নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ছবিব্লগ -১- হে হংস বলাকা......

১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:১৭



হে হংস-বলাকা,
ঝঞ্ঝা-মদরসে মত্ত তোমাদের পাখা
রাশি রাশি আনন্দের অট্টহাসে
বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে.......
-রবী বাবু (বলাকা)


কবিগুরুর বলাকা কবিতাটি পড়েই ভাবলাম হংস সে কবি মনে এত দাগ কেটে গেল কেন? কারণ অনুসন্ধানে একটু হংস-বলাকা খুঁজে দেখি। গুগল করতেই এই হাঁস মহোদয় এলেন ডানা মেলে। ডানায় তার বাহারিয়া ফুল,মিষ্টি রোদের গন্ধ! আহা, এ যেন এক অনিন্দ্য সৌন্দর্য আধার! তাই কবিতা ভুলে আজ ডুবে গেলাম হাঁসের জগতে। সাথে বুঝে নিলাম রবি বাবুর বলাকার জন্যে এত উদার স্তুতির কারণ! তাই গুরুদেবের প্রতি সন্মান জানিয়েই এই বলাকাকুলের সাথে আপনাদের ভাব করিয়ে দিই, একে একে পরিচয় করিয়ে দিই।

ইনি আমাদের সুপরিচিত খাকি ক্যাম্পবেল ডিম আর মাংসের জন্য বিখ্যাত। বছরে ২৫০ ডিম আর দ্রুত দৈহিক বৃদ্ধির জন্য তিনি সকল দেশেই জনপ্রিয়। রেস্তোরার খাবার টেবিলের বেশির ভাগ হংস এই জাতের।



ছানাপোনা সমেত খাকি ক্যাম্পবেল .....



একটি বিশেষ ভঙ্গীমায় খাকি সাব। মনে হয় মিসেস খাকি ছবিটি তুলছিলেন আর বলছিলেন-

মাটির আকাশ-‘পরে ঝাপটিছে ডানা,
মাটির আঁধার-নীচে কে জানে ঠিকানা





এই ভদ্র হংস মহোদয়ের নাম মালার্ড



বাহারি ডানার তেলেসমাতি, ইনারে স্পেশাল করেছে। এমন ডানা দেখে তবেই কি গুরু বলেছিলেন-

হে হংস-বলাকা,
আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা।
শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে
শূন্যে জলে স্থলে
অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল।






শুধু কি ডানা, হাটার স্টাইলেও ইনি বাহারি মফেল আই মিন মডেল ফেল....



জলবিহার......

এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি
সুদূরের লাগি,
হে পাখা বিবাগী।
বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে–
“হেথা নয়, হেথা নয়, আর কোন্‌খানে।”






ইনি মি. রানার, ইন্ডিয়ান রানার (০০৭)



ঘোরাঘুরি দলবেঁধে ভাই, বন্ড বুঝতে হবে....

দেখিতেছি আমি আজি
এই গিরিরাজি,
এই বন, চলিয়াছে উন্মুক্ত ডানায়
দ্বীপ হতে দ্বীপান্তরে, অজানা হইতে অজানায়।




তবে কি জুনিয়র রানার... দেখেই গুরু বলেছিলেন-



মনে হল এ পাখার বাণী
দিল আনি
শুধু পলকের তরে
পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে
বেগের আবেগ।


বাহ! জুনিয়র রানার!




ইনাদের নাম মি. পিকিং



সুইমিংপুল ছোট তো কি,আমাদের ফুর্তি বিশাল....




ইনি ক্রেস্টেড পিকিং.....
জল তরঙ্গ ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলিয়া যান....




ঝাঁক ঝাঁক ঝুঁটিওয়ালা এক হয়ে গাইছে প্যাঁক প্যাঁক ---

ওই পক্ষধ্বনি,
শব্দময়ী অপ্সর-রমণী
গেল চলি স্তব্ধতার তপোভঙ্গ করি।
উঠিল শিহরি
গিরিশ্রেণী তিমির-মগন
শিহরিল দেওদার-বন।

......







লাল চঞ্চুপুট মি. মাস্কাভি...



থ্রি মাস্কাভিয়ার....

আলফা টিম




চার্লি টিম




বিগ মাস্কাভি মাম্মি

শুনিলাম আপন অন্তরে
অসংখ্য পাখির সাথে
দিনেরাতে
এই বাসাছাড়া পাখি ধায় আলো-অন্ধকারে
কোন্‌ পার হতে কোন্‌ পারে।
ধ্বনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে–
“হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোন্‌খানে।”






বিশ্বাস না হলে কিছু করার নেই। ইনি রংগিলা মান্দারিন! কবুতর বা জংগল ফাউল নয়!





রংগিলারে.....



ও পাখি তোর যন্ত্রণা.....




এই পর্বের স্পেশাল মাসালাঃ- বিবাহ

বিবাহ এমন আয়োজন করে দিলে ইনারা ডবল কুসুম ডিম দেয় বলে বিশেষজ্ঞ মহলের মতামত(ব্যাখ্যা আমার কাছে চাইবেন না প্লিজ হা হা হা :D











এই পর্বে আর নয়। পরের পর্বেই খাওয়া দাওয়া থাকবে....... বাই বাই....

মন্তব্য ৬৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এতগুলো প্রকারের হাঁসে সাথে পরিচয় করানোর জন্য কৃতজ্ঞতা জানাতেই হয়।

শুভকামনা জানবেন ভাই।

১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

প্রথম ছবি ব্লগটি দর্শনে ও মন্তব্যে আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা নাইম ভাই!


শুভকামনা সতত!

২| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৩০

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর- সুন্দরী সব হাসের ছবি। সাদা হাস আমার খুবই পছন্দের। সুন্দর একটি পোষ্টের জন্য ধন্যবাদ ।

১৫ ই মে, ২০১৭ রাত ৮:১৬

ভ্রমরের ডানা বলেছেন:
সাদা হাসের নাম হল পিকিং! আপনাকে ধন্যবাদ। সুন্দর একটি হাস পছন্দ করেছেন।

ছবিব্লগটিতে আপনার মন্তব্য পড়ে খুব ভাল লাগল। শুভেচ্ছা জানবেন!

৩| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২০

আমি চির-দুরন্ত বলেছেন: হাসের বাচ্চা গুলা এত কিউট কেম্নে হয়??? সাদা হাস খুব ভাল দেখতে। আমার ছিল দুটা

১৫ ই মে, ২০১৭ রাত ৮:১৮

ভ্রমরের ডানা বলেছেন:
হাসের বাচ্চা এত কিউট কেন সেটা আমিও জানতে চাই। আমারো খুব ভাল লাগে সাদা হাস। আচ্ছা তাই নাকি, সাদা হাস কেমন করে পালতেন সেটা জানিয়েন ভাই!


ছবিব্লগে আপনাকে পেয়ে খুব ভাল লাগছে! শুভকামনা!

৪| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

শূন্যনীড় বলেছেন: এত প্রজাতির হাঁস এক সাথে দেখে মুগ্ধ। ভালো লাগলো +++++্

১৫ ই মে, ২০১৭ রাত ৮:২১

ভ্রমরের ডানা বলেছেন:
ছবি ব্লগে মন্তব্যে ও প্লাসে আপনাকে ধন্যবাদ। আপনার মুল্যবান মতামত জানিয়েছেন এ জন্য আন্তরিক ধন্যবাদ!

৫| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

সারাফাত রাজ বলেছেন: ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছি । :)

১৫ ই মে, ২০১৭ রাত ৮:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:
রবি বাবুর বলাকা কবিতাটি পড়ে দেখবেন। আরো ভাল লাগবে!

ছবি ব্লগে আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে। এই প্রথম আপনার মন্তব্য পেলাম। সৌভাগ্য বটে!

শুভেচ্ছা জনাব!

৬| ১৫ ই মে, ২০১৭ রাত ৮:২৬

মনিরা সুলতানা বলেছেন: জ্ঞানী পোষ্ট ; মজার উপস্থাপনায় বেশ উপভোগ্য !
শুভ কামনা :)

১৫ ই মে, ২০১৭ রাত ৮:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ প্রিয় কবি! আপনার প্রশংসা পেয়ে খুব খুশি লাগছে! আপনার জন্য অশেষ শুভকামনা ও ভালবাসা!

৭| ১৫ ই মে, ২০১৭ রাত ৮:৫৯

সারাফাত রাজ বলেছেন: আপনি আমাকে লজ্জ্বিত করলেন। আমি আসলে কাউকে বিরক্ত করতে চাইনা, এজন্যই মন্তব্য করা হয়ে ওঠে না। তবে লেখাগুলো খুবই আগ্রহের সাথে পড়ি।

আল্লাহ-পাক আমাকে কবিতা বোঝার ক্ষমতা দেননি।
তবে রবি বাবুর গান অত্যাধিক আনন্দের সাথে শ্রবণ করি।

ভালো থাকবেন। আপনিও শুভেচ্ছা জানবেন।

১৫ ই মে, ২০১৭ রাত ৯:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

না না, এভাবে ভাবলে ভুল করবেন। নতুন কারো মন্তব্য পেলে আমি এভাবেই ধন্যবাদ জানাই। মনে কিছু নিবেন না। আপনি আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আন্তরিক দুঃখিত!

আপনার ইচ্ছে মতই ব্লগিং করুন। ও হ্যা রবীন্দ্র সংগীত আমারো প্রিয়!

৮| ১৫ ই মে, ২০১৭ রাত ১০:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাবছি এবার হাঁসের মুরগির খামার দিব ! B-) ছবিগুলো দেখে গেলম .......।



ফিরছি .......।

১৬ ই মে, ২০১৭ রাত ১২:০১

ভ্রমরের ডানা বলেছেন:


খামার দিতে পারেন। খামারে সময় দিতে পারলে লাভ আছে বলেই জানি! হাসের খামার হলে তো কথাই নেই! ছবিগুলো দেখে যাবার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্বে খানা পিনা পাবেন! তাড়াতাড়ি ফিরলে ভাল হবে! হা হা হা

৯| ১৫ ই মে, ২০১৭ রাত ১১:৫২

অরফিয়াস বলেছেন: ছবিগুলো দারুন ডানা ভাই!!!:)


বালি হাঁস ছাড়া অন্য কোন হাসকে এতো সুন্দর করে দেখিনি কোন দিন!:)


++

১৬ ই মে, ২০১৭ রাত ১২:০৫

ভ্রমরের ডানা বলেছেন:
আরো অনেক জাতের হাস আছে! দেখতে শুনতে দারুণ রকম! মন দিয়ে ছবি গুলো দেখার জন্য ধন্যবাদ! গুগলের যুগে সব কত সহজ হয়ে গেছে! আগে এই এতগুলো হাস দেখতে বিদেশ যেতে হত!


যাকগে, আপনার জন্য শুভকামনা রইল! এনিওয়ে, বিলি ভাইয়ের ছবি আপনার প্রোফাইলে যে?

১০| ১৬ ই মে, ২০১৭ রাত ১২:০৯

অরফিয়াস বলেছেন: হা হা হা!:)


বিলি এখন অরফিয়াস!!!;)

১৬ ই মে, ২০১৭ রাত ১২:১০

ভ্রমরের ডানা বলেছেন:
:P


আগের টা চলবে তো ভাই!!

১১| ১৬ ই মে, ২০১৭ রাত ১২:১৫

অরফিয়াস বলেছেন: হু চলবে!!!

১৬ ই মে, ২০১৭ রাত ১২:১৭

ভ্রমরের ডানা বলেছেন:

গ্রেট! যাক বাবা! হাফ ছেড়ে বাচলুম!

১২| ১৬ ই মে, ২০১৭ রাত ১২:১৬

অরফিয়াস বলেছেন: শুভ রাত্রি ব্রো!:)

১৬ ই মে, ২০১৭ রাত ১২:১৮

ভ্রমরের ডানা বলেছেন:

শুভরাত্রি ও শুভকামনা ব্রো!

১৩| ১৬ ই মে, ২০১৭ রাত ১২:৪০

সচেতনহ্যাপী বলেছেন: পুরো জন্মেও একসাথে এতো প্রজাতির হাস দেখি নি।। তবে এখানে ডাবল কুসুমের ডিম খেয়েছি।। আলাদা ভাবে বিক্রয় হয়।।
প্রিয়তে নিয়ে রাখলাম ।। মাঝে মাঝে চুরি করে (মানে হাসগুলির ছবি) কাউকে উপহার দেয়ার জন্য।। আগাম অনুমতি নিয়ে রাখলাম।।

১৬ ই মে, ২০১৭ সকাল ৯:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: আরিব্বাস! বলেন কি! তাইলে তো ভাল কাজ করে ফেলেছি! কিন্তু হাসের আরো অনেক প্রজাতি আছে। তবে এরা ওদের থেকে বেশি সুন্দর আর প্রোডাক্টিভ! আর আর ছবি সে ইচ্ছেমত ব্যবহার করুন অনুমতি লাগবে না সুপ্রিয় ব্লগার!


প্রীতি ও শুভেচ্ছা রইল!

১৪| ১৬ ই মে, ২০১৭ সকাল ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: হেব্বি হইছে, ভালোলাগা জানিয়ে গেলাম।

১৬ ই মে, ২০১৭ সকাল ৯:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:

ছবির কেরামতিতে আপনার কাছে এসব নস্যি! ভাল লাগা জানিয়ে কৃতজ্ঞ করলেন সুপ্রিয় ব্লগার!

১৫| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
হাঁস ও মুরগি খামার ব্যবসায় পাটনার আবশ্যক,যদি রাজি থাকেন,চলেন শুরু করি ! আর এ সংক্রান্ত যত সব ডাক্তারি সকল দায়িত্ব আপনার, আর হাঁসের ডাবল কুসুম আমার ! =p~

অনেকদিন ধরে ব্লগ থেকে আম,জাম, কাঁঠাল ও লিচু খাওয়ার ছুটি নিয়েছিলেন, এখন বেশি, বেশি করে “জল ও সুমদ্র” সিরিজের কবিতা লেখেন... ...আর কিছু দিন হলে,তো রেডিও তে দেখানোর হারানো বিজ্ঞাপন দিতাম, যাইহোক সময় থকতে এসেছেন, সেই আমাদের মঙ্গল ! 8-|

ধন্যবাদ,
ভালো থাকুন ।

১৬ ই মে, ২০১৭ বিকাল ৪:০৯

ভ্রমরের ডানা বলেছেন:

হা হা হা! অনেক বড় প্রস্তাব! ডাক্তারি আমি কেমনে করি! কি যে বলেন ভাই! তবে ডবল কুসুম আপনি খেলে সমস্যা নাই। আস্ত হাস টা আমার চাই।


আর জল কাব্য নিয়ে হয়ত হবে,আরো অনেক কিছুই লেখা হবে। জীবন বহুমুখী! সব কিছুই আসবে আপন ধারায়!


শুভেচ্ছান্তে!

১৬| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:১৪

মানবী বলেছেন: সবচেয়ে প্রথম যে নজরুলগীতি আমার মনছুঁয়ে যায়, প্রিয়র তালিকায় যুক্ত হয় তা ছিলো ফিরোজা বেগমের কন্ঠে "মোরা আর জনমে হংস মিথুন ছিলাম"... এই চমৎকার ছবি ব্লগটি দেখার পুরোটা সময় যেনো সেই সুর বেজেছে কানে।

খুব সুন্দর ছবি ব্লগের জন্য ধন্যবাদ ভ্রমরের ডানা।

১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:২৪

ভ্রমরের ডানা বলেছেন:
এত সুন্দর একটি মন্তব্যে অনেক ধন্যবাদ আপু।চমৎকার একটি গানের কলি তুলে এনেছেন। গান টি আমারো ভীষণ প্রিয়-

মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।।

তমাল তরু চাঁপা-লতার মত
জড়িয়ে কত জনম হ’ল গত
সেই বাঁধনের চিহ্ন আজো জাগে
জাগে হিয়ার থরে থরে।।

বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন
ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদ কেন
বনের কপোত কপোতাক্ষীর তীরে
পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে
চিরতরে হ’ল ছাড়াছাড়ি
নিঠুর ব্যাধের শরে।।

শিল্পীঃ আলতাফ মাহমুদ ও ফিরোজা বেগম
অ্যালবামঃ সোনালী আকাশ
সুরকারঃ আলতাফ মাহমুদ
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম


আসলে আপনাকে সেই আমেজ এই ছবি ব্লগে দিতে পেরে আমি ধন্য! এই অধমের ব্লগে আপনার এমন মন্তব্য বুকে বেধে রাখলাম! শুভকামনা ও প্রীতি জানবেন সুপ্রিয় ব্লগার!

১৭| ১৬ ই মে, ২০১৭ দুপুর ২:১৩

ধ্রুবক আলো বলেছেন: চমৎকার পোস্ট +

১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:২৫

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ ধ্রুবক ভাই! ভালবাসা নিরন্তর! :D

১৮| ১৬ ই মে, ২০১৭ দুপুর ২:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হে হংস-বলাকা,
ঝঞ্ঝা-মদরসে মত্ত তোমাদের পাখা
রাশি রাশি আনন্দের অট্টহাসে
বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে

রবি ঠাকুরের বলাকা কবিতা আর তাঁর লেখা সবচেয়ে প্রিয় কবিতা। তারপর আছে হিং টাং ছট

১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:২৯

ভ্রমরের ডানা বলেছেন:
রবী বাবু একজন নক্ষত্রপথ, সে পথেই বাংলা সাহিত্য দিশা!

আপনাকে শুভেচ্ছা জানাই প্রিয় সনেট লেখক! সামনের পর্বে হাসের মাংস, ডিমের সালুন রইল! আশা করি স্বাদ পরখ করে জানাবেন।

অনন্ত শ্রদ্ধা!

১৯| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৩:১৩

জেন রসি বলেছেন: হংস আমার খুব প্রিয় খাদ্য! ;) এই রোম্যান্টিক এবং নিষ্পাপ হংস পোস্টে একটু নিষ্ঠুরতা না দেখালে কেমনে হয়? ;)

১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৩২

ভ্রমরের ডানা বলেছেন:
পরের পর্বে দেব চিন্তা করবেন না! :P

হাসের প্রতি আপনার এমন ভালবাসা ইতিহাস হয়ে থাক :D সে কামনাই নিরন্তর!


অশেষ ভালবাসা রইল জেন ভাই!

২০| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৪:১৭

কানিজ ফাতেমা বলেছেন: জুনিয়র রানার ছবিটা বেশী পছন্দ হয়েছে । চমৎকার ছবি ব্লগে ভালোলাগা জানাই ।

১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার ভাল লাগায় মুগ্ধতা! প্রীতি ও শুভেচ্ছা জানবেন!

২১| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ সুন্দর সুন্দর হংস বলাকার সাথে পরিচিত হলাম। অশেষ ধন্যবাদ।

১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

পরিচয় করিয়ে দিতে পেরে ধন্য হলাম! আপনাকে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন সবসময়!

২২| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

সাহসী সন্তান বলেছেন: ডানা ভাই কবিতা লেখার থেকে বিরতি নিলেন নাকি? আপনি আর ফটো ব্লগ (?) তাও আবার হংস্ব নিয়া, ইহাও আজকা আম্রে দেখতে হইলো? B:-) তয় পোস্ট কিন্তু ভালা হইছে! যদিও আগামীতে বিবাহ পরবর্তি সময়ে আপনি যে হাঁসের খামারে মনোনিবেশ করবেন বইলা গুপন সংবাদের ভিত্তিতে জানবার পারছি, উহা আর জাতির সামনে কইলাম না! ;)

তয় বিবাহের পরে কেবল মানুষ না, সব প্রাণীর মধ্যেই মনে হয় একটা জিহাদী জোশ চইলা আসে! ইয়ে মানে ডাবল কুসুম ডিম পাড়া তো সেইটাই পেরমান করে নাকি? =p~

পোস্টে ভাল লাগা! শুভ কামনা রইলো!

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:

দিলের গোপন খায়েসে ছিল না কোন পায়েশের গন্ধ তবুও এই বাংলার সাহসী সন্তান তা বুঝে ফেলেছেন। এফবি আই মোসাদ, র, এম সিক্সটিন যা পারেনি আজ আপনি তা ধরে ফেলেছেন।


ভাই গো, ও ভাই মাফ করে দেন। বিবাহের আর হাসের খাঁমারের তাজা ডিমের ইয়াম্মি কুসুম গরম কুসুমের কসম




ভাই, এই কথা আর কাউরে কইয়েন না ভাই। আরো দিতাছি খাড়ান-





দেখেন চাইয়া ভাইগো




এইডা আপনার



ঘুস মনে কইরেন না মনে করেন তোফা :P


নেন খান


ডিমের শুভকামনা!


২৩| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:০২

সাহসী সন্তান বলেছেন: হাফ সিদ্ধ ডিম খাই না! বার্ড ফ্লু হইবার সম্ভাবনা আছে! :P তাছাড়া ডিমের মধ্যে বশিকরণ কিছু মিশানো আছে কিনা উহা না জাইনা জাতি খাওয়ায় মনোনিবেশ করতে পারে না! ;)

ইয়ে ভাই ডিম গুলা আপনি খান! আপনার পুষ্টির দরকার আছে! সামনে বিবাহ বইলা কথা! ;)

১৬ ই মে, ২০১৭ রাত ৮:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:
কিসের কি বার্ড ফ্লু! সাহসী ভাই কি এই ছোটখাটো ফ্লু ম্লু ভয় পায়! হা হা হা হা হা হা।।।।।




বশীভূতকরনের ভয়...........




হা হা হা হা! ভাই জান আন্নে একটা ডরপোক! আপ্নারে গোস্ট খাওয়াইতে হইবেক :P




নেন, এইডা পাঠার কাবাব। খান সা্হস বাড়বে! বিবাহসভায় বল পাইবেন :P

২৪| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:৪৪

সুমন কর বলেছেন: কবির কাছে ছবি ব্লগ !! ছবিগুলো দেখে ভালো লাগল।

১৬ ই মে, ২০১৭ রাত ৯:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

সুমন ভাই,

রবি বাবুর বলাকা কবিতা পড়েই কিন্তু এই ছবি ব্লগ! উনার বলাকা কবিতাটি আছে ছবির পাশাপাশি ।

ছবি ব্লগ দিলাম একটু ভিন্ন কিছু করার নেশায়! সুমন ভাই আমি কিন্তু কবি নই, এই টুকটাক লেখি আপনাদের অনুপ্রেরণায় এই যা!


আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৫| ১৬ ই মে, ২০১৭ রাত ৯:১১

কথাকথিকেথিকথন বলেছেন: হংস অলয়েজ কিউট, দেখতেও কিউট, খাইতেও কিউট !

চমৎকার হংস বৃত্তান্ত ।

১৬ ই মে, ২০১৭ রাত ১১:০৮

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার হংসানুভূতি পেয়ে যা বুঝলাম তাতে আমার সাথে আপনার মিল আছে বেশ!

পাশে থাকার জন্য ধন্যবাদ সুপ্রিয় কবি! হাসের আয়োজনে স্বাগতম ও শুভেচ্ছা!

২৬| ১৬ ই মে, ২০১৭ রাত ৯:২২

সাহসী সন্তান বলেছেন: হায়রে ডানা ভাই, বিবাহ সভায় বল দিয়া জাতি কি করিবে? বলতো দরকার পরে অন্য জায়গায়! :P সে যাহোক, তয় উহা যে পাঠার মাংশ তাহা অাপনি শিউর হইলেন ক্যামনে? ইয়ে মানে পাঠিও তো হইতে পারে? ;)

তয় আমার কেন জানি মনে হইতাছি আপনার ইন্টেনশান ভালু না! দাওয়াত কইরা এমন কিছু পরিবেশন করতাছেন যা মেহমানের পছন্দ না! এইটা কিছু হইলো? আপনি মেজবান হিসাবে যে কেমন উহা অবশ্য পেরমান হইয়া গেলু! ;)

১৬ ই মে, ২০১৭ রাত ১১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

বিবাহ সভায় বরের বল বেশি লাগে। দীর্ঘক্ষণ সেল্ফি, খানাপিনা, ইতিউতি আত্নীয়দের অত্যাচার আর শ্যালকশ্যালিকাদের জুতা, পাগড়ি চুরি ঠেকাইতে যথেষ্ট বলের প্রয়োজন বলে বিশিষ্ট বিবাহ বিশারদগনের মতামত!

বিশেষ সময়ের জন্য বলবর্ধক হংস টনিকের তেমন প্র য়োজন নেই বলে থিন প্রজাতিভুক্ত একজন বিবাহিত টারজান জানিয়েছেন। তিনি কারোয়ানবাজারের ভুঁড়িওয়ালা মুদি ব্যবসায়ী ছোলা মিয়াকে বলেছেন আরো বলেছেন-

এ গাড়িতে তেল লাগে না। জিগড়া লাগে!


বুঝছি আপনার অন্য কিছু খাবার মতলব......


কি আর করা! মতলব হাসিল করুন......





ডিমখোর ডিটেক্টেড! :P

২৭| ১৬ ই মে, ২০১৭ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




ভ্রমরের ডানা নয়, শুরুটাই করেছেন হংস ডানা দিয়ে ।
হংস যে কবি মনে এত দাগ কেটে গেল কেন, তার রহস্য জানেন না ? রহস্য হলো এ্‌ইটে -- রবি বাবু সারা জনম বজরায় বজরায় পদ্মা-যমুনা করেছেন । ঐ সব নদীর চরে পরিযায়ী পাখি বিশেষ করে হংস এসে জমা হতো প্রচুর । বিনে পয়সায় এমন প্রোটিন সাপ্লাই ছেড়ে দেয়ে কোন বোকা মানুষে ? তাই রবি বাবুর লাঞ্চ-ডিনারে হাঁসের মাংশের সাপ্লাই ছিলো অঢেল । তা খেয়েই যখন উনি ঢেঁকুর তুলেছেন সুখে ও তৃপ্তিতে তখন হাঁসেদের প্রতি তাঁর একটু কৃতজ্ঞতা বোধ তো হতেই পারে ! সেই বোধ থেকেই তাঁর বলাকা কবিতাখানি , হাঁসের ঋন শোধ করার উদ্দেশ্যে ।
ভোমরা ( ভ্রমর) যদি খাওয়া যেতো তবে একখানা ভ্রমরের ডানা নামের কবিতা পেতেন এতোদিনে । হয়তো শুধু ভোমরার মধু খেয়েছেন তাই তাঁর সব কবিতায় মধুই ঝরে । :P :D :-*

যাক, আপনিও কিন্তু কম জাননি । কবিতা আর ছবি মিলিয়ে রঙিলা পোষ্ট হয়েছে ।
শুভেচ্ছান্তে ।

১৬ ই মে, ২০১৭ রাত ১১:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:



সুপ্রিয় জীএস ভাই, আপনি বেশ ভাল ব্যাখ্যা দিয়েছেন। তিনি প্রকৃতি ভোগ ও উপভোগ করেছেন পেশাগত কারনেই। জমিদারি পেশার পাশেপাশে থেকেও লিখেছেন দুই বিঘে কবিতার মত বিখ্যাত কবিতা,সোনার তরীর মত কাল জয়ী কাব্যগ্রন্থ। কবির উদার মনের ভাবরস নিঃসৃত বলাকা কবিতাতে হংস কেন এল তার কারণ কি সে শুধুই খাবার টেবিলের ! এতবড় কবি খাবার পাতের দিকে চেয়ে হংস নিয়ে লেখেছেন এ হতেই পারে না। তিনি হংস খেতেন তাই যদি হংস নিয়ে লেখেন তবে তিনি তো মাছ, মুরগী বা সবজি নিয়েও লেখার কথা!


বলাকা তার একটি কাব্যগ্রন্থও বটে। সে হিসেবে এই হংস কবির মনে যে দাগ কেটেছিল তাতে কোন সন্দেহ নেই। আর তার উৎস নিশ্চয় খাবার পাতের থেকে উদার আকাশ কিংবা বাংলার নদী জলে ভেসে ডানা হংস ডানার প্রভাব বেশি।

দেখুন কবি কি বোঝাতে চেয়েছেন সুপ্রিয় কবি.....


সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা
আঁধারে মলিন হল--যেন খাপে-ঢাকা
বাঁকা তলোয়ার;
দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার
এল তার ভেসে-আসা তারাফুল নিয়ে কালো জলে;
অন্ধকার গিরিতটতলে
দেওদার তরু সারে সারে;
মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে,
বলিতে না পারে স্পষ্ট করি,
অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি।

সহসা শুনিনু সেই ক্ষণে
সন্ধ্যার গগনে
শব্দের বিদ্যুৎছটা শূন্যের প্রান্তরে
মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে।
হে হংস-বলাকা,
ঝঞ্ঝা-মদরসে মত্ত তোমাদের পাখা
রাশি রাশি আনন্দের অট্টহাসে
বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে।
ওই পক্ষধ্বনি,
শব্দময়ী অপ্সর-রমণী
গেল চলি স্তব্ধতার তপোভঙ্গ করি।
উঠিল শিহরি
গিরিশ্রেণী তিমির-মগন
শিহরিল দেওদার-বন।

মনে হল এ পাখার বাণী
দিল আনি
শুধু পলকের তরে
পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে
বেগের আবেগ।
পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ;
তরুশ্রেণী চাহে, পাখা মেলি
মাটির বন্ধন ফেলি
ওই শব্দরেখা ধরে চকিতে হইতে দিশাহারা,
আকাশের খুঁজিতে কিনারা।
এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি
সুদূরের লাগি,
হে পাখা বিবাগী।
বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে--
"হেথা নয়, হেথা নয়, আর কোন্‌খানে।"

হে হংস-বলাকা,
আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা।
শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে
শূন্যে জলে স্থলে
অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল।
তৃণদল
মাটির আকাশ-'পরে ঝাপটিছে ডানা,
মাটির আঁধার-নীচে কে জানে ঠিকানা
মেলিতেছে অঙ্কুরের পাখা
লক্ষ লক্ষ বীজের বলাকা।
দেখিতেছি আমি আজি
এই গিরিরাজি,
এই বন, চলিয়াছে উন্মুক্ত ডানায়
দ্বীপ হতে দ্বীপান্তরে, অজানা হইতে অজানায়।
নক্ষত্রের পাখার স্পন্দনে
চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে।
শুনিলাম মানবের কত বাণী দলে দলে
অলক্ষিত পথে উড়ে চলে
অস্পষ্ট অতীত হতে অস্ফষ্ট সুদূর যুগান্তরে!
শুনিলাম আপন অন্তরে
অসংখ্য পাখির সাথে
দিনেরাতে
এই বাসাছাড়া পাখি ধায় আলো-অন্ধকারে
কোন্‌ পার হতে কোন্‌ পারে।
ধ্বনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে--
"হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোন্‌খানে।
"


অধমের দুঃসাধ্য নেই এই ব্লগের প্রিয় লেখকের ভুল ধরার। এ শুধুই সরল যুক্তিখন্ডন!


অশেষ শ্রদ্ধা জানবেন!

২৮| ১৭ ই মে, ২০১৭ সকাল ৯:৪১

নীলপরি বলেছেন: ছবিগুলো দারুন লাগলো । সাথে উপস্থাপনাও অসাধারণ হয়েছে । +++++++

শুভকামনা ।

১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: প্লাসে কৃতজ্ঞতা আর সুন্দর মন্তব্যে ভালবাসা জানবেন কবি!

২৯| ১৭ ই মে, ২০১৭ সকাল ১১:০৭

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,





প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ জানিয়ে বলি , শুধু ডানা ঝাঁপটেই গেলেন , ঝাঁপটানোর রস খুঁজে পেলেন না !!!! :P

রবি বাবুর মাছ, মুরগী বা সবজি নিয়েও লেখার কথা ছিলো । লিখেছেন তো , এই কবিতাতেই । মাছের কথা লিখেছেন ---
"ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা
আঁধারে মলিন........"
কবি এখানে ঝিলমের জলের কথা লিখেছেন । আর জলে থাকে মাছ । যেহেতু আঁধারে মলিন ছিলো তাই রবি বাবু মাছকে চোখে দেখতে পান নি । মাছ না দেখে মাছের কথা সরাসরি কি ভাবে লিখবেন ? তাই ভাবে সপ্তমীতে মাছের কথাই বলতে চেয়েছেন কবিতাতে ... :-P পাঠকের শুধু বুঝে নিতে হবে কবি কি বলতে চেয়েছেন :D :-0
আর সবজি নিয়ে লেখেন নি বলতে চান ? তাহলে তাঁর প্রকৃতির উপর লেখা কবিতাগুলো কি ? বাংলার শ্যামলিমা নিয়ে অনেক কবিতা আছে তাঁর । সবুজের কথা আছে সেখানে । শাক-সব্জিও তো সবুজ B:-/ =p~
এরকম রূপকের অর্থ খুঁজতে হবে ----- "হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোন্‌খানে।" #:-S

লিখেছেন , "অধমের দুঃসাধ্য নেই এই ব্লগের প্রিয় লেখকের ভুল ধরার।" ভুল ধরবেন কি করে ? রস এর কোন ভুল থাকেনা । রসর লবন পাবেন না , শুধু মিষ্টি । :-*

খুব মজা পেলুম আপনার সাথে এই উচ্চমার্গের ( ? ) রসালাপে, মানে মন্তব্যে জটিল যুক্তিখন্ডনের মাধ্যমে । নিশ্চয়ই আপনিও এই রসাস্বাদনে বঞ্চিত করবেন না নিজেকে ।

আবারও শুভেচ্ছান্তে ।

১৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৪

ভ্রমরের ডানা বলেছেন: আপনার রসবোধের তুলনা হয়না! :D :D দারুণ মজা পেলুম :v :P


রবিবাবুর কবিতার মানে শুধু উনি জানেন আমরা শুধুই অনুভব করতে পারি সে স্বাধীনতা তিনি দিয়ে গেছেন। হা হা হা!





থাক আর কি বলব! মাস্কাভি খান প্লিজ!

৩০| ২০ শে মে, ২০১৭ দুপুর ২:৪৬

উর্বি বলেছেন: অসাধারন B-)

৩১ শে মে, ২০১৭ রাত ১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: কিছুক্ষনের জন্য হংস বিশারদ হয়েছিলুম!

৩১| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:

অনেক সুন্দর হয়েছে

৩১ শে মে, ২০১৭ রাত ১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:


আহারে নিরীহ সামুকগুলো! পাঠে ও মন্তব্যে ধন্যবাদ রইল!

৩২| ২৫ শে মে, ২০১৭ রাত ১১:২৫

কল্লোল পথিক বলেছেন:

চমৎকার হংস বৃত্তান্ত।

৩১ শে মে, ২০১৭ রাত ১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

পাঠে ও মন্তব্যে ধন্যবাদ দাদা!

৩৩| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিগুরুর মত বলতে চাই ,মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? ;)


কেমন আছেন ?

৩১ শে মে, ২০১৭ রাত ১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:
জ্বী ভাল আছি! কবিগুরুর কথার বানে একেবারে বেধে দিলেন ভাই! এই তো এলাম। আপনি ভাল আছেন নিশ্চয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.