নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

সেতুবন্ধ হাসি

২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:১৯



কতটা পথ পাড়ি দিলে এই জল হবে পথ?
কতটুকু সাঁতারে ভেসে হবে এর শেষ?
কতবার নাও বেয়ে মাঝিমাল্লার পাবে
একরত্তি জল?

কত আয়োজন চললে
নদী খুঁজে পাবে আরো কিছু জল,
হাল খুঁজে পাবে আরো গভীর নদী,
তীর খুঁজে পাবে আরো কিছু ঢেউ?

কতটুকু আয়োজন চললে বেহাল পানিপথে
ভাঙা সেতুদেশের আর্তি
অবসানে ফিরে আসবে হাতুড়ি শাবল হাতে
কৃষক মজুরের মেহনতি প্রেম গাঁথুনি?

আর কত সেতুবন্ধন হলে আমি ফিরে পাব
আমার হারানো স্বপ্নিল সেই বাংলারপাখি,
দিগন্ত প্রসারিত গাঙচিল ডানায় মানুষের হাসি?


সর্বস্বত্ব সংরক্ষিত


মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৩৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: Khuv vhalo laglo.... amader-o sei ek-i prosno.

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:

প্রশ্ন হাজারো ভাসে মনের কোনে! শুভকামনা!

২| ২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৪৩

গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার কবিতা। অনেক প্রশ্ন , অনেক জিজ্ঞাসা কবির মনে ।

অনেক ভালো থাকবেন ।

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:
ঠিক ধরেছেন। অজস্র প্রশ্ন! আপনার প্রতি শুভকামনা ও শুভেচ্ছা রইল!

৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৫

ডঃ এম এ আলী বলেছেন:


কবিতা অপুর্ব হয়েছে পাঠে মুগ্ধ

কতটুকু আয়োজন চললে বেহাল পানিপথে
ভাঙা সেতুদেশের আর্তি
অবসানে ফিরে আসবে হাতুড়ি শাবল হাতে
কৃষক মজুরের মেহনতি প্রেম গাঁথুনি?

কত সেতুবন্ধন হলে আমি ফিরে পাব
আমার হারানো স্বপ্নিল সেই বাংলারপাখি,
দিগন্ত প্রসারিত গাঙচিল ডানায় মানুষের হাসি!

ষোড়শ শতাব্দীতে যে কোহিনূর মালওয়ার রাজাদের অধিকারে ছিল পরবর্তীকালে তা বেহাল পানিপথের কারণে মোগল সম্রাটদের হাতে এসে সম্রাট শাহজাহান নির্মিত ময়ূর সিংহাসনের শোভা বর্ধন করে। তার পর মোঘলদের অবস্থা বেহাল হলে তা নাদির শাহ ও তার পরে রনজিত সিং , তার পুত্র দিলিপ সিং , সবশেষ ঈস্ট ইন্ডিয়ার হাত ঘুরে শুভা পায় রানী ভিক্টোরিয়ার শিরে । তার পর কোহিনূরের মালিকানা ফিরে পাওয়া নিয়ে আশির দশকে বিতর্কের সৃষ্টি করে । ইরান, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এমনকি বাংলাদেশ পর্যন্ত এর সত্ত্ব দাবি করে । বেহাল পানিপথের হাত ধরে কোহিনুরের মত লুটে নেয়া আমাদের কৃষক মজুর আর মেহনতি মানুষের প্রেম গাঁথুনি দিয়ে গড়া হারানো সম্পদ কবে পাব ফিরে!!! কবে পাব ফিরে দিগন্ত প্রসারিত গাঙচিল ডানায় মানুষের হাসি!!!
অসাধারণ সকল অনুভুতির অভিব্যাপ্তি ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।


২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪১

ভ্রমরের ডানা বলেছেন:

কিভাবে যে বলি, সত্যি দারুণ ব্যাখা দিয়েছেন। আপনার মুল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা!

৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:২৩

শোরিফ বলেছেন: চমৎকার কবিতা।

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪২

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ জানবেন। ব্লগে স্বাগতম!

৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে । ফিরে পাওয়ার একটা সুন্দর আকুতি রয়েছে কবিতায় ।

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় আপনার সুন্দর অনুভূতি পেয়ে ধন্য! আসলে অনেক কিছুই তো হারিয়েছি, তাই এ ফিরে চাওয়া!

৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৮

জুন বলেছেন: দিগন্ত প্রসারিত গাঙচিল ডানায় মানুষের হাসি! আজ বিস্মৃতির অতলান্তে । তাকে খুজে পাওয়া কঠিন ভ্রমরের ডানা ,
বহুদিন পর আমাদের মত পাঠকদের সাথে আপনার অসাধারন কবিতার সেতু বন্ধনের জন্য ধন্যবাদ :)
+

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪২

ভ্রমরের ডানা বলেছেন:
জুন আপু, লজ্জা দেবেন না। কবিতাটুকু আপনার ভাল লেগেছে জেনে ধন্য হয়েছি। অশেষ শুভকামনা!

৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: আর কত সেতুবন্ধন হলে আমি ফিরে পাব
আমার হারানো স্বপ্নিল সেই বাংলারপাখি,
দিগন্ত প্রসারিত গাঙচিল ডানায় মানুষের হাসি?

কবিতা ভাল লেগেছে ।

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:

ভালবাসাটুকুর জন্য ধন্যবাদ শাহরিয়ার কবির!

৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: হাওড়ের মানুষ হাসে কি না জানি না। এটটুকু জানি ওরা কেবল বেচে থাকে। গুটিকয়েক হয়তো হাসে।

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কথা সত্য! তবে আশা নিয়েই এই পথচলা!


অশেষ ধন্যবাদ কবিবর!

৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৩

ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ কবিতা ++




অনেকদিন পর, কেমন আছেন?!

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:

জ্বী ভাল আছি! অধমকে মনে রাখার জন্য ধন্যবাদ! আপনি ভাল আছেন নিশ্চয়! অশেষ শুভকামনা!

১০| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৭

অতঃপর হৃদয় বলেছেন: অনেক ভালো লাগলো। ++

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবের জন্য ধন্যবাদ! শুভকামনা রইল!

১১| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা। বাংলার নদীপ্রেমী হৃদয়ের প্রকাশ। ভালো লাগলো।

প্রতীক্ষিত সময়ের অবসান কামনায়।

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


প্রতীক্ষিত সময়ের অবসান কামনায় চেয়ে আছি আশা বুকে! কবিতার অনুভবে ধন্য হলাম!

১২| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৯

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে আবার এলেন তাহলে!
কবিতা তো বরাবরই ভাল লেখেন ।
ভাল ছিলেন তো?

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫২

ভ্রমরের ডানা বলেছেন:
এই এক টুকরো ব্যস্ততা আরকি! ভালই আছি! এই বেশ আছি! আপনি ভাল আছেন নিশ্চয়! শুভকামনা নিরন্তর!

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক দিন পর প্রিয় কবির কবিতা পেলাম।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় আপনাকে পেয়ে খুব ভাল লেগেছে!

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯

সাহসী সন্তান বলেছেন: প্রথম লাইনটা বাদে আর বাকি লাইন গুলা বেশ ভাল্লাগছে! তবে ঐ লাইনটা ভাল না লাগার কারণ হইলো, আমার কেন জানি মনে হইতাছে ঐ লাইনটা আরো বেশি ভাল হইতে পারতো, কিংবা হওয়ার কথা ছিল?

কতটা পথ পাড়ি দিলে.... এপর্যন্ত ঠিক আছে। বাকিটা ঐটুকুর সাথে ঠিক-ঠাক মত যায় নাই! উল্টাইয়া পাল্টাইয়া ভাইবা দেইখেন তো নতুন কিছু করা যায় নাকি? ;)

কবিতায় ভাল লাগা! শুভ কামনা ডানা ভাই!

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:

অনেক ধন্যবাদ সাস ভাই! আপনার জন্য শুভকামনা!

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৯

সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন। +।

এতো দিন কোথায় ছিলেন? রাগ নাকি ব্যস্ত !!

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ! একটু ব্যস্তই ছিলাম বটে!

১৬| ০১ লা মে, ২০১৭ রাত ৯:৫৮

হাসান মাহবুব বলেছেন: Blowin’ In The Wind দ্বারা অনুপ্রানিত?

০৩ রা মে, ২০১৭ রাত ২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:
অদ্ভুত মিল খুঁজে পেলাম। এটা কিন্তু আমি আগে পড়িনি! উনি দারুণ লেখেছেন!

ধন্যবাদ হামা ভাই! শুভকামনা!

১৭| ০১ লা মে, ২০১৭ রাত ১০:১৮

নিশাত১২৩ বলেছেন: খুব ভালোলেগেছে কবিতাটি। +++++

০৩ রা মে, ২০১৭ রাত ২:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও মন্তব্যে আপনাকে ধন্যবাদ! অনুপ্রাণিত হলাম!

১৮| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৬

জাহিদ অনিক বলেছেন: অনেকগুলো " কত " সূচক প্রশ্ন করেছেন । উত্তর পেয়েছেন ?

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

ভ্রমরের ডানা বলেছেন:
সেটা খুঁজে পেতেই কত তপস্যা, কত উদ্ভট পরিসংখ্যানের দালান!

এসব ডিঙিয়েই কিছু মুখের হাসি! পথ বেশিদূর নয় জাহিদ ভাই!


শুভকামনা!

১৯| ২৯ শে মে, ২০১৭ সকাল ৮:৩০

আরাফআহনাফ বলেছেন: রাজনীতি, রাজনীতি আর রাজনীতি - কাল বাস্পে ভেসে গেছে " দিগন্ত প্রসারিত গাঙচিল ডানায় মানুষের হাসি?"
ফিরিয়ে দাও আমার জল, আমার ঢেউ।

৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:২১

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও অনুভবে ভালবাসা রইল আহ্নাফ ভাই! জল মুক্তি পাক!

২০| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪২

শাহজালাল হাওলাদার বলেছেন: কতবার নাও বেয়ে মাঝিমাল্লার পাবে
একরত্তি জল?
অবাক হতে হয় সত্যি
নাও বেয়ে ক্লান্ত হয়
তবু জল না পায় এক রত্তি।

০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ! শুভেচ্ছা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.