নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ -৯- শেকড়-বন্ধন

৩১ শে মে, ২০১৭ রাত ২:০১



মনের নিবিড় গলিতে দেখছি তোমায়
একেলা এক নির্জন বিরানভূমে-
দিনক্ষণ যায় সবি বদলায়,
হৃদয় রয়েছে তোমার চরণ চুমে!




আজ সময়ের বানে দেখি অনবরত
নিয়ম করে কত সূর্য ঢলে,
কত চেনা শহর রঙ মুছে গলে
কত কত ধূমকেতন দিগন্তে হারায়-
অগ্রাসী মেঘের চতুর ঘেরায়-
অস্থিরতার শত নক্ষত্র তারায়।



তবুও শতাব্দীর পল্লব-মর্মর জননী
নদী পথে গড়া তোমার সোনাদ্বীপ পলিমাটি,
বটবৃক্ষকুঞ্জ, ভ্রমরের হাসি,
পল্লীবধূর কাজল চোখের পাতায়,
উদাসী রাখাল, রাখালিয়া বাঁশি
আজো অমলিন স্বপ্ন সাজায়।




ইতিহাসের ঘোড়ার ক্ষুরে-
ধুলোউড়ো মেঘদল ঘন ঘন আজ-
বদলে যায় ওদের শহরতলী, শহর-
আশা শুধু তোমার আঁচল ভাঁজ!




অভাগার শেকড় বন্ধন জুড়ে শুধুই
দেখি একফালি সবুজের চাষ,
শান্তি শুধু শান্ত মায়ের কোলে
জীবন খুঁজে পায় জীবন-শ্বাস!



সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৫৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৭ রাত ২:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কাব্যের সাথে ছবিগুলো চমৎকার। +++++

৩১ শে মে, ২০১৭ সকাল ৯:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

শুকরিয়া! আল্লাহ্‌ মেহেরবান!

২| ৩১ শে মে, ২০১৭ রাত ২:৩৮

ওমেরা বলেছেন: সুন্দর লাগছে ধন্যবাদ ।

৩১ শে মে, ২০১৭ সকাল ৯:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে অনেক ধন্যবাদ! শুভকামনা অশেষ!

৩| ৩১ শে মে, ২০১৭ রাত ২:৪১

শায়মা বলেছেন: রাত দুপুরে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়ু !!!!!!! :)

৩১ শে মে, ২০১৭ সকাল ৯:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:
সৌভাগ্য বটে! শুভকামনা!

৪| ৩১ শে মে, ২০১৭ রাত ৩:১০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ!

ভ্রমরের ডানা জিন্দাবা।,
ভ্রমেরর ডানা আবার এসে ফিরে
আমাদের মাঝে, তা কতদিন, কতক্ষণ?
একটু নিয়মিত হওয়ার চেষ্টা করুন।

কেমন আছেন?

৩১ শে মে, ২০১৭ সকাল ৯:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:
হু, নিয়মিত হতে হবে! কিন্তু জিন্দাবাদ কিসের? আরে আমি তো আছিই। ভালই আছি!

৫| ৩১ শে মে, ২০১৭ রাত ৩:১০

চাঁদগাজী বলেছেন:

" উদাসী রাখাল, রাখালিয়া বাঁশি
আজো অমলিন স্বপ্ন সাজায়। "

-কেহ কাব্য লেখেন, কেহ ইতিহাস; কেহ গড়ে ইমারত, কেহ বিমান চালায়; জননীর কিছু সন্তান কেন যুগে যুগে "রাখাল" হয়ে থেকে যায়? কিসের তার উদাসী বাঁশী, চোখে যার ক্রীতদাসের হাসি!

৩১ শে মে, ২০১৭ সকাল ১০:০৮

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা স্বপ্নময় হয়। কোনটা সহজ কোনটা কঠিন (পাঠকের কাছে)।কোনটা চোখের পাতায় ধুলোর মতই আটকে যায় কোনটা আবার ল্যাক্রিমাল ডাক্টে ঝরনা আনে। প্লটের উপর নির্ভর করে, গাঁথুনি তাতে কিছুই নয়।



মাত্র কটা বছর ত বাঁচব, তাতে স্বপ্ন দেখাও কি দোষ? এই যুগের প্রতিটি দিলদার ও (আপন জুয়েলারি) কৃতদাস। কার সেটা কি বলে দিতে হবে?

গাজী সাহেব, আপনি বড় বেশি বাস্তবিক হয়ে যাচ্ছেন। মানুষের স্বপ্ন ও শেকড়ের খুঁজে দেখুন ক্রিতদাসের বিজয় দেখতে পাবেন!

৬| ৩১ শে মে, ২০১৭ রাত ৩:২০

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা !!!

৩১ শে মে, ২০১৭ সকাল ১০:০৯

ভ্রমরের ডানা বলেছেন:

এটুকুই প্রাপ্তি! অনুভবে ধন্যবাদ প্রিয় কবি!

৭| ৩১ শে মে, ২০১৭ রাত ৩:৩৬

শূন্য-০ বলেছেন: খুব সুন্দর কাব্য। +++++

৩১ শে মে, ২০১৭ সকাল ১০:০৯

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ!

৮| ৩১ শে মে, ২০১৭ রাত ৩:৫৮

তৈয়ব খাঁন জিহাদ বলেছেন: অনেক দিন পর একটা কবিতা পড়ে মনে তৃপ্তি এলো..

৩১ শে মে, ২০১৭ সকাল ১০:১০

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় আপনাকে পেয়ে ধন্য হয়েছি!

৯| ৩১ শে মে, ২০১৭ সকাল ৯:২০

মোস্তফা সোহেল বলেছেন: কেমন আছেন? বেশ কিছুদিন পরে এলেন। কবিতা আপনি ভাল লেখেন এটা আর বলার কি আছে।
লিখবেন মাঝে মাঝে একেবারে হারিয়ে যাবেন না।

৩১ শে মে, ২০১৭ সকাল ১০:১১

ভ্রমরের ডানা বলেছেন:
চেষ্টা করব! আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল!

১০| ৩১ শে মে, ২০১৭ সকাল ১০:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
অনেক দিন পরে ব্লগ আসলে তো সে কারণে, অতি খুশিতে জিন্দাবাদ বলে ফেলেছি !! আবার যে কখন লোডশেডিং শুরু, এখন সেই চিন্তায় আছি !! হয়তো খুব ব্যস্ত আছেন, একারণে ব্লগে অনিমিয়ত!!
ধন্যবাদ
ভাল থাকুন ।

৩১ শে মে, ২০১৭ সকাল ১০:২২

ভ্রমরের ডানা বলেছেন:

ভায়া, এই কাঙালের পেট আছে। আর কিছুকি বলতে হবে। পেশাদার নই তবে লেখা লেখি নেশা তাই তো আসি। এই যে আপনি খোজটুকু নিলেন তাই বা কজনের কপালে জোটে। ব্যস্ততাকে একটু দূরে রেখেই লেখি, লেখছি আরকি।


আপনার কাছে রইল কৃতজ্ঞতা।আল্লাহ্‌ মেহেরবান!

১১| ৩১ শে মে, ২০১৭ সকাল ১০:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:

পেশাদার নই তবে লেখা লেখি নেশা তাই তো আসি। হুম....

যদিও কিছু কিছু ক্ষেত্রে এই নেশা একটা ভয়ংকর শব্দ, আর এই নেশার জন্য মানুষ কিনা করে !! নাহয়, এই ভয়ংকর কিছু থেকে আমাদের জন্য ভাল কিছু হল !!

ধন্যবাদ ।

৩১ শে মে, ২০১৭ সকাল ১০:৪১

ভ্রমরের ডানা বলেছেন:
বুকে আসেন ভাই! আপনার ভালবাসায় আমি মুগ্ধ! আমার সৌভাগ্য যে আপনার মত একজন সহব্লগার পেয়েছি। আপনাকে আবারো ধন্যবাদ!

১২| ৩১ শে মে, ২০১৭ সকাল ১০:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
হাত মেলালে বা বুক মেলালে এমনিতে মেলাবো কোন প্রকার স্বাথের কারণে না। হয়, পাম দিয়েন না বেশি এমনিতেই ভালবাসি !! =p~

৩১ শে মে, ২০১৭ সকাল ১০:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:
শাহরিয়ার ভাই, তুমি খুব সাচ্চা দিলের পোলা। ইচ্ছে করে আপনারে পুরান ঢাকার ম্মাম্মা কাবাব নিয়ে ইফতারি করাই। কয়েকবার দলেবলে গেছি। ফাস্ট ক্লাস। স্বাদ জবরদস্ত!

১৩| ৩১ শে মে, ২০১৭ সকাল ১১:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ওহ আচ্ছা তাই ! বড় লোকের বড় কারবারের মধ্যে আমি নেই , এক গ্লাস পানি অফার করলেই খুশি। ;)
আমি যাইগা, ধন্যবাদ
ভালো থাকুন ।

৩১ শে মে, ২০১৭ সকাল ১১:২১

ভ্রমরের ডানা বলেছেন:


ওকে, ভাইয়া ওকে! ইহা বড়লোকি নহে। সবচেয়ে সুস্বাদু খাবারের কথা বলেছি মাত্র। ভায়া পুরান ঢাকায় সবচেয়ে সস্তা ইফতারি পাওয়া যায়।

যাউকগা কবিতা তো ঝাক্কাস লিখতাছেন, আস্তে আস্তে পড়ি!

১৪| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:২৬

শাহারিয়ার ইমন বলেছেন: বেশ ভাল লাগল কবিতা ,ছবি দুটাই

৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:০১

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ, শুভকামনা!

১৫| ৩১ শে মে, ২০১৭ দুপুর ২:১৫

ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ কাব্যে মুগ্ধতা +++

৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:০২

ভ্রমরের ডানা বলেছেন:

ধ্রুবক ভাই, অনুপ্রাণিত করে গেলেন। ধন্যবাদ!

১৬| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৩২

কানিজ রিনা বলেছেন: অসাধারন লেখনী সাথে গ্রামের ছবি গুলা
এটা আমার গ্রামের অহংকারের ছবি।
আলাদা ভাললাগা।
যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু
মুহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।
অনেক ধন্যবাদ,

৩১ শে মে, ২০১৭ রাত ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার সুন্দর অনুভবের জন্য ধন্যবাদ! সযতনেনে থাকুক প্রিয় গ্রামগুলো চিরদিন! সেই কামনা নিরবধি!

১৭| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা পড়তে পড়তে গড়িয়ে পড়ে কবিতাতেই ডুবে গেলাম, সেইখান থেকে উঠে মনে হলো কবিতা ভীষণ ভালো হয়েছে। মনে হয় অন্যরাও আমার সাথে একমত।

৩১ শে মে, ২০১৭ রাত ১১:৪২

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার মুল্যবান মতামতের জন্য অশেষ ধন্যবাদ সুপ্রিয় সনেট লেখক! কবিতার অনুভবে শুভেচ্ছা ও প্রীতি জানবেন।

১৮| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৮

নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো কবিতা ও ছবিগুলো ।
++++
শুভকামনা ।

৩১ শে মে, ২০১৭ রাত ১১:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:



ভালবাসা জানবেন সুপ্রিয় কবি! কবিতার অনুভবে প্রীতি ও শুভেচ্ছা!

১৯| ৩১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । কবিতা এবং ছবি ।+

৩১ শে মে, ২০১৭ রাত ১১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ সুপ্রিয় কবি! ভাল থাকুন নিরন্তর!

২০| ৩১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভাগার শেকড় বন্ধন জুড়ে শুধুই
দেখি একফালি সবুজের চাষ,
শান্তি শুধু শান্ত মায়ের কোলে
জীবন খুঁজে পায় জীবন-শ্বাস!

শেকড়ের টানে জীবনের স্বস্তির চিরায়ত আহবান!

মুগ্ধতা

+++++++++

৩১ শে মে, ২০১৭ রাত ১১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:

শেকড়ের সন্ধানে যে বন্ধনাদি খুঁজে পেয়েছি তার টানেই কবিতাটি লেখা! আপনার মুগ্ধতায়য় কবিতার স্বার্থকতা! ভালবাসা জানবেন সুপ্রিয় কবি! আল্লাহ্‌ মেহেরবান!

২১| ৩১ শে মে, ২০১৭ রাত ৮:০৮

সুমন কর বলেছেন: ছবি আর লেখা, প্রতিটি সুন্দর।

৩১ শে মে, ২০১৭ রাত ১১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ সুমন দা! গ্রাম গুলো বেচে থাকুক এটাই একমাত্র চাওয়া। ভালবাসা জানবেন!

২২| ৩১ শে মে, ২০১৭ রাত ৯:৩১

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা,



আসলে শেকড়ের বন্ধন
না যায় কখনও খন্ডন.........

ছবি সহ সুন্দর কবিতা ।

৩১ শে মে, ২০১৭ রাত ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:




খাটি কথাই বলেছেন সুপ্রিয় লেখক ও কবি! গ্রামের হাওয়া বাতাসে যে শান্তির জল তার আহব্বানেই এই শেকড় বন্ধন। আশা শুধু শান্ত মায়ের আঁচলে মাথা গুজার গুজারেশ!


কবিতার অনুভবে আপনাকে অশেষ ধন্যবাদ!

২৩| ৩১ শে মে, ২০১৭ রাত ৯:৫৫

শরতের ছবি বলেছেন: বড্ড সুন্দর ছবি , কবিতায়
হৃদয় ছুঁয়ে যায়...
মন বলে , আমি কোথায়
ভ্রমরের ডানা ধরে
এসেছি তার বাগিচায় ।।

০১ লা জুন, ২০১৭ রাত ১২:০১

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার মিষ্টি কবিতাটি পড়ে খুব আনন্দ পেলাম। এমন মিষ্টি অনুভবের জন্য মিষ্টি মন থাকা চাই! গ্রামের প্রতি আপনার ভালবাসার প্রকাশ সত্যি আমাকে মুগ্ধ করে গেল!

আমি খুঁজে দেখি তারে আমার
সবুজ সবুজ কবি-
কাশফুলে ছেয়ে দিয়ে এল
মিষ্টি শরতের ছবি!

উদার জমিন আসমান বেয়ে
সাদা মেঘের তরী-
মোহন বাশি বাজিয়ে
এল ডানাকাটা পরী!

২৪| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:২৬

উম্মে সায়মা বলেছেন: অভাগার শেকড় বন্ধন জুড়ে শুধুই
দেখি একফালি সবুজের চাষ,
শান্তি শুধু শান্ত মায়ের কোলে
জীবন খুঁজে পায় জীবন-শ্বাস
!
ওয়াও! অসাধারণ ডানা ভাই। খুব সুন্দর।++++

০১ লা জুন, ২০১৭ রাত ১২:০২

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে প্রীতি ও শুভেচ্ছা! ভাল থাকুন সবসময়!

২৫| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: দুপুরে মন্তব্য করতে চেয়ে লগইন করতে পাচ্ছিলাম না। তবে দারুণ হয়েছে ছবি এবং কবিতা।

০৫ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা পাঠে ও চমৎকার মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম প্রামাণিক ভাই। শুভেচ্ছা ও শুভকামনা!

২৬| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:২৭

ডঃ এম এ আলী বলেছেন: ছবিসহ সুন্দর লিখেছেন ।
মাঠের পরে মাঠ পেরোলেও সবুজ ফুরায়না , এমনইতো হওয়ার কথা ছিল।
তবে সময়ের চাহিদার সাথে পাল্লা দিয়ে অসঙ্গত অসময়ের পরিক্রমায় কৃত্রিমতার গতিশীল উথ্থানে যান্ত্রিক সভ্যতার আধুনিক উৎকর্ষতায় পণ্যের বাজারে শিক্ষিত জনগুষ্ঠির বহমাত্রিক বিপননে, শহড়ময় মৃত্তিকা আচ্ছাদিত কঠীন পাষানে অনাবিল প্রকৃতির সজীব সান্নিধ্য ক্রমশ পাথরের নীচে হারিয়ে যায় । সবুজ প্রকৃতিতে হালকা বৃস্টিতে গাছের শেকড়ের মাটি ক্ষয়ে যায় , প্রজন্মের কাছে অনেকই তখন অচেনা হয়ে যায় , দৃস্টি জোড়ে মুক্ত দিগন্ত খুব সহজে চোখে পড়েনা, ফুলে ফলে সবুজের সমারোহ তখন হয়ে যায় মেলা ভার । সবুজ প্রকৃতি মানবতাকে গিলে খায়, রক্তে বিষ ছড়ায় প্রলুব্দ উম্মাদনায় । খোলা জায়গায় অপ্রতুল মাটি তাও অনুর্বর দুষনের বিষাক্ততায়, দুষনের মাটি আকড়ে ধরেই যেন শেকড়ের সন্ধানে কিছু গাছ বাঁচে , বহু কষ্টের অভিযোজনে মরেও বেঁচে থাকে মানব কল্যানে , তাই কামনা করি জয় হোক শেকড়ের বন্ধন কবিতার ।

শুভেচ্ছা রইল ।

০৫ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:
আধুনিকতায় ভেসে আমরা কোন এ পথে যাচ্ছি? চেনা মানুষ চেনা গ্রামগুলো হারিয়ে যাচ্ছে। শহরের জঞ্জালাদি কেড়ে নিচ্ছে মনের চোখের নান্দনিকতা। গ্রামের পুরোনো খেলা, ঐতিহ্য, ইতিহাস, জীবন যাত্রাদি, অভিরুচি, সব বদলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে। তবুও এই গ্রামই আমাদের শেষ আশ্রয়। শহর তো দানবিকতায় ভরে আছে।


পাঠে ও অসাধারণ মন্তব্যে আপনাকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.