নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ -১০- ডার্কনেস অব হার্ট

০১ লা জুন, ২০১৭ রাত ১০:২৫




এই দিবাগত রাতের হুতুম
ঘড়ির কাঁটায় চেপে ধরেছে
চেনা পথের বেনামি জগদ্দল পাথর।
গতি নেই শিশুতোষ লাটিমের ঘুর্ণন পথে-
থমকে থাকা স্নায়ুর কানে
কত রূপকথা গানপাখি,
ডালে ডালে কত ঘুম পাড়ানিয়া গান;
রাত এসেছে শুনশান শিরায় শিরায়-
ঘুমিয়ে পড় রাতের প্রহরী!

এই অশরীরী রাতের পর্দা খুলে
নামে সরীসৃপাদির হিস হিস ছোবল;
ফিন তোলে হায়েনার চকচকে দাঁত-
যেন খুবলে নেবে বনহরিনীর সবটুকু প্রাণ।

সারমেয় হুংকার তোলে হাতির শরীরে কম্পন,
রক্তচোষা বাদুড়ের ঝাপটায় ওষ্ঠাগত
ঘোড়ার পাঁজরের ভেতরে
ডিব ডিব গাধার হৃদপিন্ড।
ক্রান্তিবৃত্তে ঘুরছে সিংহ শাবক,
বল নেই নখরঞ্জনীর মিথ্যে থাবায়!

এই দিবাগত রাতেই সকল মানবতার
গোরস্তানে বিদায় হে সুখপ্রদ কাল বিদেহী
মহাপ্রাণ, অস্থিরতার এই চক্রবাকে তুমি ঘুমাও-
আর আমরা স্বাক্ষী হুতুম ঘড়ির কাঁটায় থমকে
শিশুসম খেলার ঘুর্ণিবিহীন লাটিম,
হায়েনার থাবানো বনহরিনীর অবশিষ্ট প্রাণ-
অভিশাপগ্রস্ত হয়ে রাহুমুক্তির অপেক্ষায়।


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৪৭ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
উপরের ছবিটা দেখি অনেক কথা বলছে; এক দিকে মৃত্যুর পথ ,আরেক দিকে মুক্তি ! :(



আর কবিতা আরো কয়েক বার পড়তে হবে ।

০১ লা জুন, ২০১৭ রাত ১১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি যথেষ্ট গভীর। আমরা স্বাক্ষী, মরছে হরিনী, হাতি সিংহ ঘোড়া সব কাত। কুকুর আর হায়েনার রাত পৃথিবী জুড়ে। দিন নেই, আলো নেই। রাহুগ্রস্ত আমাবস্যা বলতে পারেন! অভিশপ্ত লাটিমের ঘুর্ণিতে আপনি আমি!


প্রথম মন্তব্যে শুভেচ্ছা ও শুভকামনা!

২| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:৪১

শাহারিয়ার ইমন বলেছেন: হায়েনার থাবানো বনহরিনীর অবশিষ্ট প্রাণ-
অভিশাপগ্রস্ত হয়ে রাহুমুক্তির অপেক্ষায়।

অসাধারন

০১ লা জুন, ২০১৭ রাত ১১:১৪

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ সহব্লগার! শুভেচ্ছা ও শুভকামনা!

৩| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:৪৮

সুমন কর বলেছেন: অনেক দিন ধরে বলা হয় না, অসাধারণ। +।

০১ লা জুন, ২০১৭ রাত ১১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:


অনেক বড় পাওয়া!


আপনাকে অশেষ ধন্যবাদ সুমন দাদা! ভাল থাকুন সে প্রার্থনা রইল!

৪| ০১ লা জুন, ২০১৭ রাত ১১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ +++++

০১ লা জুন, ২০১৭ রাত ১১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে ধন্যবাদ সহব্লগার! অশেষ শুভকামনা ও প্রীতি জানবেন!

৫| ০১ লা জুন, ২০১৭ রাত ১১:১৫

নাগরিক কবি বলেছেন: একদিন।মানবতার মুক্তি হবে। আমরা আশাবাদী।

অসম্ভব সুন্দর হয়েছে। B-)

০২ রা জুন, ২০১৭ রাত ৩:০৪

ভ্রমরের ডানা বলেছেন:



মানবতা বাচুক তবে। মানুষের মনে ও উঠোনে! অশেষ শুভকামনা!

৬| ০১ লা জুন, ২০১৭ রাত ১১:১৮

শায়মা বলেছেন: কবিতা আর ছবিতা দুইটাতেই ভালোলাগা আর ভালোবাসা ভাইয়া!!!!!!! :)

০২ রা জুন, ২০১৭ রাত ৩:০৫

ভ্রমরের ডানা বলেছেন:



শুভেচ্ছা ও শুভকামনা আপু!

৭| ০২ রা জুন, ২০১৭ রাত ১:১৮

উম্মে সায়মা বলেছেন: কঠিন কবিতা। B:-) ভালো লাগল ভ্রমরের ডানা ভাই। আপনার শব্দ বুনন খুব শক্তিশালী।

০২ রা জুন, ২০১৭ রাত ৩:০৬

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ, কবিতার প্রয়োজনে একটু এভাবেই লেখা! শুভেচ্ছা ও শুভকামনা সতত!

৮| ০২ রা জুন, ২০১৭ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:


আজ রাতের বিশাল থাবা হচ্ছে, গ্লোবেল ওয়ার্মিং গ্রুপ থেকে আমেরিকা সরে গেলো।

০২ রা জুন, ২০১৭ রাত ৩:০৯

ভ্রমরের ডানা বলেছেন:


থাবানো চলছে, বিশ্ব মোড়লের থাবা! এরপর কে?



চীন রাশিয়া নাকি ভারত, ইউকে? উন্নত বিশ্বের অবনত মানসিকতা! অমুকপন্থী তমুকপন্থী!
খুব হতাশ লাগছে!

৯| ০২ রা জুন, ২০১৭ সকাল ১০:০৩

স্বতু সাঁই বলেছেন: আমরা হলাম রাত কানা,
কথা বলি পাকনা পাকনা।
হাঁড়ির ভেতরে কিচ্ছু নেই,
খালি হাঁড়ি বাজেও সেইি!!

০২ রা জুন, ২০১৭ দুপুর ১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:


খাটি কথা তেতো হলেও সত্য! আপনাকে ব্লগে স্বাগতম!

১০| ০২ রা জুন, ২০১৭ বিকাল ৫:২২

জুনিয়ার ব্লগার বলেছেন:
সুন্দর কবিতা +

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৪২

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও মন্তব্যে আপনাকে ধন্যবাদ!

১১| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবে জানি হিরক রাজার দেশে
কবিরা হয়ে যায় -রাজ আসামী!!!

কবিদের অভিযুক্ত করা হবে - রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, মানবতাবাদী বলে
কারণ তারা কবিতায় মানবতার কথা বলে! জনতার কথা বলে, দেশের কথা ভাবে
মুক্তির স্বপ্ন আগুন জ্বালায় হৃদয়ে!!!!!

;)

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:


দেশের মধ্যে না বিশ্ব নিয়েও ভাবনার জাল বিস্তৃত। পৃথিবীর ক্রীড়াভূমে যত অনাচার তার দিকেই তাকিয়ে দেখি আমি শুধুই নীরবচারী! এতটুকুও কিছু করার নেই। বিষয়টা খুব পীড়াদায়ক ভিগু ভাই।


কবিতা পাঠে ও কমেন্টে আপনাকে অশেষ ধন্যবাদ!

১২| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১০

ধ্রুবক আলো বলেছেন: একদম অসাধারণ কাব্য, খুব ভালো লাগলো +++

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:


ধ্রুবক ভাই, কবিতার অনুভবে আপনার জন্য অশেষ ভালবাসা। প্রীতি ও শুভেচ্ছা রইল!

১৩| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি বিরূপ পরিবেশ । সুন্দর ছবি +

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৫১

ভ্রমরের ডানা বলেছেন:

ধরিত্রী কবে ফেটে পড়ে ক্ষোভে তার ঠিক নেই। সত্যি বলেছেন। অনুভবে ভালবাসা রইল!

১৪| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:৪৪

জুন বলেছেন: হুতুম পেঁচা আমার খুব প্রিয় তেমনি প্রিয় আপনার কবিতা ভ্রমরের ডানা :)
ভালোলাগা রইলো।
+

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:

জুন আপু, আপনি আমার প্রিয় ব্লগারদের একজন। আপনার হুতুম পেচা পছন্দ জেনে খুব জানতে ইচ্ছে করছে ঠিক কি কারনে এই পাখিটি আপনার পছন্দ। অবশ্য তার নীরিহ গম্ভীরতা আমারো ভাল লাগে। তবে আমার কবিতা আপনার মত জনপ্রিয় ব্লগারের প্রিয় জেনে মনে উৎফুল্লতা কাজ করছে। সত্যি এ অনেক বড় উপহার!



ভাল থাকুন জুন আপু। অশেষ শুভকামনা!

১৫| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অভিশাপগ্রস্ত হয়ে রাহুমুক্তির অপেক্ষায়। কিন্তু রাহু মুক্তি কি আর ঘটে? এক রাহু বিদায় হলে আরেক রাহু উপস্থিত হয়।

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার চিন্তার দুয়ার কবিতায় খোলা! ভেবে নিতে পারেন যা ইচ্ছে। তবে আমি আশাবাদী। কারণ সত্যের জয় রুখে সাধ্য কার!


প্রিয় সনেটকার কবিতার অনুভবে আপনাকে শুভেচ্ছা জানাই। ভাল থাকুন নিরন্তর!

১৬| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



একটু যেন কঠিন মনে হলো ।
তবে এই রূপকল্পটুকু ভালো লাগলো ---
....রক্তচোষা বাদুড়ের ঝাপটায় ওষ্ঠাগত
ঘোড়ার পাঁজরের ভেতরে
ডিব ডিব গাধার হৃদপিন্ড।


০২ রা জুন, ২০১৭ রাত ১০:০৩

ভ্রমরের ডানা বলেছেন:



মাঝে মাঝে এমন লেখা লেখতে ভাল লাগে।রুপক কবিতার কিছু অংশভাগ ভাল লাগায় ধন্য হ'লাম!


শুভেচ্ছা ও শুভকামনা! আল্লাহ্‌ মেহেরবান!

১৭| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:৪৫

এডওয়ার্ড মায়া বলেছেন: আমি না
শায়মাপু বলেছেন কবিতা আর ছবিতা দুইটাতেই ভালোলাগা আর ভালোবাসা ভাইয়া!!!!!!! :)

০২ রা জুন, ২০১৭ রাত ১০:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



আরে মায়া ভাই, কতদিন পর! সুস্বাগতম! আপনাকে একটু হাসের ডিম দেই। অনেক সুস্বাদু! প্লিজ না করবেন না।

খেয়ে দেখুন মজা পাবেন। কড়া করে মরিচ দিয়ে ভুনা করা।


একটা জিনিস জানার ছিল সেটা হল আপনার দিলদারের প্রোফাইল পিক টা কই। ওতে আপনাকে জোস লাগত!

০২ রা জুন, ২০১৭ রাত ১০:১৪

ভ্রমরের ডানা বলেছেন:
ও বলতে ভুলেই গেছি,

লেখক বলেছেন:



শুভেচ্ছা ও শুভকামনা!

১৮| ০২ রা জুন, ২০১৭ রাত ১১:১৮

এডওয়ার্ড মায়া বলেছেন: রমজানুল মোবারাক ভাইয়ামনি/আপামনি :)
:-P
প্রো পিক্টা চেঞ্জ করতে আমাকে একজন অনুরোধ করছে তাই চেঞ্জাইলাম :)
ভাল থাকুন এবং সুস্থ থাকুন

০৩ রা জুন, ২০১৭ রাত ১১:২৩

ভ্রমরের ডানা বলেছেন:


আপু, ধন্যবাদ। আপনার নতুন পিক টা বেশ হয়েছে। রমজানুল মোবারক!

১৯| ০২ রা জুন, ২০১৭ রাত ১১:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: একটু সহজ করা যেত না?

০৩ রা জুন, ২০১৭ রাত ১১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

পরিস্থিতি যেমন কবিতাও তেমন। এর থেকে সহজ রূপক মাথায় এল না রাজপুত্র! আর আপনি কঠিন বলছেন, আপনি!

যথেষ্ট কঠিন হয়েছে তবে!



কবে যে শুধরাব! শুভকামনা। আপনাকে পেয়ে খুব ভাল লাগছে!

২০| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৮:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য

কবিতায় ভালোলাগা।
প্রথম পাঠে বুঝতে বেশ কষ্ট হয়েছে।

০৩ রা জুন, ২০১৭ রাত ১১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

একটু কঠিন বটে। রূপকে ঠাসা! এভাবে মাঝেমাঝে চলে আসে! কি করব বলুন! ছন্দেবন্ধে লেখায় ফিরে যেতে হবে! অশেষ ধন্যবাদ সামিউল ভাই!

২১| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:০৩

নীলপরি বলেছেন: মহাপ্রাণ, অস্থিরতার এই চক্রবাকে তুমি ঘুমাও-
আর আমরা স্বাক্ষী হুতুম ঘড়ির কাঁটায় থমকে
শিশুসম খেলার ঘুর্ণিবিহীন লাটিম,
হায়েনার থাবানো বনহরিনীর অবশিষ্ট প্রাণ-
অভিশাপগ্রস্ত হয়ে রাহুমুক্তির অপেক্ষায়।


অনবদ্য হয়েছে । ++++++++

০৩ রা জুন, ২০১৭ রাত ১১:২৯

ভ্রমরের ডানা বলেছেন:

কবির মন্তব্য পেয়ে ধন্য হলাম! শুভকামনা সতত!

২২| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:৩২

বিজন রয় বলেছেন: কবিতায় ছন্দের অভাব রয়েছে।

তবে শব্দময় কবিতা।

++++

০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



যাক একটা কিছু হয়েছে তবে! অশেষ শুভকামনা ও প্রীতি জানবেন!

২৩| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতা ও ছবি মিলেমিশে একাকার।

০৫ ই জুন, ২০১৭ রাত ৩:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:
আপনাকে আন্তরিক ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.