি ব্লগে ফিরে আসুন।

অনেক দিন আপনার জলকাব্য পড়া হয় না।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৩

ভ্রমরের ডানা বলেছেন:

হবে হবে। শাহরিয়ার ভাই সময় ফুরিয়ে যায়নি। আপনি যতদিন বলবেন লেখে যাব জলকাব্য। একজন কবির অনুরোধ ফেলা যায় না।


ভাল থাকুন নিরন্তর। সে কামনাই করি!

২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: সুন্দর জলকাব্য পড়ে অভিভূত হ'লাম।
কতটুকু পাঁজর ফোলালে
বোনা যায় সমুদ্র প্রেম, সমুদ্র প্রেম?
- চমৎকার!

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

সুপ্রিয় লেখক আপনার প্রতিটি মন্তব্য আমার জন্য বিশেষ কিছু। চমৎকার করে যেভাবে, যেরুপে মন্তব্য করেন তা লেখকের জন্য অনুপ্রেরণার আশীর্বচন!!


ভাল থাকুন নিরন্তর!!

৩০| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
একজন কবির অনুরোধ ফেলা যায় না।

প্রথম কথা আপনাকে অনেক দিন পরে পেয়ে অনেক ভালো লাগলো ।
দ্বিতীয় কথা হল কবি বলে লজ্জা দিবেন না।কারণ কবি হতে হলে অনেক শব্দ ভান্ডার ও জ্ঞানের প্রয়োজন হয়........

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

সে আপনার আছে বলেই মনে হয়েছে। তাই তো কবি বলেই ডাকা। আপনার সম্প্রতি প্রকাশিত কবিতাটি চমৎকার হয়েছে। শুভকামনা কবি!

৩১| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার কবিতা পড়তে ভালো লাগে এবং কোন কিছুর রহস্য নিয়ে লেখা তা পড়তেও ভালো লাগে । বাংলা ভাষার আমার কাছে খুব কঠিন লাগে। নিজের মাতৃভাষা হলে কি হবে। এ কারণে ব্লগিং করা আর অবসর সময় কাটানো । যারা আন্তরিক ব্লগারা তাদেরকে আমার ভীষণ ভালো লাগে ।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫২

ভ্রমরের ডানা বলেছেন:

এই ভালবাসার জন্যই বারবার ফিরে আসা। বাংলার কথা তার আকর্ষণ অন্যরকম। রহস্যঘন মনে কবিতারা দলবেঁধে উড়ে চলুক! সে কামনা কবি!

৩২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০২

খায়রুল আহসান বলেছেন: আপনার জলকাব্য - ১৩ - ড্রিম লিফস পড়েও দুটো মন্তব্য রেখে এসেছিলাম, যা সম্ভবতঃ আপনার এখনও চোখে পড়েনি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:

দুঃখিত সুপ্রিয় ব্লগার ও লেখক। এক্ষুনি দেখছি! আসলে আমি ব্লগারস ব্লক কাটিয়ে মাত্র ফিরেছি!!

৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: জল প্রেম। সমুদ্র প্রেম। দারুন। দারুন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: জল কাব্যে স্বাগতম! অনুভবের মিশ্রণ দারুণ লাগল! শুভকামনা!

৩৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯

জেড আই অর্ণব বলেছেন: অন্যরকম ভালো লাগা

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:
অন্যরকম ভাললাগায় কৃতজ্ঞতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.