নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য - ১৪ - জয় হোক

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২১



বুকের সমুদ্র খোলে এঁকেছি লালটিপ
সূর্যের হাসি ছুঁয়ে অচিন পাখির ডানায়
রৌদ্র ঝিলিক-
তুমি উড়ে যাও গাঙচিল প্রসারিত
দু-বাহুডোর খুলে দূর আকাশের আলপনা
মেখে বাহারি রঙিন,
আগন্তুক মেঘের টানে সুনীল ছুঁয়ে
ডানায় গেঁথে যাও ফাগুনের অগ্নিরথ,
রোদ্দুর মাখুক পেলবতা কোমল।
আর জয়ভেরি কাঁপুক প্রবল নিনাদে
জলের তরঙ্গ মাঝে,
আমার বুকের পানে-
যেন বজ্র হয়ে গেঁথে শতাব্দীর
গতানুশোচনা, কত লাল নীল বর্ণালিমিতি,
স্রোতে স্রোতে গাঁথুনি
কত কুয়াশার ঘন, আবছায়া তোমার।
শুধু আমার চোখের তারায় ফিকে
রজনীর সমুদ্রজল, সীমান্ত ক্লান্ত প্রহরী,
অতলের একান্তচারী
ধ্যানমগ্ন কাছিম খোলসে,
সিন্ধু তরঙ্গ মেখে নোনতা হয়ে!

তবুও জয় হোক তোমার দুই দিগন্তের
শূন্যস্থানে, অসীমতার সমুখ পানে!

সর্বস্বত্ব সংরক্ষিত


মন্তব্য ৫৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:

তবুও জয় হোক তোমার দুই দিগন্তের
শূন্যস্থানে, অসীমতার সমুখ পানে!


নিষ্ঠুর দৃষ্টি একে অপরের দিকে কতক্ষণ তাকিয়ে থাকতে পারে ......
সবকিছুর অবসান হোক ও জয় হোক ।

কবিতায় +++

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১০

ভ্রমরের ডানা বলেছেন:
সমুদ্রের দিকে আকাশ চেয়ে থাকে। তার বুকের পটে আঁকে নিজের ছবি! তবুও ধরা দেয় না। একে অপরের দিকে তাকিয়ে কাটিয়ে দেয় অজস্র বছর। এ যেন নিয়তির খেলায় ঘর ভাঙা প্রেম। উজাড় সমুদ্র তাই এত নীল। তাই আকাশে খেলে নীলের খেলা। কিন্তু সমুদ্র চায় শংখচিলের ডানায় ফাগুন নামুক আকাশের বুকে।

এ যে সমুদ্রের শুনশান বুকের আহব্বান। কবি শাহরিয়ার তা ভেবেই চমৎকার মন্তব্য করেছেন। এমন মন্তব্যের জন্য আপনাকে জানাই প্রীতি ও শুভেচ্ছা! ভাল থাকুন সবসময়! শুভকামনা!

২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৪

জাহিদ অনিক বলেছেন: জয় হোক কবিতার জয় হোক ।

আবৃত্তি করার জন্য উত্তম কবিতা । একবার করেও ফেললাম ।

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২

ভ্রমরের ডানা বলেছেন:
জয় হোক কবিতার জয় হোক । - চমৎকার বলেছেন। আবৃতি করার মত করেই লেখি। এভাবে লেখলে একটা আবহ আসে। তাতে লেখা যায় মনেরমত করে। আপনি আবৃতি করেছেন জেনে খুব ভাল লাগল। কবিতাকে এত ভালবাসা দেবার জন্য কৃতজ্ঞতা রইল!

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪

ধ্রুবক আলো বলেছেন: তবুও জয় হোক এই লেখা লেখির, শব্দ মালার,
কবিতায় মুগ্ধতা +++++

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:
শব্দমালায় যে ভালবাসা গেঁথে গেলেন তাতে ঋণী হয়ে রইলাম!

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬

ধ্রুবক আলো বলেছেন: আগন্তুক মেঘের টানে সুনীল ছুঁয়ে
ডানায় গেঁথে যাও ফাগুনের অগ্নিরথ,
রোদ্দুর মাখুক পেলবতা কোমল।

--- অসাধারন,,,,


সকালে আরো কয়েকবার পড়বো।
ভালো লেখা গুলো বারবার পড়া হয়।।।!!!

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:
আমার লেখাটি আপনার ভাল লাগায় ধন্য হল! প্রশংসাটুকুর জন্য অশেষ কৃতজ্ঞতা! শুভকামনা জানবেন!

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। শুভ রাত্রি।

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে ধন্যবাদ সুমন কর দাদা! শুভ হোক প্রতিটি ক্ষণ! শুভকামনা!

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৯

উম্মে সায়মা বলেছেন: শুধু আমার চোখের তারায় ফিকে
রজনীর সমুদ্রজল, সীমান্ত ক্লান্ত প্রহরী

ইশ কি সুন্দর লেখেন!!

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার প্রতি এ ভালবাসায় মুগ্ধতা! খুব সুন্দর একটা কমেন্টে কবিতার স্বার্থকতা! শুভকামনা রইল!

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৮

মনিরা সুলতানা বলেছেন: আমি কেন যে সবার মত গুছিয়ে মন্তব্যে ভালোলাগা প্রকাশ করতে পারি না :(

কবিতায় ভালোলাগা রেখে গেলাম !!!
শুভ কামনা ।

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় কবির মন্তব্য সে যেমনি হোক আমার কাছে তা অনেক বড় উপহার। ভাল লাগাটুকু আমার সমুদ্র জলে মেখে নিলাম।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: দির্ঘক্ষন লাগিয়ে একটি ভাল কবিতা পড়লাম । কবিতাটির ধ্বনি, উপমা, উৎপ্রেক্ষা, রূপক, প্রতীক প্রভৃতি অলঙ্কারে সমৃদ্ধ । আধুনিক কবিতা দুর্বোদ্ধতার দায়ে দুষ্ট হলেও কবিতাটি এই সীমাবদ্ধতা উতরাতে পেরেছে অন্তত আমার কাছে । রহস্যের প্রয়োজনীয় অন্ধকার না থাকায় এই জলকাব্য কবিতাটি আমাকে আচ্ছন্ন করে তোলে। সুন্দর সুন্দর কথামালায় কবিতাটি হয়ে উঠেছে কলাসৌকর্যময়। ভাল লাগার আবহে মধুর হয়ে উঠেছে :
বুকের সমুদ্রে খোলে এঁকেছি লালটিপ
সূর্যের হাসি ছুঁয়ে অচিন পাখির ডানায়
রৌদ্র ঝিলিক-
তুমি উড়ে যাও গাঙচিল প্রসারিত


আধুনিকতার মৌলিকতা এ কবিতাকে স্পর্শ করেছে তাতে কোন সন্দেহ নেই । কবিতাটি হয়ে উঠেছে স্বতন্ত্র ও বিস্ময়কর। কবিতার নান্দনিকতা দার্শনিক চেতনায় আলোড়িত হয়েছে। ফুটে উঠছে ব্যক্তিক যন্ত্রনা। প্রকাশিত হয়েছে হারানো স্মৃতির উপলব্ধিতে স্বতন্ত্র নন্দন। প্রেম-বিরহ, নিঃসঙ্গতা ও আশাবাদি চেতনা ফুটে ওঠেছে । এ কবিতা নিঃশব্দ কাব্য সাধনার ফলস্বরূপ বলেই মনে হল । আত্মমগ্ন প্রকাশে রয়েছে প্রেমচেতনা-
দু-বাহুডোর খুলে দূর আকাশের আলপনা
মেখে বাহারি রঙিন,
আগন্তুক মেঘের টানে সুনীল ছুঁয়ে
ডানায় গেঁথে যাও ফাগুনের অগ্নিরথ,
রোদ্দুর মাখুক পেলবতা কোমল।


কবিতাটিতে নন্দনতত্ত্বে প্রেম ও প্রকৃতি ব্যঞ্জনাময় হয়ে উঠেছে
আর জয়ভেরি কাঁপুক প্রবল নিনাদে
জলের তরঙ্গ মাঝে,
আমার বুকের পানে-
যেন বজ্র হয়ে গেঁথে শতাব্দীর
গতানুশোচনা


কবিতায় রয়েছে বর্ণালী এক জগৎ, যেখানে পাঠক হিসাবে নিজস্ব বোধ ও মননের মাধ্যমে প্রবেশ করাও হয়েছে সহজ ।

কত লাল নীল বর্ণালিমিতি,
স্রোতে স্রোতে গাঁথুনি
কত কুয়াশার ঘন, আবছায়া তোমার।


নদী, কুয়াশা , জল, অন্ধকার, , শূন্যতা প্রভৃতি বিভিন্ন পর্যায়ে জলকাব্যকে আপন মহিমায় সাজিয়ে দেয়া হয়েছে প্রকৃতি সাজে , নির্জনতার মাঝেই মনে হল ভ্রমরের ডানা আশান্বিত হয়ে জলমুগ্ধতায় অপেক্ষায় থাকেন। এই জলকাব্য কবিতার প্রয়োগ হয়েছে সুনিপুনভাবে চিত্রকল্পের নিজস্ব ধারা , নন্দনতত্ত্বে মনস্তাত্ত্বিক চেতনাপ্রবাহ ।

মনে হল জলকাব্য কবিতা সামগ্রীতে কবি ভ্রমরের ডানা বারবার ছুটে গেছেন নদীর কাছে, ঝর্ণার কাছে, সমুদ্রের কাছে। জল তার তৃষ্ণা, অভিমান ও একাকীত্বের আঁধার। উপমায়, উৎপ্রেক্ষায় জলকে করেছেন প্রেমের স্মারক। অনুভবের একত্ম আঁধার। জলকাব্য কবিতা গুচ্ছে নান্দনিক সকল অনুভুতিকে অনন্য উপমায় নিপতিত করা হয়েছে অনেক উচ্চমার্গে । তাই জলকাব্য কবিতাটি মনে হল প্রথম পর্ব হতেই নদীর মতো। কবি ভ্রমরের ডানা তার কবিতার উর্বর চরে সফল চাষে নিজস্ব ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। হয়ে উঠেছেন আমাদের ঐশ্বর্যের রোমান্টিক কবি, অন্তরের অন্তস্থল হতে কবি প্রতি অভিনন্দন রইল ।

ভাল থাকার শুভ কামনাও রইল এ সাথে ।
বেশ কিছু মারাত্বক বানান প্রমাদ থাকার কারণে উপরের ৭ নং মন্তব্যটি মুছে দেয়ার জন্য অনুরোধ থাকল ।

১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

জলকাব্যের এই কবিতার জলায় আপনার মন্তব্য তরঙ্গ এক অনুপম অনুপ্রেরণা সাগর! কবিতার ছত্রেছত্রে বসে এমনতর বিচারে যে মোহনিয়া ভাষায় কবিতার, কবির অভিব্যক্তি খুঁজেছেন তাতে এই ক্ষুদ্র লেখকের লেখাটি, কবিতাগুচ্ছ অনন্য হয়েছে। ব্লগের বিচক্ষণ একসমুদ্র, যে মহাসিন্ধুর সুখ তার মন্তব্যে গেঁথে দিলেন তাতে আমি ধন্য হয়েছি, কবিতা ধন্য হয়েছে।

এত সুন্দর করে আমি নিজেও বিশ্লেষণ করতে পারিনি আমার কবিতাকে আর কাউকে দেখিওনি কোন কবিতার বিশ্লেষণে ( যদিওবা আমি মনে করি কবিতার বিচারে অনেকে আমার চেয়ে ঢেরগুণ ভাল লেখেন)! তাই আমার লেখাটি স্বার্থক হল একজন বিজ্ঞ বিশ্লেষকের এমন মন্তব্য পেয়ে!


সুপ্রিয় লেখক, জল কবিতায় আমি একজন প্রেমিকের স্বপ্নময় চাওয়া, আকাঙ্ক্ষার ঢেউগোনা ধু ধু বালু বেলা, পরিণত ও পরিনত সকল মুক্ত ব্যাথা যা মনের মুকুরে গাথা রয়েছে অজানা সুখে তাকে নিংড়ে ফেলেছি এই জলকাব্য ছলে। গোলাপকে অক্ষত রেখে প্রেম খুঁজেছি ভ্রমরের গানে। মাঝেমধ্যে হয়ত সে কথায় সে গানে ছন্দ, লয়, ভাবের সংগতিহীনতা কবিতায় হয়েছে বটে তবুও যা বাস্তব তার কেন্দ্ররেখাই জলকবিতার ঘুর্ণ অক্ষপথ। সে পথেরদাবীতে লেখা কবিতায় এতটুকু চাওয়া পাওয়া নেই। একান্তচারী কিছু কথার অপলাপ উচ্চারণ মাত্র! তবুও তাতে আপনার ভালবাসা পেয়ে উৎসাহিত হয়েছি বারবার, ভিজেছি অনুপ্রেরণা জলে। সেতো সৌভাগ্য বটে!


এই মূল্যহীন জলকাব্যে আপনার অমূল্য মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে অজস্রবার। বারবার এই কমেন্টটি পড়তে আসব অনুপ্রেরণা খোঁজে!

সুপ্রিয় লেখক, এভাবে, এতভাবে অনুপ্রাণিত করার জন্য অজস্র ধন্যবাদ! আপনার মূল্যবান সময় ক্ষরণে যে প্রশংসা উক্তি পেয়েছি তা আমার হৃদয়ে গেঁথে রবে প্রতিটি কবিতার সোপানে!


শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সুপ্রিয় লেখক ও কবি ড. এম এ আলী!! আপনার আশীষ বুকে গেঁথে নিলাম!

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


সমুদ্র বিশাল, মানুষকে নিজের রূপে মোহিত করে; মাঝে মাঝে আদর করে বুকে টেনে নেয়, যা কেহ চাহে না।

১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭

ভ্রমরের ডানা বলেছেন:
সমুদ্র ব্যাথাদায়ক আবার কখন উপশমক! সমুদ্র তার যে তাকে ভালবাসে! মেঘেরঘটায় কিবা যায় আসে!

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:২৪

সোহানী বলেছেন: দারুন...........++++++++++++

১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ! প্লাসে কৃতজ্ঞতা! :D

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

মুগ্ধতা যেমন কাব্যে তেমনি কবির প্রতিমন্তব্যে একে.. ড. এম এ আলী ভাইয়ের দারুন বিশ্লেষনী মন্তব্যেও তেমনি!

অনন্য!

+++++

১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

কিছু মন্তব্য পালতোলা নৌকার পালে উদাসী হাওয়ার মত, মন্থর বৈঠার গতিতে তোলে ঝড়। ড. আলীর মন্তব্যটি আমার কাছে তেমনি মনে হল! অনুপ্রেরণার গতি!

তবে আপনার প্রশংসা পেয়েও খুব ভাল লাগছে! কবিতার ধারায় আপনার লেখার যে আমি ভীষণ ভক্ত! সে কথা জানিয়েও ভাল লাগছে ভিগু ভাই!


শুভকামনা রইল!

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:

১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২

ভ্রমরের ডানা বলেছেন:
অসংখ্য ধন্যবাদ!

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৪

এফ.কে আশিক বলেছেন: তবুও জয় হোক তোমার দুই দিগন্তের
শূন্যস্থানে, অসীমতার সমুখ পানে!


অসাধারণ লিখেছেন কবিতায় মুগ্ধতা...+++
ভালো থাকুন প্রিয় কবি...

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩১

ভ্রমরের ডানা বলেছেন:
মুগ্ধতাটুকুর জন্যই কবিতা লেখি। সেটি পেয়ে ধন্য হলাম। শুভকামনা চিরদিন!

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২০

অতৃপ্তচোখ বলেছেন: ভাল লাগলো,
পড়েছি তাই জানিয়ে গেলাম।
কবির চিন্তা ধারাকে অসীম শ্রদ্ধা

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:
জানি নে সে যোগ্যতা আছে কিনা! কবিতার মাধ্যমে যে ভালবাসা দেখালেন তাতে বিশুদ্ধ ভালবাসার মনটির দেখা পেলাম। শুভকামনা!

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা! অবশ্যই ভাল লাগা! শুভ কামনা ডানা ভাই!

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সাহসী ভাই! বারবার অনুপ্রেরণা পাবার প্রিয় একজন মানুষ আপনি! ভাল লাগায় ধন্য হলাম। কবিতার অনুভবে আপনাকে অসংখ্য ধন্যবাদ!

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

রমজান আহমেদ সিয়াম বলেছেন: ভালোলাগা মুগ্ধতা রয়ে গেল এখানে ৷

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:
মুগ্ধতা পেয়ে খুব খুশি লাগছে ভাই! আপনার জন্য শুভকামনা রইল!

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪

ঋতো আহমেদ বলেছেন: আকাশ আর সমুদ্রের প্রণয়ের কবিতা । পেরিয়ে যাচ্ছে সহস্র বছর । খুব ভাল লাগল । তবে,

আমার বুকের পানে.. অসীমতার সমুখ পানে.. এ দুটো জায়গায় ভাল লাগেনি । সম্ভবত 'পানে' শব্দটি এর কারণ ।

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:
আকাশ সমুদ্রের আড়ালেও কিছু আছে। ঋতো ভাই রূপক কবিতা লেখেছি। সমুদ্র প্রেমিক আর পাখিটি প্রেমিকা!

"পানে" শব্দটির বিকল্প কিছু পাইনি খুঁজে! যা মনে এসেছে প্রথমে তাই লেখে দিয়েছি। শব্দে কষ্ট দেবার জন্য দুঃখিত। আপনার কাছে কোন ভাল শব্দ থাকলে বলতে পারেন। মানানসই হলে কবিতায় তা নিশ্চয় জুড়ে দিব। কবিতার অনুভবে ও অকপট সত্য প্রকাশে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ!

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫

ইমরান আল হাদী বলেছেন: "তুমি উড়ে যাও গাঙচিল প্রসারিত
দু-বাহুডোর খুলে দূর আকাশের আলপনা
মেখে বাহারি রঙিন,"
দারুন কাব্য ভাবনা।
কবিকে আন্তরিক অভিবাদন।

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:
হাদী ভাই, দিলখোলা উদার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আপনার জন্য অশেষ শুভকামনা!!

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬

জেন রসি বলেছেন: প্রকৃতি এবং নারী। কাল্পনিক বাস্তবে একে অপরের মাঝে প্রকাশিত হয়। কবির কল্পনায়।

জয়ভেরি শব্দের অর্থ কী?

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


এসো, এসো, দলে দলে বাহির হয়ে পড়ো–নববর্ষের প্রাতঃকালে পূর্বগগনে আজ জয়ভেরি বেজে
উঠছে। সমস্ত অবসাদ কেটে যাক, সমস্ত দ্বিধা....


রবিঠাকুরের একটি কবিতার কয়েক চরণ! জয়ভেরি অর্থটি বিজয়ের ঢংকা, ঢাক বা বাদ্যযন্ত্র হবে। এর বেশি জানা নেই। তাই ক্ষমা করবেন।

আর আপনি সুন্দর বলেছেন - প্রকৃতি এবং নারী। কাল্পনিক বাস্তবে একে অপরের মাঝে প্রকাশিত হয়। কবির কল্পনায়।

আসলে কল্পনাবিলাসী মানব মনের জন্যই তো মানুষ হয়েছে সৃষ্টির সেরা জীব। কল্পনিক বাস্তবতার মিলনেই জীবনের পূর্ণবিকাশ শুরু। সে দুয়ার তো লেখক পাঠক উভয়ের জন্য খোলা! কিছু কবিতা পাঠে আমার এমনি অনুভব ও একান্ত ব্যক্তিগত অভিমত!


অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। ধন্যবাদ ও শুভকামনা রইল জেন রসি!

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবির প্রিয় কবিতা, ভালো না লেগে উপায় নেই।

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার প্রকাশ শুধুমাত্রই নিভৃত কিছু ভাবনা থেকে। যা একান্তচারী মনের বিক্ষিপ্ত বুলি। বারবার সে পাখির বুলি আপনাদের ভালবাসা পেয়েই বের হয়ে আসে! সুপ্রিয় ব্লগার, মনের ভাব প্রকাশে যে ভালবাসা বিলিয়েছেন তার জন্য অশেষ কৃতজ্ঞতা!

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৩

নীলপরি বলেছেন: তবুও জয় হোক তোমার দুই দিগন্তের
শূন্যস্থানে, অসীমতার সমুখ পানে!


খুব ভালো লাগলো ।

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:
ভাললাগাটুকুর জন্য ধন্যবাদ। ভালবাসা জানবেন!

২২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:০৯

রিপি বলেছেন: জলকাব্য অনেক ভালো হয়েছে। ভালোলাগা জানিয়ে গেলাম। :)

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:
জানেন জলের ও নেশা আছে। গভীর!! আপাতত সে নেশায় পড়েছি! তাই এসব লেখা!


কবিতাটি ভাল লাগায় নির্মল শুভেচ্ছা!!
ভাল থাকুন নিরন্তর :D

২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে ধন্যবাদ! জলকাব্যে স্বাগতম!!

২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৭

জুন বলেছেন: তবুও জয় হোক তোমার দুই দিগন্তের
শূন্যস্থানে, অসীমতার সমুখ পানে!

কবিতায় অসম্ভব মুগ্ধতা ভ্রমরের ডানা, আর সাথে শিরোনামগুলো যেন কবিতারই অংশ।
ভালোলাগা রইলো
+

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:
ঠিক ধরেছেন জুন আপু, কিছু কবিতার কিছু অংশ শিরোনাম। এভাবে আমার নাম দিতে ভালই লাগে। হা হা হা!

প্লাসে আর ভাল লাগায় অনুপ্রাণিত হয়েছি আপু। ভাল থাকুন সবসময়!

২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৯

এম এইচ খালেদ বলেছেন: বেসম্ভব সুন্দর

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১২

ভ্রমরের ডানা বলেছেন:
প্রশংসাটুকুর ধন্যবাদ কবি! শুভকামনা!

২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতিমন্তব্যের জন্য । আমার করা বানান প্রমাদপুর্ণ পুর্বের ৭ নং মন্তব্যটি মুছে দেয়ার জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল ।

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
আপনাকেও অনেক শুভেচ্ছা ও অভিবাদন রইল সুপ্রিয় লেখক। আপনার লেখার বৈচিত্র্যময় রুপে আমরা খুঁজে পাই অনন্য কিছু!

২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০০

খায়রুল আহসান বলেছেন: শুধু আমার চোখের তারায় ফিকে
রজনীর সমুদ্রজল, সীমান্ত ক্লান্ত প্রহরী,
অতলের একান্তচারী
ধ্যানমগ্ন কাছিম খোলসে,
সিন্ধু তরঙ্গ মেখে নোনতা হয়ে!
-- চমৎকার লেগেছে কবিতার এ কটা চরণ।
ডঃ এম এ আলী ঠিকই বলেছেন- আপনার এ কবিতাটি বিভিন্ন অলঙ্কারে সমৃদ্ধ। তার দীর্ঘ মন্তব্যে 'লাইক', আপনার কবিতাটিতেও।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

সুপ্রিয় লেখক, কবিতায় শুধু নিজের ভাবটুকু এনে লেখি। কবিতা, কবিতার অলংকার খুবই কম বুঝি! তবে যা বুঝি তাই লেখি! এতে অনেক সময় ভুলভ্রান্তি হয়তবা থাকে। উৎরে নিতে প্রচেষ্টায় আছি।

শ্রদ্ধেয় ডঃ আলী যা বলেছেন তাতে একসাগর অনুপ্রেরনা খুঁজে পেয়েছি। জ্ঞানে ঋদ্ধগুনীজনদের মাঝে লেখছি এটা সৌভাগ্য বই আর কিছু নয়! আপনাদের কিছু মন্তব্য আরো অজস্র কাব্য আরো অযুত আনন্দময় সাহিত্য, অজস্র কবি, লেখকের অনুপ্রেরণা বান। এই ব্লগে অনেক লেখকের লেখায় তা খুঁজে পেয়েছি। কাব্য, ইতিহাস, গল্প, রম্য, স্মৃতিচারণ, অনন্য ভ্রমনগাথা।


সুপ্রিয় লেখক, পুরোনো এই কবিতার পাঠে প্রিয় চরণ তুলে এনে মন্তব্যসূত্রে আপনাকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর সে কামনা রইল!

শুভকামনা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.