নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ -১১- বার্ন ইন হেল

১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৪৬




বয়ে যাও হে দহন পবন; শতাব্দীকাল দাবানল
বয়ে যাও শতগুণ হয়ে সাব্যসাচী লৌকিকতায়
নেচে যাও শতদ্রু বাস্তবতায়-
আর অনাচার ফুঁড়ে হোক পাক
এই জাহান্নামীদের বুকে বুকে,
মুক্ত কর মানব যত মরছে যারা ধুঁকে ধুঁকে।

অগ্নিবীণার সুরে গেঁথে দাও
পাপীর বুকে এক হাহাকার,
অমানুষ জ্বলুক তার নিজ অগ্নি মুখে;
রাজন্য এসো; এসো-
কু'ন ফায়া কু'ন-
খেল দজলা ফোরাত হাবিয়ায়;
শ্যামল পিঙল বসুধায়;
আর্তস্বরের দিকে দিকে!

অসীম তুমি,
জিঞ্জির যত পিঞ্জির জুড়ে;
ভেঙে দাও তার বাঁধ-
প্রবল প্রতাপে চূর্ণিত কর
যত পাপীয়সী গড়েছে ফাঁদ;
নিরীহ মানবতার পথ ঝুকে!

বর্বর যত পশুপতি নর; হৃদে চিত্রিত লুসিফার-
আঘাত হান পাষণ্ড বুকে;
স্বপ্নভূক নির্বাণ হোমে জ্বলে পুড়ুক সে ছারখার!



সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৬২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৫৩

বিজন রয় বলেছেন: প্রথম চার লাইন অনেক অগ্রগামী।

এত বিদেশী শব্দের ব্যবহার?

অগ্নিবীণা হবে।

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:


প্রথম মন্তব্যে ধন্যবাদ কবি বিজন রায়! আসলে ভিন্নতা আনার উদ্দেশ্যেই বিদেশি শব্দচয়ন। বেশি হয়ে গেল বুঝি! অবশ্য কিছুটা কবিতার প্রয়োজনেই! যেমন কুন ফায়া কুন অর্থ সৃষ্টিকর্তার অলৌকিক বিশেষ ক্ষমতা ! এছাড়া এমন শব্দের প্রতি আমার ভাললাগাও কাজ করেছে! আর অঅগ্নিবীণা বানানটি জানা ছিল, প্রিন্টিং মিস্টেক! সরি!

২| ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:০১

ঋতো আহমেদ বলেছেন: বাহ্, দারুণ তো। অপূর্ব ছন্দের ঝংকার।

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৪১

ভ্রমরের ডানা বলেছেন:




কবির থেকে এমন মন্তব্য পেয়ে আপ্লুত হলাম! অনেক অনেক শুভকামনা কবি! ভাল থাকুন!

৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবিটাতো মনে হচ্ছে সত্যি নরগের কোন অংশ। কবিতার কিছু কিছু অংশ অনেক সুন্দর।

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:



হ্যা, ঠিক ধরেছেন। তবে এটি পুরোটাই কাল্পনিক! নরক কি কেউ দেখেছে মাইদুল ভাই! তবে হয়ত হবে এমনি কিংবা আরো হাজার গুণ ভয়ংকর! কবিতার কিছু অংশ ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে! আপনার মুল্যবান মন্তব্যে অনুপ্রাণিত হলাম! শুভেচ্ছান্তে!

৪| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৩৩

সুমন কর বলেছেন: অসীম তুমি,
জিঞ্জির যত পিঞ্জির জুড়ে;
ভেঙে দাও তার বাঁধ-
প্রবল প্রতাপে চূর্ণিত কর
যত পাপীয়সী গড়েছে ফাঁদ!
-- সুন্দর। +।

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে ধন্যবাদ সুমন ভাই! শুভ রাত্রি!

৫| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: অমানুষ জ্বলুক তার নিজ অগ্নি মুখে; মনে হচ্ছে, উপরের দু-লাইন এক কথা বলছে, আর এ লাইন আরেক কথা ।
এ লাইন বুঝিনি,,,,,,,,,,?


কবিতা সুন্দর হয়েছে +++

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:


শাহরিয়ার কবির আপনার প্রশ্নের ব্যাখ্যা দিলাম-


অগ্নিবীণার সুরে গেঁথে দাও
পাপীর বুকে এক হাহাকার, ( পাপীর বুকে হতাশা আর ব্যর্থতার নেমে আসুক)
অমানুষ জ্বলুক তার নিজ অগ্নি মুখে (যাতে নিজের মুখে সে নিজেকে ধিক্কার দেয় আর বারবার অনুশোচিত হয়ে নিজ মুখের কথায় পুড়ে যায়)


আরো কিছু জানতে চাইলে বলুন? নো প্রব্লেম!


অনুভবে শুভেচ্ছা রইল!

৬| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:১৪

নাগরিক কবি বলেছেন: আমি শুধু বলবো, " বাহ! "

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৫২

ভ্রমরের ডানা বলেছেন:

আমারো বলতে ইচ্ছে করছে- আহ! ধন্যবাদ!

৭| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: অনেক দিন পরে আপনার দেখা পেলাম ।। এখন একটু বিজি ৩০ মিনিট পরে ফিরছি .........
যদি অনলাইনে থাকেন তাহলে কথা হবে ।

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:

আরেহ এত উচ্ছাস!! কবি, ঠিক আছে তবে! আছি আরো ঘন্টা খানেক! হা হা হা!

৮| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
হুমম, ঠিক আছে ।। ধন্যবাদ ।।
আর কোন প্রশ্ন নেই । যাইহোক,

আপনি কেমন আছেন ?

২০ শে জুন, ২০১৭ রাত ১২:২৯

ভ্রমরের ডানা বলেছেন:
নট ব্যাড, নট গুড। মাঝামাঝি আরকি! বিটুইন নো ম্যান্সল্যান্ড অব অনুভূতি! আপনার কি অবস্থা?

৯| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:২৮

সেমাই এখনো টানেনি ক্রেতাদের বলেছেন: ভাইয়ু!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

কেন মুগ্ধ জানিনা!!!!!!!!

:(

২০ শে জুন, ২০১৭ রাত ১২:৩১

ভ্রমরের ডানা বলেছেন:
ওলে ভাইতা আমাল লে!!! আলো ল্যাডাও লে! মডু সাইজ কলাল আগে ল্যাডায় নাও লে!

১০| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার মত মাঝামাঝির চেয়ে একটু নিচে ।। =p~ আমার আবার থাকা ।।

২০ শে জুন, ২০১৭ রাত ১২:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:

খালি প্রেম নিয়ে লেখেন কেন? অন্য বিষয় টানেনা বুঝি? অবশ্য সম্পূর্ণ আপনার ইচ্ছে!

১১| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা.... কি উত্তর দেই ।। সবাই সব বিষয় নিয়ে লেখে, তা পাড়ি । আমি নতুন কোন বিষয় খুজেঁ পাই না ।। =p~

২০ শে জুন, ২০১৭ রাত ১২:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:
কিউট উত্তর দিয়েছেন। তবে কবি রিয়েলিটি হল প্রেম সর্বময় আকর্ষণকারী! সবখানেই করে! কবিতায়, উপ্ন্যাসে, গল্পে, আড্ডায়! হা হা হা!

১২| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:৫৫

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

২০ শে জুন, ২০১৭ রাত ১:০৪

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ধন্যবাদ প্রামাণিক ভাই! ভাল থাকুন নিরন্তর!

১৩| ২০ শে জুন, ২০১৭ রাত ১:০২

শাহরিয়ার কবীর বলেছেন: হুমম, বিজ্ঞানের কল্যাণে মানুষ মরেছে কিন্তু কবিতা, গল্প, উন্যাস কাউকে মারেনি ।। আপনাদের মত আমার এতো সময় কই !! একটু সময় পেলে, ব্লগে কবি, সাহিত্যদের সাথে একটু আড্ডা দেওয়া জন্য তো আমার ব্লগিং করা।

২০ শে জুন, ২০১৭ রাত ১:১০

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কথাতে যুক্তি আছে। বিজ্ঞান মানুষ মারছে কাব্য নয়! সহমত! তবে প্রেম কিন্তু মারছে। প্রেম অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক সব খানে সমানে দমাদম আজকাল মারছে!


যাকগে, আপনার ইন্টারেস্ট নষ্ট করব না। আমিও প্রেমের পূজারী। তবে সব প্রেম প্রেম নয়! কিছু কিছু শুধুই মায়া আর কিছু বিশুদ্ধতা! প্রেম উপর্যুক্ত ললনার খোজ না পেলে তা শুধুই মোহ মায়া! এ যুগে তা বড়ই কঠিন!

১৪| ২০ শে জুন, ২০১৭ রাত ১:২৫

জাহিদ অনিক বলেছেন: বাহ ।
কবিতায় জোশ আছে !
এ ধরা মুক্ত হোক জরা থেকে ,
দেখা হোক পাপীদের সাথে পাপালয়ে,
কথা হোক জ্বলন্ত চুল্লির সামনে ।

শুভ কামনা ।

২০ শে জুন, ২০১৭ রাত ৯:১৫

ভ্রমরের ডানা বলেছেন:


পাপী দিয়ে ভরে গেছে চারপাশ! জঘন্য এই নরকের কীটদের চরম শাস্তিভোগ করা উচিত!


কবিতার অনুভবে শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার! ভাল থাকুন! সবসময়!

১৫| ২০ শে জুন, ২০১৭ ভোর ৪:৫৪

উম্মে সায়মা বলেছেন: এত অভিশাপে তো পাপী পুড়ে ছারখার হয়ে যাবে ডানা ভাই। এ কবিতাটা অনেক বেশি ভালো হয়েছে। শুভ কামনা।

২০ শে জুন, ২০১৭ রাত ৯:২২

ভ্রমরের ডানা বলেছেন:




অভিশাপ কি সুধু আমি একাই দিচ্ছি, সকলেই দিচ্ছে। পাপাচারীদের জন্য কোন মায়া নেই। সবাই ধিক্কার দেয় ওদের। তাদের এই সকল কর্মের সাজা তারা পাবে না এটা কিছুতেই হতে পারে না। ওরা ছাড়খার হোক!



কবিতাটি ভাল মনে হয়েছে দেখে অনুপ্রাণিত হলাম! শুভেচ্ছা ও শুভকামনা জানবেন!

১৬| ২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:২২

মোস্তফা সোহেল বলেছেন: আমার কাছে একটু কঠিন মনে হয়েছে।

২০ শে জুন, ২০১৭ রাত ৯:২৯

ভ্রমরের ডানা বলেছেন:


কিছু কঠিন শব্দ আছে তাই এমন মনে হয়েছে সোহেল ভাই। কুনফায়াকুন মানে স্রষ্টার অলৌকিক শক্তি; লুসিফার - শয়তান এই তো!


বাকি সব পরিচিত শব্দ!


কবিতাটি আপনার নিকট কঠিন মনে হবার জন্যে দুঃখ প্রকাশ করছি! চেষ্টা থাকবে কবিতায় আরো সহজসাধ্য ও সহজবোধ্যতা আনার! সাথে থাকুন! ধন্যবাদান্তে!

১৭| ২০ শে জুন, ২০১৭ দুপুর ১:০১

মনিরা সুলতানা বলেছেন: বেশ কিছুদিন থেকে এই ধারার শব্দগুলো আমাকে টানছে ; খুব করে ভাবলাম সুহর ,ইমশাক নিচোরে কিছু লিখবো ।
কিছু শব্দের মানে বোঝাটাও অনেক আনন্দের ; আমার সমস্যা হল আমি সব বিষয়ে লিখতে পারি না :(
আপনার অশুভের প্রতি ধিক্কার দারুন কিছু শব্দে মুনেহশিদ হয়েছে ।

২০ শে জুন, ২০১৭ রাত ৯:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:


সুহর ,ইমশাক নিচোরে শব্দগুলোর অর্থ জানা নেই আপু।কয়েকটা খুঁজে দেখলাম। পেলাম তবে অর্থ ভিন্ন ভিন্ন। আপনার কবিতার পরে এই শব্দদলের প্রতি শব্দের প্রতি অনুরাগ দেখে মুগ্ধ হলাম! সত্যি কত কি যে জানার আছে তার ইয়াত্তা নেই! আপনার মন্তব্যে নতুন কিছু জানা হল!


কবিতার অনুভবে অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় কবি! ভাল থাকুন সবসময়!

১৮| ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:৩১

ধ্রুবক আলো বলেছেন: পাপীর বুকে এক হাহাকার,
অমানুষ জ্বলুক তার নিজ অগ্নি মুখে;

দারুন +++

২০ শে জুন, ২০১৭ রাত ৯:৫১

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার অনুভবে অনেক ধন্যবাদ সুপ্রিয় সহব্লগার! অমানুষররা জ্বলে পুড়ুক তার নিজ হাতে বানানো নরকে!

১৯| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: তবে সব প্রেম প্রেম নয়! কিছু কিছু শুধুই মায়া আর কিছু বিশুদ্ধতা! প্রেম উপর্যুক্ত ললনার খোজ না পেলে তা শুধুই মোহ মায়া! এ যুগে তা বড়ই কঠিন!
কি জানি প্রেমের সঠিক সংজ্ঞা আমার জানা নেই !! আর মেয়েদের পলিটিক্সও বা সিগন্যাল আমি বুঝিনা এবং তা বোঝার চেষ্টাও করি না।। আর আমার ব্লগের পারসোনালিটি দেখলে অনেকের অনেক কিছু মনে প্রশ্ন জাগে, এই তো ??? কিন্তু তার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, হুমম, তবে একটা বন্ধনে আবদ্ধ হতে হবে, তা সময় বলে দেবে......।। আর ব্লগে যা আছে সব কাল্পনিক ।।আমার ব্লগটা ওপেন করলেই মনে কবিতা চলে আসে..... যদিও আমি কবি না, কবির B-) একারণে, অন্য কোন বিষয় নিয়ে লেখা হয় না!! তবে হ্যাঁ, একটু হলেও সিজোফ্রেনিয়া রোগী বলতে পারেন, একটু হলেও অলীক স্বপ্নের বিভোরে আছি কিন্তুু বাস্তবতার দুয়ারের তা ধরা ছোঁয়া-বাহিরে..।। যাইহোক, আপনার কৌতুহলী প্রশ্নের জবাব দিয়ে দিলাম । ;)

২০ শে জুন, ২০১৭ রাত ১০:১৮

ভ্রমরের ডানা বলেছেন:

নিজের তুষ্টিই সব। বাস্তবতারর প্রেম আর কাব্যরস যদিওবা বিস্তর বিস্তর দূরতায়য় তবুও সফেন হয় হৃদয় প্রেমের পরশে! কাব্যের স্বার্থকতা এখানেই দেখছি। তবে বাস্তবতায় হৃদয় মাধুরী কেবা চায়! সব পাপী আজ সৌন্দর্য খোঁজে, চর্মের মধ্যে চর্বির তুলতুলে আবেশ। হৃদয় আজ নরকের দুয়ার, যখন তখন গ্রাস করে আমাদের রিপু!


যাকগে কবি, আপনার দ্বন্দ্ব অনুভব করছি! উত্তর পেয়ে আরো ভাল হল। কিছু জানা হল কবির কাব্য রহস্যাদি নিয়ে! অনেক ধন্যবাদ কবি! কবিতার জয় হোক! ভালবাসা রইল কবি! ভাল থাকুন নিরন্তর!

২০| ২০ শে জুন, ২০১৭ রাত ৮:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বর্বর যত পশুপতি নর; হৃদে চিত্রিত লুসিফার-
আঘাত হান পাষণ্ড বুকে;
স্বপ্নভূক নির্বাণ হোমে জ্বলে পুড়ুক সে ছারখার!
সুন্দর!!!

২০ শে জুন, ২০১৭ রাত ১০:২০

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার অনুভবে ধন্যবাদ গিউলি ভাই! ভাল থাকুন নিরন্তর!!

২১| ২০ শে জুন, ২০১৭ রাত ৮:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চমৎকার শব্দ-তালে তালে গড়া
মুগ্ধতা জানিয়ে গেলাম ভাই।

২০ শে জুন, ২০১৭ রাত ১০:২১

ভ্রমরের ডানা বলেছেন:




ধন্যবাদ সহব্লগার! কবিতার অনুভবে প্রীতি ও শুভেচ্ছা জানবেন!

২২| ২০ শে জুন, ২০১৭ রাত ৯:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা

২০ শে জুন, ২০১৭ রাত ১০:২৩

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার অনুভবে অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় লেখক! আপনার মন্তব্যে অনুপ্রাণিত ও উচ্ছাসিত হলাম! শুভকামনা জানবেন!

২৩| ২০ শে জুন, ২০১৭ রাত ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় ভাললাগা কবি ।

২০ শে জুন, ২০১৭ রাত ১০:২৬

ভ্রমরের ডানা বলেছেন:



সুপ্রিয় লেখক ও কবি, আপনার অনুভবটুকুর জন্য অশেষ ধন্যবাদ! কবিতা ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হয়েছি। আপনার প্রতি রইল অশেষ প্রীতি ও শুভেচ্ছা!

২৪| ২০ শে জুন, ২০১৭ রাত ১০:৩৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর অনাচার ফুঁড়ে হোক পাক
এই জাহান্নামীদের বুকে বুকে,
মুক্ত কর মানব যত মরছে যারা ধুঁকে ধুঁকে।
দারুন বলেছেন। আর কাব্যমান অবশ্যই উত্তম হয়েছে। পাঠে অনেক ভাল লেগেছে। বলতে পারি কাব্যে আপনি স্বার্থক।

২১ শে জুন, ২০১৭ রাত ১২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় ব্লগার! আপনার মুল্যবান মতামত পেয়ে খুব ভাল লাগল! কাব্য লেখাটা শখের বসে। স্বার্থক হলে সেটাও আপনাদের অবদান! আমি তেমন ভাল লেখক নই! তবে কাব্য ভাবনাগুলো নিয়ে আমি গর্বিত!



সুপ্রিয় সনেটকার নতুন সনেট কবে পাচ্ছি?




শুভকামনা জানবেন!

২৫| ২১ শে জুন, ২০১৭ রাত ১২:১৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমি কি মন্তব্য করতে পারি তা আশা করি আপনার ধারণা আছে।তাই আর করলাম নাহ।
ভালো কবিতা ছিলো হয়ত। ;)

২১ শে জুন, ২০১৭ রাত ১২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


চেষ্টা করলে সব সম্ভব! তবে বয়স একটু ব্যাপার বটে!শুভকামনা দ্যা ফয়েজ ভাই! :P

২৬| ২১ শে জুন, ২০১৭ রাত ১:০৬

মনিরা সুলতানা বলেছেন: সুহর এবং ইমশাক আরবী শব্দ সেহরি টাইম বা সুবহ সাদিক অর্থে বুঝিয়েছি ;
নিচোর এর অর্থ নিঙরে নেংড়ে; সূর্যোদয়ের সময়টাকে নিঙরে নিয়ে কিছু লিখব !

শুভ কামনা !

২১ শে জুন, ২০১৭ রাত ১:১২

ভ্রমরের ডানা বলেছেন:



দারুণ কিছু শব্দ শিখলাম! জানা ছিলনা! অনেক সুন্দর সুন্দর শব্দ! অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি! ভাল থাকুন সবসময় এই কামনায়!

২৭| ২১ শে জুন, ২০১৭ রাত ১:১২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: লেখক বলেছেন:চেষ্টা করলে সব সম্ভব! তবে বয়স একটু ব্যাপার বটে!শুভকামনা দ্যা ফয়েজ ভাই!
এ কেমন বিচার।সবাই আমাকে এত্ত ছোট ভাবে কেনো??? /:)

২১ শে জুন, ২০১৭ রাত ১:১৮

ভ্রমরের ডানা বলেছেন:


হা হা হা! কে আপনাকে ছোট ভাবে! আরেহ আপনি তো অনেক বড় মনের দিক থেকে! ঝামেলা যা করার করছে এই বয়স টাই! এতে কার হাত আছে বলুন! হা হা হা! ফয়েজ ভাই, ডোন্ট ওরি। টাইম উইল কাম সুন। তখন আমরা আপনার কবিতা বুঝব না! হা হা হা!

২৮| ২৯ শে জুন, ২০১৭ রাত ৩:০১

স্বতু সাঁই বলেছেন: ঘুরেছি আমি স্বর্গ নরক
কোথাও নেই কোন সুখ।
ভূবনে এসে পেয়েছি সুখের খোঁজ_
হাজার কষ্টেও দেখেছি সকলের হাসিমুখ!!

২৯ শে জুন, ২০১৭ রাত ৩:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:





তাই না! বেশ ভাল!

২৯| ৩০ শে জুন, ২০১৭ ভোর ৪:১৪

স্বতু সাঁই বলেছেন: কে চায় বলো, এ জগত ছেড়ে চলে যেতে?!
যে চলে যায়_ আবার ফিরে আসে, না পাওয়াটা ফিরে পেতে!!

৩০ শে জুন, ২০১৭ সকাল ৯:২৪

ভ্রমরের ডানা বলেছেন:


তাই নাকি! বিশাল আবিষ্কার তো!

৩০| ৩০ শে জুন, ২০১৭ সকাল ১০:০৯

স্বতু সাঁই বলেছেন: এভাবেই চলে এই জগতে আসা যাওয়া_
পুনর্জন্ম ঘটে, সত্তার মুক্তি না পাওয়া!!

৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:০৯

ভ্রমরের ডানা বলেছেন:






আচ্ছা আচ্ছা, আপনার ধারণা জানা হল! বাউল ত্বত্ত্ব তাই না!

৩১| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৯

স্বতু সাঁই বলেছেন: এটা অধিবিদ্যাগত বিষয়।

৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:





বিশাল ব্যাপার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.