নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য- ১৯ - কায়াতট ফেনিল

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ২:২১




এভাবে দিন কেটে কখন আসে
গোধূলি বিকেল অতঃপর সোনালি সাঁঝবাতি....
রাতের চন্দ্রিমা লুকালে
সলাজ হেসে আজ তুমিই পূর্ণিমাতিথি..

এসো উর্মির দোলায়
দুটি কর্পূর হই বালুকাবেলায়...
মৃগময়ীর সুতীব্র কস্তুরী বিলাই
খোলা সমুদ্র জলে,
হই স্পন্দন সমুদ্র প্রেম লহরী
ইনানী বিচের কাখেঁ
নারকেল পাতায় পাতায়...
তুমি শতাব্দীর ঝরে যাওয়া হাওয়ার স্নিগ্ধতা
আর আমি ঝিরিঝিরি কাপঁনে সমুদ্র বিলাসী মন,
এসো এই রাতে মাখি রাতের কাজল, অভিলাষী অনিল...
সূদুরে থাকুক যত বাধা সীমান্ত সুনীল...
শুধু উত্তালতায় রাঙি অনুভবে কায়াতট ফেনিল!

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৪৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ২:২৫

মানিজার বলেছেন: আসল জিনিস ধরতে না পারলেও পড়ার সময় ভালই লাগছিল ।

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৮

ভ্রমরের ডানা বলেছেন:

প্রথম মন্তব্যে ধন্যবাদ। কবিতা বড়ই সরল। সমুদ্র অভিসারে যাওয়া প্রতিটি মানুষের মনের কথা তুলে ধরেছি।কিছুটা প্রেমের কথাও রয়েছে।

২| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩৫

চাঁদগাজী বলেছেন:


সমুদ্র তার বিশালতা দিয়ে মনকে দিক আদিগন্ত সৌম্যতা

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৮

ভ্রমরের ডানা বলেছেন:

আপনাকে ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর!

৩| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ২:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: তুমি শতাব্দীর ঝরে যাওয়া হাওয়ার স্নিগ্ধতা
আর আমি ঝিরিঝিরি কাপঁনে সমুদ্র বিলাসী মন,


কবিতায় ভালো লাগা রইলো+

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১০

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ শাহরিয়ার ভাই। কবিতা পাঠে ও মন্তব্যে প্রীতি ও শুভেচ্ছা রইল!

৪| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৩:০৫

বরেন্য কবি বলেছেন: হুম সুন্দর হয়ছে

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১০

ভ্রমরের ডানা বলেছেন:



আপনাকে ধন্যবাদ! শুভেচ্ছা জানবেন!

৫| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৩:০৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: যদিও কবিতার গভীরতা মাপার ক্ষমতা আমার নেই ! তবুও পড়ে মনে হল; ভালো লিখেছেন ।


শুভ কামনা কবি ।

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতায় ভাসতে জানলে গভীরতা ব্যাপার না। কবিতা পাঠে ও মন্তব্যে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন সব সময়!

৬| ১৪ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:০১

সামু পাগলা০০৭ বলেছেন: কিছু কিছু কবিতা মনে মনে আবৃত্তি করতে বেশ ভালো লাগে। সেই চক্করে বেশ কবার পড়লাম। দারুণ!
ভালো থাকুন।

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৪

ভ্রমরের ডানা বলেছেন:



একটা রাত সমুদ্র সৈকতে আরো কিছুই দিতে পারে.... চক্করে থাকুন! ভাল লাগবে :P




শুভেচ্ছা ও শুভকামনা ফুর্তিবাজ!

৭| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৭

প্রামানিক বলেছেন: দারুণ

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ ভাই! প্রীতি ও ভালবাসা রইল!

৮| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৮

জাহিদ অনিক বলেছেন: এসো এই রাতে মাখি রাতের কাজল, অভিলাষী অনিল...
সূদুরে থাকুক যত বাধা সীমান্ত সুনীল...
শুধু উত্তালতায় রাঙি অনুভবে কায়াতট ফেনিল!
- প্লাস

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ! প্রীতি ও ভালবাসা জানবেন!

৯| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪১

বিজন রয় বলেছেন: আপনারও দেখি আমার মতো অভ্যাস হয়েছে, হঠাৎ উধাও হওয়া।

প্রকৃতির দোলায় হৃদয় বিলাসিত হোক।
অভিলাষী মন কত কিছুই যে চায়!!

+++

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২০

ভ্রমরের ডানা বলেছেন:




উধাও হতে হয়। নয়ত একঘেয়েমি চলে আসে! কবিতাদি বোরিং হয়ে যায়! আর ঠিকি বলেছেন। অভিলাষীরর চাওয়ার শেষ বেই!



ধন্যবাদ কবি!

১০| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৬

নীলপরি বলেছেন: তুমি শতাব্দীর ঝরে যাওয়া হাওয়ার স্নিগ্ধতা
আর আমি ঝিরিঝিরি কাপঁনে সমুদ্র বিলাসী মন,
এসো এই রাতে মাখি রাতের কাজল, অভিলাষী অনিল...
সূদুরে থাকুক যত বাধা সীমান্ত সুনীল...
শুধু উত্তালতায় রাঙি অনুভবে কায়াতট ফেনিল!


সকাল বেলায় এই স্বপ্নমাখা কবিতা পড়ে খুব ভালো লাগলো ।

শুভকামনা ।

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৩

ভ্রমরের ডানা বলেছেন:


স্বপ্নময় কবিতা দেখি স্বপ্নিল চোখে.... এই একটি কাজ মোটামুটি পারি। কিন্তু কি লাভ.... অভিলাষীরর সব চাওয়া পূর্ণ হবার নয়....




যাকগে, কবিতার অনুভবে অশেষ প্রীতি ও ভালবাসা জানবেন নীল পরি!

১১| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন:



জলকাব্যে জলজ হওয়ার আহবান । সমুদ্র বিলাশী । উত্তালতায় হৃদ হারায়....

চমৎকার কবিতা। ভাল লেগেছে ।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪১

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতার অনুভবে ভালবাসা জানবেন! শুভেচ্ছা অফুরান!

১২| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

ক্লে ডল বলেছেন: সুখপাঠ্য কবিতা। ভাল লাগল অনেক।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪১

ভ্রমরের ডানা বলেছেন:




অনুভবে ধন্যবাদ ক্লে ডল! অনুপ্রাণিত হলাম!

১৩| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু উত্তালতায় রাঙি - - -

সুমদ্র বা নারী
কিংবা অনিল- সুনীল জলে
মন্থনে, বিহারে
প্রেম শৃঙ্গারে পরিণতি!

অনুভবে কায়াতট ফেনিল! ;)

+++++

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:



সব বের করে নিলেন দেখছি :P পারফেক্ট ব্যবচ্ছেদ! অনুভবে কৃতজ্ঞতা ভিগু ভাই!

১৪| ১৪ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

নাগরিক কবি বলেছেন: সমুদ্রজলে পা ভেজালেই মন যেনো প্রেমিক হয়ে উঠে। মন চায়, তোমাকে - শুধুও তোমাকে।

কবিতায় +

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:






সমুদ্রজলে পা ভেজালেই মন যেনো প্রেমিক হয়ে উঠে। মন চায়, তোমাকে - শুধুও তোমাকে।
-- ভাল বলেছেন নাগরিক কবি! একমত!




অনুভবে শুভেচ্ছা!



১৫| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভালো হয়েছে।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:




অনুভবে অনাবিল মুগ্ধতা! ধন্যবাদ গিউলি ভাই!

১৬| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার উত্তলতায় আমাদের ও রাঙালেন .।
লেখায় ভালোলাগা !!!

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



সুপ্রিয় কবি..........


অনুপ্রাণিত হ'লাম। পাশে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা! ভাল থাকুন নিরন্তর!

১৭| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৩

সুমন কর বলেছেন: মিষ্টি কবিতা। ভালো লাগা রইলো।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:০০

ভ্রমরের ডানা বলেছেন:


আবারো অনুপ্রাণিত হলাম সুমন ভাই! মিষ্টি অনুভবে স্বার্থক হ'লাম!

১৮| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১২

আরাফআহনাফ বলেছেন: এসো এই রাতে মাখি রাতের কাজল, অভিলাষী অনিল...
সূদুরে থাকুক যত বাধা সীমান্ত সুনীল...
শুধু উত্তালতায় রাঙি অনুভবে কায়াতট ফেনিল!


অপূর্ব,
ছন্দের তান বয়ে গেছে লয় ধরে রেখে।

ভালো লাগা জানবেন।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৩

ভ্রমরের ডানা বলেছেন:



আমার ব্লগেরর পাতায় স্বাগতম আরাফাহনাফ! অনুভবে ভালবাসা রইল!

১৯| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৪

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: ছবি ও কবিতা দুটিই ভালো লেগেছে।

১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২২

ভ্রমরের ডানা বলেছেন:





ধন্যবাদ মিন্টু ভাই! শুভেচ্ছা!

২০| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লাগল ভাই।

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল!

২১| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০১

শাহরিয়ার কবীর বলেছেন: নতুন কবিতা লিখুন !!! আপনার কবিতার মাঝে জীবন বাবুর কবিতার একটা স্বাদ আছে !!



ভালো আছেন নিশ্চয় !!

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:



জ্বী, ধন্যবাদ! ভাল আছি!আপনি ভাল আছেন নিশ্চয়! কবিতা লিখে ফেললাম.... জীবন বাবু অনেক বড় জিনিস লজ্জা দেবেন না। মাঝেমধ্যে ইচ্ছে হলে এই লেখি। শখের লেখা আর কত ভাল হবে বলুন.....




THANK YOU.....

২২| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৬

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছবি, সুন্দর শিরোনাম, সুন্দর কবিতা।
তুমি শতাব্দীর ঝরে যাওয়া হাওয়ার স্নিগ্ধতা
আর আমি ঝিরিঝিরি কাপঁনে সমুদ্র বিলাসী মন
- চমৎকার রোমান্টিকতা, কাব্যিক ভাবনা।
সমুদ্র তার বিশালতা দিয়ে মনকে দিক আদিগন্ত সৌম্যতা - চাঁদগাজীর এ মন্তব্যটা (২ নং) ভাল লেগেছে।

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার আদ্যপ্রান্তের প্রাণবন্ত প্রশংসায় উজ্জীবিত হ'লাম। রোমান্টিক কবিতায় কিছুটা স্বাচ্ছন্দ্য আসে। চেষ্টা থাকবে অন্য কিছু নিয়েও লেখার। আর গাজী সাহেবের কাছে পাওয়া এই মন্তব্য বিশাল কিছুই! অবশেষে কবিতা পাঠে ও চমৎকার মন্তব্যে আপনাকে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর!

২৩| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৯

গেম চেঞ্জার বলেছেন: ঝিরিঝিরি হাওয়ায় বসে বসে পড়তে খুব ভাল লাগছিল এটা! :)

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

মিলে গেছে। আমারো লেখার সময় বেশ ভাল লেগেছিল. .... :D

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

শাহেদ খান বলেছেন: "দুটি কর্পূর হই বালুকাবেলায়..." - বাতাসে ভেসে বেড়ানোর মত এক স্নিগ্ধ মোহময়তা!

ভাল লাগা জানাচ্ছি!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে শুভেচ্ছা.... ভাল থাকুন নিরন্তর.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.