নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ -৭- বোকাটে ক্রীতদাস

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭



কিছু শব্দমালা যা থেকে যায় অচ্ছুৎ
মনস্রোতের নিভৃত বালুচর হয়ে,
তাতে জন্মায় কত কাশফুল নিয়ম করে-
এক শরৎ নীলের নীচে আরেক শরৎ।
এভাবেই কত না শতাব্দী ধরে চাপা
পড়া পলিতে কখনো সে হয় সোনাদ্বীপ,
কখনোবা শুধুই বালুচর।

নিয়তি জানে কোথায় জলের দাবিতে
গড়ে উঠবে সমুদ্র গতিপথ আর কোথায়
থেমে যাবে তার মোহনার শ্বাস!
আর আমি হিসেবি মানুষ, কত হিসেব নিকেশে
হয়ে রই তার বোকাটে ক্রীতদাস।

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৮৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালো লাগলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার প্রথম অনুভবে অশেষ ধন্যবাদ! শুভেচ্ছা জানবেন!

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

শায়মা বলেছেন: অনেক ভালো লাগা ভাইয়া!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:

ভাললাগায় স্বার্থকতা আপু! ভাল থেকো! শুভকামনা রইল!

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

জেন রসি বলেছেন: অদৃষ্টবাদী দর্শন! :P

কবিতা ভালো লেগেছে। :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:
ইষ্ট অদৃষ্ট যাই বলুন, বাস্তবতা নিয়েই কথা বলি, কবিতা লেখি।


কবিতার অনুভবে অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল :D

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


ইষ্ট অদৃষ্ট যাই বলুন, বাস্তবতা নিয়েই কথা বলি, কবিতা লেখি।


কবিতার অনুভবে অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল :D

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

ANIKAT KAMAL বলেছেন: এ‌তো সুন্দ‌রের পরশ মি‌শি‌য়ে লে‌খেন কিভা‌বে?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০২

ভ্রমরের ডানা বলেছেন:


বিষয়টা তা নয়। আমার সনেটগুচ্ছে গেলেই বুঝবেন। আসলে আপনার চিন্তার সাথে হয়ত লেখা গুলো মিলে যাচ্ছে। যদিওবা অনেকের সাথে মিলবে না। তবে সত্য সত্যই! আর বাস্তবতা হল কঠিন সত্য। সেটা সবাই অনুভব করতে পারেনা।


আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। ভাল থাকুন। শুভসন্ধ্যা!




৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

জুন বলেছেন: আর বেহিসেবীরাও কিন্ত অনেক সময় বোকাটে ক্রীতদাস হয়ে যায় ভ্রমরের ডানা :)
ভালোলাগা রইলো কবিতায় ।
+

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

ভ্রমরের ডানা বলেছেন:



বেহিসেবিদের সে হিসেব তারা করেছে বলে মনে হয় না। আর তাই তারা কবিতার বাইরে। নিয়তির কাছে যদিওবা হিসেবি বেহিসেবি কিছুই নেই! সবার কাছেই সে সমান।



কবিতার অনুভবে অনেক অনেক শুভেচ্ছা রইল আপু! ভাল থাকুন নিরন্তর!

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৮

জেন রসি বলেছেন: বাস্তব!

তার মধ্যেও কিছু প্যাঁচ আছে! সাবজেক্তিভ বাস্তব হতে পারে। আবার সাবসাবজেক্তিভ বাস্তবও তে পারে! :P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

এত গভীরে গুঁতাগুঁতি করি নাই। সিম্পল বাস্তবতা। যেমন জল আর সমুদ্র। এখন যদি আমি দুই অনু হাইড্রোজেন এর এক অনু অক্সিজেন নিয়ে বলি তাইলে বাস্তবতা উদ্ধার হয়ে যাবে। তাই তো উড়ো খই গোবিন্দায় নমঃ

বুঝছেন কিছু :P

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: নিয়তি জানে কোথায় জলের দাবিতে
গড়ে উঠবে সমুদ্র গতিপথ আর কোথায়
থেমে যাবে তার মোহনার শ্বাস!
আর আমি হিসেবি মানুষ, কত হিসেব নিকেশে
হয়ে রই তার বোকাটে ক্রীতদাস।
-- চমৎকার ভাবনা। মুগ্ধ হলাম। + +

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:

শ্রদ্ধেয়,
কবিতার এমন অনুভবে অনেক অনুপ্রাণিত হয়েছি! খুব ভাল থাকুন! অনেক ধন্যবাদ!

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




এ কবিতাটি অনেক সমৃদ্ধ হয়েছে আপনার । কথা কম, ভাব বেশি ।

শতাব্দী ধরে চাপা পড়া পলিতে কখনো সে হয় সোনাদ্বীপ,কখনোবা শুধুই বালুচর। সেও আরেক হিসেব নিকেশের ব্যাপার । অনেক অনুঘটক তার হিসেব ঠিকঠিক মেলাতে পারলেই চাপা পড়া পলি সোনাদ্বীপ হয় নতুবা শুধুই বালুচর ...............

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪০

ভ্রমরের ডানা বলেছেন:

হে কবি, আপনার মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি। আপনার মুল্যবান অনুভূতি পেয়ে খুব ভাল লাগল। হিসেবের খেরোখাতার কিছু বর্নালী বিচ্ছুরণ, মনের অজান্তে কবিতার বালুচরে এলোমেলো এলো!

সেখানে আপনার কথাকলি পেয়ে কবিতাটি মনে হল সোনাদ্বীপ হবে! যদিওবা উচ্চাশা তবে আপনার এমন মন্তব্য পেয়ে তাই সত্যি মনে হল।

এভাবে ধন্য করার জন্য অন্তরের অন্তস্থঃতল থেকে রাশিরাশি কাশফুলের শুভেচ্ছা রইল!! ভাল থাকুন সুপ্রিয় লেখক!

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

জেন রসি বলেছেন: গভীরে গুঁতাগুঁতি না করলে বাস্তবতা একেকজনের কাছে একেক রকম হয়ে যায়! ;) যেমন ভাইকিংদের কাছে সমুদ্র আর জল যেমন কবির কাছে তেমন না। ;) আর কবিরা সবসময় দুইলাইন বেশী ফিল করবে! এই দুই লাইন পাঠকের কাছে সাবজেক্তিভ বাস্তব!

কবিতা সিরিজের নাম ব্যবচ্ছেদ দেখে ভাবলাম একটু গুঁতাগুঁতি করি! :P

আছেন কেমন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫১

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা সিরিজের নাম ব্যবচ্ছেদ দেখে ভাবলাম একটু গুঁতাগুঁতি করি! :P করেন যত পারেন। মানা করি নাই। তবে কবিরা দুইলাইন বেশি ফিল করে এ কথা কে বলছে জেন ভাই? ফিলিংস সবারি আছে। কেউ লেখে আর কারো মনে সে কথা অচ্ছুৎ থেকে যায়। ধুধু বালুচরের মতন।

আপনার সাবজেক্ট আর সাবসাব্জেক্ট বুঝার মত মাথা আমার নেই। যা একটু ছিল সব নয় ছয় হয়ে আছে।


আমি ভয়াবহ অগ্নিগিরির সামনে। একটু প্রার্থনা রাখিয়েন (যদি করেন)। কবিতার আস্বাদনে অনেক অনেক ধন্যবাদ!

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি আর কি বলি ........
আমার যা বলার ছিল তা উপরের বক্তরা বলে গেছেন । B-)

খুব সুন্দর লিখেছেন +++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:
আচ্ছা ঠিক আছে। তবে প্রশ্ন থাকলে উত্তর পাবেন। আমি আপনার কবিতা গুলো পড়েছি। ভাল লেগেছে ভীষণ!! এভাবে কবিতা লেখছেন দেখে আমার খুব ভাল লাগছে। আরো লিখুন!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:


আচ্ছা ঠিক আছে। তবে প্রশ্ন থাকলে উত্তর পাবেন। আমি আপনার কবিতা গুলো পড়েছি। ভাল লেগেছে ভীষণ!! এভাবে কবিতা লেখছেন দেখে আমার খুব ভাল লাগছে। আরো লিখুন!

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর হয়েছে!:)

প্লাস!:)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ কবি! মন্তব্যে অনুপ্রাণিত করে গেলেন! প্লাসে কৃতজ্ঞতা! ভাল থাকুন সদা হাসিমুখ!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ কবি! মন্তব্যে অনুপ্রাণিত করে গেলেন! প্লাসে কৃতজ্ঞতা! ভাল থাকুন সদা হাসিমুখ!

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬

বিলিয়ার রহমান বলেছেন:

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

ভ্রমরের ডানা বলেছেন:


বাহ! চমৎকার ফুল হলুদ, লাল সাদার অপুর্ব মিশ্রন! চোখে দেখে মনে হল ফুল ফুটেছে আর অনুভবে মনে লাড্ডু ফুটেছে! :P

ফুলে সিক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ বিলি ভাই! ভাল থাকুন সবসময়!


১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

সুমন কর বলেছেন: আর আমি হিসেবি মানুষ, কত হিসেব নিকেশে
হয়ে রই তার বোকাটে ক্রীতদাস।
-- দারুণ।
+।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার অনুপ্রেরণার প্রতিটি মন্তব্য, প্লাস অভিব্যক্তি আমার কাছে প্রতিটি কবিতার এক বলীয়ান শক্তি! কবিতার সুগভীর অনুভবে প্রীতি ও শুভেচ্ছা জানবেন! শুভকামনা!

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৬

জেন রসি বলেছেন: কবির সামনে সকল বিপদ, আপদ, সমস্যা মাথানত করুক। শুভকামনা রইলো। :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

প্রার্থনার জন্য ধন্যবাদ!



বিপদে মোরে রক্ষা করো
এ নহে মোর..........
বিপদে যেন না পাই নাকো ভয়

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রশ্ন জাগে মনে হাজার টা কিন্তু যখন ১ থেকে শুরু করি, ৯৯৯ তে গিয়ে তখন, সকল প্রশ্নই ভুলে গিয়ে মরি......... B:-/
সেই পুরাতন কথা আবার নতুন করে বলি, আমার মধ্যে কবি হওয়ার কোন যোগ্যতাই নাই, দয়া করে আর লজ্জা দিবেন না । =p~
যা লিখি তা হল বাংলা শেখার জন্য লেখা..........
যা লিখি তা যে পড়েন তাতেই আমি ধন্য ।

B:-) ধন্যবাদ ডানা ভাই !! =p~
(আপনার অরজিনাল নামটা জানা থাকলে আরো ভালো লাগতো.... বলতে না চাইলে কোন জোর,জবর দস্তি নাই)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

ভ্রমরের ডানা বলেছেন:


আদিখ্যেতা রাখেন! কবিতা লেখেন। আর নাম দিয়া কামকি কন!


যে দিন কাল আইছে তাতে ব্লগার নাম শুনলেই দুনিয়া আন্ধার হয়ে যায়! তাই থাক ভাই। তবে আপনি একটা বাদে ৯৯৯ টা নাম ধরে নিতে পারেন। কিভাবে.......


ধরেন-
হা- হালিম, হাসু, হাকিম, হাফিজ, হাসান, হাসিবুল, হাবিব, হাজিমিয়া সহ আরো কত কি! গুনা শুরু করে দেন!

:P :P

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক আছে, ঠিক আছে একটাই থাক । বেশি বেশি করে লেখেন আপনার জল ও সুমদ্রের প্রেম কাহিনী। আমি পাঠক হিসাবে পড়তে থাকি আর দেখতে থাকি, কবিতা যেন বৃদ্ধাশ্রমে চলে না যায়,সাবধান । =p~

ধন্যবাদ ডানা ভাই ।
ভালো থাকুন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা লেখি মনের আনন্দে আর তা চলবে। আপনাদের অনুপ্রেরণায় লেখছি, পড়ছি। এটা কম কিসে। তবে সবসময় হয়ত যা লেখি তার কিছু কিছু একটু বেশিই দুর্বোধ্য আর রূপকের মাঝে হারিয়ে যায়। না বুঝলে হতাশ হবেন না। আমি ভেংগে দেব!

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনার বেশীর ভাগ কবিতা পড়ার সময় একটা প্রাকৃতিক আবেশ অনুভব করা যায়, পড়ার শেষে কিছুই নেই; মনে হয়, কোন কাহিনী নেই; এটা কি আমার বেলায় ঘটছে, নাকি অন্য কেহও এই অবস্হার মাঝে আছে, কে জানে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:

ভাল বলেছেন। আপনার থেকে কবিতার সংজ্ঞাটা জানতে পারলে খুব ভাল লাগত!

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:


কবিতার সংজ্ঞা আমি হয়তো বলতে পারবো, সেই সংজ্ঞার সাথে মিল রেখে আমি কিছু লিখতে পারবো না; আপনার কবিতায় আমি অনেক পাতা, অনেক ডাল দেখি, ডালে ডালে পাখী দেখি; কিন্ত গাছ দেখি না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৬

ভ্রমরের ডানা বলেছেন:

আচ্ছা। ধন্যবাদ, বুঝেছি গাজী ভাই। কবিতা একেক জনের নিকট এক একরুপে ধরা দেয়। বিশেষ করে রুপক কবিতা। এগুলোর ডালপালা পাবেন কিন্তু গাছ খুঁজে ঊঠা লাগে।

যেমন ঠাই নাই ঠাই নাই
ছোট সে তরী
আমার সোনার ধানে গিয়াছে ভরি!

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো এবারও।



হিসাব নিকাশ করেই চলতে হয় জানি
অজানা কোনো সন্ধানিত ক্রীতদাস আমি।
মন দিগন্তে তোমার জেগে উঠুক তেজীয়ান শশী,
চির আলোকিত হয়ে থাকুক হৃদয়ের নীলাদ্রী।।

শুভকামনা রইল সবসময়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৪

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার কবিতাটি ভাল লাগল। সময় করে আমার কবিতাটি পাঠে আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভকামনা জানাই! ভাল থাকুন নিরন্তর!

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৫

পলাশমিঞা বলেছেন: চাঁদগাজী @ বন্ধু অবশ্য ঠিক বলেছেন "পড়ার শেষে কিছুই নেই; মনে হয়, কোন কাহিনী নেই" এমন মনে হয় যেন সব বাতাসে মিশে গেছে।

'আর আমি হিসেবি মানুষ, কত হিসেব নিকেশে
হয়ে রই তার বোকাটে ক্রীতদাস। "

এটাই হলো কবিতার আসল দক্ষতা। কবির মনের কথা পড়ার মন বিমনা হয়ে বাতাসে উড়াল দেয়।
রাত শেষে আরেকটা দিনের শুরু, আবার রাত।
ঠিক তেমন একটা কবিতা পর আরেকটা কবিতা।

বন্ধু, আমি সত্যি আপনাকে সম্মান করি। যা অন্যরা বলতে পারে না তা আপনি সহজে বলেন।

কবিকে অনেক অনেক ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

পলাশ ভাই আমার মনের কথা বলেছেন। এই জন্য আমি অনুভব কথাটা বেশি ব্যবহার করি। প্রতিটি কবির প্রতিটি কবিতার সিঁড়ি থাকে। কোনটা খুব সহজেই পাওয়া যায় কোনটা পেতে একটু অনুভব একটু সময় লাগে। আশা করি চাঁদগাজী ভাই সে অনুভব কবিতায় পাবেন। তবে ভিন্নমত আমি সবসময় পছন্দ করি! উনি সহজেই অনেকে যা বলতে পারে না তা বলেন। অনেক সময় একটু গরম আবার অনেক সময় কাদামাটির মত নরম। মানুষের মন বড়ই বিচিত্র!


মনে আছে যে কবিতা আমি লেখার পড়ে কেঁদে ছিলাম, সে কবিতা কোনসময় আমি ছিঁড়েছি সবার আগে। ভাল লাগেনি। এটাই বৈপরীত্য ও বিচিত্রতা!



কবিতাটি পাঠে ও অনুভবে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার!

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৪

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম,
কবিতায় কথা কম তবে ভাব অনেক
যা প্রকাশের জন্য সময় প্রয়োজন ।
তা্ই পরে আসব আবার ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:


জী ঠিক আছে সুপ্রিয় লেখক! আপনি সময় করে আবার আসতে পারেন। আপনার বিশ্লেষণ পেতে বেশ ভাল লাগে!


কবিতার অনুভবে আপনাকে জানাই অশেষ শুভেচ্ছা ও শুভকামনা! ভাল থাকুন সবসময়!

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০৭

অতঃপর হৃদয় বলেছেন: বাহ! চমৎকার। হৃদয় ছুঁয়ে গেল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ ভাই! শুভেচ্ছা সবসময়!

২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে ধন্যবাদ প্রামানিক ভাই! শুভেচ্ছা অনন্তর!

২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮

নীলপরি বলেছেন: নিয়তি জানে কোথায় জলের দাবিতে
গড়ে উঠবে সমুদ্র গতিপথ আর কোথায়
থেমে যাবে তার মোহনার শ্বাস!
আর আমি হিসেবি মানুষ, কত হিসেব নিকেশে
হয়ে রই তার বোকাটে ক্রীতদাস।


অসাধারণ কাব্যিক ব্যঞ্জণা । দারুণ লাগলো । +++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে অনেক অনেক ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর!

২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

মোস্তফা সোহেল বলেছেন: কয়েকদিন ব্লগে ছিলাম না আপনার কবিতা মিস করেছি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

এই তো এলেন! কবিতা আছে ব্লগে! পড়ে নিন যত খুশি! নো প্রবলেম!

ভাল থাকুন! সবসময়!

২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭

সাহসী সন্তান বলেছেন: আহা হা, কতদিন পর এমন সুন্দর একটা কবিতা পড়লাম! কবিতাটা নিয়ে আমি বাস্তব এবং অবাস্তব দুইভাবে ভাববার চেষ্টা করছি! মানে নিজেকে কবির জায়গায় দাঁড় কইরা আর্কি! তবে যা পাইতেছি উহা অপ্রকাশ্য! ;)

কবিতায় একটা টাইপো আছে! যতদূর জানি শুধু শরৎ লিখতে গেলে 'শর' এর পরে 'ত' না হয়ে "ৎ" হয়!

এনি ওয়ে, ডানা ভাই ব্যবচ্ছেদের কিন্তু অনেক গুলো অর্থ হয়! আমি "খোলা-মেলা" ব্যাপারটা আর কইলাম না..... :P

কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:
প্রথম অনুভূতিটির জন্য কৃতজ্ঞতা! নিজেকে দাড়করিয়ে কিছু পেয়েছেন কি? অনেক কিছুই জানতে ইচ্ছে করে! অপ্রকাশ্য কিছু আরকি! :P হা হা হা! টাইপো ঠিক কারেংগা! ব্যাবচ্ছেদ হাজার করেন আপনার সাথে আমার মিলবে না। রুপক কবিতার এমন বহুরূপী রুপ, চাঁদগাজী ভাই দেখেন গাছ খুঁজে পায়নি ডাল পাতা আর পাখি পাইছে। আপনি যে কি পান সেই চিন্তা করছি!


অ্যানি ওয়ে কবিতার অনুভবে অনেক অনেক ভাল লাগা ও কৃতজ্ঞতা!

২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

শরতের ছবি বলেছেন:


''কিছু শব্দমালা যা থেকে যায় অচ্ছুৎ
মনস্রোতের নিভৃত বালুচর হয়ে,
তাতে জন্মায় কত কাশফুল নিয়ম করে-
এক শরৎ নীলের নীচে আরেক শরৎ ।'' ------

সত্যি তাই । বেশ হয়েছে । বিশেষ করে এই লাইন ক'টা তে আমিও আছি শরৎ হয়ে । থাকলাম আপনার কবিতা হয়ে । ধন্যবাদ ভ্রমর ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

হ্যা আপনিও আছেন। শরৎ ছাড়া নীল আর ছবি হয় না।


কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ ও শুভকামনা!

২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ক্যামন আছেন?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

সেকি মশাই, কতদিন পর কই ছিলেন গো? আমি খুউব চিপাচিপি অবস্থায় আছি। আপনি ভাল তো? কত দিন পর এলেন! সব ঠিক আছে তো?

২৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যাক ব্যঞ্চার লাইক ;)

ভাললাগা বরাবরের মতোই :)

++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:

কিছু মিচিলের স্লোগান দিতে মঞ্চায়!



ভিগু ভাই যেইহ্যান থেইক্কা
বেঞ্চ শুরু হয় সেই হান থেইক্কা!!

প্লাস প্লাস প্লাস চাই
পেলাস ছাড়া গতি নাই!

বরাবরের ভাল লাগায়,
ধন্যবাদ ধন্যবাদ!

৩০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৮

বিলিয়ার রহমান বলেছেন: আমার লেখাগুলো চুরি হয়ে যাচ্ছে!! উপদেশ পরামর্শ থেকে থাকলে সাহায্য করুন
বিস্তারিত দেখুন

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩২

ভ্রমরের ডানা বলেছেন: লেখা দেখেছি। সমাধান ব্লগ দিক। লেখা চুরি রোধে লেখা ইমেজিং স্টাইলে প্রকাশিত হলে সেটা চুরি করা কষ্টকর হবে।

৩১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১০

অরুনি মায়া অনু বলেছেন: শব্দরা কবিকে ভাবিয়ে দিল নতুন ভাবনায়। সুন্দর কবিতা।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: ভাবনাই খোরাক!

৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: নিয়তি জানে কোথায় জলের দাবিতে
গড়ে উঠবে সমুদ্র গতিপথ আর কোথায়
থেমে যাবে তার মোহনার শ্বাস!
আর আমি হিসেবি মানুষ, কত হিসেব নিকেশে
হয়ে রই তার বোকাটে ক্রীতদাস।
এই লাইন গুল‌ো বেশ‌ি সুন্দর ।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ

৩৩| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৩

রাশিদা রাজাপুর বলেছেন: খুব সুন্দর কবিতা ।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: কবিতার অনুভবে ধন্যবাদ

৩৪| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
মাঝে মাঝে কই হারিয়ে যান ? X((

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:

সে আরেক রহস্য! আমি নিজেও জানি না!

৩৫| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩১

ভ্রমরের ডানা বলেছেন: কিছু সময় নিজেকে দিতে এই বসুধা বঞ্চিত করেছে। সে দোষ আমার কেন ভাই?

৩৬| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার লেখা ভীষণ মিস করি এবং আপনি আমাদের জন্য, পৃথিবী কি দিল ,না দিল সে প্রশ্ন পরে ..... নিজের জন্য নিজে কেউ না।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:
এই ভালবাসার জন্য আপনাকে ধন্যবাদ ! আপনার অনুভব শক্ত!

৩৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
এভাবে চলতে পারেনা ! সময় রের করুন এবং ব্লগ লিখুন ! নিজেকে নিজের মধ্যেে এভাবে কতক্ষণ লুকিয়ে রাখতে পারবেন ? মানুষ দারিদ্রতার ও তার ভাগ্যর কাাছে বড় অসহায় ! মানুষ চাইলে অনেক কিছু সম্ভব ; বিশেষ কিন্তুর কারণে আবার মানুষ অনেক কিছু করতে পারেনা,,, জীবনে ব্যস্তাতা থাকবে........ আসুন লিখুন ; আপনার কবিতার রহস্য এ ভাবেই লিখুন, অনেক আগেই খানিক গবেষণা করে টের পেয়েছি । আপনার কল্পনা শক্তির জবাব নেই । এখানে-ওখানে আপনার কবিতার স্বাদ খুঁজে বেড়াই ................;

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:

সামনেইই আসছি লেখা নিয়ে। তবে আমি তেমন কিছু নই!

৩৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



অনেকদিন ব্লগে নেই?

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪১

ভ্রমরের ডানা বলেছেন: এখন নিয়মিত আসব! ধন্যবাদ!

৩৯| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাবছিলাম ব্লগিং ছেড়ে দিব ....... কিন্তু আপনাকে পেয়ে, তা আর হল না ।

আমিও যা পাড়ি লিখবো এবং তার চেয়ে আপনাদের কাছ থেকে বেশি শিখবো ।

অনেক অনেক ধন্যবাদ ।

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন: ব্লগ ছাড়বেন কেন ভাই! আমি তো আপনার টানে ফিরে এলাম। আপনার নির্বাসিত কবিতা পড়ে। আমিও শিখতে চাই।

৪০| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ডানা ভাই,
আপনার কবিতা ভীষণ মিস করি ।

ভালো আছেন নিশ্চয় । B-)

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: সৌভাগ্য বটে! কিছু দিন সময় দিন। লেখা শুরু করব!

৪১| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
সামু ব্লগের প্রাণ ডানা ভাই B- ) আপনার কাছ থেকেও দু একখানা কবিতা লেখা শিখতে চাই ।


আর কথা বাড়িয়ে লাভ লিখতে থাকুন । প্রিয় ভাই ব্রদার যেখানে নেই সেখানে থেকে আর কি লাভ হবে, একারণে । B-)

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০১

ভ্রমরের ডানা বলেছেন:


আপ্লুত হলাম। কিন্তু আমার কাছে কি শিখবেন ভাই আমি তো নিজেই নবিশ!

৪২| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৫

সুমন কর বলেছেন: কেমন আছেন? ব্যস্ত বুঝি !!

১৩ ই মে, ২০১৭ রাত ১২:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: জ্বী ভাল আছি সুমন ভাই! আপনি ভাল আছেন নিশ্চয়! ব্যস্ত নই! কবিতা মনে মনে কিছু গেয়ে নিলাম এই কদিন!

৪৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৩ ই মে, ২০১৭ রাত ১২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই! শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.