নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ডম্বরু -১- শেফালিদের বাষ্পায়ন

০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪২



অংগার
অজস্র বুক পুড়ে যায় বেদনার
জলে অশ্রুত নিরালায়-
জানালার পাশে, ডালিমের ডালে,
ফুলে ফুলে, পাতায় পাতায়।
রক্তজবার চোখে ঘোলাটে পুকুরপাড়ের
রক্তজবার হাসি,
যেন রক্তাম্বর ধিঙ্গী দিগন্ত শীতলা
হয়ে আরো মেলেছে মুখ-
শুষে নিতে আগুনবরণার সবটুকু আঁচ,
ফালি করা জালি লাউয়ের ডগায়
দেখি সমাজের রাজতখতে
কিছু নপুংসক পুরুষশার্দূল!

বাস্তবরূপ
আর এদিকে দেখুন
স্বর্ণের দামে উঠানামা হচ্ছে,
বাজারে তার ভূড়িভূড়ি প্রমাণ।
এ নিয়ে হিসাব গরম,
মজিদের চায়ের দোকানে কতই তর্ক গরল,
এই তো গত শীতে সমাজ খুঁজেছে স্বর্ণকমল,
এই শীতেও তার আরো চড়া দাম।
আফসোস শুধু দক্ষিণ পাড়ার শেফালির বাপের-
শুধু কমেছে ভিরু দুটি চোখের ভানু, বংশের নাম।
নজরে তীর্যক ফলায়
যার বাকিটুকু মান,
শুষে নিতে দমাদম
সমাজ মারছে বাক্যের বাণ,
নিকার খাতার ঘরে ওরা দেখেনি
কাঁপছে দায়গ্রস্ত পিতার নয়ন প্রাণ।
ওরা দেখেছে শুধু পুরুষশার্দূল,
তাই চারিদিকে বাহবা,
মাইকে- "মে তো তান্দুরি চিকেন হু ইয়ার
সাটকালে সাইয়া অ্যালকোহল সে"
সবাই প্রস্তুতি আজ রাতেই
যেন উবলে খাবে হরিণার
সকল মাংসিক ভাঁজ,
ডালি ডালি কোরমা দোপেয়াজ,
এক্ষুণি তাই উল্লাসে উল্লাস, বাহ সমাজ!

এরপরই হৈমন্তীরা যাবতীয়
পেষন বাণে খোট্টা খেতে খেতে
ব্যতিব্যস্ত; অপুদের চোখের
সম্পত্তিরূপে বিশাল সম্পদ আগুন নেভাতে
ক্রমেই পুড়ে পুড়ে অংগার সোনার বদন,
রুপের চন্দন, দেহের স্পন্দন।

প্রশ্নবোধ
স্বার্থপর সেই মানব ইন্দ্রিয়, ক্রমেই
সে নপুংসক কামনার জবাব
নারীর সাধ্য হবে বলেছে কে?
কার এত সাহস! পড়, শোনাও!
তবে কেন? কেন আগুনের দিনে
খোলা জানালা ছাড়া
আর কেউ দেখেনি তাদের অশ্রুত উদাস,
কত রক্ত, কত রক্ত, কত রক্ত,
বুকের বাষ্পায়ন, শেফালিদের বাষ্পায়ন?


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার কবিতা পড়ে পিকে ছবির কথা মনে পড়ে গেল !
সে ভিন্ন গ্রহ থেকে এসে এ সামাজের কিছু অসংগতিগুলো তার চোখে পড়লো
কিন্তু এ সমাজের মানুষগুলো, মানুষের দ্বারা ভন্ডামো চোখে পড়লো না ।

কবিতা খুব সুন্দর লিখেছেন।

কবিতায় ++++

০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫১

ভ্রমরের ডানা বলেছেন:

আমাদের যৌতুক বিষয়ে আরো সচেতন হতে হবে। সমাজে এর বিষবাষ্প এখনো ছেয়ে আছে!

পিকে মুভিটি খুব ভাল লেগেছিল। এক নিঃশ্বাসে দেখার মত ছবি! এ সমাজের মানুষগুলো কবে যে মানুষ হবে সেটাই দেখার বিষয়। কবিতা পাঠে ও প্রথম অনুভবে ধন্যবাদ ও শুভকামনা শাহরিয়ার ভাই।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭

খায়রুল আহসান বলেছেন: এতে ক্রমেই পুড়ে পুড়ে অংগার সোনার বদন,
রুপের চন্দন, দেহের স্পন্দন
- চমৎকার অভিব্যক্তি!
শেফালিদের নিয়ে লেখা কবিতা ভাল লেগেছে।
মজিদের চায়ের দোকানে কতই তর্ক গড়ল - এখানে "গড়ল" কথাটা কি গড়ালো হবে?
নাকি গরল?

০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:
প্রথমেই বানান ভুলের জন্য দুঃখিত। ঠিক করে নিলাম আসলে আমার কিছু লেখা চুরি হয়েছে ফেসবুকে অন্য সাইটে। তাই কিছু ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত ভুল রেখেই কবিতার প্রকাশ। যারা চুরি করছে তারা শুধু কপিপেষ্ট করছে।


কবিতার তাৎক্ষণিক পাঠে ও গভীর অনুভবে কৃতজ্ঞতা জানাই। আপনার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইল! শুভ সন্ধ্যা!

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১

রিকতা মুখাজীর্র্ বলেছেন: কবিতা দীর্ঘ হলেও খুব সুন্দর লেখা শেফালীদের উদ্দেশ্যে।

০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:
খুব সম্ভবত এই প্রথম আমার কবিতায় আপনাকে পেলাম। আসলে সমাজের এমন প্রথা নিয়ে আগেও অনেক লেখা হয়েছে। আমি শুধু আমার অবস্থান পরিষ্কার করেছি!

কবিতা পাঠে ও অনুভবে অশেষ ধন্যবাদ। শুভকামনা জানবেন।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেফালিদের নিয়ে ভাল কবিতা।

শুভেচ্ছা ভ্রমরের ডানা।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার অনুভবে শুভেচ্ছা ও শুভকামনা রইল!আপনাকে অনেক ধন্যবাদ।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



মনে হচ্ছে, শেফালীরা (টার্মটা ) সবার কাছে পরিচিত, আমি তো এটাকে মেয়ের নাম হিসেবে জানি; এর বাহিরে কি ওজন এই নামের?

০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

ভ্রমরের ডানা বলেছেন:
শেফালী গ্রামীণ মেয়েদের চরিত্র। যৌতুক প্রথার শিকার। শহরে যৌতুক নেই তবে বিজনিস বিজনিস গেম আছে। ঢিস্টিং ঢিস্টিং গ্ল্যামারে ভরা এঞ্জেল, প্রিন্সেসরা আছে। তাহারা এসবের উপরে অবস্থান করে। এসব ব্যাকডেটেট জিনিস তারা বোঝেনা। তবে তারা টাকা চিনে। এর মাঝে একটা শ্রেণী আছে। যারা বিবেক বুদ্ধি জাগ্রত করে আছে। লেখাটি তাদের জন্যই!

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০২

শায়মা বলেছেন: বিদ্রোহী কবিতা!!!!!

ভালো লাগা ভাইয়া!

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ শায়মা আপু! বিদ্রোহ ছড়িয়ে পরুক। এর থেকে সমাজের মুক্তি চাই!

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



বক্তব্য বোধগম্য হলেও কবিতাটি এলোমেলো মনে হয়েছে ।



০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০২

ভ্রমরের ডানা বলেছেন: সুপ্রিয় জী এস ভাই,


এখানে কিছু পুড়ে যাওয়া মনের দহন প্রক্রিয়া বর্ননা করা হয়েছে। কিভাবে একটি মানুষের জীবন এলোমেলো হয় তার বর্ননা ও কিছু প্রশ্নবাণ ছোড়া হয়েছে। সব একসাথে তাই এলোমেলো মনে হচ্ছে। কিছুটা গভীরতা আর এলোমেলো চিন্তার প্রকাশ বলতে পারেন।

তবে কবিতাটি নিয়ে আমি তৃপ্ত! দুঃখিত আপনাকে সুন্দর কাব্য দিতে পারলাম না বলে। চেষ্টা করব সামনে আরো ভাল করতে!

শুভরাত্রি ও শুভকামনা জানবেন!

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

সাহসী সন্তান বলেছেন: কবিতা এবং ছবিটা, উভয়ই খুব সুন্দর! কবিতা পড়ে আমার কেবলই রবি বাবুর হৈমন্তির কথাটা মনে হচ্ছিল! শুধু আফসোস, 'আমি পাইলাম ইহাকে পাইলাম....' ডায়ালোগটা এখানে দিতে পারলাম না বলে!

কবিতায় ভাল লাগা! শুভ কামনা ডানা ভাই!

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১২

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার প্রেক্ষাপটে কিছুটা সেরূপ ইংগিত আছে বইকি! তবে কবিতার মধ্যে কিছু এমনও জিনিস আছে যা সাহিত্যগত দিক থেকে বড়ই বেমানান কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এর প্রয়োগ দেখা যায়। যে কোন বিয়েতে হিন্দি গানের প্রচলন জিনিসটা আমি ঘৃনা করি। তাই এর বিকৃত অবস্থা কবিতায় আনতে দোষের কিছু মনে করিনি সাস ভাই। কি ঠিক আছে তো নাকি!


কবিতার অনুভবে ভালবাসা ও প্রীতি জানবেন!

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০০

সুমন কর বলেছেন: এবার কিন্তু মোটামুটি লাগল !

+।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৫

ভ্রমরের ডানা বলেছেন:
প্লাসে অনুপ্রাণিত হলাম সুমন ভাই। চেষ্টা থাকবে সামনে ভাল কবিতা উপহার দেবার! কবিতার পাঠে ও অনুভবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ!

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২২

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ++++++++++
খুবই শক্তিশালি লেখা, খুবই ফুটন্ত, শেফালীদের জীবনী আর কিছু পিশাচরুপি মানুষের মুখোশ উন্মোচন করা লেখা। একদম অসধারন।
যতই বেশি প্রসংশা করিনা কেন, এই লেখার তুলনায় কম পরবে!!

ভাই, শুভ কামনা রইলো, ভালো থাকবেন..,,

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৪

ভ্রমরের ডানা বলেছেন:

অতিউচ্চ প্রশংসা পেয়ে আপ্লুত হলাম। আপনার মন্তব্যটি যথেষ্ট অনুপ্রেরণাদায়ক! কবিতার অনুভবে ও হৃদয়গ্রাহী মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো!

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪১

উম্মে সায়মা বলেছেন: শেফালিদের জীবনের সুন্দর চিত্রায়ন......

০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৪

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে বিশেষ ধন্যবাদ ও শুভকামনা!

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬

সাহসী সন্তান বলেছেন: মনে হচ্ছে কবিতায় কিছু সংশোধন আনা হয়েছে? যাহোক, তবে কবিতা তো কবিতাই! এটাতে আর দোষের কি? আমার মনে হয় কবিতা লেখার ক্ষেত্রে যে কোন একটা অনুপ্রেরণা হলেই চলে! তাই সেটা ঘৃণা অথবা ভালবাসা, যে কোন একটা হইতেই পারে!

তাছাড়া আপনি কবিতা যে অনেক ভাল লেখেন এটাতে কোন সন্দেহ নেই! সুতরাং সেদিক বিবেচনা করলে একজন কবির সকল অপরাধই আমার কাছে লঘু আকারে ধরা দেয়! ;)

তবে বিয়েতে হিন্দি গান বাজানোর আমি ততটা বিরোধী নই! কারণ বিয়ে তো আনন্দের! আর আনন্দের দিনে সেই আনন্দকে বাড়িয়ে দিতে টুকটাক গর্হিত কাজকেও ৪২০ ধারায় কিছুটা ছাড় হিসাবে দেখাই যায়! =p~

০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯

ভ্রমরের ডানা বলেছেন:
কিছুটা আনা হয়েছে। কিছু জিনিস আছে খুব মর্মান্তিক। একদিকে দায়গ্রস্ত পিতার চোখের জল, অর্থ, উপঢৌকনাদির বোঝা, অপর দিকে পিতৃ স্নেহ। দুই বিসর্জন দিয়ে এই বিয়ে। সেখানে সেই অনুভব কাজ করে না কারো।

অবশ্য সব বিয়ের পরিস্থিতি একনয়। ভিন্নতা আছে।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

শরতের ছবি বলেছেন:


আপনার কবিতায় আমার ভাল লাগা । আপনি কোথায় যেন হারিয়েছিলেন । মনে মনে খুঁজেছি । পাইনি । মন খারাপ ছিল । আপনাকে আপনার মত পেয়ে ভাল লাগছে । আশা করি আর হারাবেন না !

০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:
সাথেই আছি। কবিতার নিয়ে। আপনার কবিতা ভাল লাগে। কয়েকটি পড়া বাকি আছে। পড়ে নেব।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৪

এফ.কে আশিক বলেছেন: কবিতায় ভালো লাগা রইল...

০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:
ভাল লাগায় তৃপ্ত হলাম। আপনার জন্য শুভকামনা!

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নিকার খাতার ঘরে ওরা দেখেনি
কাঁপছে দায়গ্রস্ত পিতার নয়ন প্রাণ।


এইত কবি, কবিতার এটাই সার্থকতা।

শেফালীদের লাল সালাম।

০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
সব কবিতা সবার নয়, কিছু কবিতা কিছু মানুষের একান্ত আপন। সকলের দুয়ারে এক হাওয়া যেমন লাগে না তেমনি কিছু হাওয়ার পলকে সব ভুলে যাওয়া যায়।


আপনার মন্তব্য পড়ে তেমন কিছু হাওয়ায় ভেসেছি আর ভুলেছি জনপ্রিয় হবার মিথ্যে বাসনা। ধন্যবাদ শাহাদা ভাই!

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

এডওয়ার্ড মায়া বলেছেন: বাস্তবরূপ বেশি ভাল্লাগছে ।

০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

ভ্রমরের ডানা বলেছেন:
পুরোটার থিম কিন্তু এক, ভাল লাগার থেকে খারাপ লাগা বেশি!

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনার অন্য সব লেখার খেকে সহজ মনে হয়েছে। তবে প্লটে বাস্তবতা আছে!:)

প্লাস

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি ধরতে পেরেছেন তবে! এই সিরিজে এমন করেই সব সাজাব!

পাঠে ও অনুভবে অনেক ধন্যবাদ! প্লাসে অনুপ্রাণিত হয়েছি বিলি ভাই!

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় নীরব প্রতিবাদ আছে শেফালিদের নিয়ে ।

ভালো লেগেছে বেশ ।

১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
শেফালীদের মুক্তি হোক। মৌলিকতা, প্রগতিশীলতার মুক্তি আসুক।

আপনার ভাল লাগাটুকুর জন্যই লেখা! ধন্যবাদ কবি! শুভকামনা জানবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.