নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ -১২- ফেরারি

২১ শে জুন, ২০১৭ রাত ১২:৪০




আজ হয়ত নেই কিছু আর পেছনে ফেরার~
বেআইনি ভালবাসা ফুল মিশে গেছে
বুনো লতাপাতার ঘন তল্লাটে~
গহীনে গাঢ়া অন্ধকার অতলে
ঝাঁক ঝাঁক মাধুকরীদের
বিষাদ গানে ছেয়ে গেছে তাই আম্রকানন;
সফেদি গন্ধরাজের অবদমিত জলকণা;
কর্পূর ধোঁয়ায় বিশুদ্ধি কলাপাতা;
মিথ্যে আতপ চালের লাল নীল সংসার|


টুপটাপ বৃষ্টিফোঁটার
ময়নাতদন্ত শেষেও কেউ করিনি এজহার -
তুমিও নও; আমিও নই|
হঠাৎ কাল মেঘ ভেঙে নামা
ভালবাসার অস্বাভাবিক মৃত্যুর
সুরহতালে দিয়েছিলাম
সম্মিলিত দুটি গণ্যমান্য স্বাক্ষর
বিশ্বাস করো কেউ দায়ী নই|

আদালতের জামিন মঞ্জুর
সন্দেহভাজন মধুরেণসমাপয়েৎ
সকল শব্দকলির; স্মিত হাসির;
জমাট বাঁধা সব স্মৃতিকথার|
আজ কোন দাঙ্গা নেই শহরতলীর
ক্যাফেটেরিয়ার পশ্চিম টেবিলে;
বন্ধ হয়েছে সেই দখিনা হাওয়ার অনুপ্রবেশ;
ঠায় দাড়িয়ে আছে শিউলিতলা~
কোন সুভাষিতার অনাকাঙ্ক্ষিত
ঠোঁটেঠোঁটে মিষ্টি কারফিউ হাসি নেই;
চাহনিতে কড়া হরতাল নেই|

এক আকস্মিক মুচলেকায় শুনশান নগরে
আজ শুধুই অনিদৃষ্ট জরুরী অবস্থার জারি-
গোলাপের ডালে ডালে~
মেঘলা আকাশের পানে
ঘরকুনো গাঙচিল পাখালের
তাই আজ কোন কারণ নেই
পেছনে ফেরার;
খুব কারণ বশতঃ আমরা তাই ফেরারি|

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ রাত ১:০০

মন থেকে বলি বলেছেন: প্রথম আর শেষ অংশ কেমন খাপছাড়া লাগল।
আমি অবশ্য কবিতা ভাল বুঝিনা।
তবে শব্দচয়ন ভাল লেগেছে।

২১ শে জুন, ২০১৭ রাত ১:০৭

ভ্রমরের ডানা বলেছেন:
আমি অবশ্য কবিতা ভাল বুঝিনা।- আমিও তেমন বুঝিনা। ব্যাপার না এসব!

প্রথম আর শেষ অংশ কেমন খাপছাড়া লাগল। লাগতেই পারে। কোন ব্যাপার নয়! তবে শব্দচয়ন ভাল লেগেছে। -- আইন কানুনের কিছু শব্দ প্রয়োগ করা হয়েছে। ধন্যবাদ ও শুভকামনা!

২| ২১ শে জুন, ২০১৭ রাত ১:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
হে কবি- আপনিও কি আমার মত বাজিতে হেরে দেউলিয়া হয়ে ফেরারি হয়ে গেছেন নাকি ?? কবিতার নাম আজ ফেরারি কেন ? ( এমনিতে মজা করলাম)=p~
হুমম, কখনো, কখনো জীবনে এমন সময় আসে তা সারাজীবন এক বিচিত্র অভিজ্ঞতার দলিল হয়ে থাকে ।।


খুব সুন্দর লিখেছেন +++

২১ শে জুন, ২০১৭ রাত ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:


ফেরারি আমরা সবাই! কিছু স্মৃতি, কিছু প্রেম থাকে যা হন্যে হয়ে পিছু নেয়, ফিরিয়ে নিতে চায় পেছনে। দেউলিয়া করে নয় মন চুরি করে ক্ষনিকের জন্যে টেনে নিতে চায়। তখন এমন অনুভব আসতেই পারে!

অনেক কিছুই থাকে এমন আকর্ষক তবে তাতে প্রেম মাধুকরী বেশি গুঞ্জন করে।



কবিতার অনুভবে ধন্যবাদ কবি! শুভেচ্ছা সবসময়! ভাল থাকুন! শুভ রাত্রি!

৩| ২১ শে জুন, ২০১৭ রাত ১:৩৪

কানিজ রিনা বলেছেন: অনেক ভাল লাগল কবিতা। ধন্যবাদ

২১ শে জুন, ২০১৭ রাত ১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতায় হয়ত এই প্রথম পেলাম আপনাকে! অনুভবে প্রীতি ও শুভেচ্ছা জানবেন!

৪| ২১ শে জুন, ২০১৭ রাত ১:৩৮

নাগরিক কবি বলেছেন: ভ্রমরের ডানা - আপনি কবি।

২১ শে জুন, ২০১৭ রাত ১:৪১

ভ্রমরের ডানা বলেছেন:




নাগরিক কবি সত্যি বলছেন???




আআহহহহহহহহহ!

৫| ২১ শে জুন, ২০১৭ রাত ৩:৩০

জাহিদ অনিক বলেছেন: বিরহ এবং বিরহ ।

২১ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:
বিরহ বটে! বিরহ বিলাপ একটা বইও আছে। বিরহ নিয়ে অসংখ্য কাব্য আছে। মানব মনে স্বাভাবিক ভাবেই বিরহানলের বিরাজ! যার নেই তিনি হয়ত প্রেম করেন নি। বিরহ প্রকাশ কোনকালেই ছোট জলা ছিল না বরং তা ছিল এক সমুদ্রঝড় ;সুনামির বান!
হঠাৎ ধেয়ে আসে!



শুভেচ্ছা রইল কবি!

৬| ২১ শে জুন, ২০১৭ ভোর ৪:৫৫

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে ডানা ভাই।++++

২১ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:




ধন্যবাদ উম্মে সায়মা! কবিতার অনুভবে প্রীতি ও শুভেচ্ছা রইল!

৭| ২১ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

২১ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে ধন্যবাদ মোস্তফা সোহেল!

৮| ২১ শে জুন, ২০১৭ দুপুর ২:১৬

সুমন কর বলেছেন: বরাবরের মতো চমৎকার হয়েছে।

২১ শে জুন, ২০১৭ রাত ১১:০২

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ সুমন ভাই! অনুভবে অশেষ প্রীতি ও শুভেচ্ছা! আপনার মন্তব্যে অনেক উৎসাহিত হলাম!

৯| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে আপি

২১ শে জুন, ২০১৭ রাত ১১:০৫

ভ্রমরের ডানা বলেছেন:


অনেক ধন্যবাদ ছবি আপু! আপনার মন্তব্য ঘরে অনুপ্রাণিত হয়েছি! তবে এই এলোমেলো কাব্য পুরুষের কথায় কি এসে যায়; সব কিছু ভেঙে গেছে!

১০| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই এবারো। অনেক কথা, অনেক বিষয়ের সমষ্টিরূপ সুবিন্যস্তকরণ। মুগ্ধতা জানিয়ে গেলাম ভাই। +++++

২২ শে জুন, ২০১৭ রাত ১২:২০

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতা পাঠে ও অনুভবে শুভেচ্ছা সুপ্রিয় সহব্লগার! অফুরান প্রীতি ও শুভকামনা রইল!

১১| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




সকল শব্দকলিগুলো জমাট বেঁধে গেছে । ব্যঞ্জনার তাপে খানিকটা গলে গলে পড়লে ভালো হতো । স্মিত হাসির মতো হেসে উঠতে পারতো ।

২২ শে জুন, ২০১৭ রাত ১২:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:


আর ওভাবে হচ্ছে না জীএস ভাই। কখন হবে কে জানে। কুলুকুলু নদীজলে কি জানি হয়েছে তাই ফেরারি পাখিদের দল সুদূরে ভেসে দিকে দিকে মিলিয়েছে। হয়ত আবার কোন বেনামি দিনে স্মিত হাসির বাঁধ ভেঙে যেতে পারে। সেদিন হয়ত এই বরফের কলি খসে জল হবে ঢেউ!!


অজস্র কালো স্রোতে নদী ভেসে ব্যঞ্জনার গান ভ্রমর ভুলে গেছে। বিরহের গুমোটে বাধা বেসুরো বেহালাবাদক এই অধমকে ক্ষমা দেবেন!


ভাল থাকুন সুপ্রিয় লেখক কবি!

১২| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালবাসার রাজনীতি! নাকি রাজণৈতিক ভালবাসা ;)

দারুন ভিন্নতায় প্রেমের সাতকাহনে মুগ্ধতা :)

++++++++++++

২২ শে জুন, ২০১৭ রাত ১২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:


শুধুই বিরহের জবানবন্দিতে এক রাজবন্দীরর বিলাপ! রাজনৈতিক ভালবাসার ছলে ভালবাসার রাজনীতি, আইন কানুনের ঘেরাটোপে বন্দি ভালবাসা!


জবাবদিহিতা কারো নেই!


অসাধারণ বুদ্ধিদীপ্ত মন্তব্যে অনেক ভাল লাগা! ভিন্ন ভাবেই সুন্দর কথা বলেছেন! কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিদ্রোহী ভিগু ভাই!

১৩| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: অপুর্ব শব্দ সংমিশ্রনে দারুন কবিতা
এক আকস্মিক মুচলেকায় শুনশান নগরে
আজ শুধুই অনিদৃষ্ট জরুরী অবস্থার জারি-

মনে হল হয়েছে ফাস কোন গোমর কথা
কবিতার শুরু হতে শেষতক
চারিদিকে দেখি শুধু তারই আলামত ।

শুভেচ্ছা রইল

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:


চমৎকার ধরেছেন! আপনার মন্তব্য ঘরে বেশ অনুপ্রাণিত হলাম! শুভেচ্ছা অফুরান সুপ্রিয় লেখক!

১৪| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৭

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো । ++

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৩১

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ নীলপরি! প্রীতি ও শুভেচ্ছা রইল!

১৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৫

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




বিরহের গুমোটে বাধা বেসুরো বেহালাবাদককে ফুলের ঝংকার .............

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:
বিরহ গুমোট ঠিক আছে তবে বেসুরো আমি নিজেই করেছি। মুক্ত গদ্যে সুর তোলা কঠিন। বেহালাবাদক বলতেই পারেন। আর এমন ফুলের শুভেচ্ছায় দারুণ লাগছে! অনেক সুন্দর ফুল!





আপনাকে ইদের শুভেচ্ছা জানাই শ্রদ্ধেয়! শুভকামনা!

১৬| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:




আপনার জন্য রইল শুভকামনা ।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩১

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ! ঈদ মোবারক

১৭| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:২৮

আরাফআহনাফ বলেছেন: "ভালবাসার অস্বাভাবিক মৃত্যুর
সুরহতালে দিয়েছিলাম
সম্মিলিত দুটি গণ্যমান্য স্বাক্ষর
বিশ্বাস করো কেউ দায়ী নই| "


ফেরারী মনের ঠিকানা খুঁজে পেতে নেই.........
কবিতায় ++++++।

টাইপোগুলো ঠিক করে নিবেন - ধন্যবাদ।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩২

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! ঈদ মোবারক!

১৮| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:

ঈদ মোবারক!
সুন্দর হোক আপনার ও আপনার পরিবারের আগামী।
শুভেচ্ছা অবিরত.....

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩২

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! ঈদ মোবারক

১৯| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: ইদ মোবারক! অনেক ধন্যবাদ নয়ন ভাই।

২০| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৪১

ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগলো । তবে, 'মধুরেণসমাপয়েৎ' কি বুঝিনি ।

২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: কথাটির অর্থ শুভ বিবাহ, পরিনয় এমন আরকি! কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ।ভাল থাকুন। ঈদের শুভেচ্ছা রইল!
আপনার মন্তব্য লিখুন

২১| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:১০

নাগরিক কবি বলেছেন: মিয়া ভাই সেমাই ঠান্ডা হইয়্যা গেলো, ঈদ মুবারক B-)

২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:১০

ভ্রমরের ডানা বলেছেন:

নাগরিক কবি,

আপনাকেও ঈদের শুভেচ্ছা! ঈদ মোবারক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.