নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

সনেট- ৭ - ফেনিল রাতভোর

২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬




সাগরিকার বিস্তৃত বুক মেখে রয়
এই অবিরাম ছুটে চলা তারাপথ,
লাল নীল শতরঞ্জি রঙ স্বপ্নময়,
উতলা ঢেঊ, বুকের চুম্বন শপথ।
উড়ন্ত পাখিদের কত বিবাগী ক্ষণ,
সুখ কেটে গেছে তার অধর ছুঁয়ে,
বিনিদ্র জেগে অবিরাম উষ্ণ চেতন,
সৈকত পাতার আলতায়, শীর নুয়ে।

সাগরের জল এভাবে প্রেমে ক'বার,
দিবানিশি বিলিয়েছে শত নদী ধুয়ে,
হৃদয় পাথর ফুঁড়ে ঝর্ণা হাসি চুয়ে,
মিহির-অন্তর ডানা দুলিয়ে সবার।
টুংটাং পাঁজরায় বেঁধে সাতসুর,
ফেনিল রাতভোর গেয়েছে সুমধুর!

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:



সনেট লিখতে গিয়ে, কবিতার বক্তব্যকে নিয়মে সাজানোর অকারণ দায়বার বহন করতে হয়?

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০১

ভ্রমরের ডানা বলেছেন:

না, অকারণ দায়ভার বলে কিছু নেই। প্রেম আর সমুদ্র বোঝা সকল মানুষের কর্ম নয়। আর যদি তা হয় সনেট, আমি বলব কিছুটা মগজ খাবেই। সনেট গুচ্ছে স্বাগতম গাজীভাই! ভাল থাকুন!

২| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর সনেট কাব্যখানী। ভাল লাগা জানাই গেলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪০

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতাটি পাঠে ও মন্তব্যে আপনাকে অশেষ শুভেচ্ছা জানাই! ভাল থাকুন সবসময়!

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫

সুমন কর বলেছেন: এবারও চমৎকার হয়েছে।

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪২

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতার অনুভবে শুভেচ্ছা দাদা! মন্তব্যে অনুপ্রাণিত হলাম!! শুভরাত্রি!

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৩

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর লিখেছেন।
খুব জানতে ইচ্ছে করে কবির হৃদয়ের একটা বিরাট অংশ দখল করে রেখেছে কেন এই সাগর? কেনোইবা সাগরের নিকট কবির আত্মসমর্পণ। বড় জানতে ইচ্ছে করে।

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪০

ভ্রমরের ডানা বলেছেন:

খুব ভাল একটা প্রশ্ন করেছেন। কিন্তু সঠিক উত্তরটা আমার জানা নেই। হয়ত সাগরের ছোঁয়া পেয়ে বদলে গেছে মনের বাগান আর সে জন্যেই সাগরের কাছে আত্নসমর্পণ!

হতে পারে সমুদ্র পাড়ের কোন চাঁদনীরাতের পরশ, ঝাউগাছ, বালুময় বিস্তৃত সৈকতরেখা, সাদা সাদা ফেনার মাঝে নোনা ঢেউয়ের গন্ধ, দমকা বাতাস, অতলের বিস্তীর্ণ ভিটায় দারিয়ে এলোমেলো ক্ষণ, উদাত্ত উর্মির গর্জন আর হারিয়ে যাওয়া মন!!

আমি চাঁদকে খুব ভালবাসতাম। প্রতিদিন রুটিনবেঁধে দেখতাম প্রকৃতিকে!! সমুদ্রকে!! আর কিছু কথা হত তার সাথে গোপনে!! একান্তে!! কিছু আমি বলতাম, কিছু সে। এভাবেই চলে গেছে অজস্র সময়। সামনাসামনি!! কখন ঘন কুয়াশার মতই ধাঁধাঁ পেতে, কখনো সফেদ চকচকে আয়নায়, কখনওবা প্রকাণ্ড নীল সমুদ্রে!! আর এভাবেই আমি তার সাথে লুকোচুরি খেলতে খেলতে কখন নিজেকে বিলীন করেছি তা জানি না, শুধু জানি সমুদ্র প্রেম, সমুদ্র জল আমার হৃদয়ের বেঁধে গেছে ঝরনা হয়ে!!


অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবেন না! কিছু কথা জানতে চেয়েছেন তাই না জানিয়ে পারলাম না! তবে আগেও সব কথা বলেছি। জলকাব্যে, ব্যবচ্ছেদে, শিরোনামহীনে, ক্রিতদাস সিরিজে! আজকাল কবিতার তরঙ্গ হৃদয়ে রেখেছি সমুদ্র ভরে! আর সে তরঙ্গমালায় আপনার আগমনে সিক্ত হলাম, আপনার জানার আগ্রহে তাই নারকেল পাতার ঝিরিঝিরি শব্দে নিজের কথাই শুধু বলে গেলাম। কিছু মনে করবেন না যেন! থাকুন নিরন্তর! শুভকামনা!!

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:৫১

ডঃ এম এ আলী বলেছেন: খুবই সুন্দর সনেট । ভাল লাগল পাঠে ।
সমুদ্রের রূপকে প্রেম ভালবাসা সবই উঠে এসেছে সুন্দরভাবে
আপনার কবিতায় সাগর , সমুদ্র , নদী প্রেম ভালবাসা সবই মুর্ত হয়ে আসে,
বুঝতে পেরেছি অদৃশ্য কোন মায়ার টানে ফিরে যান বারে বারে সাগরের পানে ।
সমুদ্র সম্পৃক্ত কোন কবিতা পাঠে প্রথমেই মনে পড়ে মধু কবির
সমৃদ্রের প্রতি রাবন কবিত্টিকে । ওই কবিতার একটা লাইন ছিল এরকম- কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে/প্রচেত: হা ধিক ওহে জলদরপতি!/এই কি সাজে তোমারে, অলঙ্ঘ্য, অজেয় তুমি?’ এটি ছিল পরাজয়ে সমুদ্রকে লক্ষ্য করে রাবণের পরিহাস।
কিন্তু এখানে তা নয় সমুদ্র যেন হয়ে উঠেছে ভালবাসার অনুভুতির প্রতীক , কখনো সফেদ চকচকে আয়না, কখনওবা প্রকাণ্ড
নীল, ফেনিল রাতভোর , কোথাও তা গেয়ে উঠে সুমধুর!

সমুদ্রেরপ্রতি মানুষের নেশা চিরকালীন, বলা যায় সহজাত। সমুদ্রের সাথে রয়েছে মানুষের জীবন সংযোগ। ইংরেজ কবি লংফেলো তাই তো তার কবিতায় যথার্থভাবেই লেখেন:
“Till my soul is full of longing For the secret of the sea
And the heart of the great ocean
Sends a thrilling pulse through me”

সমুদ্রের প্রতি ভালবাসায় সিক্ত হতে দেখা যায়
কবিগুরুরকেও , সোনার তরীতে সমুদ্রের প্রতি
কবিতায় লিখেছেন তিনি কত সুন্দর করে -
হে আদিজননী সিন্ধু,বসুন্ধরা সন্তান তোমার,
একমাত্র কন্যা তব কোলে। তাই তন্দ্রা নাহি আর
চক্ষে তব, তাই বক্ষ জুড়ি সদা শঙ্কা,সদা আশা,
সদা আন্দোলন; তাই উঠে বেদমন্ত্রসম ভাষা
নিরন্তর প্রশান্ত অম্বরে, মহেন্দ্রমন্দির-পানে
অন্তরের অনন্ত প্রার্থনা, নিয়ত মঙ্গলগানে
ধ্বনিত করিয়া দিশি দিশি; তাই ঘুমন্ত পৃথ্বীরে
অসংখ্য চুম্বন কর আলিঙ্গনে সর্ব অঙ্গ ঘিরে
তরঙ্গবন্ধনে বাঁধি, নীলাম্বর অঞ্চলে তোমার
সযত্নে বেষ্টিয়া ধরি সন্তর্পণে দেহখানি তার
সুকোমল সুকৌশলে। এ কী সুগম্ভীর স্নেহখেলা
অম্বুনিধি, ছল করি দেখাইয়া মিথ্যা অবহেলা
ধীরি ধীরি পা টিপিয়া পিছু হটি যাও দূরে,
যেন ছেড়ে যেতে চাও; আবার আনন্দপূর্ণ সুরে
উল্লসি ফিরিয়া আসি কল্লোলে ঝাঁপায়ে পড় বুকে--
রাশি রাশি শুভ্রহাস্যে, অশ্রুজলে, স্নেহগর্বসুখে
আর্দ্র করি দিয়ে যাও ধরিত্রীর নির্মল ললাট
আশীর্বাদে


প্রিয় কবি ভ্রমরের ডানার কবিতায়
সমুদ্রের প্রতি ভাললাাগার
কাব্যিক কথা মালা নিয়ত পাচ্ছি আমরা,
হতেছি সিক্ত সমুদ্রের নোনা জলে,
দেহমন হচ্ছে পুস্ট বিভিন্ন উপাদানে
গঠিত সাগরের জলসম কাব্যে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

ভ্রমরের ডানা বলেছেন:






সমুদ্রকে নিয়ে মহাকবিরা কি সুন্দর করেই না লেখে গেছেন। বারবার বিমোহিত হওয়া ছাড়া আর কিছুই করারথাকে না। কাব্যের সাজে যত প্রেম বিরহ ব্যাথা, উপহাস, সময়ের সাথে সাথে সে কাব্যজল মনের জলায় ভেসে চলেছে অজান্তে একান্তে। কিছু নিভৃত সময়ের কথা থাকে সমুদ্র পানে।একাকীত্ব নিয়ে অনেকেই আসে, বলে যায় কত কথা, হোক না সে রাবন কি রাম, সমুদ্র জল নিংড়ে নিতে পারে সবার ব্যাথা। তাই তো সমুদ্র বন্দনা যুগে যুগে কবিতার পাতায়!


কবিতায় অনুভূত কথামালার প্রতিউত্তর আন্দোলিত ও অনুপ্রাণিত করেছে সুপ্রিয় লেখক! কবিতাটি পাঠে ও অনুভবে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন!! শুভকামনা নিরন্তর!


ভাল থাকুন!!!

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪

ধ্রুবক আলো বলেছেন: অনবদ্য লেখা বরাবারের মতই, শুভেচ্ছা গ্রহন করবেন!
ভালো থাকুন,....

সনেট কাব্যে ++++

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি পাঠে ও অনুভবে আপনাকে জানাই শুভেচ্ছা! ভাল থাকুন সবসময়!

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩১

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: সাগরিকার বিস্তৃত বুক মেখে রয়
এই অবিরাম ছুটে চলা তারাপথ,
লাল নীল শতরঞ্জি রঙ স্বপ্নময়,
উতলা ঢেঊ, বুকের চুম্বন শপথ।

বিস্তৃত নিঃসীম বুক,
স্বপ্ন রঙ্গিন ছুটে চলা সুন্দরের পথে
সত্যের পথে।

৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে আপনাকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর!

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯

জাহিদ অনিক বলেছেন: ভাবের পরিণতি থাকে । আছে ।
সনেটের বই বের করবেন আশা করি । অনেকগুলো সনেট লিখে ফেলেছেন ।

+ + + +

৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩১

ভ্রমরের ডানা বলেছেন:

অনিক ভাই, বই লেখার মত এখনো লিখতে পারিনি মনে হয়। তবে ইচ্ছে তো থাকেই! তবে তার থেকে বড় বিষয় হল নিজের কাছে ভারমুক্ত হওয়া!

যাকগে, কবিতার ভাব বুঝে পড়ার জন্য ও সুগভীর অনুভবের জন্য আপনাকে ধন্যবাদ ও শুভকামনা! ভাল থাকবেন!!

৯| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:২২

অতঃপর হৃদয় বলেছেন: কবিতার প্রেমে পড়ে গেছি।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২১

ভ্রমরের ডানা বলেছেন: সৌভাগ্য বটে!!!!!!


ভালবাসা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.