নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ -৫- কবিতা তাই যা দেখি...

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২




কবিতা তাই যা মনে ভেসে ওঠে
ভরা দিঘিজলে ঘাই মারা মাছেদের মত,
ছুপছাপ করে।
কবিতা তাই যা কখনো জলের বুকে
সদ্যজোড়া রাজহাঁস, পানকৌড়ি ডানা,
অজস্র শাপলা শালুক আর ফুটন্ত কচুরিপানা।

আবার, কবিতা তাই
যা কখনো শুধুই অযাচিত প্রকাশ,
যা বলার ছিল না।
যা উড়ে যায় বুকের অংগার মুছে
ফেনিল সমুদ্র নোনাজলের ধারায়।
যা ছিল না আমার কখনোই
অলীক গল্পের হিরনপাখিটির মত।

আর,কখনোবা কবিতা বুনো ভাঁটফুল,
সোনালুর বন,
গভীর ঘন নিবিড়ের বেনামি গুল্মলতার প্রেম,
নুয়ে পড়ে দিগ্বিদিক ইচ্ছেমতন।

কখনো বা কবিতা তাই যা দেখি এই যাযাবর চোখে,
যাযাবর মনে, ঘুংগুর পায়ে, শংখচিল ডানায়
বুনো হলুদের বনে, সফেদ আসমান তলে,
চিরশান্তির সবুজ এই বিছানায়!

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯

পুলহ বলেছেন: শেষ দু'টো স্তবক খুবই ভালো লাগলো ডানা ভাই।
"আর,কখনো বা কবিতা বুনো ভাটিফুল", ভাটফুল হবে কি?
শুভকামনা জানবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা পাঠে ও অনুভবে আপনাকে ধন্যবাদ। শুভকামনা অশেষ! বানানটি ঠিক করে নিয়েছি। তবে আঞ্চলিক ভাষায় আগেও ঠিক ছিল!

২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫

টুনটুনি০৪ বলেছেন: কবিতাটার চরণগুলো ভালো লেগেছে।

৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১২

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় ভাল লাগায় ধন্যবাদ! শুভেচ্ছা জানবেন!

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

সুমন কর বলেছেন: কবিতা তাই
যা কখনো অযাচিত প্রকাশ,
যা বলার ছিল না।
-- ভালো বলেছেন।

+।

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:
শাশ্বত প্রীতি ও ভালবাসা সুমন ভাই। শুভকামনা জানবেন!

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

ডঃ এম এ আলী বলেছেন:



অসাধারণ কবিতা, যেমনি কথা ও ছন্দ,
তেমনি ফুল পাখী , নদী আর সাগরের কথা,
পাখী আর ফুলের ছবিগুলি যেন ভেসে
উঠে মনের গহীন পাতায় ঠিক যেন

সদ্যজোড়া রাজহাঁস, পানকৌড়ি ডানা,

অজস্র শাপলা সালুক আর ফুটন্ত কচুরিপানা।

যা উড়ে যায় বুকের অংগার মুছে
ফেনিল সমুদ্র নোনাজলের ধারায়।

আর,কখনোবা কবিতা বুনো ভাঁটফুল

সোনালুর বন

যাযাবর মনে, ঘুংগুর পায়ে, শংখচিল ডানায়


কবিতায় ভাল লাগা কিছু পাখী ও ফুলের ছবি
রেখে গেলাম এখানটায় ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০২

ভ্রমরের ডানা বলেছেন:


মন্তব্য ঘরে ছবিগুলো জুড়ে দিয়ে কবিতাটি আরো স্বার্থক করলেন সুপ্রিয় লেখক। ভালবাসাটুকুর জন্য ধন্যবাদ! আপনার সুনির্মল মনে সৌন্দর্য ফুটুক সর্বদা এমনি করে! অশেষ কৃতজ্ঞতা!

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

অরুনি মায়া অনু বলেছেন: একটি কবিতা যেন না বলা অনেক কথা। কতকিছুর সাথেই না জড়িয়ে যায় একটি কবিতা। সুন্দর লিখেছেন।
আহ সোনালু ফুল। কি যে প্রিয় আমার।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৭

ভ্রমরের ডানা বলেছেন: কবিতাকে এভাবেই দেখেছি। আরো কিছু আংগিকে অনুভব করার আছে। সে নাহয় অন্যক্ষণ। প্রশংসাটুকুর জন্য ধন্যবাদ। সোনালু ফুল দেখতে অনেক সুন্দর। কর্নলতিকার মতই। খোপার সাজে দারুণ মানাবে বলে মনে হয়! তবে কাউকে দেখিনি এটি পড়তে। যাকগে, ফুলটি আপনার প্রিয় জেনে ভাল লাগল! আপনার সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগা! শুভেচ্ছান্তে!

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




কবিতা তাই যা মনে ভেসে ওঠে........... পড়তে গিয়ে আমার মনেও ভেসে উঠলো কবিতা নিয়ে লেখা আমার কবিতার কিছু লাইন । তুলে দিলুম একটি ছত্র -----

কবিতা শুধু এলোমেলো কিছু অক্ষর, শ্রুতিনন্দন ?
কবিতা শীতের শরীর নয়, নয় গভীর ক্রন্দন,
শাড়ীর আঁচল নয়, নয় বিধবার শাঁখা
কবিতা যে কেবলই এক প্রেমপত্র, যার অর্থ বাঁকা !


সোনালু ফুলের মতো স্বর্ণালী কবিতা ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার কবিতার দৃষ্টিকোন ভালই লাগল। বিচিত্রতা আছে বলেই এত বৈচিত্র্যময় কাব্যসম্ভার! কবিতা সেখানে প্রেম পত্র আবার প্রেমও বটে। তবে কারো কারো কিছু কবিতায় আমি হৃদপিন্ডও খুঁজে পেয়েছি যার অর্থ জীবন!

যাকগে আপনার কাব্য বিচারে শুধুই মুগ্ধতা! আরো বেশি বিমুগ্ধ হলাম এ কথাটি শোনে-



সোনালু ফুলের মতো স্বর্ণালী কবিতা

চার মিনিটে লেখা একটি কবিতায় এতটা মুল্যায়ন পাব ভাবিনি! আপনার ভালবাসায় কাব্য সিক্ত হয়েছে আর আমি অনুপ্রানিত!

অশেষ কৃতজ্ঞতা। আপনার সুস্বাস্থ্য কামনা করছি! ভাল থাকবেন সুপ্রিয় লেখক!

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতা তাই যা হৃদয়ে পরশ রেখে যায়......
মনোমুগ্ধকর কবিতায় ++++++ একদম অসাধারন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২০

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার এত্তগুলা প্লাসে উতফুল্ল আর মনকাড়া মন্তব্যে প্রফুল্ল হয়েছি। আপনাকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা!! ভাল থাকবেন সবসময়!

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১

কামরুন নাহার বীথি বলেছেন:
কখনো বা কবিতা তাই যা দেখি এই যাযাবর চোখে,
যাযাবর মনে, ঘুংগুর পায়ে, শংখচিল ডানায়
বুনো হলুদের বনে, সফেদ আসমান তলে,
চিরশান্তির সবুজ এই বিছানায়!
----

অপূর্ব!!! কবিতা তাই হোক!!
শুভকামনা নিরন্তর!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪২

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবে ধন্যবাদ আপু!!!! আপনার প্রতি জানাই প্রীতি ও শুভেচ্ছা!!!

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর চিন্তা ও উপস্থাপনা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার অনুভবে ধন্যবাদ! আপনার অনুপ্রেরণাদায়ক মন্তব্যে অনেক অনেক শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর!

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন +

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:

সুন্দর অনুভবে কৃতজ্ঞতা ও ভালবাসা জানবেন! শুভকামনা সবসময়!

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৩

প্রথম স্পর্শ বলেছেন: কখনো বা কবিতা তাই যা দেখি এই যাযাবর চোখে,
যাযাবর মনে, ঘুংগুর পায়ে, শংখচিল ডানায়
বুনো হলুদের বনে, সফেদ আসমান তলে,
চিরশান্তির সবুজ এই বিছানায়!
সুন্দর লিখেছেন +

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও সুন্দর অনুভবে আপনাকে জানাই অনেক প্রীতি ও শুভকামনা। অনেক ভাল থাকুন!

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

আরাফআহনাফ বলেছেন: "কবিতা তাই যা কখনো জলের বুকে
সদ্যজোড়া রাজহাঁস, পানকৌড়ি ডানা,
অজস্র শাপলা শালুক আর ফুটন্ত কচুরিপানা"


মন ছুঁয়ে যাওয়া আপনার এই প্রকাশকে অভিনন্দন। অনেক সুন্দর হয়েছে।
+++
ভালো থাকুন সবসময় - কবিতাদের সাথেই থাকুন।

সোনালু মুগ্ধতায়:
হরিদ্রাভ সোনালু তুমি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কবিতাটি চমৎকার লেগেছে।


কবিতার অনুভবে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই!

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০১

ANIKAT KAMAL বলেছেন: এ‌তো চমৎকার ক‌বিতা কিভা‌বে অা‌সে!!! হয়ত স্রষ্টার অপূর্ব দান

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতাটিতে চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। স্রষ্টার দান সে তো অনেক বড় কথা বলেছেন ভাই। এতোটুকু হয়ত আমি পাইনি!

আপনাকে আবারো ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.