নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ - ১৫- এ এক খোলা সবুজপত্র

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১১






বহুপথ ঘুরে চলছি আমরা
ধুধু ধুলো উড়ো পথে
শালবন পেরিয়ে তেপান্তরী বিরান এক
খুঁজে নিতে বিশ্ব জঠরের প্রাণ
নয়নাভিরাম পাখপাখালি; সমুদ্রজল
গহীন গিরিনদী বেয়ে ঝর্ণাঢল~
পল্লবিত সবুজের বিস্তীর্ণ আচল ফেলে
ধনুর্বাণ হাতে মহাতেজস্বী বল|
আমরা টগবগানো অর্থনীতির দুলদুল,
বিশ্বজয়ের শ্বাদন্ত শার্দূল|

তবুও দেখি সুদূরপরাহত
দিল্লীর গুলবাগিচা হতে বুড়িগঙ্গার জলে
যুগান্তর ঘুর্ণি খুঁজেছে প্রাণ লাখো
শুষে নিতে তাজা তপ্ত লহু...
আঁজল ভরে পিয়াস মেটাতে
কত লাল সবুজের প্রাণ খুঁড়ে
শত আয়োজনে দানবিক যজ্ঞ~
শহর; বন্দর; মাল্টিপ্লেক্স|

তাই একফালি সবুজের খোঁজে
বহুপথ ঘুরে দুলদুল; শার্দূল;
আমাদের হতে হবে যুগান্ত ঘুর্ণীবিদারী
শাবল, কাস্তে হাতে সবুজের হাতিয়ার;
ফিরিয়ে নিতে আজ রুপালি নদীবরাবর সমুজ্জ্বল
সবুজের কোলাহলময় এক প্রাণান্তপরিচ্ছেদ!

সবুজ প্রদীপ নিভে যাবার আগে
তোমাদের প্রতি আমার এ এক খোলা সবুজপত্র!


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৫৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

সবুজের খোঁজে বহুপথ ঘুরে দুলদুল

মনে দেয় দোলঅ

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


ছবিপু,
কবিতার অনুভবে ও প্রথম মন্তব্যে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা! শুভকামনা জানবেন!

২| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৬

মৌমুমু বলেছেন: সুন্দর লিখেছেন।
শুভকামনা রইল। ভালো থাকবেন।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:০০

ভ্রমরের ডানা বলেছেন:





ধন্যবাদ মৌমুমু। কবিতার অনুভবে কৃতজ্ঞতা রইল!

৩| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

নাগরিক কবি বলেছেন: চারিদিকে বৃষ্টি, এত স্বপ্ন না দেখাই ভাল ;)

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:০০

ভ্রমরের ডানা বলেছেন:


আপনি কবিতার আশেপাশে দিয়েও যেতে পারেন নি। দুঃখিত!

৪| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

অর্ক বলেছেন: অসাধারণ! খুবই উঁচুমানের লেখা। আমার মতো সাধারণ পাঠকের জন্য কিছুটা দুর্বোধ্য যদিও। পড়তে ভালো লাগলো অনেক। শুভকামনা।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:০২

ভ্রমরের ডানা বলেছেন:




অর্ক, কবিতার অনুভবে ভালবাসা জানবেন। শুভেচ্ছা অনন্ত!

৫| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:

যাক, এবারের পদ্য কিছুটা মাটির কাছাকাছি এসেছে, ভালো!

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



মাটি, মানুষ, প্রেম, মানবিকতা এর কিছুই লিখিনি। একেক জনের একেকটা পছন্দ। তবে আমি নিজের খোরাক মেটাই, পাঠকের কাছাকাছি যেতে পারা সেতো সৌভাগ্য বটে! ভালবাসা জানবেন!

৬| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সবুজপত্র ভালো লেগেছে। +

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৯

ভ্রমরের ডানা বলেছেন:


রাজপুত্র ভায়া,

তোমায় মিস করেছি ভীষণ। কাব্য কিছু দিও। বহুদিন হল পান করিনি! ভাল থেকো! কবিতার অনুভবে অনন্ত শুভেচ্ছা!

৭| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:০০

শাহরিয়ার কবীর বলেছেন: এবার কবিতা কিছুই বুঝিনি,তারপরেও একটা লাইক ! ;)

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:২২

ভ্রমরের ডানা বলেছেন:




জনাব কবীর সাহেব,
আপনার সুবিধার জন্য একটু তরজমা করে দিয়েছি। ভাব ব্যবচ্ছেদ পছন্দ না হলে লাইক ফেরত নিয়েন। আপনি না বোঝলে সেটা আমারই ব্যর্থতা!



বহুপথ ঘুরে চলছি আমরা
ধুধু ধুলো উড়ো পথে
শালবন পেরিয়ে তেপান্তরী বিরান এক
খুঁজে নিতে বিশ্ব জঠরের প্রাণ
নয়নাভিরাম পাখপাখালি; সমুদ্রজল
গহীন গিরিনদী বেয়ে ঝর্ণাঢল~
পল্লবিত সবুজের বিস্তীর্ণ আচল ফেলে
ধনুর্বাণ হাতে মহাতেজস্বী বল|
আমরা টগবগানো অর্থনীতির দুলদুল,
বিশ্বজয়ের শ্বাদন্ত শার্দূল|

--- আমরা সবুজ ফেলে শুধু অর্থনীতি উন্নয়নের নামে পরিবেশকে ধ্বংস করছি।

তবুও দেখি সুদূরপরাহত
দিল্লীর গুলবাগিচা হতে বুড়িগঙ্গার জলে
যুগান্তর ঘুর্ণি খুঁজেছে প্রাণ লাখো
শুষে নিতে তাজা তপ্ত লহু...
আঁজল ভরে পিয়াস মেটাতে
কত লাল সবুজের প্রাণ খুঁড়ে
শত আয়োজনে দানবিক যজ্ঞ~
শহর; বন্দর; মাল্টিপ্লেক্স|


---এই ভারতীয় উপমহাদেশে অজস্র বিটপী বাগান, স্নিগ্ধ নদীতে শহর বন্দরের বর্জ্য পদার্থ, ধোয়া, ক্ষতিকর রাসায়নিক পদার্থ হত্যা করছে লাখো প্রাণ।


তাই একফালি সবুজের খোঁজে
বহুপথ ঘুরে দুলদুল; শার্দূল;
আমাদের হতে হবে যুগান্ত ঘুর্ণীবিদারী
শাবল, কাস্তে হাতে সবুজের হাতিয়ার;
ফিরিয়ে নিতে আজ রুপালি নদীবরাবর সমুজ্জ্বল
সবুজের কোলাহলময় এক প্রাণান্তপরিচ্ছেদ!



-- তাই সবুজ আর নদীকে রক্ষায় আমাদের হতে হবে সবুজের হাতিয়ার।


সবুজ প্রদীপ নিভে যাবার আগে
তোমাদের প্রতি আমার এ এক খোলা সবুজপত্র!


-- এটাই সবুজপত্র! এবার বুঝলেন :D

৮| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৭

ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ লাগলো +++++

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৪

ভ্রমরের ডানা বলেছেন:







অনুভবে ধন্যবাদ! শুভেচ্ছা ধ্রুবক ভাই!

৯| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৮

জুন বলেছেন: ভ্রমরের ডানা, আশাকরি আগামী বই মেলায় আপনার একটি কাব্যগ্রন্থের দেখা পাবো :)
খুব ভালোলাগা রইলো কবিতায় ।
+

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:


বই বের করতে পারব কিনা জানিনে তবে ব্লগে লেখেই যাব সুপ্রিয় ব্লগার! আমার কবিতায় আপনার এমন ভালবাসায় কৃতজ্ঞতা রইল! ভাল থাকুন নিরন্তর!

১০| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: ডানা ভাই,
কবিতা তরজমা করে দিয়ে আমাকে বাঁচালেন। সুসম্পর্কের খাতিরে কবিতা ভালো হয়েছে, বলে লাভ নেই। বরং, জেনে বুঝে, তা ভালো বলা উচিৎ। এখন মনে হচ্ছে, লাইক দেওয়া অপশন আরো দশটা থাকলে, আরো দশটা কবিতায় লাইক দিয়ে যেতাম ...! হুমম, গাছ আমাদের পরম বন্ধু ; কিন্তু যে হারে বন ধংস পায়তারা চলেছে, তাতে আগামী কাপালে যে কি আছে !!! বেঁচে থাকার প্রধাণ উপকরণ; প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার নিশ্চয়তাও যেন, দিন দিন অনিশ্চত হয়ে যাচ্ছে । :(

কবিতা ভালো লাগা রইলো ++++
ধন্যবাদ ।

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫২

ভ্রমরের ডানা বলেছেন:



পরিবেশ বাচলে মানুষ বাচবে। কবিতার অনুভবে প্রীতি ও শুভেচ্ছা! ভাল থাকুন সবসময়!

১১| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৬

নীলপরি বলেছেন: সবুজ প্রদীপ নিভে যাবার আগে
তোমাদের প্রতি আমার এ এক খোলা সবুজপত্র!


দারুন লাগলো । ++

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতার অনুভবে ভালবাসা রইল! ভাল থাকুন নিরন্তর!

১২| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:২১

নাগরিক কবি বলেছেন: হাহাহাহা, হতে পারে ;)
মন্তব্য তো বুঝেছেন :)

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ নাগরিক কবি!

১৩| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫১

সুমন কর বলেছেন: আপনার খোলা সবুজপত্র পড়ে, ভালো লাগল।

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:

পাঠে ও মন্তব্যে ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম সুমন ভাই!

১৪| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৬

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




সবুজপত্রের বক্তব্য অনেক সচেতনতার কথা নিয়ে চির সবুজ ।
কবিতা হিসেবে মোটামুটি লাগলো । বিন্যাস আরও একটু সহজ হলে বেশ ভালো হোত ।

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা হিসেবে আমারো কাছে ম্যাড়মেড়ে লেগেছে। আপনার ভাবনার সাথে মিলে গেছে। তবে এসব কবিতা এমনি ভাল লাগে!


কবিতা পাঠে ধন্যবাদ শ্রদ্ধেয়!!

১৫| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা কম বুঝি তারপরও ভাল লেগেছে।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০১

ভ্রমরের ডানা বলেছেন:




আপনার মত সহব্লগার পাওয়া কঠিন! অনুপ্রাণিত করে যান প্রতিনিয়ত! ধন্যবাদ সোহেল ভাই!

১৬| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা ভালো লাগলো, সবুজের পূঁজারী মনের আকুল আহ্বান। মুগ্ধতা রইল প্রিয় কবি।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৩

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ কবি নাঈম। সবুজ বেচে থাকুক!

১৭| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪১

কামরুন নাহার বীথি বলেছেন:
সুন্দর লিখেছেন, ভ্রমরের ডানা!!
শুভকামনা রইল। ভালো থাকবেন।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৪

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ বীথি আপু। আপনার জন্যে অশেষ শুভেচ্ছা ও শুভকামনা!

১৮| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০১

আখেনাটেন বলেছেন: সভ্যতায় ধ্বংস, সভ্যতায় সৃষ্টি। এখন আমরা যেমন পরিবেশ-প্রতিবেশ নিয়ে প্রতিবাদী। ঠিক তেমনি শত বছর আগে লন্ডন, প্যারিসের রাস্তায়ও প্রতিবাদ ছিল। কারণ উন্নয়নের জোয়ারে তাদের রাস্তাতেও থকথকে কাদা থাকত। দূষিত মৃতপ্রায় সীন কিংবা টেমস। অর্থের ঝনঝনানিতে তারা এখন অনন্য উচ্চতায়।

এখন আমাদের পালা। তাই অতীতের সীন কিংবা টেমস রূপ নিয়েছে অাজকের বুড়িগঙা কিংবা যমুনাতে। অার কিছু সময়। হয়ত সবকিছু ফিরে পাওয়া যাবে না। তবে ফিরবে অতীতের যমুনায় কিংবা বর্তমানের সীনে।

মোটামুটি ভালো লেগেছে কবিতা।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৭

ভ্রমরের ডানা বলেছেন:




হুম, বুঝেছি।আমাদের পালা ঠিক আছে আম্রিকা চীনের পালা কবে শেষ হবে। এরা মিলেই তো ৫০ ভাগ কার্বন ছাড়ছে।টেমস সীন পাড়ের দেশ গুলোই বা কতটা সচেতন? যথেষ্ট কি?



কবিতা পাঠে ও সুচিন্তিত মন্তব্যে ধন্যবাদ!

১৯| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২১

কানিজ ফাতেমা বলেছেন: খোলা সবুজ পত্রটি পড়ে ভাল লাগলো ।

আর সবুজ প্রদীপটি আরো সতেজ হয়ে উঠুক এই কামনা রইল।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১১

ভ্রমরের ডানা বলেছেন:
কেমন আছেন? অনেক দিন পর! শুভেচ্ছা রইল!

২০| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১২

ভ্রমরের ডানা বলেছেন:

ছড়া মিস করছি প্রামানিক ভাই! কবিতা পাঠে শুভেচ্ছা রইল।

২১| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০২

খায়রুল আহসান বলেছেন: সবুজ বিলুপ্ত শহরে বসে আপনার এই খোলা সবুজপত্র পড়ে খুব ভাল লাগলো। পরিবেশ ধ্বংস করার ব্যাপারে আমাদের চেয়ে পারদর্শী আর কোন জাতি বোধহয় পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।
আমাদের হতে হবে যুগান্ত ঘুর্ণীবিদারী
শাবল, কাস্তে হাতে সবুজের হাতিয়ার;
ফিরিয়ে নিতে আজ রুপালি নদীবরাবর সমুজ্জ্বল
সবুজের কোলাহলময় এক প্রাণান্তপরিচ্ছেদ!
- আপনার এ উদাত্ত আহ্বানে জাতির বিবেক সাড়া দিক, এই কামনায়...

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৬

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার অনুভবে প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবুজের আচ্ছাদন মুছে সভ্যতার এই অসভ্যতা ঘুচে যাক। আরো সবুজ হয়ে উঠুক এই পৃথিবী। সবুজের সমারোহ সাজুক লাজুকলতারর সাজে এই শহরে সেই শহরে....

২২| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৬

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা সবুজ পত্রে !!

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৭

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় কবি! আপনার কবিতা মিস করছি! প্লিজ কিছু কবিতা দিন!

২৩| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: আবার কোথায় হারিয়ে গেলন ???


১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৮

ভ্রমরের ডানা বলেছেন:



ফিরে এলাম.....

২৪| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২০

এফ.কে আশিক বলেছেন: চমৎকার লিখেছেন
কবিতা ভালো লেগেছে...+++

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৮

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ! শুভকামনা রইল!

২৫| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: খুব সুন্দর কবিতা, আপু।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৯

ভ্রমরের ডানা বলেছেন:




ভাইয়া হবে!

২৬| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০০

শাহরিয়ার কবীর বলেছেন: যাক অবশেষে, প্রিয় কবিরে আবার আমাদের মাঝে ফিরে পেলাম !!

কেমন আছেন ????

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০২

ভ্রমরের ডানা বলেছেন:
ভাল আছি। আপনি কেমন আছেন? কিছুটা ব্রেক নিতেই হল। সব ঠিকঠাক আছে তো?

২৭| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি !!! হুমম, চলছে .......

ধন্যবাদ ।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৮

ভ্রমরের ডানা বলেছেন:


আসছি আপনার ব্লগে...... আপনাকে মিস করেছি। আর অনেক কবিতাও!

২৮| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:


মানুষকে পেছনে ফেলে দেয়া হচ্ছে প্ল্যান করে; তাদের সম্পদ দখল করার জন্য মানুষ হত্যা করা হয়েছে আজ অবধি; এর সমাধান বের করতে হবে শিক্ষিত মানুষকে; মানুষ যেন নিজের ভিটায় শান্তিতে থাকতে পারে।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



সময় এসেছে পিছনে ফেরার....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.