নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য -১৫ - অব্যক্ত কিছুকথা

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭



আমার অতল জলে বোনা এই সমুদ্রপ্রেম গাঁথা,
কেউ বলেছে প্রেম যেন শুধু বিরহী পদ্মপাতা।
কেউ বলেছে শব্দজালে এলোমেলো কবি মন,
কেউ দেখেছে অক্ষর মালা দেখেনি সিন্ধু ধন।

এলিটা,
কিছুকথা ছিল যা
সমুদ্রজলের বুকে লালচে রঙটি এঁকে
বলেছিল কবি, "জালঘেরায় ডুবেছে প্রেম",
আমি বিব্রত হইনি।
জানি জলের রঙে কোন ভুলত্রুটি নেই,
যা ছিল সবই স্বতঃস্ফূর্ত প্রকাশ-
কখনো যমুনার কাল জল, মেঘনার
ঘোলাটে প্রেম, সমুদ্র বেদনার্ত নীল,
কখনোবা চঞ্চল ঝর্না স্বচ্ছ বিশুদ্ধতা ।

আমি শুধু দেখেছি চিকচিক করা শিশিরজল,
আমায় যা দিয়েছে তুমি সযত্নে ,
তা ছিল আমার কাছে প্রথম প্রেমের ক্ষরণ।
আর তাই আজ বহুদিন পর
শুধু তোমার ডাগর দুটি চোখে
আমার চক্ষু তুলে
আমি বলতে চেয়েছি-
"এই আমিতে আর আমি নেই,
এই নদীতে আর নদী নেই
এই জলে আর জল নেই-
এই তুমিতে আর তুমি নেই
শুধু আছে এক বিশাল সমুদ্র,
নীল নীল ঢেউ, বিস্তৃত হাসি,
যতনে যা দিয়েছিলে বিন্দুবৃত্ত রুপে,
ফিরে সে নিতেই পার,
এ সমুদ্র বিশাল, একান্তই যে তোমার!"

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৯০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগলো এই জলকাব্য। জলের কোনও ভুল ত্রুটি নেই

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:
জলের কোনও ভুল ত্রুটি নেই ভাল বলেছেন। আমিও তা মানি। সবকিছুর মূলেই বিভবশক্তি!


প্রথম অনুভবে শুভেচ্ছা ও শুভকামনা!

২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


সাগরের মহা বিস্তৃতি, অসীম শক্তি, নিত্য-প্রবাহ মনকে হয়তো ভাবুক করে, তারপর ক্রমেই অস্পস্ট হয়ে যায়, রাখে যায় না কোন বীজ, যেখান থেকে একটি চারার জন্ম হবে।

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:
সমুদ্র একটা বাস্তবতা। বীজ ছড়ানোর কাজ আলবাট্রসের সমুদ্রের নয়। সমুদ্রের মধ্যে যে দ্বীপগুলো তাতে বীজ এল কি করে সেটা ভাববার বিষয়। যাকগে, আপনার কমেন্টের কি অন্তনিহিত কোন মানে আছে? যদি থাকে তবে ১ নং জলকাব্যে এ নিজের কথার সাথে মেলান। ধন্যবাদ

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:
সত্যি বলাটা টাইমবোম হতে পারে, যেকোন সময় ফাটতে পারে ! তাই সাবধান B-) এলিটা আবার না বুঝে ভুল করে ফেলে। সত্যি একটা ছায়ার মত ফিরে আসে আর আমাদের বিবেক কে আঘাত করে বলে, যদি অতীতে একটু সর্তক থাকতিস !
সুমদ্র ও জলের দুরত্ব কি এখনো আছে !!! =p~

কবিতায় +++
শুভ কামনা রইল ।

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

সমুদ্র প্রতিক্ষণ তার বক্ষে জলের আখরে প্রেম বুনে চলছে। হয়ত কোন বুকে, কোন সমুদ্র বিলাসে সে জল খুঁজেছে আপন আশ্রয়, নদী হয়ে খুঁজেছে তার আপন গতিপথ। আর এ সমুদ্র সে জলের অপেক্ষায়। জানি সে ফিরবেই! দুরত্ব চিরন্তন নয়, সমুদ্রপ্রেম চিরন্তন!


খুব সুন্দর মন্তব্যে একরাশ ফুলেল শুভেচ্ছা! শুভকামনা রইল আপনার জন্যেও!

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩১

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ++++ কবি লেখাখানি মনে ধরে গেছে
বিশেষ করে-
এই আমিতে আর আমি নেই,
এই নদীতে আর নদী নেই
এই জলে আর জল নেই-
এই তুমিতে আর তুমি নেই
শুধু আছে এক বিশাল সমুদ্র,
নীল নীল ঢেউ, বিস্তৃত হাসি,
যতনে যা দিয়েছ বিন্দুবৃত্ত রুপে,
ফিরে সে নিতেই পার,
এ সমুদ্র যে তোমার!"
এই পংক্তি গুলো একদম অসাধারন,

রাতের ঘুম তারাদের আলোক বর্ষে হারিয়ে গেলো
নিঃসঙ্গতা বাসা বাধে আমূল কাব্য মালায়...!!!!!

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতাদি আপনার মনে ধরেছে জেনে ভাল লাগছে। আসলে কবিতা লেখি মনের কথা শুনে। প্রচেষ্টা থাকে ভাল কিছু লেখার (যদিওবা এখন তেমন কিছু লেখতে পারিনি)। সে চেষ্টা অব্যাহত আছে।


আপনার মন্তব্যে অনুপ্রানিত হয়েছি! ভাল থাকুন ধ্রুবক আলো, শুভকামনা !!

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১১

উম্মে সায়মা বলেছেন: শেষের পংক্তিগুলো খুব ভালো লেগেছে.....

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:
তাই, আসলে শেষের পংতিগুলোতে সকল অনুভব ব্যক্ত করা হয়েছে! আপনি ঠিক ধরেছেন। কবিতার প্রথম চরণে একটু আবহ রেখে শেষদিকে আবেগ সঞ্চারণ করা আমার একটা স্টাইল। এভাবে লেখতে ভাল লাগে। আর সবচেয়ে ভাল লাগে যখন আপনি সেটা বুঝতে পারেন।


আপনার মন্তব্যে স্বার্থকতা খুঁজে পেলাম। কবিতার অনুভবে অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা!

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:০৫

এফ.কে আশিক বলেছেন: দারুন লিখেছেন.....
কবিতার কথা গুলো অসাধারণ লেগেছে...

"এই আমিতে আর আমি নেই,
এই নদীতে আর নদী নেই
এই জলে আর জল নেই-
এই তুমিতে আর তুমি নেই
শুধু আছে এক বিশাল সমুদ্র,
নীল নীল ঢেউ, বিস্তৃত হাসি,
যতনে যা দিয়েছিলে বিন্দুবৃত্ত রুপে,
ফিরে সে নিতেই পার,
এ সমুদ্র বিশাল, একান্তই যে তোমার!"


১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:
আশিক ভাই,
কবিতার পাঠে ও অনুভবে আপনাকে শুভেচ্ছা জানাই! মনের জানালা খুলে কবিতার পংতিগুলো তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ!

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:১১

আহা রুবন বলেছেন: "আমার অতল জলে বোনা এই সমুদ্রপ্রেম গাঁথা,
কেউ বলেছে প্রেম যেন শুধু বিরহী পদ্মপাতা।
কেউ বলেছে শব্দজালে এলোমেলো কবি মন,
কেউ দেখেছে অক্ষর মালা দেখেনি সিন্ধু ধন।

খুব সুন্দর কথামালা! কবিতায় ভাললাগা রইল।

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬

ভ্রমরের ডানা বলেছেন:
রুবন ভাই, কবিতা পাঠে ও অনুভবে অশেষ ধন্যবাদ! প্রেম যেন আসলেই বিরহী পদ্মপাতা!

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:৫১

সায়েদা সোহেলী বলেছেন: এই আমিতে আর আমি নেই, 
এই নদীতে আর নদী নেই
এই জলে আর জল নেই-
এই তুমিতে আর তুমি নেই
শুধু আছে এক বিশাল সমুদ্র,
নীল নীল ঢেউ, বিস্তৃত হাসি,
যতনে যা দিয়েছিলে বিন্দুবৃত্ত রুপে,
ফিরে সে নিতেই পার, 
এ সমুদ্র বিশাল, একান্তই যে তোমার ------

দিয়ে দেওয়া জিনিষ আর নিজের থাকেনা,,,একবার দিয়ে দিলে আর ফিরিয়েও নিতে নেই :)

জল কাব্যে +++++

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১২

ভ্রমরের ডানা বলেছেন:

দিয়ে দেওয়া জিনিষ আর নিজের থাকেনা,,,একবার দিয়ে দিলে আর ফিরিয়েও নিতে নেই সত্যি কথা। কোন বিতর্ক নেই। বহু আগেই সে দরজায় কবাটি দেওয়া। কারণ, জলের গতিতেই সমুদ্র প্রলয়।

জলকাব্যে একজন রথীমহারথীকে পেয়ে আপ্লুত হলাম, অনুপ্রাণিত হলাম। শুভকামনা জানবেন।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০০

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ভালোলাগা+

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৪

ভ্রমরের ডানা বলেছেন:
ভাল লাগা ও প্লাসে অনুপ্রাণিত হয়েছি। কবিতা পাঠে ও মন্তব্যে আপনাকে ধন্যবাদ বাবু ভাই!

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা পাঠে এক রাস মুগ্ধতা । পাঠাবসানে শিশিরের শব্দের মত ভাল লাগার আবেশ আনে ভ্রমরের কাব্যিক ডানায় , বিরহির যাতনা মুছে ফেলে সমুদ্রের বিশালতায় , প্রথম প্রেমের ক্ষরণ সব নিভে যায় কারো ডাগর দুটি চোখে । সে চোখ যেন করে আয়োজন কতনা জলের রঙে, নেই কোন ভুলত্রুটি সবই স্বতঃস্ফূর্ত , কখনো যমুনার কাল জল, মেঘনার ঘোলাটে প্রেম, সমুদ্র বেদনার্ত নীল, কখনোবা চঞ্চল ঝর্না স্বচ্ছ বিশুদ্ধতা জোনাকির রঙে ঝিলমিল । সব পাখি ঘরে আসে - সব নদী - ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসবার, নীল নীল ঢেউ, বিস্তৃত হাসি, যতনে যা সে দিয়েছিল আসলেই তা এ কবিতাটির কথার মত ফিরিয়ে সে নিতেই পারে তার ডাগর দুটি চোখে , কেননা একান্তই তার নীল চোখের সে সমুদ্র যে বিশাল ।
ধন্যবাদ সুন্দর ভাবগাম্ভির্যময় জলকাব্য কথনের জন্য ।

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২১

ভ্রমরের ডানা বলেছেন:

সুপ্রিয় লেখক ও কবি, আমি বলতে চাই যে আপনি নিখুঁত বিশ্লেষণ করেছেন। কবিতার গভীরে গিয়ে সুনিপুণ হাতে তুলে এনেছেন তার প্রতিটি আহব্বান। জলের কবিতায় যে জলের গভীরতা, সমুদ্র নীল ঢেউ তা উপেক্ষা করে দক্ষ ডুবুরীর মতই তুলে এনেছেন সবি। কিছুই বাকি নেই। আমি কবিতায় যা বলতে চেয়েছি আপনি ঠিকঠাক তা বুঝে নিয়েছেন। সুন্দর করে বলেও গিয়েছেন আপনার মন্তব্য ঘরে! এভাবে কবিতার অনুভবে, ও ক্ষুরধার বিশ্লেষণে আপনাকে হৃদয়ের অন্তস্থঃতল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা! কবিতার অনুভবে ধন্যবাদ সুপ্রিয় লেখক। ভাল থাকবেন। সে কামনা নিরন্তর!

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩১

একজন সত্যিকার হিমু বলেছেন: জলকাব্য পড়ে বিমোহিত হলাম ।
দারুন লিখেছেন ।

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২২

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি পাঠে ও অনুভবে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। শুভকামনা সতত!

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪২

মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই ভাল লিখেছেন। এত সুন্দর করে কিভাবে যে একের পর এক কবিতা লেখেন ভেবে পাই না। একদিন গোপনে আমাকে বলবেন রহস্য কি?
আজ একটা লেখা পোষ্ট করেছি পড়লে খুুশি হব। আপনাকে নিয়ে একটা কাব্য কনা আছে ।

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১

ভ্রমরের ডানা বলেছেন:
মোস্তফা সোহেল, আপনার লেখাতে গিয়ে সুদীর্ঘ একটি মন্তব্য করতে গিয়ে দেখি লেখাটি মন্তব্য ঘরে নিচ্ছে না। সমস্যাটি বুঝলাম না। যাকগে সমস্যাটি ঠিক হলে মন্তব্য করে আসব। আপনি খুব সুন্দর করে সবাইকে নিয়ে গবেষণামূলক কবিতা লেখেছেন। এজন্য আপনাকে জানাই শুভেচ্ছা!


আর হ্যা, কবিতা লেখার গোপন কিছু আমার জানা নেই, কোন রহস্য নেই। আর আমি এত ভালও লেখি না। আমার কবিতায় নাটকীয় কাব্য কলা, উচ্চমার্গ শব্দ নেই। সাধারণ কিছু যা অনুভব করি তাই লেখায় থাকে সাধারণ ভাষায়। এর বেশি কিছু আমি করিনি। তবে কবিতা লেখার জন্য আমি মনে করি আধুনিক যুগে অনুভব ও বাস্তবতার প্রাধান্য থাকা উচিত।


কবিতার পাঠে ও অনুভবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুভকামনা!

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯

অগ্নি সারথি বলেছেন: আমি শুধু দেখেছি চিকচিক করা শিশিরজল,
আমায় যা দিয়েছে তুমি সযত্নে ,
তা ছিল আমার কাছে প্রথম প্রেমের ক্ষরণ।
- হয়তোবা আমারো কাছে সেটা ছিল প্রথম প্রেমের ক্ষরণ। এলিটা বোঝে নাই!

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:

এলিটাদের হৃদয়ে সমুদ্র নেই যা আছে সব বিন্দু, অগ্নিময় ভালবাসায় তা উবে না গিয়ে সমুদ্রজলে রূপান্তরিত হয়। কিন্তু এলিটাদের সে জল নয়, চাই অন্য কিছু! - এটা আরেক চিন্তার অনুভব। সে দিকে যাচ্ছি নে!


কবিতার অনুভবে আপনাকে ধন্যবাদ! শুভেচ্ছা রইল!

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১

সাহসী সন্তান বলেছেন: কাজটা কিন্তু ঠিক হয় নাই ডানা ভাই! অতবড় একটা সুমুদ্র একা এলিটারে দিয়া দিলেন তো আমরা যাবো কই? হোক না সে আমার ভালবাসার মানুষ; তাই বলে এভাবে আপনি একটা সুমুদ্রতো তাকে দিয়ে দিতে পারেন্না..... ;)

চমৎকার কবিতা! তবে শিরোনাম ততটা ভাল লাগে নাই! মানে নামকরণটা আরো একটু ভিন্নরকম হইলে ভাল হইতো! তারপরেও কবিতায় ভাল লাগা!

শুভ কামনা জানবেন!

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫০

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় এলিটাকে কিছু কথা বলা হয়েছে। তাই কবিতার নাম কিছুকথা। আপত্তি আগে করলে পাল্টান যেত। কিন্তু আপনি এত্তখন পরে বললে সেটা ক্যামনে হয় :D

এলিটার ভাগে সমুদ্র আছে আর আপনাদের ভাগে আছে মহাসমুদ্র। মেগা সি!

ওয়েট, কি কইছেন - এলিটা আমার ভালবাসা?????

ও এম জি
পান্তায় দেন ঘি!!
হাউ ডেয়ার ইউ লাভ মাই সি
B-)

এক্ষুনি তওবা করে গোসল করেন। কয়দিন গোসল করেন নাই?? হা হা হা :P


কবিতায় যতবার আপনি আসেন ততবার অনুপ্রাণিত হই! পিয়ারে ভাই, ভুল্ট্রুটি ক্ষেমা দিবেন। আপনাকে কাশফুলের নরম ছোঁয়া =p~

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪২

সাহসী সন্তান বলেছেন: ওহঃ টাইপিং মিস্টেক। হোক না সে আমার ভালবাসার মানুষ < হোক না সে আপনার ভালবাসার মানুষ!

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:
আপনি রাজপুত্রের নিলাদ্রিতা আর রাজকুমারীর দিকেও নজর দিছেন। এখন এলিটার দিকে আর বলেন টাইপিং মিস্টেক। আমরা ঠিক করেছি (রাজপুত্র সহ) আপনার থেকে মোটা অংকে নজরানা আদায় করিব। এরপর তাহা দিয়ে ভুড়িভোজ আয়োজন করা হইবে। :P

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫

সাহসী সন্তান বলেছেন: এলিটা নামটা আমার কাছেও জোশ্ লাগে! যদিও এ নামে আমি কাউকেই চিনি না! তবে আসলেই যদি তাহার সহিত পরিচয় করিয়ে দেন, তাহলে আপনার কাছে আমি চির কৃতজ্ঞ হয়ে থাকবো! ইয়ে ভুল ভাববেন না, ভাবি হিসাবে দেখবাম আর্কি..... :P

আর নীলাদ্রিতার দিকেও আমি কোন প্রকারের নজর দেই নাই! বরং নীলাদ্রিতাই আমার দিকে নজর ঘুরাইছিল। আমি তো কেবল একবারের জন্যই তার প্রতি দৃষ্টি নিবদ্ধ করছিলাম, ইয়ে ফিডব্যাক জানানোর জন্য। আর নিশ্চই কারো প্রতি একবার তাকানোটা কোন অপরাধ নয়? ইসলামও কিন্তু এই একবার তাকানোটা সমর্থন করে! ;)

শিরোনামের নাম পরিবর্তন করার দরকার নেই। তবে আধুনিক নামের কন্যাকে নিয়ে রচিত কবিতার নামকরণ যদি সেকেলে টাইপের হয়, তাহলে কেমন কেমন জানি লাগে; তাই বলছিলাম। আশাকরি আগামীতে বিষয়টা ভেবে দেখবেন!

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

ভ্রমরের ডানা বলেছেন:
সত্যি কথা বলতে আমিও চিনি না। তবে একদা শতদ্রু একটি নদী ভাই বলেছিলেন এই নামে নাকি এক গায়িকা আছে, আর্জেন্টাইন এক সাবেক প্রেসিডেন্ট আছে। কিন্তু আমার কাছে এটি শুধুই রূপক নাম!

যার সাথে পরিচয় আমারও কম তার সাথে আপনার পরিচয় কিভাবে যে করাই! মুস্কিল। তবুও চেষ্টা থাকবে। যেহেতু বলেছেন ভাবি হিসাবে দেখবেন আবার বলছেন একবার দেখা যায় (ধর্মের দৃষ্টিতে)। দেখি কি করা যায়!

আর নিলাদ্রিতা আপনার দিকে তাকিয়েছিল সেটা কি রাজপুত্র জানে? :D আহারে ছেলেটা! কত মায়া নিয়ে লেখে আর যাকে নিয়ে লেখে সে নজর দেয় আমাদের সাহসী ভাইয়ের দিকে! হা হা হা! সর্বনাশ করেছেন সাস ভাই!


যাকগে আপনার কথাটা মাথায় নিলাম। নিশ্চয় কবিতার আধুনিক নাম দিতে হবে। আপাতত এই মডেলের নামগুলো বেশি মাথায় আসছে। আধুনিক নাম নিয়ে আসতে হবে! দেখি কি করা যায়!! কোন সাজেশন থাকলে জানিয়েন। আমি আধুনিক নামে খুবই আগ্রহী!!

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: মনের ভুলেও সাহসী সন্তানকে এলিটার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাবে না। কারণ নৌকা ঘুরে যেতে পারে। যদি নৌকা আবার ঘুরে যায়, তখন বিরহী কবিতা লিখলে কবির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করমু..... B-)

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:
কথাটা মন্দ বলেন নি। যে যাবার তাকে কি ফেরানো যায়! তাই তো কবিতায় চাওয়া বা পাওয়ার কিছু রাখিনি। শুধু কিছু অব্যক্ত কথা ছাড়া।

আর সাস ভাই নৌকাপথ যাবে আর কই? সমুদ্র ছাড়া আর আছেই বা কি। আর সমুদ্রে গেলে তো সমুদ্র বিদ্রোহ করবেই। ভয়ের কিছু নাই শাহরিয়ার ভাই। সাস ভাই, সে সাহস করবে বলে মনে হয় না! :P

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব্বাই সব বলে ফেলেছে ;) আমি কি বলি??? হা হা হা

বরাবরের মতোই দারুন!

+++++

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

ভিগুভাই,
বরাবরের মতই প্লাসে উদ্বেলিত ও উৎফুল্ল! আপনার আর কিছু বলা লাগবে না। আমি মনে মনে শুনে নিয়েছি ও অনুপ্রাণিত হয়েছি! :P


কবিতার অনুভবে আপনাকে অসংখ্য ধন্যবাদ!

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

জাহিদ অনিক বলেছেন: সর্বস্বত্ব সংরক্ষিত

আমার তো মনে হচ্ছে পুরো কবিতাটাই সংরক্ষিত।
একান্ত ব্যক্তিগত কবিতা । দারুন লিখেছেন ।

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৪

ভ্রমরের ডানা বলেছেন:
জাহিদ ভাই,
লেখাগুলো মৌলিক তাই এটা না লেখে উপায় নেই। সব লেখা ফেসবুকে কপিপেস্ট করছে। এমন ফালতু সব লেখাও যে কপিপেস্ট হয় তা ভাবতেই আমি অবাক!


তবে ব্যক্তিগত কবিতা বলে কিছু নেই আমার। যা দেখছেন, অনুভব করছেন, তা অনেকেই অনুভব করেছে, করছে। আমি আজকাল শুধুই লেখি। যা লেখি না কেন সবই কিছু না কিছু মানুষের মনের সাথে মিলিয়ে লেখার চেষ্টা করি। কিছু মিলে, কিছু মিলে না।

তবে কবিতাটি আপনার কাছে দারুন মনে হয়েছে জেনে খুবই তৃপ্ত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা!! ভাল থাকুন নিরন্তর!!

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯

সুমন কর বলেছেন: জলকাব্য ভালোই হচ্ছে.............+।

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১

ভ্রমরের ডানা বলেছেন:
দাদা,
লেখছি নিজের মত করেই। কিছু ভাল, কিছু মন্দ। শিখছি আপনাদের লেখা দেখে। অনুপ্রাণিত হচ্ছি আপনাদের সাথে কথা বলে। এর থেকে বেশি চাওয়া পাওয়ার কিছু নেই!

কবিতায় আপনার প্লাসে অনুপ্রাণিত হলাম! ভাল থাকুন নিরন্তর!

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৮

সাহসী সন্তান বলেছেন: ভাইরে, নামকরণের ব্যাপারে আপনার থেকে আমি আরো বেশি অপারোগ! সুতরাং আমার কাছ থেকে আপনি যে সাজেশন্স পাইবেন, সেইটা আপনার জন্য কোন কাজেই লাগবে না! তবে সমালোচনাটা আমি খুব ভাল রকম করতে পারি! মানে ভাল এবং খ্রাপের পার্থকটা খুব ভাল ভাবেই বুঝতে পারি! :)

নীলাদ্রিতা আমার দিকে তাকাবে সেইটা রাজপুত্তর জানবে ক্যামনে? গুপন বিষয় কি আর ঢোল পিটিয়ে করা যায়রে পাগলা। তাছাড়া রাজপুত্তর যে টাইপের অলস (ইয়ে এইটা কিন্তু সে নিজেই স্বিকার করে) তাতে কারো প্রতি নজরদারি করতে তার দিকে চোখ তুলে তাকাইতেও তার বোধহয় আলসেমী লাগে! ;)

@ শাহরিয়ার কবীর ভাই, কবির লেখা এই কবিতাটাও যে কোন বিরহী কবিতা নয়; উহা আপনি কোন্দিক দিয়া বিবেচনা করছেন জাতি জানতে চায়? আমি কিন্তু দিব্য চোখেই দেখতে পাইতেছি, এটাও একটা বিরহী কবিতা! তাছাড়া আমি যে ভাল পুলা এ ব্যাপারে কিন্তু আমার মনে কোন ধরনের সন্দেহ নাই, সুতরাং আপনারও থাকা উচিৎ না! ;)

তয় ব্যাপারটা হইল, বয়সতো আর কথা শোনে না! উহা যে লাগামহীন ঘোড়ার লাহান ছুটেই চলছে! সুতরাং এদিক সেদিক যদি কোন কিছু দেখেন, তাহলে সেটা কোন ধরনের সন্দেহ ছাড়াই বয়সের দোষ বলে চালাইয়া দিতারেন! আমরা-আমরাই তো..... :P

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২

ভ্রমরের ডানা বলেছেন:
মুস্কিল। দেখি কিছু নাম বলে তিন সেট দিব। একটা সেট চয়েজ করে নিবেন। নিচে দেওয়া হইল-

১।ভালবাসার পস্কুরিনী, রাজহংসীর একি অবিচার, ভাগের মা গঙ্গা পায় না, কালনেমির লংকা ভাগ, অলংকারের একি দায়, ভালবাসার বজ্রাঘাত।

২। ইটার্নিটি, ভালবাসার একটি টিউলিপ, ম্যাটারনাল লাভ, এক টুকরো প্রেম, এ লাভিং পোয়েট্রি, কসমস প্রেম, ব্রিটল ব্রিটল প্রেম।

৩। গাঙ জানে না মাঝি কই, এইতো নদীর গহীন অতল, ভালবাসার ভাটিফুল, জলতরঙ্গ জলত্রাস, সুমধ্যমার একটি প্রেম, সূর্যস্নানের অগ্নিসাক্ষী, কেউ দেখেনি আমি দেখেছি!

হায় হায় বলেন কি, রাজপুত্র অলস? চোখ তুলেও তাকায় না। ইহা কেমন অজগর বৃত্তি! হায় রে! যাউক গা, বেল পাকলে কাকের কি। আমরা ঘর পোড়া গরু, সিদুরে মেঘ দেখলে ডরাই। আপনি খেলতে থাকুন। বয়সের আর কি দোষ :P ওসব আমরা ঠিকই বুঝি! শাহারিয়ার ভাইও জানে সবকিছু! হা হা হা।

চয়েস দিয়েন।

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯

খায়রুল আহসান বলেছেন: জানি জলের রঙে কোন ভুলত্রুটি নেই,
যা ছিল সবই স্বতঃস্ফূর্ত প্রকাশ-
- খুব সুন্দর করে বলেছেন কথাটা!
"যতনে যা দিয়েছিলে বিন্দুবৃত্ত রুপে,
ফিরে সে নিতেই পার,
এ সমুদ্র বিশাল, একান্তই যে তোমার!" - চমৎকার!
কবিতায় ভালোলাগা- ++++

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় আপনার ভাললাগা প্রকাশের জন্য কৃতজ্ঞতা! আপন অনুভব শেয়ারে যে সব লাইন তুলে এনেছেন তার উপরেই কবিতার ভিত্তি ও বাস্তবতার মিথস্ক্রিয়া! সুন্দর করে লাইনে লাইনে অভিব্যক্তি পেয়ে খুব ভাল লাগছে! কবিতার অনুভবে একরাশ লাল গোলাপ! ভাল থাকুন নিরন্তর!!

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭

ভাবুক কবি বলেছেন: মুগ্ধকর লেখা,
এ যেন জলে চিকচিক খেলা।

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২

ভ্রমরের ডানা বলেছেন:
জলকাব্যে স্বাগতম ভাবুক কবি! জলের উপরে বলতে পারেন গবেষণা চলছে। সমুদ্র প্রেম, সমুদ্র জল শুধু ম্যাটারিয়াল রূপক। আশা করি প্রেম আসবে মনে মনে। আপনার জন্য শুভকামনা ও শুভেচ্ছা রইল!

২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১০

শাহরিয়ার কবীর বলেছেন: @ শাহরিয়ার কবীর ভাই, কবির লেখা এই কবিতাটাও যে কোন বিরহী কবিতা নয়; উহা আপনি কোন্দিক দিয়া বিবেচনা করছেন জাতি জানতে চায়? আমি কিন্তু দিব্য চোখেই দেখতে পাইতেছি, এটাও একটা বিরহী কবিতা! তাছাড়া আমি যে ভাল পুলা এ ব্যাপারে কিন্তু আমার মনে কোন ধরনের সন্দেহ নাই, সুতরাং আপনারও থাকা উচিৎ না! ;)

তয় ব্যাপারটা হইল, বয়সতো আর কথা শোনে না! উহা যে লাগামহীন ঘোড়ার লাহান ছুটেই চলছে! সুতরাং এদিক সেদিক যদি কোন কিছু দেখেন, তাহলে সেটা কোন ধরনের সন্দেহ ছাড়াই বয়সের দোষ বলে চালাইয়া দিতারেন! আমরা-আমরাই তো.....

আমি নৌকা ঘুরে যাওয়ার পরে, কবির অবস্থা কি হতে পারে, সে কথা বলতে চেয়েছি ! B-) আগডুম বাগডুম ঘোড়ারডুম সাজে ঢোল ডাক....। =p~
জানি জানি, আপনি পোলা হিসাবে আগুনের দোলা ......তয় ১৬ নাম্বার মন্তব্যর প্রতিউত্তরের কবি যা বলেছে তাতে আমি হাসমু, না কানমু বুঝতেছি না। এলিটা নাকি একটা কাল্পনিক রুপ ,বাস্তবে তার কোন অস্তিত্ব নেই, এটা কি কবি কাজ, নাকি অভিনেতা কাজ। যেমন ধরুন অভিনেতা তার অভিনয়ে মাধ্যমে দর্শকে খুব সিরিয়ার করে। একবার হাসায় আবার কাঁদায় । এ কবি তো আমাদের শুধু শুধু তার ব্যথায় কেঁদে গেলাম ..... =p~ এখন দেখি সব কিছু ফলশূন্য .....।

ঠিক বলেছেন ভাই, আমরা- আমরাই তো B-)

ভাই বড় রক্তের ধন
পৃথক হয় নারীর কারণ !
প্রেম পিরিতি গোল্লায় যাক
ভাই-ব্রদারের ভালোবাসা
চিরকাল বেঁচে থাক ..... B-)

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

ভ্রমরের ডানা বলেছেন: শাহরিয়ার ভাই, রূপক মানে সাংকেতিক নাম। রূপকথা আমি লেখি না। নিজের কোন রূপকথা নেই। তবে কিছু অনুভূতি আছে যা কবিতা শেয়ার করেছি। যার কিছুটা নিজের অনুভবে কিংবা অন্যের কষ্ট নিজের করে রেখে। অনেকাংশ বলতে পারেন লেখকের আশেপাশে কিংবা নিজের মনের ছবি যা কবিতায় এসেছে একটি সাংকেতিক চরিত্রে সাংকেতিক পটে। ফলাফল শূন্য নয়। গভীরে অনেক গভীরে এর কিছু আছে। খুজলেই পাবেন, মিলিয়ে দেখলেই পাবেন। কিছু কথার সাথে, কিছু প্রশ্নের সাথে, কিছু অবস্থার সাথে যখনি মিল পাবেন বুঝে নিবেন প্রেমের সমুদ্র একটাই, প্রেমের জলও একটাই।

তবে সে যাই হোক কথাগুলো মন্দ বলেন নি-

প্রেম পিরিতি গোল্লায় যাক
ভাই-ব্রদারের ভালোবাসা
চিরকাল বেঁচে থাক..... .


হা হা সাস ভাই কয়জন কে নিয়ে নৌকায় ঘুরবে। নীলাদ্রিতা, রাজকুমারী আবার এলিটা। মানুষ দুই নৌকায় পা দিয়ে কুল পায়না আর সাস ভাই ৫-৬ টা নৌকায় পা ফেলতে চায়! হায়, কোথায় যে যাই!! :P

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:

মোনালিসাকে কেউ বলে বাইজি, কেউ বলে দাসী,কেউ বলে নিওনার্দোর নিজের ছবি !!!তার যত নাম, খ্যাতি, যশ,আজও রয়ে গেল প্রশ্নবিদ্ধ, সে আসলে কে? কেউ কেউ বলে গ্রামের কোন এক কৃষকের বউ =p~ তেমনি আপনার জলকাব্যতে প্রেমের সমুদ্র ও প্রেমের জল নিয়ে কনফিউজ ছিলাম কিন্তু হিসাব মেলাতে পারিনি !!! যদিও আমি সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারিনা কিন্তু কোন কিছুতে রহস্য থাকলে তার পিছনে ছুটতে খুব ভালো লাগে .........

১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

ভ্রমরের ডানা বলেছেন:
শাহরিয়ার ভাই, কোন রহস্য নাই। প্রেমকে বিভিন্ন রূপে বিভিন্নজনের মনে যেভাবে দেখেছি, নিজের মনে যা ভেসে উঠেছে তাই এই জলকাব্য। আর কাব্যিক ব্যঞ্জনা বা কবিতার গুনমানে এটি বিচারের যোগ্য কিনা তা নিয়েও মনে সংশয় আছে। আর আপনি মোনালিসার চিত্রের কথা বলছেন, আমার হাসি পাচ্ছে! একটু হাসি -

হা হা হা! =p~

আমার হাসি পাচ্ছে আরো এই কারনে যে এতে কোন রহস্য নেই আর আপনি অযথাই ছুটছেন দেখে....
ছুটাছুটি বাদ দিয়ে এবার কবিতা লেখুন। বহুদিন হল আপনার কবিতা পড়ি না! হা হা হা :P

২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি কিন্তু ডুবে ডুবে জল খাইনি,আপনি খেয়েছেন। সুমদ্র ও জলের প্রেম কাহিনী কি কাল্পনিক হয়ে থাকবে ? নাকি বাস্তবে রুপ নিবে ? শুধু এর শেষটা জানার ইচ্ছা........ আজকের কল্পনা আগামী দিনের বাস্তবতা ।

আর আপনি মোনালিসার চিত্রের কথা বলছেন, আমার হাসি পাচ্ছে!
মোনালিসার আসল ঘটনা কি জানা থাকলে বলেন না প্লিজ ।

আমি আবার কবি হলাম, আমার কবিতা ...... তার পাঠক আপনি । (একজন প্রকৃত কবি বলে কি!! )
আপনার এ কথা শুনে তো আমার হাসি পাচ্ছে .... =p~

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:
ভাই আমি কবিতার ব্যাপারী, পেইন্টিং এর খবর রাখি না। মোনালিসার ব্যাপারে আমার আইডিয়া খুবই কম। আমি তেমন বলতে পারব না।

আর কবিতার কথা বলছেন- কোন রহস্য নাই রে ভাই! বাস্তবতা আছি, কল্পনা ফুরিয়েই জল কবিতার শুরু! তবে অল্পস্বল্প কল্পনা আছে বইকি। তবে অতটা গুরুত্ববহ নয়। আপনার সাথে আমিও দেখি কি হয়! হা হা হা! কোন প্ল্যান নেই!

আর আদিখ্যেতা রেখে লেখুন! আমরা আপনার কবিতা চাই!

:D

২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০

সাহসী সন্তান বলেছেন: আমার ব্যাপারে আপনাদের ধারনা যে চখাম, উহা জানতে পারিয়া যার পরনাই মোগাম্ব বহুত খুশ হুয়া! তয় ভুলে যাবেন না, সোনা যে পাত্রেই রাখেন্না কেন; উহার দাম কিন্তু কমে না (ইয়ে এই সোনা মানে আমি রিয়েল সোনার কথা বুঝাইতে চেয়েছি কিন্তু)! :P

তবে ৫-৬টা একটু বেশি বেশি হইয়া গেছে! আমি সর্বসাকল্যে ৪টাতে বিশ্বাসী! এবং সেইটা জায়েজও আছে! আমি আবার একটু ধর্মপরায়ণ কিনা! চেষ্টাকরি ধর্মে সব বিষয় গুলো সঠিকভাবে মেনে চলতে! ;)

আর নামকরণ গুলা দেইখা তো টাস্কি খাইলাম! বাংলা সিনেমার নাম করনের জন্য প্রডিউসাররা তো আপনাকেই খুঁজতেছে ডানা ভাই! হাচা কইরা কন্তো, এতদিন আছিলেন কই? তয় নামকরণ গুলা এইরকম হইলে বরং আরো ভাল হইতো- 'জরিনা কেন সাগরে নামলো?, সকিনার ভেজা শাড়ি, কদবানু ডুবিয়া মরিলো, প্রেমের টানে দঁড়া ছিড়ে যায়, কলসি কাখে রুপবান নাচে ইত্যাদি ইত্যাদি!' ;)

তাইলে দেখা গেল, দেশিও ঐতিহ্যও বজায় থাকলো! আবার সুন্দর একটা শিরোনামও হইলো! =p~

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার কাছে সোনার (অনলি রিয়েল ওয়ান) যে এত মূল্যায়ন তা আজকে জানলাম। বাহ! বাহ!

বহু বিবাহ জায়েজ কিন্তু সামলাইতে পারবেন কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে! জতই সাহসী হন, লাভ নাই চার জন সামলানো এতো সোজা নয়। মানে খরচপাতি আরকি! ( উলটা পালটা ভাবেন কেন) :P

আর নামের তো চয়েজ তো দিলেন না যা দিলেন তা নিয়ে কি আর বলব ভাষা হারিয়ে পেলেচি। রূপবানের নাচ, আর সকিনার ভেজা শাড়ীর শুভেচ্ছা রইল! আজ থেকে শিরোনামহীন হবিতা লেখব! হা হা হা :P

২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

শাহরিয়ার কবীর বলেছেন: সাহসী সন্তান এ ভাই....
আমার জি এফ এনজেল জরিনারে নিয়ে কিন্তু যড়যন্ত্র চলছে .....
তারে সাগরে নামিয়ে দিলেন কেন !!! এনজেল মানে জানেন তো ফরি জরিনা......... =p~

অনেক মজা করিলাম, সাবাই ভালো থাকেন ...
রাতে সুখের নিদ্রা হোক .....
উত্তরবঙ্গের কনকনে শীতের শুভেচ্ছা রইল। B-)
এবার আমি গেলুম !

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০২

ভ্রমরের ডানা বলেছেন:

মজায় মজায় দিন কেটে রাত
খাচ্ছি শুধু খই,
উত্তর বংগের শীতল বাতাস
চাই বগুড়ার দই!

গেলুম বলে তো গেলেন এলে দই দিয়েন মশাই! :P

২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

একরাশ ভালোলাগা জানবেন।
জলকাব্যে +++++++

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

ভ্রমরের ডানা বলেছেন:
প্লাসে অনুপ্রাণিত হয়েছি। ভাললাগার জন্য অশেষ শুভেচ্ছা ও শুভকামনা! ভাল থাকুন সে কামনা রইল!

৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জলের রং আর মানুষের মনের মধ্যে পার্থক্য কোথায় তাইতো কবি নির্মল একটি প্রতিছবি একেঁছেন।কবিরা পারেও!!!
ভাই আপনার কবিতা পড়ে আপ্লুত হলাম। ভাল থাকবেন সবসময় কবি।

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৮

ভ্রমরের ডানা বলেছেন:
রংবেরং নিয়ে পার্থক্য তেমন নেই তবে মানুষের মন আর জলের স্থান নিয়ে বিপরীত অবস্থা। জল যেকোন স্থানে তার আকার ধারণ করে, মন স্থানকে নিজের আকারে সাজায়। অদ্ভুত বৈপরীত্য! তাই না ভাই!

কবি বলিয়া লজ্জা দিয়েন না। এমনি টুকটাক লেখি আরকি! শুভকামনা রইল!

৩১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩১

জাহিদ অনিক বলেছেন: ঠিকই বলেছেন, ছিঁচকে চোরেরা আজকাল কপিরাইটের কোন তোয়াক্কাই করছে না ।

শুভকামনা ও শুভেচ্ছা আপনাকেও ।

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১২

ভ্রমরের ডানা বলেছেন:
এ নিয়ে অনেকেই ক্ষুদ্ধ, হতাশ, হতবাক, বিমূঢ়! যারা এটা করে তারা অনেকেই কার্টেসী ছাড়াই সব পোষ্ট করছে! অদ্ভুত! মনে করে কপি করলেই সম্পত্তি রূপে কবিতা তার হয়ে গেল। মানে কবিতা মনে হয় ক্ষেতের মুলা। পকেটে নিলেই মালিক। হা হা হা!


যাক ভাই, বিষয়টা অনুভবে আপনাকে আবারো ধন্যবাদ!

৩২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি জানতাম আপনি গুগুল যা বলবো বা সার্চ দিবো তাই উত্তর দিবেন কিন্তু দেখি না । B-) উপরের উত্তর কিন্তু দিলেন না, হুম আরো ভালো করে জেনে, আসলে মোনালিসাকে উত্তরটা জানাবেন । =p~

আপাতত দধি খান, পরে আপনার জন্য দই খাওয়ানোর ব্যবস্থা করা হবে। বেশি খাবেন না কিন্তু ঠান্ডা লেগে যাবে.....

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: মোনালিসা নিয়া গবেষণা বাদ দেওয়া যায় না ভাই! পিলিজ লাগে! আমি চিত্রকলায় খুবই কাচা। জ্ঞান শিশিবোতলের চিপির কাছে।


আরেহ, সেকি, এক পাতিল দধী! ঠান্ডারে গুলি মারি!

চায়নীজ স্টাইলে কপচে খেলুম ভায়া। দেখুন স্টাইলটা-

৩৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা বাদ দিলাম ।

....... আশরাফুল ইসলাম হিরো আলম কিন্তু বগুড়ার।সে আপনার জন্য দই আনবে বলছে ..... B-)

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:








খাইছে :P

অনুভূতি, প্রতিক্রিয়া ফুটো তে-

৩৪| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৬

অন্তু নীল বলেছেন:
বাহ, অনেকদিন পর ব্লগে ঢু মারতেই আপনার কবিতাটি পড়লাম।
ভালোলাগা রইল অনেক।

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৬

ভ্রমরের ডানা বলেছেন:


বহুদিন ব্লগে ঢু মেরেই কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ অন্তু নীল! শুভেচ্ছা ও প্রীতি জানবেন!!

৩৫| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:২৩

অতৃপ্তচোখ বলেছেন: অসাধারণ অনুভূতি মিশানো।
ভাল একখান কবিতা পড়লাম।

শুভেচ্ছা জানবেন ভাই

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার অনুভবে আপনাকেও শুভেচ্ছা ও শুভকামনা! ভাল থাকুন সবসময়!

৩৬| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন:
শুধু তোমার ডাগর দুটি চোখে
আমার চক্ষু তুলে
আমি বলতে চেয়েছি-
"এই আমিতে আর আমি নেই,
এই নদীতে আর নদী নেই
এই জলে আর জল নেই-
এই তুমিতে আর তুমি নেই
শুধু আছে এক বিশাল সমুদ্র,
নীল নীল ঢেউ, বিস্তৃত হাসি,
যতনে যা দিয়েছিলে বিন্দুবৃত্ত রুপে,
ফিরে সে নিতেই পার,
এ সমুদ্র বিশাল, একান্তই যে তোমার!"
------

অসাধারণ এই জলের কাব্য!!! শুভকামনা নিরন্তর!!

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:

বিথী আপু, কত দিন পর আপনাকে পেলাম! যাকগে আপনি মনে হয় ব্যস্ততায় আছেন। আপনার বাগানের ফুলগুলো দিয়ে একটা ছবি ব্লগ দিয়েন প্লিজ!

কবিতার সুগভীর অনুভবে ও উচ্ছাস জাগানিয়া মন্তব্যে অনুপ্রাণিত করে গেলেন!!! ভাল থাকুন নিরবধি!!!

৩৭| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪২

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: খুব ভালো লেগেছে-

"এই আমিতে আর আমি নেই,
এই নদীতে আর নদী নেই
এই জলে আর জল নেই-
এই তুমিতে আর তুমি নেই
শুধু আছে এক বিশাল সমুদ্র,
নীল নীল ঢেউ, বিস্তৃত হাসি,
যতনে যা দিয়েছিলে বিন্দুবৃত্ত রুপে,
ফিরে সে নিতেই পার,
এ সমুদ্র বিশাল, একান্তই যে তোমার!"

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৮

ভ্রমরের ডানা বলেছেন:



সুপ্রিয় লেখক, কবিতার অনুভবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারমত একজন লেখকের পাদচারণায় আমার ব্লগ ধন্য হল!

জলকাব্যে শুভেচ্ছা রইল!

৩৮| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

বিলিয়ার রহমান বলেছেন: ভ্রমরের ডানা

অনেক অনেক ভালোলাগা!:)

প্লাস

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও মন্তব্যে আপনাকে অনেক শুভেচ্ছা ও প্রীতি জানাই! ভাল থাকুন বিলিয়ার রহমান! :D

৩৯| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:২৬

সায়েদা সোহেলী বলেছেন: জলকাব্যে একজন রথীমহারথীকে পেয়ে আপ্লুত হলাম, অনুপ্রাণিত হলাম।


একজন কবিকে অনুপ্রেরনা দিতে পেরে আমি ধন্য ্‌ কিন্তু "রথীমহারথীকে" B:-)
এই শব্দ কেনরে ভাই ?? আমি কি করেছি !!?? পচান কেন ?? :(

২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কবিতা খুব ভাল লাগে। বাস্তবিকতার প্রতিচ্ছবি এঁকে যে কবিতার চিত্রপট, মোহনিয়া গান, তার রচয়িত্রী তাই রথীমহারথী!! কবিতায় আপনাকে পেয়ে ভীষণ অনুপ্রেরণা খুঁজে পেয়েছি উৎফুল্ল হয়েছি! আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা! অনুগ্রহ করে ভুল বুঝবেন না! সত্যতা প্রকাশে আমি কুণ্ঠাবোধ করি না!

:D

৪০| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০

কামরুন নাহার বীথি বলেছেন:
আপনার বাগানের ফুলগুলো দিয়ে একটা ছবি ব্লগ দিয়েন প্লিজ! ------

পুরো বাগানের ছবি দিয়েছি, আবার সব ফুলগুলো দিয়ে পোষ্ট দিতে হবে? ঠিক আছে হয়ে যাবে।

২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

বাগানবাড়ি খানা আলবৎ সৌন্দর্য পসরা সাজিয়ে মনোরম রূপেরঘটায় আপনার ব্লগের পাতায় সুরভিত রুপে। তাই তো সে সুরভী প্রেমে জর্জর আখি! বারবার তো দেখতে চাইবোই আপি! :D


আপনি একটি হলুদ গোলাপ দিয়েছিলেন আমার আরেকটি কবিতায়। তা সযত্ন করে রেখে দিয়েছি। এই শীতে আরো মধুরতা নিয়ে আপনার একটি ফুল ব্লগ পোষ্টের আবদার রেখে যাচ্ছি! সময় পেলে দুটি ছবি দিয়ে অধমের তিয়াষ মেটাবেন আপু!


আপনার জন্য রইল ফুলেল শুভেচ্ছা! এভাবেই ফুলে ফুলে ভরে উঠুক আপনার বাগান! শুভকামনা!

৪১| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

জুন বলেছেন: জানি জলের রঙে কোন ভুলত্রুটি নেই,
যা ছিল সবই স্বতঃস্ফূর্ত প্রকাশ-
কখনো যমুনার কাল জল, মেঘনার
ঘোলাটে প্রেম, সমুদ্র বেদনার্ত নীল,
কখনোবা চঞ্চল ঝর্না স্বচ্ছ বিশুদ্ধতা ।

আহা জলের রঙের কত রকমফেরই না তুলে ধরেছেন কবিতায় ভ্রমরের ডানা । আপনার জলকাব্য নিয়ে শীঘ্রই নতুন বই হাতে পাচ্ছি :) ভালোলাগা রইলো ।
+

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:
আমার কি আর সে হাত হয়েছে আপু। জলকাব্য পড়ার পাঠক কই! আর এসব তো লেখেছি নিজের অনুভবে, পাঠকের টাকাটা জলে যায় যদি সে ভয়েই আছি। আর তাই ওদিকে যাচ্ছি নে! বই টই আমাকে দিয়ে হবে না আপু।


তবে আপনি যে জলের রকমফের কবিতায় ধরতে পেড়েছেন তাতে খুব ভাল লাগছে। যাক তবে কিছু জল আঁকতে পেড়েছি মনে হয়! এভাবেই যাতে আপনাকে জলকাব্যানুভূতি জানাতে পারি সে দোয়া রাখবেন!

কবিতার অনুভবে অশেষ শুভকামনা জানবেন আপু!

৪২| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



"অব্যক্ত কিছুকথা" হবে কেন ? জলের কাছেই তো সব ব্যক্ত করতে হয় । জলের মতো অমন কোমল, পেলব আর কে আছে , যার বুকের ভেতরে একাধারে আছে উষ্ণ ওম আর বরফ শীতলতা ?
জলকাব্য তো তাকেই ব্যক্ত করা উচিৎ । ছলাৎ ছলাৎ শব্দে সে জলকাব্যের ঠুংঠাং শুনিয়ে যাবে এলিটাকে । ঢেউ হয়ে ছুঁয়ে যাবে এলিটার না-ছোঁয়া চরণ । কূলে এসে মাথাকুঁটে ফিরিয়ে দেবে ভাসিয়ে নিয়ে যাওয়া কবিতার যতো কথা ।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:
অব্যক্ত কথার তিক্তসার ব্যক্ততা। মোহবদ্ধ আহব্বানে আর নয়, সত্যপথ, সত্যবাক।


ভালবাসার টুংটাং ছন্দে জলকে আলোড়িত না করে, আপন গতিতে চলতে দিয়ে এই কবিতায় আমি নাহয় থাকলাম হিম প্রাচীরঘেরা! জলপথের বিন্দুস্থ নীলাভ ফোটা হয়ে। আর তাতে জল সমুদ্র গড়ুক আপন পথে।


কিছু কবিতার এতেই স্বার্থকতা। আর কিছু কবিতার এতেই ব্যর্থতা। তবে আহব্বান থাকবে, থাকবেনা কেন? অবশ্যই থাকবে। অন্য কিছু দিন, অন্যকোন অব্যক্ত লিপিতে! বৃষ্টি বাদলের জল হয়ে সে টুংটাং বাজতেও পারে, না বাজতেও পারে। তবে সৃষ্টির উল্লাসে তা কবিমন ভিজিয়ে গেলেই স্বার্থকতা!


সুপ্রিয় জী এস ভাই, লেখকের অক্ষমতাকে ক্ষমা করবেন। এ মননে টুংটাং সুর ভেঙে গেছে। আবার যেদিন বাজবে তা খাতায় বাধতে পারব কবে জানি নে। তবে সে প্রয়াসে দিনরাত আছি।


ধন্যবাদান্তে!!

৪৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

শামীম সরদার নিশু বলেছেন: চমৎকার প্রকাশ। খুব ভালো লাগল।

যাই হোক আমার ব্লগবাড়ীতে দাওয়াত রইল।
আমি ব্লগে নতুন। আমার ব্লগবাড়ী থেকে এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে আসবেন।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫০

ভ্রমরের ডানা বলেছেন:
ঠিক আছে শরবত খেতে আসতে হয় তাহলে। কবিতার সাথে শরবত খেতে মন্দ লাগবে না নিশ্চয়! শুভেচ্ছা!!

৪৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জল কাব্য আর জল পরী দুটোই ভাল লেগেছে।
তা পরী আপনারে ছাইড়া কই যায় , দইজ্জাত ঝাপ দিব নাকি ? =p~

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২০

ভ্রমরের ডানা বলেছেন:
জলকাব্য বুঝলাম গিয়াস ভাই কিন্তু জলপরি আইল কই থেইক্কা! :P পরী কই যায় যাক কিছু জল থাকলেই চলে! কি কন! পরীরা আজকাল নষ্টদের কোলে বসতে বেশি পছন্দ করে কিনা! তাই!



কবিতায় রসালো মন্তব্যে আপনাকে জানাই মাঘের শুভেচ্ছা !

৪৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১০

অরুনি মায়া অনু বলেছেন: আমি, তুমি ও সমুদ্র মিলে সৃষ্টি হয়েছে চমৎকার এক কবিতা। সুন্দর আপনার সমুদ্র ভাবনা।।

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২২

ভ্রমরের ডানা বলেছেন:
সমুদ্র জল কাব্যে আপনার অনুভব শেয়ারে কৃতজ্ঞতা। ভাবনার অনুভবে অশেষ প্রীতি ও শুভেচ্ছা রইল! ভাল থাকুন সবসময়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.