নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য -১৮- জলপরশ

১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৪




যখনি দেখেছি বিশুদ্ধ জলের বুকে
ফিনফিনে বাতাসের প্রেম,
প্রশস্ততা মেপেছি তার চোখের তারায়।
কি অপার্থিব রূপের মোহ,
বয়ে যায়, ঝরে যায়-
মাঠঘাট হয়ে
শুষ্কহৃদয় মরুত,
আজ তৃপ্ত শীতল বারিধারায়।

উদার সে মোলায়েম বুকের প্রান্ত চূড়ায়,
ঘন গহীন মনের মত;
দেখি তার দিকভ্রান্ত মরীচিমায়া; দিকভ্রান্ত মেঘ,
যেন উতপ্ত কংক্রিট জুড়ে
প্রানের হাহাকার ঘুচাতেই
তার হরিৎ পাখালির দোলায় চেপে
শহরের বুকেপিঠে;
মিটিমিটি বাতাসের ডানায় ছড়িয়েছে,
শান্ত প্রশান্ত মায়াবল বেগ!
আহা! মেঘ চুমে মেঘ কাঁদে;
মধুর এ আবেগ!

সংরক্ষিত

মন্তব্য ৪৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৯

নাগরিক কবি বলেছেন: কবিতা পড়তে আমার খুব ভাল লাগে। তারমধ্যে ব্লগে যদি এত সুন্দর কবিতা আসে তাহলেতো আর কথা ই নেই। B-)

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:০৬

ভ্রমরের ডানা বলেছেন: প্রথম কমেন্টে ধন্যবাদ!

২| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৪

ANIKAT KAMAL বলেছেন: বাহ চমৎকার

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:০৬

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ!

৩| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৫

বর্ষন হোমস বলেছেন: মেঘ নিয়ে কবিতাটা।দেশে অসময়ে মেঘ বৃষ্ট হয়ে কৃষকের সব শেষ করে দিসে।

কবিতা দারুণ।

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:০৭

ভ্রমরের ডানা বলেছেন:
অর্থনীতি আর কাব্যরস যথেষ্ট সাংঘর্ষিক!

৪| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
মেষ না চাইতে বৃষ্টি........ ;)

খুব সুন্দর লিখেছেন ++++


কেমন আছেন ?

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:১০

ভ্রমরের ডানা বলেছেন:
হা হা হা! দারুণ বলেছেন। জ্বী ভাল আছি!

কবিতার অনুভবে অশেষ প্রীতি ও শুভেচ্ছা!

৫| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যিই ভাই, মুগ্ধ হয়ে চেয়ে থাকতে মনচায় আমার, যখন ভালোবাসায় দুটিপ্রাণ দোলে, মৃদু প্রেম বাতাসে, আপনার কবিতার প্রথম লাইন দুটির মতো। আমি মুগ্ধ হয়ে ভাবি কত গভীর! কত মধুর তাদের স্পর্শ!!

আপনার কবিতায় মুগ্ধতা রেখে গেলাম ভাই। +++++
শুভকামনা আপনার জন্য

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

ভ্রমরের ডানা বলেছেন:

ভালবাসার গভীরততা এখানেই! আপনার জন্য অশেষ শুভকামনা ও প্রীতি রইল!

৬| ১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

জুন বলেছেন: ৩ নং ভালোলাগা ভ্রমরের ডানা
+

১৩ ই মে, ২০১৭ রাত ৯:০৯

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় আপনার অনুভব পেয়ে ধন্য হয়েছি জুন আপু! শুভেচ্ছা অনন্তর!

৭| ১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

অতৃপ্তনয়ন বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো খুব। +++++

১৩ ই মে, ২০১৭ রাত ৯:১১

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় আপনার মুল্যবান অনুভব পেয়ে খুব খুশি লাগছে! ভাল থাকুন। শুভেচ্ছা!

৮| ১৩ ই মে, ২০১৭ রাত ৮:১২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

১৩ ই মে, ২০১৭ রাত ৯:১১

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সুমন ভাই। অনুপ্রাণিত হলাম! ভাল থাকুন!

৯| ১৩ ই মে, ২০১৭ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




ফিনফিনে বাতাসের প্রেম ফিনফিনেই হয় । বয়ে যায়, ঝরে যায় ।

ভালো হয়েছে ।

১৩ ই মে, ২০১৭ রাত ৯:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

সুপ্রিয় জী এস ভাই, আপনার অনুভব যথেষ্ট যুক্তিযুক্ত! ফিনফিনে কবিতার অনুভবে শুভেচ্ছা!

১০| ১৩ ই মে, ২০১৭ রাত ৯:৪৯

ধ্রুবক আলো বলেছেন: খুব চমৎকার কবিতা, বেশ ভালো লাগলো +++

শেষের লাইন দুটো দারুন।

১৩ ই মে, ২০১৭ রাত ১১:২২

ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে ধন্যবাদ ধ্রুবক ভাই! অশেষ শুভকামনা!

১১| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:১১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা!
কবিতায়+++++
কেমন আছেন?

১৪ ই মে, ২০১৭ রাত ১২:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
প্লাসে ধন্যবাদ সুপ্রিয় কবি! আমি ভালই আছি! আপনি ভাল আছেন নিশ্চয়! শুভকামনা!

১২| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মান উত্তীর্ণ।

১৪ ই মে, ২০১৭ রাত ১২:১৬

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় সনেটকার! প্রীতি ও শুভেচ্ছা রইল!

১৩| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:২২

ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার অনিন্দ সুন্দর কবিতা । পাঠে মুগ্ধ ।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার অনুভবে শুভেচ্ছা অশেষ সুপ্রিয় ব্লগার! শুভকামনা সবসময়!

১৪| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন কবি!:)


++

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ ব্লি ভাই। অনুপ্রাণিত করেছেন। প্রীতি রইল!

১৫| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:২৬

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর কবিতা।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও অনুভবে ভালবাসা অশেষ সুপ্রিয় ব্লগার! শুভেচ্ছা রইল!

১৬| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৭

উম্মে সায়মা বলেছেন: অনেক ভালো লাগল কবিতাটি ডানা ভাই :)

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতাটি ভাল লাগাতে পেরেছি জেনে খুব ভাল লাগছে। অনুভবে কৃতজ্ঞতা। আপনার মঙ্গল কামনা করছি!

১৭| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আহা! মেঘ চুমে মেঘ কাঁদে;
মধুর এ আবেগ! আহা! কি যে ভালো লাগে।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতাটি পাঠে ও মন্তব্যে আপনাকে ধন্যবাদ! প্রীতি ও শুভেচ্ছা রইল!

১৮| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:০০

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই! অশেষ ভালবাসা জানবেন! শুভকামনা!

১৯| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৯

জেন রসি বলেছেন: জলকাব্যগুলো নিয়ে কাব্যগ্রন্থ প্রকাশ করে ফেলতে পারেন। :)

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:০৪

ভ্রমরের ডানা বলেছেন:


ইচ্ছে তো হয় জেন ভাই কিন্তু কিভাবে কি যে করি! আমি নিতান্তপক্ষে ছাপোষা কবিতা পাগল মানুষ ! কোন কবি নই! বইটই কিভাবে কি! কে পড়বে বলুন!


যাকগে, এই যে আপনি এসে জল কাব্য পড়ে গেলেন তাতেই আমি ধন্য! শুভকামনা রইল জেন ভাই!


২০| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:০৫

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার! শুভেচ্ছা জানবেন!

২১| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:১১

সানজিদা আয়েশা শিফা বলেছেন: অসাধারণ ! :-*
আমি মুগ্ধ !

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:২৪

ভ্রমরের ডানা বলেছেন:

আমি ধন্য হলাম! :D


অনেক শুভেচ্ছা ও প্রীতি জানবেন।

২২| ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

ফিলিং - আমায় ভাসাইলিরে- আমায় ডুবাইলিরে ;)

ফিনফিনে মুগ্ধতায় +++++++++

১৪ ই মে, ২০১৭ রাত ১১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার ফিলিংসটা যথেষ্ট গভীরে.......

:P

কবিতার অনুভবে ধন্য করলেন ভিগু ভাই! বরাবরে মত লাস্ট বেঞ্জে বসে নিজের ক্রিয়েটিভ জায়গাটা আরো পোক্ত করার জন্য অভিনন্দন ও শুভকামনা!

২৩| ১৭ ই মে, ২০১৭ সকাল ৯:৩৫

নীলপরি বলেছেন: যখনি দেখেছি বিশুদ্ধ জলের বুকে
ফিনফিনে বাতাসের প্রেম,
প্রশস্ততা মেপেছি তার চোখের তারায়।


প্রথম থেকে শেষ , পুরো কবিতাটাই অপূর্ব ।

+++++++++

১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার গভীরতর অনুভবে ভালবাসা অশেষ! প্লাসে অনুপ্রাণিত হয়েছি! কবিতা পাঠে ও মন্তব্যে প্রীতি ও শুভেচ্ছা জানবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.