নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য- ১৭- পেনিনসুলা সুখ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫



শাশ্বত কিছুই থাকে না হৃদয় মাঝে,
জলের মতই স্বচ্ছতা চারিদিক,
তবুও সমুদ্র বুকেপিঠে সে
জমে যায়, বয়ে যায়, ফুঁসে ওঠে,
একসমুদ্র মাঝে শুধুই অন্য মহাসমুদ্র জলখেলা।
আর তা দেখে অনেকেই বলেছে-
কতই না মোহন্ত মোহনার ভাসবাসা বিসুখ,
সেরে যাবে কদিন গেলেই।

কবি, সমুদ্র বুকেতেও দাগ থাকে
জ্বলজ্বলে রক্তজবার মতই,
ফুঁসে ওঠা আগ্নেয়গিরি জ্বালামুখ ছুঁয়ে
সমুদ্র জলের সাথে তপ্ত লাভার নিশ্বাস-
চারিদিক কত অবিরাম আর্তনাদধ্বনি,
কোন পথ্য দিবে তার এতটুকু উচ্ছাস?
নেই, নেই! ধরণীর প্রেম সুখবিলাসী তটে,
ফুঁসে ওঠে, নেচে ওঠে, ফুলে ওঠে,
সঁপে দেয় শত বুক ফুঁড়ে পেনিনসুলা বিসুখ,
বিরান একাক্ষরী সমুদ্র বুকে পথ্য শুধু এই জ্বালামুখ।

তাতে কি এসে যায় বল-
এই বিসুখ সয়েই সমুদ্র দিয়েছে
তার বুকে বিচিত্র ঢেউ, অফুরন্ত নীলিমায়-
দূরপাল্লার হাসি, জীবনের বাঁশি,
একাকীত্ব ছুঁয়ে যায় যার পাতালের প্রেম,
অতলের অতলান্ত চুমে গেঁথে যায় বুক,
তাইতো ছুঁয়ে দেখি এই পাঁজরা বা-পাশ
কার সে পরশে বয় এই পেনিনসুলা সুখ?

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবি, সমুদ্র বুকেতেও দাগ থাকে
জ্বলজ্বলে রক্তজবার মতই,


কলঙ্কিনী এমন কিছুর কি ইঙ্গিত করেছেন কিনা?




আবার ফিরছি...........

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

ভ্রমরের ডানা বলেছেন:


কলংক বলে কিছু নেই। সৌন্দর্যময় পৃথিবীর সব দাগেই নান্দনিকতা। তবে ক্ষত আছে, যা দেখতে সুন্দর যেমন এই চিত্রে। তাই তো কথা গুলো এলো মনে।

কবিতার অনুভবে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা জানবেন শাহরিয়ার ভাই!

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ একাকীত্ব। দারুণ বিরহানল প্রকাশ।



ভালো লাগলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই!

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৮

অরুনি মায়া অনু বলেছেন: সব ক্ষত হয়ত সেরে যেতে পারে। কিন্তু দাগ রয়ে যায়। সুন্দর লিখেছেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

ভ্রমরের ডানা বলেছেন:



হয়তবা, হয়ত নয়। বিষয়টা আপেক্ষিক । সব সমুদ্র এক নয়। প্রশান্তে যেমন আগ্নেয়গিরি আছে ভূমধ্য বা কাস্পিয়ানে তা নেই।


কবিতার অনুভবে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা জানবেন অরুণিমা !

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: শেষের স্টানজাটা দারুন হয়েছে!:)


লাইক!:)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতার অনুভবে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা জানবেন কবি!

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারুণ লাগল কবিতা। ভাল লাগা রেখে গেলাম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার অনুভবে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই!

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৩

ধ্রুবক আলো বলেছেন: আর তা দেখে অনেকেই বলেছে-
কতই না মোহন্ত মোহনার ভাসবাসা বিসুখ,
সেরে যাবে কদিন গেলেই।
+++ সবাই এভাবেই বলে, কিন্তু সেরে যায় না....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

অনুপ্রাণিত করে গেলেন!




কবিতার অনুভবে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ধ্রুবক ভাই!

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২০

সুমন কর বলেছেন: চমৎকার লাগল। +।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

ভ্রমরের ডানা বলেছেন:

সবসময় প্রেরণা পাই আপনার মন্তব্যে!

কবিতার অনুভবে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা জানবেন দাদা!

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ছবিটা দেখে একটু মনে দাগ কেটেছিল সে কারণে প্রশ্ন করা ........

ধন্যবাদ ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা আপনার খুব প্রিয় সেটা বুঝি নিয়মিত। আপনার মনের ব্যবচ্ছেদ করলে কবিতারা বেড়িয়ে আসবে হুটোপুটি করে মনে হয়। হা হা হা! অজস্র প্রশ্ন করবেন। কোন সমস্যাই নেই সুপ্রিয় শাহরিয়ার ভাই!

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৮

ডঃ এম এ আলী বলেছেন:



উত্তরের যাত্রা ও মেরিজ্যোতি নিয়ে এতই ব্যস্ত গত কয়দিন যে কোন দিকে তাকাতেই পারি নাই ।
এত সুন্দর কবিতাটি সাথে ছবিটা দেখতে দেরী হয়ে গেল সে জন্য আফছুছের সীমা নাই ।
ভাল লাগল কবিতার লাইন
কবি, সমুদ্র বুকেতেও দাগ থাকে
জ্বলজ্বলে রক্তজবার মতই,


এবার যাব তাই বরফের সমৃদ্রে
যেখানে শুধু আইসবার্গ
আর গ্লেছিয়ার ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় আপনার উপস্থিতিতে আবারো ধন্য হলাম! এই যে আপনি আমার কবিতাগুলো পড়ছেন তা আমার মত ক্ষুদ্র একজন লেখকের অনেক বড় অনুপ্রেরণা! সে জন্য ধন্যবাদ শ্রদ্ধেয়!

বরফের সমুদ্র যাত্রা শুভহোক! সে কামনা করি! তবে আমাদের চিত্র দেখাতে ভুলবেন না! আর গ্লেসিয়ার নিয়ে অনেক কিছুই আপনার থেকে জানতে পারব। ভ্রমণ কাহিনী হিসেবেও দিতে পারেন।



সহস্র ফুলের শুভেচ্ছা জানবেন!

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২২

সাহিদা সুলতানা শাহী বলেছেন: ভ্রমরের ডানা নামে কবি ছোঁয় জল
জল কাব্য রচে কত প্রাত দিবা রাতে
সাগরের ঢেউ কত দোলে আঁখি পাতে
স্মৃতিময় হয়ে থাকে তারা সব তথা।

কবির বলা সেই জল কাব্য তবে এই? মুগ্ধ হলাম! পরলে আমিও কবির সৌজন্যে একটা কবিতা লিখতাম। কিন্তু পারিনা, এটাই দুখ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবে ধন্যবাদ! কবিতা লেখুন মন খুলে। এখানে পৃথিবীর সব কথা সব ব্যাথা ধুয়ে ফেলা যায়!


শুভেচ্ছান্তে!

১১| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৭

অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর কবিতা!

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৪

ভ্রমরের ডানা বলেছেন: অনুভবে ধন্যবাদ!

১২| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা,




এতোদিন একসমুদ্র মাঝে শুধুই অন্য মহাসমুদ্রের জলখেলা ছিলো বলে হয়তো এমন আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে উৎসারিত কষ্টগুলো ছুঁয়ে দেখা হয়নি ।

এতোদিন পরে তাইতো এসে দেখি , শান্ত জ্বালামুখ , সেখানে বয়ে যায় এক পেনিনসুলা সুখ !

ভালো লেগেছে তবে দ্বিতীয় স্তবকটি বেশী ভালো হয়েছে ।

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে একরাশ ফুলেল শুভেচ্ছা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.