নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য- ১ - উফ, কি মাল্টি প্রতিভা.....

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১০





১|

খুঁজে পাবার কিছুই নেই
এই অযাচিত ক্ষণে সে এক কাপুরুষ
মাত্র পাঁচমিনিটেই থরোথরো হরি...
তবুও সম্মোহিত কোন নারীর চোখ
মাস্টার অথবা ভিসা কার্ডে
অর্থকড়ির ঝননরণন, সভ্যতার লাজ!

২|

শহরকে বলার কিছুই নেই আমার
শুধু দেখি রাতে সে এক লাস্যময়ীর
ঝিকিঝিকি নক্ষত্রপুঞ্জ....
প্রোজ্জ্বল আসমান থেকেও উজ্জ্বল
বয়ে চলে অনাবৃত পথে সোজা
মহাবীর্য পাণ্ডব ট্রাম্প পুতিনের
মিথ্যেবাদী ব্ল্যাকহোল ...
সামন্তবাদ, পুঁজিবাদ সুখে!

৩|

আর আমাকে খুঁজেছি আমি
কিছু কবিতার ছত্রেছত্রে
খুঁজেও পেয়েছি তার এক ছায়াপুরুষ
যে আমার বিবেককে প্রতিদিন পিষ্ঠ করে
মহাপুরুষ নই আমি এক ছায়াপুরুষ শিষ্য..
তাইতো দিনে মানবতা গান গেয়ে
আয়েশ করে প্রতি রাতে বুয়া অথবা বিলাই পেটাই....


৪|


মগডালের বাবুই পাখির বাসায়
কাকের উৎপাত দেখে
আমি থেমে থাকিনি,
ঢিল মেরেছি..
আমার দু-একটি ঢিলের শিকার হয়েছিল
কোন এক পাখির ডানা,
হাততালি উপস্থিত সবার,
কাক না বাবুই সেটা ব্যাপার নয়...
সিরিয়ান জংগী না শিশু সেটাও ব্যাপার নয়..
সাবাস এফ - এইটটিন...

৫|


উফঃ প্রতিভার ভিসুভিয়াস জেগে উঠে...
আনিসুল হকের পদ্যের তাড়নে....
জানালার রেলিঙ ধরে ঝুলে থাকা মুড়ির ঠোঙায়
কবে সে কবিতা পড়েছি মনে নেই...
শুধু মনে আছে ছাইপাঁশ লিখে
অনুকাব্য পদ্যে দু এক ছটাক
সারকাজম ঢেলে...
সুনীল সাবের অব্যর্থ প্রেমাবতার
কিংবা পুর্নেন্দ্রু পত্রীর কথোপকথনে
আমিও হতে পারি বেষ্ট সেলার কবি ......
কাব্য ভিসুভিয়াস,ললনাপ্রিয় ঝাক্কাস মাল্টি প্রতিভা...




মন্তব্য ৭২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২০

ডঃ এম এ আলী বলেছেন:
প্রথমটাতেই বাজীমাত

খুঁজে পাবার কিছুই নেই
এই অযাচিত ক্ষণে সে এক কাপুরুষ
মাত্র পাঁচমিনিটেই থরোথরো হরি...
তবুও সম্মোহিত কোন নারীর চোখ
মাস্টার অথবা ভিসা কার্ডে
অর্থকড়ির ঝননরণন, সভ্যতার লাজ!


কবিতাগুচ্ছে মুগ্ধ ।

শুভেচ্ছা রইল

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:



প্রথম মন্তব্যেই স্বার্থক অনুপ্রেরণা দিয়ে গেলেন সুপ্রিয় লেখক মান্যবর! আপনার মুল্যবান অনুভব মন্তব্যে পেয়ে কবিতাটি সমৃদ্ধ হয়েছে। শ্রদ্ধেয় ভাল থাকুন নিরন্তর!

২| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

সিঙ্গাম স্যার বলেছেন: দারুণ কবিতা, ভালা লাগছে আমার কাছে

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:



সিংগাম স্যার স্যালুট.... মাগার আমার হাসিটা আপনার থেকে ভাল না খারাপ দেখুনতো....



৩| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

দিলের্‌ আড্ডা বলেছেন: সুন্দর কবিতা

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১০

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ জনাব।আটটি মাসে আপনার করা চার নাম্বার মন্তব্যটি পেয়ে আমি যারপরনাই ধন্য হলাম! লেখাটি স্বার্থক হল! শুভেচ্ছা নিরন্তর!

৪| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতাগুচ্ছ!!

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ অনিন্দ্য প্রতিভা গিউলি ভাই। অনন্ত শুভেচ্ছা!

৫| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

মিঃ মটু বলেছেন: দারুণ লিখেছেন ভাই, ছবিটি খুউব ভালা লাগলো

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:



সিংগাম আইল, মটুও আইল তাইলে পাতলু আর অই হাদা ডাঃ ব্যাটা কই? ব্লগে কার্টুন কার্টুন খেলা বেশ জমেছে....


আপনাদের গগদাই শুভেচ্ছা জানাই!


৬| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: জানি, জীবনে একবার কারো সাথে প্রেম করলে তার প্রেমিক হওয়া যায়।
কিন্তু জীবনে কতটা প্রেম করলে সত্যিকারের একজন কবি হওয়া যায়-হে কবি ?

অনুকাব্য সুন্দর হয়েছে+++

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৫

ভ্রমরের ডানা বলেছেন:




ভাই আমি কবি নই। অনুভব শেয়ার করি মাত্র। কবি হওয়া অনেক বড় কিছু। আমার লেখায় তেমন কিছুই নেই। তবে কবি হতে প্রেম যে লাগে না সেটা অবশ্য প্রমানিত। সুকান্ত ভট্টাচার্য কে দেখুন। উনি প্রেম না করেও বিখ্যাত কবি। তবে প্রেম আর কাব্যে একটি বন্ধন অস্বীকার করব না। রবী নজরুল সবাই প্রেম করেই কবিতা লেখেছেন। এই প্রেম শুধু বিপরীত লিঙ্গ প্রতি এমন নয়। এতে স্রষ্টা সৃষ্টি, কাব্য প্রেরণা, মানবতাবাদ, জীবনানুভূতি,রাজনীতি ইতিহাস সাহিত্য ইত্যাদির মিশেল রয়েছে।




অনু কবিতার অনুভবে আপনাকে অশেষ ধন্যবাদ!

৭| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা চমৎকার প্রতিটি স্তবকই দারুণ লেগেছে।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:১১

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ সুজন ভাই! ভাল থাকুন নিরন্তর....

৮| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:১২

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ! সৌভাগ্য বটে......

ভাল থাকুন নিরন্তর....

৯| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:২০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
তবুও সম্মোহিত কোন নারীর চোখ
মাস্টার অথবা ভিসা কার্ডে
অর্থকড়ির ঝননরণন, সভ্যতার লাজ!


শুধুমাত্র উপরে এ লাইনগুলোর জন্য জিজ্ঞাসা করা। হুমম, আপনার অনুভব শক্ত । B:-/
আর, প্রতিউত্তরে জন্য ধন্যবাদ জানবেন ।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

উপরের লাইনে মূলত কিছুনারী ও তাদের অর্থ লিপ্সারর কাছে প্রেমের পরাজয় ফুটিয়ে তোলা হয়েছে। অর্থের ঝংকারে তার আকর্ষণ শুধুই অর্থ, কাপুরুষ!

১০| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৩

মোহাম্মদ বাসার বলেছেন: কবিতায় মুগ্ধত! আধুনিক কবিতার পরিপূর্ণ রূপায়ন। অবাক হওয়ার ব্যাপার হলেও সত্যি কবিতায় আমরা পশ্চিমা সাহিত্যের চেয়েও প্রায় ৩০০ বছরের একটা ব্লাকহোল তৈরী করেছি। রবি ঠাকুর সেই ১৯১৩ সালে নোবেল পেলেও পশ্চিমা সাহিত্যের কবিতার ধরণে আমাদের আসতে অপেক্ষা করতে হয়েছে জীবনানন্দ দাস পর্যন্ত। সেই ১৫০০/১৬০০ সাল থেকে ১৯৯৩০ ব্লাক হোলের পরিধি একেবারে ছোট নয়। মজার ব্যাপার হলো কবিতায় আমরা যতই আধুনিক হইনা কেন এখনও এই সামু ব্লোগে প্রাগৈতিহাসিক কালের চর্চা করেই যাচ্ছি। তাই বলে এটা ভাবা অর্থহীন যে আমাদের বাংলা সাহিত্যের এই কৈশোর লগনে আমরা ভুলে গেছি, আলাওল কিংবা মোহাম্মদ ছগিরদের। আমাদের পথিকৃৎ হিসেবে সেইসব অগ্রজদের প্রতি অনন্ত শ্রদ্ধা।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:

প্রথমেই কাব্যে মুগ্ধতা রেখে যাবার জন্য ধন্যবাদ জানাই। কবিতাটি আপনার নিকট আধুনিক মনে হয়েছে জেনে ভাল লাগল। আধুনিক কবিতাই আমার সবচেয়ে বেশি পছন্দের তবে পুরনো সেই সব সাহিত্য কাব্যেও অপার আনন্দাদি! আপনি ঠিকই বলেছেন। কবিতায় আমরা অনেক পিছিয়ে। এখনো সেই প্রাচীন ধারায় লেখছি অনেকেই। বিশেষ করে ব্লগে। এর কারণটা আমার জানা নেই। আমি প্রফেশনাল কেউ নই। যারা প্রফেশনাল কাব্য রচয়িতা তারা এই বিষয়ে ভাল বলতে পারবেন। তবে আমি মনে করি বাংলার মানুষ এখনো চর্যাপদ, গীতি সাহিত্য, বৈষ্ণব পদাবলি, রবীন্দ্র বলয়, জীবনানন্দ ধারা, জসীমউদ্দীন ধারা, সুকান্ত, শামসুর, সৈয়দ শামসুল হক, রুদ্র, নজরুল সুকুমার সহ আরো অনেক লেখকের বাইরে লেখনী ধারণ করতে পারেন নি। তবে অনেকেই আধুনিক সাহিত্যে বিশ্ব সাহিত্য ধারণ করছেন। কম বেশি এটা হতে পারে। তবে একেবারেই সব ঠিক হবে না। সময় লাগবে। আমাদের অগ্রজ কবি সাহিত্যিক যে পথের সূচনায় অমর করে গেছেন বাংলা ভাষা ও সাহিত্যকে তার পথে হোক আমাদের অগ্রযাত্রা!


আপনার মুল্যবান মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ! শুভকামনা অনন্ত!

১১| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৭

কল্লোল পথিক বলেছেন:



আহা! আহা!
বেশ! বেশ!

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫১

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার! ভাল থাকুন নিরন্তর!

১২| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৭

মিঃ মটু বলেছেন: সিঙ্গাম স্যাররে এত হাসি দিলেন, আমারে দিলেন কেন ভাই, আমি কি পর!!

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:
আপাতত সামুর ইমো চলবে......


:D :D:-B :D :D:-B :D :D:-B :D :D:-B



মাইন্ড খাইয়েন না। সামুর ইমোর উপ্রে হাসি নাইক্কা!

১৩| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৯

মিঃ মটু বলেছেন: খুশি হননাই ভাই, পাতলুও আছে, আমার ঘরে দেখা করছে, দোস্ত আমারে ছাড়া কেমনে থাকে কন!!

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:

বাহ! বেশ বেশ! কিন্তু অই ডাঃ ব্যাটা কই? তার নাগাল তো পাওয়া যাচ্ছে না!

:D :D:-B

১৪| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:২১

মিঃ পাতলু বলেছেন: থরোথরো হরি ..... ভালা লাগা রইল ডানা ভাই,

মটু মন খারাপ করিসনে ভাই, আমাদের সবাই অবজ্ঞাই করবে!!

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:০০

ভ্রমরের ডানা বলেছেন:


সে কিরে পাতলু, এমন করে বললি কেলা? আমি তো অবজ্ঞা করে কিছু বলি নাই তোকে। যত রাগ ওই হারামী ডাঃ এর উপ্রে! ওকি ভাল? তুই বল ভাই!




সে একটা থরোথরো হরি..........

১৫| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৬

নীলপরি বলেছেন: প্রত্যেকটা কবিতাই অনবদ্য লাগলো ।

সামুর লেখার মান নিয়ে যারা কটাক্ষ করেন তাঁদের আপনার এই কবিতাগুলো পড়া উচিত । অপ্রাসঙ্গিক এই কথাগুলো বলার জন্য আমি দুঃক্ষিত । কিন্তু না বলেও পারলাম না । যেভাবে সামুকে নিয়ে নেগেটিভ প্রচার চলছে , তাতে বলতে বাধ্য হলাম ।

আপনার জন্য শুভকামনা রইলো ।

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

নীলপরি, কি হয়েছে ? কে কি বলেছে? কত কথা কতজন বলবে তাতে কি এসে যায়। লেখার মানে আমি তুলনার যোগ্য কিনা জানি নে তবে আপনার মত আমিও বলব অনেক লেখাই রয়েছে যা মানহীন তো নয়ই বরং কালজয়ী ...

আপনার কথাগুলোর জন্য ধন্যবাদ। আসলে কোন কিছু নিয়ে লেগেটিভ ভাবে ঢালাও মন্তব্য করার আগে বারবার চিন্তা করা উচিত। জ্ঞান লাভ করা উচিত বলে মনে করি।


কবিতার অনুভবে ও মুল্যবান মন্তব্যে অশেষ প্রীতি ও শুভেচ্ছা! অনন্ত ভালবাসা জানবেন!

১৬| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল ভাই, দারুণ লিখেছেন সবগুলো।

প্রিয়তে রাখলাম, প্রতিটি পর্বই আমার কাছে ভালো লাগলো তাই।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

অনেক ধন্যবাদ নাইম ভাই! আশা করি কাব্য এবার বেশ সহজ মনে হয়েছে। শুভেচ্ছা অনন্ত!

১৭| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৭

সুমন কর বলেছেন: মাল্টি প্রতিভার বিকাশ ভালোই হচ্ছে.......

+।

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২৯

ভ্রমরের ডানা বলেছেন:

সে আর বলতে সুমন ভাই...... সময় এখন বর্ষা কাল.... হরিন কামড়ায়..... বাঘের গাল...




শুভেচ্ছা জানবেন :D

১৮| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক সুন্দর অর্থবহ একটা কবিতা। ভাল লাগল কবি।শুভ কামনা রইল।

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩০

ভ্রমরের ডানা বলেছেন:





অনুভবনীয় মন্তব্যে আপনাকে অশেষ ধন্যবাদ! আর আমি কবি নই, ছোটখাটো লেখক বলতে পারেন। কিঞ্চিৎ লেখি আরকি!

১৯| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১:২০

ড.ঝঁটকা বলেছেন: ও মা! এত সুন্দর অনুকাব্য!!

আপনি নিশ্চয় আমার চেয়ে বড় গবেষক।
আপনার শব্দ গবেষণা চমৎকার বলতেই হবে হা।

উপরে দেখলাম মটু পাতলু আর সিঙ্গাম স্যার, আর আমি ওদের খুঁজতে খুঁজতে হয়রান, আমার নতুন আবিষ্কার ওদের দেখাবো বলে। তাই তো বলি মটুপাতলু গেল কই!!

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:


ডাঃ ঝাটকা, মাইরে পাটকা পাটকা কইরা দিবাম। শব্দ নিয়ে গো এষনা কম করি নাই তয় তোমার গরু খোজা কিন্তু আমারো ভাল লাগে। কিন্তু কি করবা কও কার্টুনে এমন বঞ্চনা হবেই। মটু পাটলু কে ভাল করতে গিয়ে তোমারে সবাই পচায়..... টমের প্রতিভার থেকে জেরির বুদ্ধিবল বেশি দর্শক খায়.... পরিচালক তাই বানায়... বেচারা টম....




আহারে গর্দভ দর্শক..... ডাঃ ঝাটকার সাইন্স বুঝলি না....... তবে আমার কিন্তু তোমার ভুঁড়ি টা অসহ্য মনে হয়। একজন বিজ্ঞানের লোকের এত বড় ভুঁড়ি........ অবাক অবুক....



২০| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৬

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভাল লিখেছেন।

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় ব্লগার..... শুভেচ্ছা সব সময়.....

২১| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:৩৩

তোমার জন্য মিনতি বলেছেন: অনেক সুন্দর কবিতা গুলো, ভালো লাগলো

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:




আপনাকে ধন্যবাদ! অশেষ শুভকামনা রইল!

২২| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:৪৮

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: সব গুলো কাব্যই সুন্দর

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪০

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ....


ভাল থাকুন সবসময়....

২৩| ১৭ ই জুলাই, ২০১৭ ভোর ৪:১২

সিঙ্গাম স্যার বলেছেন: ভালো লাগলো সবগুলো কাব্য+++++

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪২

ভ্রমরের ডানা বলেছেন:




স্যার জ্বী, সেলাম..... মেইনে আপ্পপকি তারিফ শুনকে ড্যান্স ফ্লোর তোর দিয়া....

২৪| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: কিছু কবিতা পড়ে মনের মাঝে এক তৃপ্তি বোধ জাগে সেটা বুঝিয়ে বলা যায় না।
শুধ বলা যায় খুব ভাল লেগেছে।+++

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:





এমন অনুভবের জন্য কবিতার পাতায় চলে কাটাকুটি শতবার....... আপনার মুল্যবান অনুভবের জন্য অশেষ ধন্যবাদ। ভালবাসা রইল!

২৫| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৩ নম্বরের অনুকাব্য বেশি ভাললাগলো।

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৮

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ মাইদুল ভাই। ৩ নংটা একটু বেশিই দেখা যায়! ভাল থাকুন নিরন্তর!

২৬| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও...

করছেন কি?

উরিব্বাস! সেইরাম অনুর ছড়াছড়ি!!!
থরথর হরি থেকে এফ সিক্সটিন! মিখ্যার ব্লাকহোল, সামন্তবাদ-পূজিবাদ, ছায়া পুরুষ শিষ্য
কোনটা ছেড়ে কোনটা বলি...

অসাম!!

+++++++++

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:



গুরু এ আর কি! আপনার চিন্তারাজ্যে এসব তো ধুলোবালি ছাই! আমরা জানি বিদ্রোহী ভাই কি চীজ! আমার অনুকাব্যে অসাম ফসাম বইলা যে অনুপ্রেরণা দিলেন তাতে আমি কিন্তু সিরিয়াসলি উদ্বেলিত! আর প্লাসে নয়া করে আর খি খইতাম বুঝতে ন ফারি......


আইউইৎ চুক্ষের ফানি বাজিরে বাজি :P .....





অনন্ত শুভেচ্ছা কবি!

২৭| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ কি সুন্দর অনুকাব্যরে ভাই
আহা আপনার মতন যদি লিখতে পারতাম

এত বুদ্ধি মাথায় নাই ক্যারে আজিব :(

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২০

ভ্রমরের ডানা বলেছেন:




গুরু একি কহিলেন.......
আপনি ছন্দেবন্ধে আমাগো হৃদপিন্ড দাপিয়ে বেড়ান, কাব্যের জলতরঙ্গ চিরে চির উন্নত তম শীর.... এসব অনু ফনু দিয়া কিডা করবেন কন? এইগুলা হইল আধুনিক মস্তিষ্কজাত গার্বেজ কম্পাউ। খালি গন্ধ ছড়ায়। ফুল ফলাদি, লতাপাতা, সিন্ধু স্নিগ্ধতা এতে নেই। কর্কশ ভাষায় কি যে আছে কেডা জানে! আর আপনি এতে বুদ্ধি খুঁজেন?



আমি কই কি আমি যদি ছবি আপুর লাহান লিখতে পাইরতাম, এতদিনে স্টার হুই যাইতাম.... এত ছন্দময় মানুষ হয় কিভাবে.....



শুভেচ্ছা ছবিপু!

২৮| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৬

নীলপরি বলেছেন: আরে , আমায় কেউ কিছুই বলেননি ।কিছু হয়নি । কিন্তু সামুকে নিয়ে সামুতে নেগেটিভ প্রচার চলছে । কয়েকটা সেরকম পোষ্ট দেখলাম । আবার কয়েকজন সহব্লগারকে দেখলাম ,অভিমান নিয়ে তাঁদের পোষ্ট ড্রাফটে নিয়ে নিতে ! এগুলো দুঃখজনক লাগলো । তাই বলেছিলাম কথাগুলো ।

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:

আচ্ছা বুঝেছি। যারা সামুতে লেখালেখি করে সামুর বদনাম করছেন তাদের প্রতি কিছু বলার নেই। তাদের বদনামের কিছু কারণ আমি খুঁজে পেয়েছি যা বাচ্চাকাচ্চাদদের ব্যাপারের মত। এসব ন্যাকামি এমন প্লাটফর্মে মানায় না। আর যেসব সহব্লগার তাদের পোষ্ট ড্রাফটে নিয়েছেন, কেন নিয়েছেন তাহা জানি না। তবে এর কারণ যদি অভিমান হয় আমি বলব অভিমান ভাল নয়। ফিরে আসুক সকলে! একসাথে চলতে গেলে অনেক কিছুই হবে। ভাল মন্দ মিলিয়েই মানুষ। সবাই এক হবে না। একজন সবসময় ভাল হবে না। তাই বলে আজেবাজে কথা, হট্টগোল করাও ঠিক নয়। সহ্যগুণ থাকা উচিত।আর কিছু বিষয় এড়িয়ে যাওয়াও ভাল। সবার সাথে সব মত নাও মিলতে পারে। তাই বলে আক্রমণ করা উচিতকাজ নয়। যে সহে, সে রহে!




আপনাকে অশেষ ধন্যবাদ! অনন্ত শুভেচ্ছা!

২৯| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: একটু বেশী কইয়াললেন ....... আামার মাথা সহজ কথা
এত সহজ যে কঠিন কেউ কিছু লিখলে বুঝতারি না হাহাহা

তবে আপনার প্রতিটা লেখাই অসম্ভব সুন্দর। মনের গহীনে কেমন যেনো দোলা দিয়ে যায়

শুভেচ্ছা আর সালাম কবিকে। সুন্দর কাটুক আগত দিনগুলো

১৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:০৫

ভ্রমরের ডানা বলেছেন:



বেশি আর কি কহিলাম আপু,আমার তো মনেহয় আরো কিছু বাকি ছিল। এই নাদানের বলার মত ভাষাজ্ঞানে তা নেই। তবে কবিতার প্রতি আপনার এমন প্রশংসা আপনার উদারতা ছাড়া আর কি? সৌভাগ্য এই যে কবিতার দুছত্র আপ্নারা পড়েন। এতেই আমি ধন্য। সেলাম চাইনা তবে সালামী বহুত চাই :P

ভালবাসায় সিক্ত করে গেলেন ছবিপু! শুভকামনা অশেষ। ভাল থাকুন সবসময়!

৩০| ১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২০

গোফরান চবি বলেছেন: আর আমাকে খুঁজেছি আমি
কিছু কবিতার ছত্রেছত্রে
খুঁজেও পেয়েছি তার এক ছায়াপুরুষ
যে আমার বিবেককে প্রতিদিন পিষ্ঠ করে
মহাপুরুষ নই আমি এক ছায়াপুরুষ শিষ্য..
তাইতো দিনে মানবতা গান গেয়ে
আয়েশ করে প্রতি রাতে বুয়া অথবা বিলাই পেটাই....

১৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:০৬

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ! শুভেচ্ছা রইল!

৩১| ১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কোন এক পাখির ডানা,
হাততালি উপস্থিত সবার,
কাক না বাবুই সেটা ব্যাপার নয়...
সিরিয়ান জংগী না শিশু সেটাও ব্যাপার নয়..
সাবাস এফ - এইটটিন...

১৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:০৭

ভ্রমরের ডানা বলেছেন:


অশেষ ধন্যবাদ সেলিম ভাই! শুভেচ্ছা অনন্ত!

৩২| ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:
আর আমাকে খুঁজেছি আমি
কিছু কবিতার ছত্রেছত্রে
খুঁজেও পেয়েছি তার এক ছায়াপুরুষ

১৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



মন্তব্যে প্রীতি ও শুভেচ্ছা রইল!

৩৩| ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

সোহানী বলেছেন: দারুন কবিতাগুচ্ছ..... সবগুলোতেই +++++++++++

১৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:০৮

ভ্রমরের ডানা বলেছেন:



সৌভাগ্য বটে! শুভেচ্ছা অনন্ত!

৩৪| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার হয়েছে সবগুলো অনুকাব্য, ৩ নম্বরটা একটু বেশী।

১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



এই অনুকাব্যে আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। তিন নং টা আমারো ভাল লেগেছে। তবে লেখার সময় ৪ নং ৫ নং এ বেশ মজা পেয়েছি। অনুকাব্যে আমি পারদর্শী নই। জীবনের প্রথম অনুকাব্য এটা! ভুলত্রুটি ক্ষমা করবেন।



কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি!

৩৫| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




উফ.... আসলেই চমৎকার লিখেছেন ।
৪ নম্বরটি ভালো লেগেছে বেশি । বিদ্রোহী ভৃগুর মন্তব্যে সহমত ।

২১ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৬

ভ্রমরের ডানা বলেছেন:




অনুভবে দোলা দিয়ে গেলেন.......
আপনার মুল্যবান অনুভবে অনুকাব্য স্বার্থক হল! আমার অবশ্য ৫ নং বেশি প্রিয়! তবে চার নং ও কম নয়। শুভেচ্ছা অনন্ত সুপ্রিয় কবি!

৩৬| ২৯ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:১৯

জাহিদ অনিক বলেছেন: উফ, কি মাল্টি প্রতিভা.....

১ম টা খাসা ;)

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৫

ভ্রমরের ডানা বলেছেন:


পড়েছেন দেখে ভাল লাগছে। আমার কাছে প্রতিটি ভাল লাগে... চেষ্টা করেছি যতটা বাস্তব সম্মত লেখা যায় আরকি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.