নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ - ৮ - এই এলোমেলো রাতের মতই

০৩ রা মে, ২০১৭ রাত ২:৩২





এই এলোমেলো রাতের মতই
আমার কবিতাগুলো বড্ড এলোমেলো;
যেন কালবৈশাখীর ফনায় নেচে নেচে ওঠে;
বাধা মানে না; খেমটা ঘুর্নির পাকে
চক্র; কি চক্র!
অন্ধকার, কি অন্ধকার!


বিশ্বাস করো এলিটা, আমি এলোমেলো হতে চাইনি,
তোমার বিশ্বস্ত সূর্যের মত
আমি আরো পুবে যেতে পারতাম আরো পুবে;
দিগন্তরেখা পেরিয়ে; সকল মধুসুখ ডিঙিয়ে;
আলেয়া নয় আরো কাছাকাছি আলোর;
আরো কাছাকাছি তোমার সোনারঙা জলের!

বিশ্বাস করো, এই মেঘের পশ্চিমাংশের
হেলে পড়া সূর্যের মত
আমি ডুবে যেতে চাইনি,
আমি চেয়েছিলাম তোমার ছয়টির ঋতুর সোহাগে
ভেসে চলা একটুকরো মেঘ হতে!

কি করে এমন হলো;
দেখো; কেমন প্রকৃতির ডাকে ঝরে যাই
আমি আজ টুপটাপ জল হয়ে।
দেখো; কেমন নিথর প্রাণের মত
ফোটা ফোটা কিছু জলকনা দল,
জানালার বুকে এলোমেলো বৈশাখের একাকিত্ব পবনবেগ-
অনাহুত ঝাপ্টায় ডানাভাঙা ঘন মেঘ,
অন্ধকার; কি অন্ধকার!
চক্র; কি চক্র!
আর্তনাদ, কি প্রবল আর্তনাদ!
বিজলির চমকে চকিত চাতক!
আর হাহাকার; কি হাহাকার!
সব ঝরে যায়,
এলোমেলো এই রাতের মতই!

সংরক্ষিত

মন্তব্য ৫৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৭ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:

ভাবছিলাম, ভ্রমরের ডানা ভেংগে গেছে!

০৩ রা মে, ২০১৭ রাত ৩:০৪

ভ্রমরের ডানা বলেছেন:
ডানাকাটা পরী,ম্যাজিক মমানি, হাম্বা মাম্বা, জান উ বেবি, সোনা ময়না পাখি, কালা চাসমা, পানিসাপানিসা....... নিনি ধা পা মাগা রে রে সাসা,

তু চিজ বাড়ি হে মস্ত মস্ত দেখুন। ভ্রমরের কবিতা আপনার জন্য নয়। রিডার ডিস্ক্রিপশন!

২| ০৩ রা মে, ২০১৭ রাত ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আমি চেয়েছিলাম তোমার ছয়টির ঋতুর সোহাগে
ভেসে চলা একটুকরো মেঘ হতে ! সুন্দর

০৩ রা মে, ২০১৭ রাত ৩:০৫

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই! অনেক অনেক শুভকামনা!

৩| ০৩ রা মে, ২০১৭ রাত ৩:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
অন্ধকার; কি অন্ধকার!
চক্র; কি চক্র!
কি প্রবল আর্তনাদ!
বিজলির চমকে চকিত চাতক!
আর হাহাকার; কি হাহাকার!


প্রতিনিয়ত কষ্টের গাছের গোড়ায় জল ঢেলে চলেছি, এখন শুধু চারিদিকে অন্ধকার আর অন্ধকার !! আমার মত আপনার কবিতারও দশা হয়ে এমন, পরলোক গমন !! যেমন, কেউ পরলোক গমন করলে আর কথা বলেনা.......
সে যাইহোক ,
খুব সুন্দর লিখেছেন ++++
কবিতা মানে কল্পনা, এখন আসি বাস্তবে,
আপনি কেমন আছেন ডানা ভাই !!
অনেক দিন পরে আপনার কবিতা পড়ে ভালো লাগলো,
ধন্যবাদ, ভালো থাকুন।

০৩ রা মে, ২০১৭ রাত ৩:১৭

ভ্রমরের ডানা বলেছেন: জ্বী, আমি ভাল আছি। আপনি ভাল আছেন নিশ্চয়! কবিতা হল ভাবের প্রকাশ। বিভিন্ন রঙ, বিভিন্ন মেঘের মত। আজকের কবিতাটি বৃষ্টির মতন ঝরে গেছে। এটাই বৈচিত্র্য! ছাইপাঁশও হতে পারে কারো কারো কাছে! কি এসে যায় তাতে!


ধন্যবাদ! কবিতা ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল! আপনার জন্য শুভকামনা নিরন্তর!

৪| ০৩ রা মে, ২০১৭ রাত ৩:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আছি !!!!!
মাঝে, মাঝে কই যে হারিয়ে যান ...... এখন থেকে ব্যস্ততা যাই থাক না কেন । আশা করি,আর হারিয়ে যাবেন না।

০৩ রা মে, ২০১৭ রাত ৩:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:
শাহরিয়ার ভাই, কত জনই তো লেখছে তবুও এর মাঝে আপনি একজন আমাকে মনে রেখেছেন! ধন্যবাদ যথেষ্ট নয় এই ভালবাসার! ব্লগে নিয়মিত হতে পারব কিনা জানি না তবে কবিতা নিয়মিত থাকবে!


অন্তত একজন আপনার জন্যই লেখব! আপনার লেখাগুলো ভাল লাগছে! এভাবেই লেখুন আরো!

৫| ০৩ রা মে, ২০১৭ রাত ৩:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পুবে পড়ে মন হলো

পূবালি বাতাসে মন ভেসে যায় পূবে,
পূরবী তুমি কেন কুমিরের চোখে জল হলে?
তোমাকে স্পর্শ করতে চাইলেও পারি না, ভয় হয়,
কুমির আমাকে খেয়ে ফেলবে, ভয় হয় খালি ভয় হয়।

আপনি খুব সুন্দর কবিতা লেখেনে। পাকাপোক্ত ভাব প্রকাশ।

০৩ রা মে, ২০১৭ রাত ৩:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় আপনার অনুভবটুকু এই ক্ষুদে লেখকের জন্য অঢেল অনুপ্রেরনার উৎস! আপনার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা!

৬| ০৩ রা মে, ২০১৭ রাত ৩:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে অকৃতজ্ঞ, :(

আপনাকে ধন্যবাদ বলিনি, আমি যে চার লাইন লিখেছি তা আপনার সুবাধে। দয়া করে ধন্যবাদ গ্রহণ করবেন।

আপনাদের সাথে সময় কাটিয়ে আমি অনেক দূর এসেছি।

আপনার সফলতা কামনা করি।

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:
আবারো অনুপ্রাণিত হলাম! আপনার প্রতি রইল শুভকামনা অশেষ!

৭| ০৩ রা মে, ২০১৭ ভোর ৪:১১

নাগরিক কবি বলেছেন: সুন্দর হয়েছে অনেকখানি। :)

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:

প্রীতি ও ধন্যবাদ জানবেন! শুভকামনা!

৮| ০৩ রা মে, ২০১৭ সকাল ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি আরো পুবে যেতে পারতাম আরো পুবে;
দিগন্তরেখা পেরিয়ে; সকল মধুসুখ ডিঙিয়ে;
আলেয়া নয় আরো কাছাকাছি আলোর;
আরো কাছাকাছি তোমার সোনারঙা জলের!

ছুঁয়ে গেল স্বপ্নীল আশাগুলো....


+++++++++

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা! প্লাসে অনুপ্রাণিত হয়েছি!

৯| ০৩ রা মে, ২০১৭ সকাল ৯:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা। +++

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা! মন্তব্যে উৎসাহিত হয়েছি!

১০| ০৩ রা মে, ২০১৭ সকাল ১১:২৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++

অন্ধকার; কি অন্ধকার!
চক্র; কি চক্র!
আর্তনাদ, কি প্রবল আর্তনাদ!

অসাধারণ

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
ধ্রুবক ভাই, আপনার মন্তব্যে অনুপ্রানিত হয়েছি! শুভকামনা জানবেন!

১১| ০৩ রা মে, ২০১৭ সকাল ১১:৩৬

শরতের ছবি বলেছেন: আমার ভ্রমর কোথায় গেল !

এমন কবিতা কার না ভাল লাগে । এভাবে হারিয়ে গেলে হবে নাকি ?
নিয়মিত হন । আপনাকে খুব মিস করি ।

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৪২

ভ্রমরের ডানা বলেছেন:

আপনাকে মিস করেছি ভীষণ! তাই তো ফিরে ফিরে আসা! চক্র, কি চক্র! :D



আপনার ভালবাসায় ধন্য হলাম। ভালবাসা জানবেন!

১২| ০৩ রা মে, ২০১৭ দুপুর ২:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতা খানি পাঠে মুগ্ধ হয়ে গেলাম। পূলকীত মনে শুভেচ্ছা জানাতে কৃপণতা করা যাবে না। অনেক অনেক শুভেচ্ছা হে কবি।

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

এখনো কবি হতে পারিনি ভাই। আপনার অনুভবে শক্তি পেলাম! অশেষ ধন্যবাদ! ভাল থাকুন!

১৩| ০৩ রা মে, ২০১৭ দুপুর ২:৫০

সুমন কর বলেছেন: নিয়মিত হচ্ছেন দেখে, খুব ভালো লাগল। ব্যবচ্ছেদ ভালোই করেছেন। .............হাহাহাহা
+।

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:

ভাল লাগে আপনাদের সকল লেখা, এই মিথস্ক্রিয়া, তাই ফিরে ফিরে আসা! ব্যবচ্ছেদের অনুভবে কৃতজ্ঞতা! সাথে থাকার জন্য ধন্যবাদ যথেষ্ট নয় সুমন ভাই! ভালবাসা রইল!

১৪| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগলো কবিতা।

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: অনুভবে ধন্যবাদ!

১৫| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুধু ভালো নয়, আমার কাছে অসাধারণ ভালো লাগছে। পড়তে পড়তে আমি যেন কল্পনায় ভাসলাম। কখনো দীর্ঘশ্বাস কখনো জিজ্ঞাসা, কি করে বোঝাবো কতটুকু মুগ্ধতা, কবিতার এই ওঠা নামার ঢেউয়ে ....

শুভকামনা সবসময় প্রিয় কবি'র জন্য

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে অনুপ্রেরণা! ভাল থাকুন নিরন্তর! কবিতার ব্যবচ্ছেদে আপনার ভালবাসায় মোহিত হলাম, ধন্য হলাম!

১৬| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:৩০

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




নষ্ট মেঘের মতো আকাঙ্খা, ছয় ঋতুর শরীর ছুঁয়ে জল হয়ে ঝরে পড়ার ! পূব নাকি পশ্চিমে ঢলে পড়ার দ্বিধা দন্ধে সোনারঙা জলেরা এলোমেলো রাতের মতোই যেন আর্তনাদ করে গেছে ।

খুব সুন্দর একটা কবিতা ।

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

এমন সুন্দর মন্তব্য যেন অনেক বড় পাওয়া! বৈশাখীর ঘটায় অনেক ভেসেছি আমি নষ্ট ঘন মেঘ। তাই তো আর্তনাদ ঝরে পড়ার!


অনুভবের উচ্চারণে খুঁজে পেলাম হৃদয়ের শীতলতা! শুভকামনা সুপ্রিয় কবি! শুভকামনা!

১৭| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:



ভ্রমরের গুন গুন মুগ্ধ ধ্বনি শুনে
এসেছি পদ্ম পদ্যে জুড়াতে অন্তর
বিফলে যায়নি ভ্রমন
ফিরছি প্রশান্ত আত্মায়।

০৩ রা মে, ২০১৭ রাত ১০:০২

ভ্রমরের ডানা বলেছেন:

প্রশান্ত আত্নার ভালবাসায় মুগ্ধতা! অনুপ্রেরণার বাণী হয়ে রইল এই মন্তব্যটি!


অশেষ ভালবাসা জানবেন সুপ্রিয় সনেট লেখক!

১৮| ০৩ রা মে, ২০১৭ রাত ১০:০৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন কবিতা। হতাশ হওয়ার কিছু নেই। না চাইলেও অনেক কিছু ঘটে যায় আর এর নামই জীবন।

০৩ রা মে, ২০১৭ রাত ১০:০৭

ভ্রমরের ডানা বলেছেন:
এ শুধুই কবিতা! অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে! কালবৈশাখীর ঝড়ে নস্টালজিয়া ভর করতে আরে তবে এ শুধুই অনুভব! হতাশা নয়! জীবন হতাশার নয়, প্রেম হতাশার নয়! প্রেম শুধু অনুপ্রেরণার!


শুভেচ্ছা রইল কবি!

১৯| ০৩ রা মে, ২০১৭ রাত ১০:০৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রতিউত্তর ! জানতে পেরে ভালো লাগলো। কবিদের অনুভব এমনই হয়। ধন্যবাদ।

০৩ রা মে, ২০১৭ রাত ১০:১৬

ভ্রমরের ডানা বলেছেন:
আপনাকে কবিতায় পেয়ে খুব ভাল লাগল! আপনার অনুভূতি অনুপ্রেরণারর! আর এই হতাশা আর অনুভবের বিষয়টা পরিষ্কার করতে একটা কবিতা লেখার অনুভব করছি!


যাকগে, পাঠে ও কমেন্টে আপনাকে অশেষ ধন্যবাদ! শুভকামনা!

২০| ০৩ রা মে, ২০১৭ রাত ১০:২৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুনতো .....! লিখে ফেলুন তাহলে। পড়ার অপেক্ষায় থাকবো। আপনার কবিতা পড়ে আমারও খুব ভালো লেগেছে কবি।

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:
লেখব, একটু জিরিয়ে নেই! আগের মত লেখা আসছে না আর!


কবিতায় ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল! আপনাকে অনেক অনেক ধন্যবাদ!

২১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৫৩

উম্মে সায়মা বলেছেন: অন্ধকার; কি অন্ধকার!
চক্র; কি চক্র!
আর্তনাদ, কি প্রবল আর্তনাদ!
বিজলির চমকে চকিত চাতক!
আর হাহাকার; কি হাহাকার!

কবিতায় মুগ্ধতা ভ্রমরের ডানা ভাই! অনেকদিন পর ব্লগে আপনার কবিতা পেলাম। শুভ কামনা।

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৪৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় আপনাকে পেয়ে খুব ভাল লাগছে! আপনার জন্য শুভকামনা রইল!


ভাল থাকুন নিরন্তর!

২২| ০৫ ই মে, ২০১৭ ভোর ৫:১৮

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর কবিতা



আর্তনাদ, কি প্রবল আর্তনাদ!
বিজলির চমকে চকিত চাতক!
আর হাহাকার; কি হাহাকার!
সব ঝরে যায়,
এলোমেলো এই রাতের মতই!

আসলেই সব ঝরে যায় আমারি মতন
শুভেচ্ছা রইল

০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ স্যার! কবিতার অনুভবে যে মন্তব্য পেলাম তাতে ধন্য হলাম! শুভকামনা!

২৩| ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:১৭

জাহিদ অনিক বলেছেন: হা হা হা হা, আপনার কবিতা পড়ে হাসছি না , কবিতা যথাযথ মান মর্যাদায় ও ভাব গাম্ভীর্যতায় ভাল লেগেছে ।
হাসছিলাম ১ নং চাঁদগাজী ভাইয়ের মন্তব্য পড়ে । উনি এপিক

০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৪১

ভ্রমরের ডানা বলেছেন: উনি খুব সম্ভবত একটা ব্লক আশা করতেই পারেন! যাকগে, কবিতার অনুভবে আপনাকে ধন্যবাদ!

২৪| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৪২

বর্ষন হোমস বলেছেন:
ভাল লেগেছে।

বলছিলাম আপনি যে ব্লগে অনিয়মিত হয়ে পড়লেন!

১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:০৯

ভ্রমরের ডানা বলেছেন:
চক্র, কি চক্র! কবিতা পাঠে ধন্যবাদ বর্ষণ সাহেব। এইতো নিয়মিত হব বলে!

২৫| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:১৫

সানজিদা আয়েশা শিফা বলেছেন: তোমার বিশ্বস্ত সূর্যের মত
আমি আরো পুবে যেতে পারতাম আরো পুবে;

আলেয়া নয় আরো কাছাকাছি আলোর;
আরো কাছাকাছি তোমার সোনারঙা জলের!


আমি চেয়েছিলাম তোমার ছয়টির ঋতুর সোহাগে
ভেসে চলা একটুকরো মেঘ হতে!

কি সুন্দর বৃষ্টি ! ভিজে গেলাম একেবারে :)

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

কি মশাই, ঠাট্টা করছেন নাতো! :-B


হা হা হা! জানি আমি তেমন ভাল লেখতে পারিনি! প্রচেষ্টা থাকবে আরো ভাল করার!

২৬| ২৯ শে মে, ২০১৭ সকাল ৮:২২

আরাফআহনাফ বলেছেন:
"বিশ্বাস করো এলিটা, আমি এলোমেলো হতে চাইনি,
তোমার বিশ্বস্ত সূর্যের মত
আমি আরো পুবে যেতে পারতাম আরো পুবে;
দিগন্তরেখা পেরিয়ে; সকল মধুসুখ ডিঙিয়ে;
আলেয়া নয় আরো কাছাকাছি আলোর;
আরো কাছাকাছি তোমার সোনারঙা জলের!"


আলেয়ারা কখনো আলো হয়ে আসেনা।
আলেয়া আলেয়াই, আলো সবসময় আলো।

সুন্দর কবিতায় +++

৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:২৪

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার চমৎকার মন্তব্যটি সত্য, ধ্রুবসত্য!

২৭| ০১ লা জুন, ২০১৭ রাত ১২:৪৫

শাহারিয়ার ইমন বলেছেন: আর্তনাদ, কি প্রবল আর্তনাদ!
বিজলির চমকে চকিত চাতক!
আর হাহাকার; কি হাহাকার!
সব ঝরে যায়,
এলোমেলো এই রাতের মতই!
:(

০৮ ই জুলাই, ২০১৭ রাত ২:০২

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার অনুভবে ভালবাসা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.